উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ৪র্থ অধ্যায় mcq : ‘বাজার’ শব্দটির অনেক অর্থ রয়েছে। অনেক সময় বাজার বলতে এমন একটি নির্দিষ্ট স্থানকে বোঝানো হয় যেখানে পণ্যসামগ্রী বেচা-কেনা হয়। কোনো কোনো সময় একটি নির্দিষ্ট পণ্যের চাহিদা ও সরবরাহের সম্পর্ককে বাজার হিসেবে অভিহিত করা হয়। কোন কিছু বিক্রয় করার কাজকেও ‘বাজার’ নামে চিহ্নিত করতে দেখা যায়।
অর্থনীতিবিদদের মতে বাজার হলো ক্রেতা ও বিক্রেতার সমষ্টি। ক্রেতা ও বিক্রেতার মধ্যে পারস্পরিক দর কষাকষি ও সমঝোতার মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারিত হয় এবং সেই মূল্যে লেনদেন সম্পন্ন হয়। আর বিপণনের পরিভাষায়, বাজার বলতে জনগণের একটি সমষ্টিকে বোঝায় যাদের ব্যক্তি হিসেবে কিংবা প্রতিষ্ঠান হিসেবে পণ্যসামগ্রীর প্রয়োজন থাকে এবং সেই সামগ্রী ক্রয়ের সামর্থ্য, ইচ্ছা ও কর্তৃত্বও থাকে।
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ৪র্থ অধ্যায় mcq
১. কোনটিকে কেন্দ্র করে বিপণন কর্মকাণ্ড পরিচালিত হয়?
ক. সংগঠন
খ. সরকার
● বাজার
ঘ. প্রসার
২. কোনটি আধুনিক বিশ্বের বিনিময় কর্মকাণ্ডের নিয়ামক হিসেবে কাজ করছে?
● বাজার
খ. বাজারজাতকরণ
ঘ. বিক্রেতা
গ. ক্রেতা
৩. কাকে বাজারের এলাকা নিয়ে সবসময় চিন্তা করতে হয়?
ক. সরকারকে
● বিপণনকারীকে
গ. সরবরাহকারীকে
ঘ. ক্রেতাকে
৪. কোথায় ক্রেতা ও বিক্রেতারা সম্মিলিত হয়?
● বাজারে
খ. প্রতিষ্ঠানে
গ. সভায়
ঘ. সমাবেশে
৫. কোনটি থাকলে বাজারের আয়তন জাতীয় সীমানা ছাড়িয়ে যায়?
● ব্যাপক চাহিদা
খ. কম চাহিদা
গ. ব্যাপক সুনাম
ঘ. বিক্রয় কম
৬. কোথায় বিপণনকারীদের মধ্যে সর্বদা প্রতিযোগিতা বিদ্যমান থাকে?
● বাজারে
খ. দোকানে
গ. ঘরে
ঘ. কারখানায়
৭. বাজারকে কয় ভাগে ভাগ করা হয়?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৮. ভোগ্যপণ্যের ক্রেতা সাধারণকে নিয়ে গঠিত বাজারকে বলা হয়—
ক. সরকারি বাজার
খ. আন্তর্জাতিক বাজার
● ভোক্তাবাজার
ঘ. শিল্পবাজার
৯. পুনরায় উৎপাদন কিংবা বিক্রয়ের উদ্দেশ্যে গঠিত বাজারকে কী বলে?
ক. ভোক্তাবাজার
● ব্যবসায় বাজার
গ. শিল্পবাজার
ঘ. পুনঃবিক্রেতার বাজার
১০. কোন বাজারকে উৎপাদনের বাজার বলা হয়?
ক. আন্তর্জাতিক বাজারকে
খ. সরকারি বাজারকে
গ. পুনঃবিক্রেতার বাজারকে
● শিল্পবাজারকে
১১. যে বাজারের ক্রেতারা পুনরায় বিক্রয় করার উদ্দেশ্যে পণ্যসামগ্রী ক্রয় করে—
ক. ব্যবসায় বাজার
খ. সরকারি বাজার
গ. শিল্প বাজার
● পুনঃবিক্রেতার বাজার
১২. যেসব প্রতিষ্ঠান সরকারি নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে থেকে পণ্য ও সেবা-সামগ্রী ক্রয় করে তাকে কোন বাজার বলে?
ক. আন্তর্জাতিক বাজার শিল্প বাজার
খ. শিল্প বাজার
● সরকারি বাজার
ঘ. পুনঃবিক্রেতার বাজার
১৩. কোন বাজারের ক্রয় মূলত জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে হয়ে থাকে?
● সরকারি বাজারের
খ. ভোক্তাবাজারের
গ. শিল্পবাজারের
ঘ. সাধারণ বাজারের
১৪. ভোক্তাবাজার গঠিত হয়—
ক. ক্রেতাদের নিয়ে
খ. বিক্রেতাদের নিয়ে
গ. পাইকারদের নিয়ে
● চূড়ান্ত ভোক্তাদের নিয়ে
১৫. বাজারের আয়তনের ওপর ভিত্তি করে কী নির্ধারণ করা হয়?
ক. খুচরা বাজার
খ. পাইকারি বাজার
গ. শিল্পবাজার
● বণ্টনপ্রণালি
১৬. ভোক্তাবাজারের ক্রেতারা কোনটির জন্য বেশি সময় ব্যয় করে না?
ক. মুনাফার জন্য
● ক্রয় সিদ্ধান্তের জন্য
গ. ভোগের জন্য
ঘ. পরিবারের জন্য
১৭. কোন বাজারে আয়তন বড় হওয়ায় প্রতিযোগী সংখ্যা বেশি থাকে?
ক. শিল্পবাজারের
খ. সরকারি বাজারের
গ. পাইকারি বাজারের
● ভোক্তাবাজারের
১৮. কোন বাজারের ক্রেতাদের ক্রয় ক্ষমতা কম থাকে?
ক. শিল্পবাজারের
● ভোক্তাবাজারের
গ. সরকারি বাজারের
ঘ. পাইকারি বাজারের
১৯. কোন বাজারের ক্রেতারা নির্দিষ্ট এলাকায় অবস্থান করে?
ক. ভোক্তাবাজারের
● শিল্পবাজারের
গ. সরকারি বাজারের
ঘ. আন্তর্জাতিক বাজারের
২০. বণ্টনপ্রণালি তুলনামূলকভাবে ছোট হয়—
● ভোক্তাবাজারের
খ. আন্তর্জাতিক বাজারের
গ. সরকারি বাজারের
ঘ. শিল্পবাজারের
২১. কোন বাজারের ক্রেতারা পণ্য সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখে?
● শিল্পবাজারের
খ. সরকারি বাজারের
গ. ভোক্তাবাজারের
ঘ. আন্তর্জাতিক বাজারের
২২. শিল্পবাজারের ক্রেতাদের পণ্য ক্রয়ের মূল উদ্দেশ্য হলো—
ক. পণ্য ভোগ করা
● মুনাফা অর্জন করা
গ. ক্রেতাদের দক্ষতা বৃদ্ধি করা
ঘ. বাজার জরিপ করা
২৩. কোন ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করা হয়?
ক. অসমজাতীয় বৈশিষ্ট্যের
খ. অসমজাতীয় আয়তনের
● সমজাতীয় বৈশিষ্ট্যের
ঘ. সমজাতীয় আয়তনের
২৪. কোন বাজার বয়সের ভিত্তিতে বিভক্তি করা হয়?
● খেলনা
খ. বিজ্ঞাপন
গ. রুচি
ঘ. খাদ্যভোগ
২৫. প্রসাধনী কিসের ভিত্তিতে ভাগ করা হয়?
● বয়সের
খ. লিঙ্গের
গ. আয়ের
ঘ. পেশার
২৬. কোনটি ভোক্তার ক্রয় আচরণ ও ভোগ প্রবণতাকে প্রভাবিত করে?
ক. ব্যক্তিত্ব
● বিশ্বাস ও মূল্যবোধ
গ. জীবনধাঁচ
ঘ. প্রজন্ম
২৭. কোনটির উপর ভিত্তি করে শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে?
ক. আঞ্চলিক অবস্থানের
● ক্রেতার অবস্থানের
গ. বিক্রেতার অবস্থানের
ঘ. আয়ের ওপর
২৮. বাজার বিভক্তিকরণে কোনটিকে প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়?
ক. শিল্প প্রতিষ্ঠানকে
খ. অবস্থানকে
● জনসংখ্যাকে
ঘ. ক্রেতাকে
২৯. যেকোনো প্রতিষ্ঠানের কেন্দ্রীভূত ক্রয় কৌশল থেকে আলাদাপ্রকৃতির হয়—
ক. বিক্রেন্দ্রীভূত ক্রয় কৌশল
● বিকেন্দ্রীভূত বিক্রয় কৌশল
গ. কেন্দ্রীভূত বিক্রয় কৌশল
ঘ. উৎপাদন কৌশল
৩০. কোনটির উপর ভিত্তি করে শিল্পবাজার বিভক্ত করা হয়?
ক. ক্রয় শক্তির
খ. উৎপাদন শক্তির
● বিপণন শক্তির
ঘ. বিক্রয় শক্তির
৩১. সমগ্র বাজারকে কতকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করাকে কী বলে?
ক. ক্ষুদ্রশিল্প
খ. কুটিরশিল্প
● বাজার বিভক্তিকরণ
ঘ. শিল্পবাজার
৩২. সম্পদের দক্ষ ও উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা হয়—
ক. শিল্পের মাধ্যমে
খ. ক্রেতার মাধ্যমে
গ. পণ্যের মাধ্যমে
● বাজার বিভক্তিকরণের মাধ্যমে
৩৩. বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে অন্যতম বিবেচ্য বিষয় হলো—
● পরিমাপযোগ্যতা
খ. ব্যয় নির্ধারণ
গ. আয় নির্ধারণ
ঘ. ঝুঁকি পরিমাপ
৩৪. বাজার বিভক্তিকরণের পূর্বে বিপণনকারীকে কোন বিষয়টি আগে বিবেচনা করতে হবে?
ক. পণ্য পৃথকীকরণ
● পণ্যবাজারে প্রবেশকরণ
গ. পণ্যের পর্যাপ্ততা
ঘ. পণ্যের ঝুঁকি
৩৫. সর্বপ্রথম কত সালে বিপণন মিশ্রণ ধারণাটি ব্যবহার করা হয়?
ক ১৯৫৪ সালে
খ. ১৯৫৩ সালে
গ. ১৯৫২ সালে
● ১৯৫০ সালে
৩৬. কোনটি ভোক্তাদের কেন্দ্র করে আবর্তিত হয়?
ক. বিনিময় মাধ্যম
খ. বিক্রয় প্রসার
● বিপণন মিশ্রণ
ঘ. ব্যক্তিক বিক্রয়
৩৭. ক্রেতার সামনে পণ্যকে আকর্ষণীয় করে তোলে—
ক. পণ্যের মান
খ. পণ্যের বৈশিষ্ট্য
গ. পণ্যের ব্র্যান্ড
● পণ্যের ডিজাইন
৩৮. পণ্য উৎপাদন হয় নির্দিষ্ট অঞ্চলে কিন্তু তার ভোগ চলে সারাদেশব্যাপী। এটি সম্ভব হয়—
ক. সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে
খ. সুষ্ঠু পরিকল্পনার কারণে
● সুষ্ঠু বণ্টন ব্যবস্থার কারণে
ঘ. সুষ্ঠু সমন্বয়ের কারণে
৩৯. বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে অবস্থান করে—
ক. বিক্রেতা
খ. ক্রেতা
গ. উৎপাদক
● ভোক্তা
৪০. বাজার হচ্ছে—
i. বর্তমান ক্রেতার সমষ্টি
ii. অতীত ক্রেতার সমষ্টি
iii. ভবিষ্যৎ ক্রেতার সমষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪১. যাদের সমন্বয়ে বাজারের উদ্ভব হয়—
i. মধ্যস্থকারবারি
ii. ক্রেতা
iii. বিক্রেতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৪২. বাজারের এলাকা নির্ধারিত হয়–
i. পণ্যের প্রকৃতির ভিত্তিতে
ii. পণ্যের চাহিদার ভিত্তিতে
iii. ক্রেতার বংশ পরিচয়ের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৩. আধুনিক বাজারের লেনদেনের জন্য ব্যক্তিগতভাবে ক্রেতা ও বিক্রেতার উপস্থিত না থাকলেও হয়। এ জন্য উভয় পক্ষ যোগাযোগ স্থাপন করে—
i. টেলিফোনের মাধ্যমে
ii. ফ্যাক্স-এর মাধ্যমে
iii. ইন্টারনেটের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৪. পণ্যের যেসব পারস্পরিক ক্রিয়ার ফলে বাজারের আয়তন নির্ধারিত করা হয়—
i. পণ্যের চাহিদার
ii. পণ্যের মূল্যের
iii. পণ্য সরবরাহের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৫. ভোক্তাবাজারের বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে—
i. গঠনপ্রকৃতি
ii. ক্রয়ের উদ্দেশ্য
iii. বাজারের আয়তন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৬. কোনটি বিবেচনা করে ভোক্তাবাজারের ক্রেতারা পণ্য ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে?
i. উৎপাদনের জন্য
ii. নিজেদের প্রয়োজনে
iii. সন্তুষ্টির জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৪৭. যে উদ্দেশ্যে শিল্পবাজারের ক্রেতারা পণ্য ক্রয় করে থাকে–
i. পুনরায় উৎপাদনের উদ্দেশ্যে
ii. মুনাফা অর্জনের উদ্দেশ্যে
iii. ভোগের উদ্দেশ্যে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৮. শিল্পবাজারের ক্রেতা হচ্ছে–
i. বড় বড় শিল্পপ্রতিষ্ঠান
ii. ভোক্তা
iii. শিল্প উদ্যোক্তাগণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৯. বাজার বিভক্তিকরণ হলো—
i. ভোক্তানির্ভর বিপণন প্রক্রিয়া
ii. আধুনিক বিপণন প্রক্রিয়া
iii. বিজ্ঞানসম্মত বিপণন প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৫০. ভৌগোলিক বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে যেসব উপাদান বিবেচনা করা হয়—
i. বিশ্ব অঞ্চল
ii. ঘনত্ব
iii. আবহাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
►► আরো দেখো: উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ৪র্থ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post