উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ৫ম অধ্যায় mcq : মানুষের প্রয়োজন, অভাব অথবা সন্তুষ্টি বিধানে সক্ষম এমন বস্তুই পণ্য হিসেবে বিবেচিত। পণ্যের মধ্যে থাকে মানুষের চাহিদা পরিপূরণের ক্ষমতা। একটি পণ্য ব্যবহারের মাধ্যমে মানুষের অনুভূত অতৃপ্তি/প্রয়োজনমেটানো সম্ভব হয়। কলম, কাগজ, কাঁচি, টুথপেস্ট, টেলিভিশন সেট, ফার্নিচার ইত্যাদি হলো দৃশ্যমান পণ্যের উদাহরণ। সাধারণভাবে পণ্য হলো দৃশ্যমান বস্তু যা ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়।
আর সেবার মাধ্যমে আমরা যা পাই তা হলো অদৃশ্যমান পণ্য। অন্য কথায়, মানুষের প্রয়োজন মেটাতে পারে এবং যার মধ্যে কিছু উপযোগ আছে এমন দৃশ্যমান বা অদৃশ্যমান সকল জিনিসই পণ্য। সেবা হলো অদৃশ্যমান কোন কিছু যা ধরা-ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। ডাক্তারের পরামর্শ, উকিলের ওকালতি, শিক্ষকের পাঠদান, পণ্য মেরামত, পণ্য বিক্রির পর মেরামত করে দেয়া, বিক্রির পর পণ্য গ্রাহকের বাড়ি পৌঁছিয়ে দেয়া ইত্যাদি হচ্ছে সেবার উদাহরণ।
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ৫ম অধ্যায় mcq
১. মানুষের প্রয়োজন মেটাতে পারে এমন সবকিছুকে কী বলে?
● পণ্য
খ. মূল্য
গ. ঘটনা
ঘ. লেনদেন
২. ব্যক্তিগত অথবা পারিবারিক ভোগ ও ব্যবহারের জন্য ক্রয় করা হয়—
ক. কৃষি পণ্য
খ. শিল্পপণ্য
গ. ব্যবসায়িক পণ্য
● ভোগ্যপণ্য
৩. ভোগ্যপণ্যকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
● ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
৪. সুবিধাপণ্যকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. ৪ ভাগে
খ. ৫ ভাগে
গ. ২ ভাগে
● ৩ ভাগে
৫. যেসব পণ্য বা সেবা ক্রয়ের ক্ষেত্রে প্রযুক্তি স্বতন্ত্র বৈশিষ্ট্য ও ব্র্যান্ড ইমেজকে প্রাধান্য দিয়ে থাকে—
● বিশিষ্ট পণ্য
খ. সুবিধাপণ্য
গ. শপিংপণ্য
ঘ. অযাচিত পণ্য
৬. কোন ধরনের পণ্য ক্রেতারা নিয়মিত ক্রয় করে না?
ক. বিশিষ্ট পণ্য
খ. সুবিধাপণ্য
● শপিংপণ্য
ঘ. অযাচিত পণ্য
৭. যে ধরনের পণ্য সম্পর্কে ক্রেতা খুব বেশি ধারণা ও চিন্তা করে পণ্য ক্রয় করে না—
ক. কৃষিপণ্য
খ. বিশিষ্ট পণ্য
গ. সুবিধাপণ্য
● অযাচিত পণ্য
৮. জীবন বিমা পলিসি যে ধরনের পণ্য—
● অযাচিত পণ্য
খ. সুবিধাপণ্য
গ. শপিংপণ্য
ঘ. বিশিষ্ট পণ্য
৯. অযাচিত পণ্যকে কয় ভাগে ভাগ করা হয়?
● ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
১০. যে ধরনের পণ্য উৎপাদন বা পুনঃপ্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করা হয়-
ক. ব্যবসায়িক পণ্য
● শিল্পপণ্য
গ. ভোগ্যপণ্য
ঘ. সুবিধাপণ্য
১১. ক্রেতারা পণ্য ক্রয়ের মাধ্যমে যে সেবা বা সুবিধা প্রত্যাশা করে তাকে কী বলে?
ক. বিক্রেতার ভ্যালু
● ক্রেতার ভ্যালু
গ. সরকারি ভ্যালু
ঘ. ভোক্তার ভ্যালু
১২. পণ্যের মৌলিক ক্রেতা ভ্যালু বা সুবিধাকে কেন্দ্র করে যে সামগ্রিক পণ্যের কাঠামো তৈরি হয় তাকে কী বলে?
ক. বর্ধিত পণ্য
খ. সুবিধাপণ্য
● প্রকৃত পণ্য
ঘ. বিশিষ্ট পণ্য
১৩. পণ্যের মৌলিক ক্রেতা ভ্যালু ও প্রকৃত পণ্য ভোক্তাকে যে অতিরিক্ত সেবা প্রদান করা হয় তাকে কী বলে?
● বর্ধিত পণ্য
খ. বিশিষ্ট পণ্য
গ. প্রকৃত পণ্য
ঘ. সুবিধাপণ্য
১৪. ভোগ্যপণ্যের অন্যতম বৈশিষ্ট্য—
● প্রাত্যহিক চাহিদা
খ. বৃহদাকারে ক্রয়-বিক্রয়
গ. বণ্টনপ্রণালি
ঘ. বিক্রয়োত্তর সেবা
১৫. ক্রেতার ক্রয় আচরণ পরিবর্তিত হয়—
ক. ব্যয় পরিবর্তনের সাথে
খ. উৎপাদন বৃদ্ধি সাথে
গ. স্থায়ী খরচ পরিবর্তনের সাথে
● আয় পরিবর্তনের সাথে
১৬. টুথপেস্ট’ কোন ধরনের পণ্য?
● প্রধান পণ্য
খ. লোভনীয় পণ্য
গ. জরুরি পণ্য
ঘ. শপিংপণ্য
১৭. ‘আইসক্রিম’ কোন ধরনের পণ্য?
ক. প্রধান পণ্য
● লোভনীয় পণ্য
গ. শপিংপণ্য
ঘ. জরুরি পণ্য
১৮. ‘অ্যাম্বুলেন্স’ কোন ধরনের পণ্য?
ক. শপিংপণ্য
খ. লোভনীয় পণ্য
● জরুরি পণ্য
ঘ. বিশিষ্ট পণ্য
১৯. শপিংপণ্যকে কয় ভাগে ভাগ করা যায়?
● ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
২০. কোন পণ্য প্রতিষ্ঠানের মালিক কর্তৃক পুনঃবিক্রয়ের জন্য ক্রয় করা হয়?
ক. ভোগ্যপণ্য
● শিল্পপণ্য
গ. শপিংপণ্য
ঘ. বিশিষ্ট পণ্য
২১. কোন পণ্যের ক্রেতারা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় কেন্দ্ৰীভূত থাকে?
● শিল্পপণ্য
খ. ভোগ্যপণ্য
গ. বিশিষ্ট পণ্য
ঘ. শপিংপণ্য
২২. কোন পণ্যের ক্রয় সিদ্ধান্ত জটিল প্রকৃতির হয়?
ক. ভোগ্যপণ্যের
● শিল্পপণ্যের
গ. সুবিধাপণ্যের
ঘ. শপিংপণ্যের
২৩. কোন পণ্যের এককপ্রতি মূল্য কম?
ক. শিল্পপণ্যের
খ. কৃষিপণ্যের
গ. প্রাকৃতিক পণ্যের
● ভোগ্যপণ্যের
২৪. কোন ধরনের পণ্য শিল্পপ্রতিষ্ঠানের দৈনন্দিন কাজকে গতিশীল রাখতে সহায়তা করে?
ক. প্রকৃত পণ্য
খ. শপিংপণ্য
গ. কৃষিপণ্য
● সরবরাহ পণ্য
২৫. যেসব অদৃশ্যমান পণ্য উৎপাদন ও ব্যবস্থাপনায় সহায়ক উপাদান হিসেবে কাজ করে তাকে কী বলে?
ক. সরবরাহকৃত পণ্য
খ. ব্যবসায় সেবা
গ. প্রকৃত পণ্য
● কৃষিপণ্য
২৬. কোন ধরনের পণ্য বিপণনে ক্রেতার সাথে বিক্রেতার পূর্ব থেকে কোনো চুক্তি হয় না?
● ভোগ্যপণ্য
খ. শিল্পপণ্য
গ. কৃষিপণ্য
ঘ. প্রকৃত পণ্য
২৭. কোন পণ্যের মূল্য বারবার পরিবর্তন হয়?
ক. শিল্পপণ্যের
● ভোগ্যপণ্যের
গ. কৃষিপণ্যের
ঘ. প্রকৃত পণ্যের
২৮. যে পণ্য ক্রয়ের আগে ভোক্তা বিক্রেতার সাথে চুক্তিবদ্ধ হয়ে থাকে—
ক. কৃষিপণ্য
খ. প্রকৃত পণ্য
গ. ভোগ্যপণ্য
● শিল্পপণ্য
২৯. কোন ধরনের পণ্য বিপণনে ইজারা পদ্ধতি অত্যন্ত জনপ্রিয়?
ক. ভোগ্যপণ্য
খ. সুবিধাপণ্য
গ. শপিংপণ্য
● শিল্পপণ্য
৩০. পণ্যের জীবনচক্রের স্তর কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
● ৫টি
৩১. কোনটি মাধ্যমে পণ্যের জীবনকাল শুরু হয়?
ক. ভোগের মাধ্যমে
খ. ক্রয়ের মাধ্যমে
গ. বিক্রয়ের মাধ্যমে
● বাজারে প্রবেশের মাধ্যমে
৩২. পণ্যের জীবনচক্রের প্রতিটি স্তরে প্রণয়ন করতে হয়—
ক. ভিন্ন ভিন্ন ক্রয় কৌশল
খ. ভিন্ন ভিন্ন বিক্রয় কৌশল
● ভিন্ন ভিন্ন বিপণন কৌশল
ঘ. ভিন্ন ভিন্ন বণ্টন কৌশল
৩৩. পণ্যের জীবনচক্রের প্রথম স্তর কোনটি?
● পণ্য উন্নয়ন স্তরে
খ. সূচনা স্তর
গ. প্রবৃদ্ধি স্তরে
ঘ. পূর্ণতা স্তর
৩৪. পণ্যের জীবনচক্রের যে স্তরে পণ্যের বিক্রয়ের মাত্রা কম থাকে?
● পণ্য উন্নয়ন স্তরে
খ. সূচনা স্তরে
গ. প্রবৃদ্ধি স্তরে
ঘ. পূর্ণতা স্তরে
৩৫. পণ্যের জীবনচক্রের যে স্তরে বিক্রয় ও মুনাফা দ্রম্নতগতিতে বৃদ্ধি পায়—
ক. পণ্য উন্নয়ন স্তর
খ. সূচনা স্তরে
● প্রবৃদ্ধি স্তর
ঘ. পূর্ণতা স্তরে
৩৬. যে স্তরে বিপণন ব্যবস্থাপককে অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়?
ক. প্রবৃদ্ধি স্তরে
খ. পতন স্তরে
● পূর্ণতা স্তরে
ঘ. সূচনা স্তরে
৩৭. মূল্যের মাধ্যমে কী পরিমাপ করা হয়?
ক. চাহিদা
● উপযোগ
গ. ভোগ
ঘ. উদ্দেশ্য
৩৮. একজন বিপণনকারীকে বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে যা নির্ধারণ করতে হয়–
ক. চাহিদা
● মূল্য
গ. ক্রয়
ঘ. বিক্রয়
৩৯. মূল্য নির্ধারণের মুনাফামুখী উদ্দেশ্য হলো–
● মুনাফা বৃদ্ধি
খ. অস্তিত্ব রক্ষা করা
গ. প্রতিযোগিতা মোকাবিলা
ঘ. শেয়ার বৃদ্ধি করা
৪০. মূল্য নির্ধারণের বিক্রয়মুখী উদ্দেশ্য হলো—
ক. মুনাফা বৃদ্ধি
● অস্তিত্ব রক্ষা করা
গ. শেয়ার বৃদ্ধি
ঘ. মূল্যের স্থিতিশীলতা রক্ষা
৪১. মূল্য নির্ধারণ পদ্ধতি কয়টি?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৪২. ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণে কয়টি পদ্ধতি অনুসরণ করা হয়?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৪৩. যে বিন্দুতে মোট আয় ও মোট ব্যয়ের পরিমাণ সমান হয়—
● ভারসাম্য বিন্দুতে
খ. চাহিদা বিন্দুতে
গ. যোগান বিন্দুতে
ঘ. উপযোগ বিন্দুতে
৪৪. কোন পদ্ধতিতে ক্রেতা পণ্যটিকে কীভাবে উপলব্ধি করে তার উপর মূল্য নির্ধারণ করে?
ক. ভারসাম্য পদ্ধতিতে
● ভ্যালুভিত্তিক পদ্ধতিতে
গ. ব্যয়-যোগ পদ্ধতিতে
ঘ. চলমান পদ্ধতিতে
৪৫. প্রতিযোগিতাভিত্তিক পদ্ধতিতে প্রতিষ্ঠান কয় ভাবে পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে?
● ২ ভাবে
খ. ৩ ভাবে
গ. ৪ ভাবে
ঘ. ৫ ভাবে
৪৬. কোন পদ্ধতিতে বাজার মূল্যের সাথে ঠিক রেখে মূল্য নির্ধারণ করে থাকে?
ক. দরপত্রভিত্তিক পদ্ধতিতে
● চলমান হার পদ্ধতিতে
গ. ব্যয়-যোগ পদ্ধতিতে
ঘ. ভারসাম্য পদ্ধতিতে
৪৭. কোম্পানির ব্যয়কে কয় ভাগে ভাগ করা হয়?
● ২ ভাবে
খ. ৩ ভাবে
গ. ৪ ভাবে
ঘ. ৫ ভাবে
৪৮. যে ব্যয় উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ হ্রাস-বৃদ্ধির সাথে সাথে কোন পরিবর্তন হয় না—
● স্থায়ী ব্যয়
খ. পরিবর্তনশীল ব্যয়
গ. আধা-পরিবর্তনশীল ব্যয়
ঘ. মজুরি ব্যয়
৪৯. কোন ব্যয় উৎপাদনের পরিমাণ হ্রাস-বৃদ্ধির সাথে সাথে পরিবর্তন হয়?
ক. স্থায়ী ব্যয়
খ. আধা-পরিবর্তনশীল ব্যয়
গ. কমিশন
● পরিবর্তনশীল ব্যয়
৫০. ছোট কোম্পানিতে কে মূল্য নির্ধারণ করেন?
● উচ্চ ব্যবস্থাপক
খ. বিভাগীয় ব্যবস্থাপক
গ. বিক্রয়কর্মী
ঘ. উৎপাদন ব্যবস্থাপক
►► আরো দেখো: উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ৫ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post