উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq : পণ্য-উৎপাদক ও বিক্রেতা প্রতিষ্ঠানকে খুবই গুরুত্বের সাথে বন্টন প্রণালি সম্পর্কিত সিদ্ধান্ত নিতে হয়। বিপণন বিষয়ক সর্বপ্রকার সিদ্ধান্তের মধ্যে বন্টন প্রণালি বিষয়ক সিদ্ধান্ত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর অন্যতম। বন্টন প্রণালি সংক্রান্ত সিদ্ধান্ত অন্য সকল বিপণন সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করে। পণ্যের মূল্য নির্ধারণ, বিক্রয়কর্মীর সংখ্যা নির্ধারণ, বিজ্ঞাপনের ব্যাপকতা নিরূপণ ইত্যাদি বন্টন প্রণালি দ্বারা প্রভাবিত হয়।
বন্টন প্রণালির ব্যাপারে যেকোন ধরনের অবহেলা মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। যেকোন কোম্পানি যথেষ্ট উন্নতমানের পণ্য তৈরি করেও পাইকার বা খুচরা ব্যবসায়ীদের সহযোগিতা না পেলে ব্যবসায় গুটিয়ে ফেলতে বাধ্য হয়। আবার, অনেক প্রতিষ্ঠান বন্টন প্রণালির সদস্যদের (ডিলার, পরিবেশক, পাইকার, খুচরা ব্যবসায়ী ইত্যাদি) সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসায়ে অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq
১. বণ্টনপ্রণালি কী?
ক. একটি পদ্ধতি
● একটি প্রক্রিয়া
গ. একটি উদ্দেশ্য
ঘ. একটি প্রবাহ
২. বণ্টনপ্রণালিতে যে সব পক্ষ জড়িত থাকে তাদের বলা হয়—
● মধ্যস্থ ব্যবসায়ী
খ. প্রতিনিধি
গ. বণ্টনকারী
ঘ. পরিবেশক
৩. পাইকাররা কীভাবে খুচরা ব্যবসায়ীদের কাছে মাল বিক্রয় করেন?
ক. বৃহৎ আকারে
খ. আংশিকভাবে
গ. চূড়ান্তভাবে
● ক্ষুদ্র ক্ষুদ্র লটে
৪. বণ্টনপ্ৰণালি কী নিশ্চিত করে?
ক. পণ্য হস্তান্তর
খ. পণ্যের মালিকানা
গ. পণ্য বিপণন
● পণ্যের সুষ্ঠু প্রবাহ
৫. যে সব পণ্য পুনরায় প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করা হয় তাকে কী বলে?
ক. ভোগ্যপণ্য
● শিল্পপণ্য
গ. সেবা
ঘ. কৃষিপণ্য
৬. শিল্পপণ্য বণ্টনের ক্ষেত্রে কয়টি প্রণালি ব্যবহৃত হয়?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
● ৪টি
৭. জামিল একজন খুচরা ব্যবসায়ী। সে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে যোগাযোগ রক্ষা করে—
● ভোক্তার সাথে
খ. বিক্রেতার সাথে
গ. প্রতিনিধির সাথে
ঘ. উৎপাদনকারীর সাথে
৮. বণ্টনপ্রণালি পণ্য বণ্টনের সাথে জড়িত সকল প্রকার কী গ্রহণ করে?
ক. নগদ অর্থ
খ. পণ্য বণ্টনের শর্তাবলি
● ঝুঁকি
ঘ. দায়বদ্ধতা
৯. মধ্যস্থ ব্যবসায়ীরা অবস্থান করে—
● উৎপাদক ও ভোক্তার মাঝখানে
খ. উৎপাদক ও পাইকারদের মাঝখানে
গ. উৎপাদক ও পরিবেশের মাঝখানে
ঘ. উৎপাদক ও খুচরা ব্যবসায়ীর মাঝখানে
১০. কাকে মধ্যস্বত্বভোগী বলা হয়?
● মধ্যস্থ ব্যবসায়ীকে
খ. ভোক্তাকে
গ. উৎপাদনকারীকে
ঘ. বিক্রেতাকে
১১. মধ্যস্থ ব্যবসায়ীরা কিসের বিনিময়ে ব্যবসায় গঠন ও পরিচালনা করেন?
ক. সেবার
খ. তথ্যের
গ. মূলধনের
● কমিশনের
১২. মধ্যস্থ ব্যবসায়ীকে কী বলা হয়?
ক. পণ্যমান সংরক্ষণকারী
● যোগাযোগ স্থাপনকারী
গ. জটিল উৎপাদনকারী
ঘ. বৃহৎ ব্যবসায়ী
১৩. কারা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কাজ করে?
ক. বণ্টনকারী
খ. তথ্য সরবরাহকারী
গ. বাজার সম্প্রসারণকারী
● মধ্যস্থ ব্যবসায়ী
১৪. কোন ব্যবসায়ী বাজার বিশেস্নষক হিসেবে ভূমিকা রাখে?
ক. উৎপাদনকারী
● মধ্যস্থ ব্যবসায়ী
গ. শিল্প ব্যবসায়ী
ঘ. ভোক্তা
১৫. বাজারে পণ্যের চাহিদা ও সরবরাহের মধ্যে সমতা বিধানে কোন ব্যবসায়ীগণ সহায়তা করেন?
● মধ্যস্থ ব্যবসায়ীগণ
খ. উৎপাদনকারী
গ. ভোক্তা
ঘ. পণ্য সংরক্ষণকারী
১৬. পণ্য গুদামজাতকরণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করা হয়?
ক. স্থানগত উপযোগ
● সময়গত উপযোগ
গ. রূপগত উপযোগ
ঘ. বিশেষ উপযোগ
১৭. কে পণ্য বিপণনে উৎপাদনকারীর সহযোগী হিসেবে কাজ করে?
ক. ভোক্তা
খ. পরিবেশক
গ. উৎপাদক
● মধ্যস্থ ব্যবসায়ী
১৮. কোন ধরনের প্রতিনিধিরা ধারে বিক্রীত পণ্যের মূল্য আদায়ের ঝুঁকি গ্রহণ করে?
● ঝুঁকি বাহক প্রতিনিধি
খ. নিলামদার
গ. দালাল
ঘ. ফড়িয়া
১৯. কারা ঝুঁকি কমিশন পায়?
ক. কমিশন এজেন্ট
● ঝুঁকি বাহক প্রতিনিধি
গ. পাইকারি ব্যবসায়ী
ঘ. খুচরা ব্যবসায়ী
২০. যে প্রতিনিধিরা ক্রেতা ও বিক্রেতার মধ্যে সংযোগ ঘটিয়ে ক্রয় বিক্রয়ে সহায়তা করে তাদের কী বলা হয়?
● দালাল
খ. ফড়িয়া
গ. কমিশন
ঘ. এজেন্ট
২১. উৎপাদক ও পাইকারগণ বিভিন্ন বাজারে প্রতিনিধি নিয়োগ করে পণ্য বিক্রয় করলে তাদের বলা হয়—
ক. খুচরা ব্যবসায়ী
খ. উৎপাদক
গ. ঝুঁকি বাহক
● ফড়িয়া
২২. কোন ধরনের ব্যবসায়ীরা অল্প পরিমাণে পণ্যদ্রব্য খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করে?
ক. উৎপাদক
● পাইকারি ব্যবসায়ী
গ. খুচরা ব্যবসায়ী
ঘ. এজেন্ট
২৩. কে উৎপাদনকারীর উৎপাদন কাজকে গতিশীল রাখে?
ক. ভোক্তা
● মধ্যস্থ ব্যবসায়ী
গ. ক্রেতা
ঘ. বিক্রেতা
২৪. কোনটি সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়?
ক. পণ্যের আকৃতি
খ. ভোক্তার প্রকৃতি
গ. ক্রেতার ধরন
● পণ্যের চাহিদা
২৫. কোন প্রতিষ্ঠান সরাসরি পণ্য সরবরাহ করতে পারে না?
ক. পাইকারি প্রতিষ্ঠান
খ. খুচরা প্রতিষ্ঠান
● উৎপাদনকারী প্রতিষ্ঠান
ঘ. সমজাতীয় প্রতিষ্ঠান
২৬. কোন ব্যবসায়ের মাধ্যমে পণ্যদ্রব্য সম্পর্কে ভোক্তারা সঠিক ধারণা লাভ করে?
ক. কারবারি ব্যবসায়
খ. খুচরা ব্যবসায়
● মধ্যস্থ ব্যবসায়
ঘ. উৎপাদন ব্যবসায়
২৭. পণ্যের সুষ্ঠু বণ্টন করে চাহিদা সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখে—
ক. উৎপাদক
● পাইকার
গ. ভোক্তা
ঘ. ক্রেতা
২৮. কাকে পণ্য বাজারের অভিভাবক বলা হয়?
ক. ক্রেতাকে
খ. বিক্রেতাকে
গ. উৎপাদককে
● মধ্যস্থ ব্যবসায়ীকে
২৯. সমাজ বিরোধী কার্যকলাপের কুফল ভোগ করে কারা?
ক. বিক্রেতা
খ. উৎপাদক
গ. পাইকার
● সাধারণ ক্রেতারা
৩০. কীভাবে মধ্যস্থ ব্যবসায়ী পণ্যের কৃত্রিম অভাব সৃষ্টি করে?
ক. পণ্য বিক্রি করে
● পণ্য গুদামজাত করে
গ. পণ্যের চাহিদা হ্রাস করে
ঘ. অধিক মূল্যে কাঁচামাল বিক্রয় করে
৩১. অধিক মূল্যে কাঁচামাল বিক্রয়ের ফলে—
● উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়
খ. উৎপাদন ব্যয় হ্রাস পায়
গ. বিক্রয় বৃদ্ধি পায়
ঘ. বিক্রয় হ্রাস পায়
৩২. ভোগ্যপণ্য বণ্টন ব্যবস্থায় কয় ধরনের বণ্টনপ্রণালি ব্যবহৃত হয়?
ক. এক
খ. দুই
গ. তিন
● চার
৩৩. ভোগ্যপণ্যের অতি প্রাচীন বণ্টন পদ্ধতি কোনটি?
ক. প্রতিনিধির মাধ্যমে বিক্রয়
খ. পাইকারি ব্যবসায়ের মাধ্যমে বিক্রয়
● সরাসরি ভোগকারীর নিকট বিক্রয়
ঘ. খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে বিক্রয়
৩৪. ভোগ্যপণ্য ব্যবহারের ক্ষেত্রে কোন চ্যানেলের ব্যবহার সর্বাধিক?
ক. সরাসরি ভোগকারীর নিকট বিক্রয়
খ. পাইকারি ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়
গ. প্রতিনিধির মাধ্যমে বিক্রয়
● খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়
৩৫. কে পণ্য বণ্টনের ক্ষেত্রে সঠিক চ্যানেল নির্বাচন করবে?
● উৎপাদনকারী
খ. পাইকার
গ. খুচরা ব্যবসায়ী
ঘ. ভোক্তা
৩৬. যেসব পণ্য কৃষিক্ষেত্রে উৎপাদিত হয় তাকে কি বলে?
ক. ফসল
খ. শস্যপণ্য
গ. ভোগ্যপণ্য
● কৃষিপণ্য
৩৭. কৃষিপণ্যের বণ্টনপ্রণালিতে কয়টি চ্যানেল ব্যবহৃত হয়?
ক. ২টি
খ. ৩টি
● ৪টি
ঘ. ৫টি
৩৮. কৃষিপণ্যের প্রতিনিধিরা কার নিকট পণ্য বিক্রয় করেন?
● পাইকার
খ. খুচরা ব্যবসায়ী
গ. ভোক্তা
ঘ. উৎপাদক
৩৯. মধ্যস্থ ব্যবসায়ীর কাজকর্ম—
● বিপণন ব্যয় বৃদ্ধি করে
খ. বিপণন ব্যয় হ্রাস করে
গ. উৎপাদন বৃদ্ধি করে
ঘ. উৎপাদন হ্রাস করে
৪০. গ্রাম্য মহাজনের কাছ থেকে ঋণের বিপরীতে কৃষকরা কী প্রদান করে?
ক. ফসল
খ. নগদ অর্থ
গ. পণ্য
● চড়া সুদ
৪১. অনুন্নত পরিবহন ব্যবস্থায় কৃষিজাত পণ্যের কী সম্ভব হয় না?
ক. সুষ্ঠু কার্যক্রম
● সুষ্ঠু বিপণন
গ. চাহিদার পূর্বানুমান
ঘ. শ্রেণিবদ্ধকরণ
৪২. কৃষিজাত পণ্য বিপণনের ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটাতে হবে—
ক. পরিবহন ব্যবস্থায়
খ. প্রশিক্ষণ ও উন্নয়নে
● গুদামজাতকরণে
ঘ. ব্যাংক ঋণের ক্ষেত্রে
৪৩. ব্যাংক ঋণের সুবিধা বিপণনে আনবে—
ক. স্থিরতা
● গতিশীলতা
গ. উন্নতি
ঘ. কর্মদক্ষতা
৪৪. কৃষিপণ্যের বিপণনে উন্নয়নে পূর্বশর্ত কী?
● কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা
খ. সমবায় ব্যবস্থা
গ. বাজারতথ্য সরবরাহ
ঘ. প্রযুক্তির উন্নয়ন
৪৫. বাংলাদেশের কৃষকরা কৃষির ক্ষেত্রে অধিকাংশ কোন পদ্ধতি ব্যবহার করে?
ক. আধুনিক পদ্ধতি
খ. প্রশিক্ষণ পদ্ধতি
গ. প্রযুক্তিগত পদ্ধতি
● প্রাচীন পদ্ধতি
৪৬. পুনরায় প্রক্রিয়াকরণের মাধ্যমে যে পণ্য ব্যবহার করা হয় তাকে কী বলে?
ক. ভোগ্যপণ্য
● শিল্পপণ্য
গ. কৃষিপণ্য
ঘ. অন্যান্য পণ্য
৪৭. পণ্য উৎপাদনের জন্য কোনটি অপরিহার্য?
● নিয়মিত সরবরাহ
খ. অনিয়মিত সরবরাহ
গ. নিয়মিত প্রাপ্তি
ঘ. অনিয়মিত প্রাপ্তি
৪৮. কোন পণ্যের চাহিদার ধারাবাহিকতা থাকে না?
ক. ভোগপণ্য
খ. কৃষিপণ্য
গ. চূড়ান্ত পণ্য
● শিল্পপণ্য
৪৯. কোন পণ্যের চাহিদার ওপর শিল্পপণ্যের বাজার নির্ভর করে?
● ভোগপণ্য
খ. কৃষিপণ্য
গ. প্রাথমিক পণ্য
ঘ. চূড়ান্ত পণ্য
৫০. মধ্যস্থ ব্যবসায়ীরা পণ্যসমাগ্রীর স্থানগত উপযোগ সৃষ্টি করে, এর কারণ হলো–
i. এরূপ ব্যবসায়ীরা কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছিয়ে দেয়
ii. তারা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের নিকট পণ্যের প্রসার ঘটায়
iii. শিল্পে উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তাদের নিকট সরবরাহ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
►► আরো দেখো: উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post