উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ৭ম অধ্যায় mcq : উৎপাদকের নিকট থেকে বেশি পরিমাণে পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট অল্প পরিমাণে পণ্য বিক্রয় করার কাজকে পাইকারী ব্যবসায় বলা হয়। পাইকারী ব্যবসায় উৎপাদক এবং খুচরা ব্যবসায়ীদের মধ্যে একটি যোগসূত্রে হিসেবে কাজ করে এবং প্রথম পক্ষের নিকট থেকে পণ্যদ্রব্য সংগ্রহ করার পর তা দ্বিতীয় পক্ষের নিকট সরবরাহ করে।
যেসব ব্যক্তি (বা প্রতিষ্ঠান) ভোক্তাদের নিকট পুনরায় বিক্রয় করার জন্য পণ্য ক্রয় করে থাকে তাদের নিকট পণ্যসামগ্রী বিক্রয় করার কার্যকে পাইকারী ব্যবসায় নামে অভিহিত করা হয়। অন্যভাবে বলা যায়, ব্যবসায়িক ব্যবহার অথবা ভোক্তাদের নিকট পুনরায় বিক্রয় করার উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয়ে নিয়োজিত ব্যক্তি যা প্রতিষ্ঠানের নিকট পণ্যদ্রব্য বিক্রয় করাই পাইকারী ব্যবসায়।
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ৭ম অধ্যায় mcq
১. উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ীর মধ্যে সেতুবন্ধন তৈরি করে কে?
ক. রপ্তানি ব্যবসায়
খ. খুচরা ব্যবসায়
গ. আমদানি ব্যবসায়
● পাইকারি ব্যবসায়
২. পাইকারি ব্যবসায় কার গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে থাকে?
● বিপণনের
খ. ক্রেতার
গ. ভোক্তার
ঘ. সরকারের
৩. পাইকারি ব্যবসায়ী কার নিকট পণ্য বিক্রয় করে না?
ক. ভোক্তার নিকট
● চূড়ান্ত ভোক্তার নিকট
গ. বিক্রেতার নিকট
ঘ. ক্রেতার নিকট
৪. পাইকারি ব্যবসায় কখন ঝুঁকি সৃষ্টি হয়?
ক. পণ্যমূল্য বাড়লে
● পণ্যমূল্য উঠানামা করলে
গ. পণ্যমূল্য কমলে
ঘ. পণ্যমূল্য স্থির থাকলে
৫. পাইকারি ব্যবসায় পণ্যের এককপ্রতি মুনাফা কম হলে—
ক. মোট মুনাফা কম হয়
● মোট মুনাফা বেশি হয়
গ. মুনাফা হয় না
ঘ. ব্যয় বৃদ্ধি পায়
৬. পাইকারি ব্যবসায়ের মূল বৈশিষ্ট্য কী?
● অধিক পরিমাণে পণ্য মজদ
খ. কম পরিমাণে পণ্য মজুদ
গ. অধিক পণ্য ক্রয়
ঘ. অধিক পণ্য বিক্রয়
৭. পাইকারি ব্যবসায় পরিচালনায় কার প্রয়োজন হয়?
ক. ভোক্তার
খ. আমদানিকারকের
গ. খুচরা ব্যবসায়ীর
● বিক্রয়কর্মীর
৮. চূড়ান্ত ভোক্তার নিকট পণ্যসামগ্রী বিক্রয় করার কাজকে কী বলে?
● খুচরা ব্যবসায়
খ. পাইকারি ব্যবসায়
গ. ভোক্তা
ঘ. উৎপাদনকারী
৯. কোন ব্যবসায় মধ্যস্থ কারবার হিসেবে পরিচিত?
ক. পাইকারি ব্যবসায়
খ. আমদানি ব্যবসায়
গ. রপ্তানি ব্যবসায়
● খুচরা ব্যবসায়
১০. খুচরা ব্যবসায়ী কার কাছ থেকে পণ্য ক্রয় করেন?
ক. ভোক্তার
● পাইকারের
গ. ক্রেতার
ঘ. বিক্রেতার
১১. ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে কে?
ক. পাইকারি ব্যবসায়ী
খ. আমদানিকারক
গ. রপ্তানিকারক
● খুচরা ব্যবসায়ী
১২. খুচরা ব্যবসায় পণ্যের বণ্টনপ্রণালির কোন ধাপের মধ্যে পড়ে?
ক. ২য় ধাপ
● ৩য় ধাপ
গ. ১ম ধাপ
ঘ. শেষ ধাপ
১৩. খুচরা ব্যবসায় বণ্টণপ্রক্রিয়ার পাইকার ও ভোক্তার মধ্যে কী করে?
● যোগসূত্র স্থাপন
খ. সম্পর্ক বিচ্ছিন্ন
গ. সম্পর্ক দৃঢ়
ঘ. ভুল তথ্য প্রদান
১৪. পণ্য বিপণনের শেষ ধাপ কোনটি?
ক. ভোক্তা
খ. বিক্রয়
● খুচরা ব্যবসায়
ঘ. পাইকারি ব্যবসায়
১৫. খুচরা ব্যবসায় সাধারণত গড়ে ওঠে—
ক. রাস্তার মাঝে
● বাড়ির আশেপাশে
গ. কর্মস্থল থেকে দূরে
ঘ. অস্বাস্থ্যকর পরিবেশে
১৬. খুচরা ব্যবসায়ী পণ্য বিক্রয়মূল্য ধার্য করার ক্ষেত্রে পণ্যের ক্রয়মূল্যের সাথে কী যোগ করে?
● মুনাফা
খ. ক্ষতি
গ. মজুরি
ঘ. পরিবহন খরচ
১৭. পাইকারি ব্যবসায় কয় ধরনের?
ক. দুই
খ. তিন
● চার
ঘ. পাঁচ
১৮. যেসব পাইকার ব্যবসায়ের সব ধরনের কার্যক্রম সম্পাদন করে তাকে কী বলে?
ক. সাধারণ ব্যবসায়ী পাইকার
খ. বিশেষ পাইকার
গ. নগদ পাইকার
● পূর্ণ সেবাদানকারী পাইকার
১৯. সাধারণ ব্যবসায়ী পাইকার কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা করে?
ক. পচনশীল পণ্য
● অপচনশীল পণ্য
গ. শিল্পপণ্য
ঘ. গুদামজাত পণ্য
২০. বিশেষ পাইকার কী নিয়ে ব্যবসা করে?
ক. দুই ধরনের পণ্য
খ. তিন ধরনের পণ্য
● একটি বিশেষ পণ্য
ঘ. বিভিন্ন ধরনের পণ্য
২১. শিল্প-কারখানার সাথে জড়িত থেকে পাইকারি ব্যবসায় করে কোন পাইকার?
ক. বিশেষ পাইকার
খ. সাধারণ পাইকার
গ. নগদ পাইকার
● ড্রপ শিপারস
২২. ডাকবাহী পাইকারি ব্যবসায় নিয়োজিত প্রতিষ্ঠান হলো—
ক. মীনা বাজার
খ. আগোরা
● সুন্দরবন কুরিয়ার সার্ভিস
ঘ. জি মার্ট
২৩. বিক্রীত পণ্যের ওপর কমিশন কে পেয়ে থাকে?
ক. ক্রেতা
খ. বিক্রেতা
● প্রতিনিধি
ঘ. পাইকার
২৪. যেসব পাইকার আমদানি ও রপ্তানি বাণিজ্য নিয়োজিত থাকে তাকে কী বলে?
ক. জাতীয় পাইকার
খ. আঞ্চলিক পাইকার
গ. ভোগ্যপণ্যের পাইকার
● আমদানি-রপ্তানি পাইকার
২৫. যেসব পাইকার দেশের সমগ্র এলাকায় পাইকারি ব্যবসায় করে তাকে কী বলে?
ক. বিশেষ পাইকার
খ. সাধারণ পাইকার
● জাতীয় পাইকার
ঘ. আঞ্চলিক পাইকার
২৬. আঞ্চলিক পাইকার কোথায় ব্যবসা করে?
ক. সমগ্র দেশে
● নির্দিষ্ট অঞ্চলে
গ. দেশের অভ্যন্তরে
ঘ. দেশের বাইরে
২৭. কে ক্রেতা ও বিক্রেতাকে একত্র করে লেনদেন করে?
ক. প্রতিনিধি
খ. পাইকার
● দালাল
ঘ. খুচরা ব্যবসায়ী
২৮. খুচরা ব্যবসায় কয় ধরনের?
ক. দুই ধরনের
খ. চার ধরনের
গ. তিন ধরনের
● পাঁচ ধরনের
২৯. কোন খুচরা ব্যবসায়ের সেবা প্রদান ক্ষমতা কম?
ক. পূর্ণ খুচরা ব্যবসায়
খ. সীমিত সেবা খুচরা ব্যবসায়
● স্ব-সেবা খুচরা ব্যবসা
ঘ. বিশিষ্ট পণ্যের দোকান
৩০. সীমিত সেবা খুচরা ব্যবসায়ীরা কোন ধরনের পণ্য বিক্রয় করে?
● শপিংপণ্য
খ. অযাচিত পণ্য
গ. লোভনীয় পণ্য
ঘ. জরুরি পণ্য
৩১. বিশেষায়িত পণ্য নিয়ে কে ব্যবসায় করে?
ক. স্ব-সেবা খুচরা ব্যবসায়
খ. সীমিত সেবা খুচরা ব্যবসায়
● পূর্ণ সেবা খুচরা ব্যবসায়
ঘ. বিভাগীয় বিপণি
৩২. বিশিষ্ট পণ্যের দোকান কোনটি?
● টাঙ্গাইল শাড়ি কুটির
খ. আসবাবপত্রের দোকান
গ. কাঁচা সবজির দোকান
ঘ. মিষ্টির দোকান
৩৩. একই মালিকানায় ও ব্যবস্থাপনায় পৃথক বিভাগের মাধ্যমে বিভিন্ন পণ্যের খুচরা বিক্রয়কে বলে—
ক. সুপার মার্কেট
● বিভাগীয় বিপণি
গ. সুপার স্টোর
ঘ. কনভেনিয়েন্স স্টোর
৩৪. কনভেনিয়েন্স স্টোর কোন এলাকায় প্রতিষ্ঠা করা হয়?
ক. শিল্প এলাকায়
খ. বাণিজ্যিক এলাকায়
গ. পলক্ষ্মী এলাকায়
● আবাসিক এলাকায়
৩৫. মূল্যের ভিত্তিতে খুচরা ব্যবসায় কয় ধরনের?
ক. তিন প্রকার
● দুই প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
৩৬. ফ্রান্চাইজ কয় ধরনের?
ক. দুই ধরনের
● তিন ধরনের
গ. চার ধরনের
ঘ. পাঁচ ধরনের
৩৭. যে খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান টেলিফোনের মাধ্যমে ক্রেতাদের সাথে যোগাযোগ করে বিক্রয় কাজ সম্পাদন করে তাকে বলে—
ক. ক্যাটালগ মার্কেটিং
● টেলিমার্কেটিং
গ. অনলাইন মার্কেটিং
ঘ. ক্রেডিট কার্ড মার্কেটিং
৩৮. পাইকারি ব্যবসায়ের অন্যতম কাজ কী?
● উৎপাদনের চাকা সচল রাখা
খ. উৎপাদনের চাকা অচল রাখা
গ. যোগাযোগ স্থাপন
ঘ. বিক্রয় প্রসার
৩৯. পণ্য পর্যায়িতকরণ ও প্রমিতকরণের মাধ্যমে উৎপাদকের কী হ্রাস পায়?
ক. লাভ
খ. ক্ষতি
● ব্যয়
ঘ. আয়
৪০. পাইকার পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. ঝুঁকিগত
খ. জ্ঞানগত
গ. সময়গত
● স্থানগত
৪১. পাইকার উৎপাদকের পণ্য ক্রয় করে কী গ্রহণ করে?
● পণ্য বণ্টনের ঝুঁকি
খ. পণ্য বিলুপ্তির ঝুঁকি
গ. পণ্যের স্থানগত ঝুঁকি
ঘ. পণ্যের সময়গত ঝুঁকি
৪২. কে পণ্যের বিজ্ঞাপন দেয়?
ক. ক্রেতা
খ. রপ্তানিকারক
গ. ক্রেতা
● পাইকার
৪৩. পণ্যের বিজ্ঞাপনের ফলে —
ক. পণ্যের বাজার নষ্ট হয়
● পণ্যের বাজার সৃষ্টি হয়
গ. পণ্যের ক্ষতি হয়
ঘ. পণ্যের ব্যয় হ্রাস পায়
৪৪. খুচরা ব্যবসায়ীর সর্বপ্রথম কাজ—
● ভোক্তার চাহিদা পূর্বানুমান
খ. ভোক্তার পছন্দ পূর্বানুমান
গ. ভোক্তার ক্রয় অভ্যাস পূর্বানুমান
ঘ. ভোক্তার ঝুঁকি হ্রাস
৪৫. খুচরা ব্যবসায়ীর গুরুত্বপূর্ণ কাজটি হলো—
● চাহিদানুসারে পণ্য সরবরাহ
খ. বাজারজাতকরণ
গ. মোড়কীকরণ
ঘ. বিজ্ঞাপন দেওয়া
৪৬. খুচরা ব্যবসায়ী ভোক্তার কাছে পণ্যের কী তুলে ধরে?
ক. পণ্যের ত্রুটি
খ. পণ্যের ঝুঁকি
● পণ্যের গুণাগুণ
ঘ. পণ্যের আকার
৪৭. কোনটি পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে?
ক. বিজ্ঞাপন
● গুদামজাতকরণ
গ. পরিবহন
ঘ. মোড়কীকরণ
৪৮. বিক্রয়জনিত ঝুঁকি কীভাবে সৃষ্টি হয়?
● পণ্যের চাহিদার পরিবর্তন হলে
খ. পণ্যের চাহিদা কমলে
গ. পণ্যের চাহিদা বাড়লে
ঘ. পণ্যের যোগান বেশি হলে
৪৯. বিক্রয়োত্তর সেবা কখন দেওয়া হয়?
● বিক্রয়ের পর
খ. বিক্রয়ের আগে
গ. ক্রয়ের আগে
ঘ. ক্রয়ের পর
৫০. পাইকারি ব্যবসায়ী জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে—
● কর্মসংস্থান সৃষ্টি করে
খ. মাথাপিছু আয় হ্রাস করে
গ. পণ্যমূল্য স্থিতিশীল রেখে
ঘ. পণ্য বাজার হ্রাস করে
►► আরো দেখো: উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ৭ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post