উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ১ম অধ্যায় mcq : অর্থনীতির দুইটি অন্যতম কাজ হচ্ছে উৎপাদন ও ভোগ, যার সাথে জড়িত থাকে উৎপাদনকারী ও ভোক্তা। সকল অর্থনৈতিক কর্মকন্ডের মূলে রয়েছে উৎপাদন। সাধারন অর্থে, উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়। কিন্তু প্রকৃত পক্ষে মানুষ কিছুই সৃষ্টি করতে পারে না। মানুষ কেবল প্রকৃতি প্রদত্ত দ্রব্য সামগ্রীর আকার-আকৃতি ও রূপ পরিবর্তন করে তাকে ব্যবহার উপযোগী করে তোলে।
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ১ম অধ্যায় mcq
১. কোনটির মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়?
ক. রূপান্তর
● হস্তান্তর
গ. বন্টন
ঘ. সংরক্ষণ
২. উপযোগ কত প্রকার?
ক. ২
খ. ৩
গ. ৪
● ৫
৩. উৎপাদনের খাত কয়টি?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫
৪. উপযোগ হলো দ্রব্যের বিশেষ সামর্থ্য, যা মানুষের –
i. অভাব পূরণ করতে পারে
ii. চাহিদা পরিপূর্ণ করে
iii. প্রয়োজন মেটাতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
মি. আলম কৃষকদের কাছ থেকে উন্নতমানের গম সংগ্রহ করে নিজস্ব কারখানায় আটা তৈরি করেন। অতঃপর তিনি ক্রেতাদের চাহিদা অনুযায়ী এগুলো বিভিন্ন মাপের প্যাকেট করে বাজারজাত করেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে ৫০ জন শ্রমিক কর্মরত রয়েছে।
৫. মি. আলমের কারখানায় কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে?
● রূপগত
খ. স্থানগত
গ. স্বত্বগত
ঘ. সেবাগত
৬. উদ্দীপকে মি. আলমের কর্মকাণ্ডের ফলে–
i. প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার হয়
ii. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়
iii. জীবনযাত্রার মান উন্নয়ন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৭. উৎপাদন প্রক্রিয়ায় সংগঠনের গুরুত্ব অপরিসীম। কারণ সংগঠন—
i. উদ্দেশ্য অর্জনে সহায়তা করে
ii.. জনশক্তি যথাযথ ব্যবহার নিশ্চিত করে
iii. সৃজনশীলতার বিকাশ ঘটায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৮. জনাব সেলিম একজন কাঠ মিস্ত্রী। তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের জন্য আসবাবপত্র তৈরির জন্য অর্ডার নিলেন। উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে?
ক. সময়গত
খ.স্থানগত
● রূপগত
ঘ. স্বত্বগত
৯. উৎপাদন কী সৃষ্টি করে?
অথবা, উৎপাদনের ফলে পণ্যের কী সৃষ্টি হয়?
ক. ভোগ
খ. চাহিদা
● উপযোগ
ঘ. মালিকানা
১০. উৎপাদন ও উপকরণের অনুপাতকে কী বলে?
● উৎপাদনশীলতা
খ. উৎপাদন দক্ষতা
গ. উৎপাদন নিয়ন্ত্রণ
ঘ. উৎপাদন মাত্রা
১১. উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে–
i. উৎপাদন বৃদ্ধি পায়
ii. মুনাফা বৃদ্ধি পায়
iii. অর্থনৈতিক প্রবৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :
তারা মিয়া বাঁশ ও বেত দিয়ে নিজ হাতে সৌখিন পণ্য তৈরি করে। উক্ত পণ্যগুলো বাজারে বিক্রয় করে জীবিকা নির্বাহ করে। তারা মিয়ার তৈরি পণ্য আকর্ষণীয় হওয়ায় বাজারে এর চাহিদা ব্যাপক। ফলে সৌখিন পণ্য পেয়ে একদিকে ক্রেতারা নতুন পণ্য ভোগের সুযোগ পাচ্ছে অন্যদিকে জীবনযাত্রার মানোন্নয়নে সামাজিক কল্যাণে ভূমিকা রাখছে।
১২. তারা মিয়ার পণ্য তৈরিকে কী বলে?
ক. উৎপাদনশীলতা
● উৎপাদন
গ. অর্থায়ন
ঘ. বিপণন
১৩. উদ্দীপকে তারা মিয়ার কার্যক্রমের যে সুবিধা অর্জিত হয় তা হলো–
i. জীবনযাত্রার মানোন্নয়ন
ii. নতুন পণ্য ভোগের সুযোগ
iii. সামাজিক কল্যাণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৪. উৎপাদন বৃদ্ধি পেলে নিচের কোনটি বৃদ্ধি পায়?
ক. কর্মসংস্থান
খ. বাজার
● ভোগ
ঘ. মূল্য
১৫. উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কী প্রভাব ফেলে?
ক. কর্মসংস্থান সৃষ্টি
খ. বিনিয়োগ বৃদ্ধি
গ. আয় ও ব্যয় বৃদ্ধি
● জীবনযাত্রার মান বৃদ্ধি
১৬. উৎপাদনশীলতা বৃদ্ধির কারণে–
i. বিক্রয় বৃদ্ধি পায়
ii. উৎপাদন ব্যয় হ্রাস পায়
iii. অপচয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
পরমা লিমিটেড ২০২০ সালে ৩ কোটি টাকার পণ্য উৎপাদন করে যা ২০১৯ সালের উৎপাদনের প্রায় দ্বিগুণ। ২০২০ সালে প্রতিষ্ঠানটির কাঁচামাল বাবদ ব্যয় ৯৫ লক্ষ টাকা, বেতন ও মজুরি বাবদ ৩০ লক্ষ টাকা এবং অন্যান্য খরচ বাবদ ৭৫ লক্ষ টাকা ব্যয় হয়।
১৭. ২০২০ সালে পরমা লিমিটেড এর মোট উৎপাদনশীলতা পরিমাণ ছিল–
● ১.৫০
খ. ১.৬০
গ. ১.৭০
ঘ. ১.৭৫
১৮. পরমা লিমিটেড এর ২০২০ সালের উৎপাদনশীলতা থেকে যে ধারণা পাওয়া যায় তা হলো–
i. প্রতিষ্ঠানের অগ্রগতি
ii. তীব্র প্রতিযোগিতা
iii. ব্যবস্থাপনার দক্ষতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৯. ক্রেতার দৃষ্টিকোণ থেকে উৎপাদনশীলতার গুরুত্ব হলো–
i. উন্নত পণ্য ভোগ
ii. ন্যায্যমূল্য
iii. মুনাফা অর্জন
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রাশেদ মুন্সিগঞ্জে একটি হিমাগার স্থাপন করেন। আশেপাশের আলুচাষি এবং ব্যবসায়ীরা সেই হিমাগারে আলু সংরক্ষণ করেন এবং চাহিদামতো বিক্রয় করেন। ফলে একদিকে তারা আলুর ন্যায্যমূল্য পায় অন্যদিকে ভোক্তারা গুণগত মানের আলু ক্রয় করে উপকৃত হন।
২০. জনাব রাশেদ হিমাগার স্থাপনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?
ক. রূপগত
খ. স্থানগত
● সময়গত
ঘ. স্বত্বগত
২১. উদ্দীপকে উল্লিখিত কার্যক্রমের ফলে যে সুবিধা পাওয়া যায় তা হলো–
i. ভোক্তা সন্তুষ্টি
ii. কর্মসংস্থান সৃষ্টি
iii. শিল্পায়ন বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২২. ক্রয়-বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
ক. সময়গত
খ. রূপগত
● স্বত্বগত
ঘ. সেবাগত
২৩. মানুষের দৈনন্দিন জীবনের সব অর্থনৈতিক কার্যক্রম কোনটির উপর নির্ভরশীল?
ক. ভোগ
● উৎপাদন
গ. সম্পদ
ঘ. দায়
২৪. উৎপাদন অর্থ কী?
অথবা, উৎপাদন কী?
ক. প্রয়োগ করা
● উপযোগ সৃষ্টি করা
গ. কাজ করা
ঘ. চালনা করা
২৫. উৎপাদনের প্রত্যক্ষ কাজ কোনটি?
● রূপগত উপযোগ
খ. সময়গত উপযোগ
গ. স্থানগত উপযোগ
ঘ. মালিকানাগত উপযোগ
নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রফিক মুন্সীগঞ্জে একটি হিমাগার স্থাপন করেন। মুন্সীগঞ্জে প্রচুর আলু উৎপাদিত হওয়ার কারণে সম্প্রতি আরও অনেক হিমাগার প্রতিষ্ঠিত হয়েছে। ফলে জনাব রফিক প্রতিযোগিতায় টিকতে পারছেন না।
২৬. জনাব রফিক কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন?
ক. স্থানগত
● সময়গত
গ. রূপগগ
ঘ. সেবাগত
২৭. জনাব রফিকের বর্তমানে করণীয় হচ্ছে–
i. সেবার মান বাড়ানো
ii. উন্নত প্রযুক্তি সংযোজন
iii. বিক্রয় কর্মী নিয়োগ
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. দ্রব্য ও সেবা সৃষ্টির প্রক্রিয়া হলো–
ক. উপযোগ
● উৎপাদন
গ. উৎপাদনশীলতা
ঘ. উৎপাদন ব্যবস্থাপনা
২৯. পণ্য কর্তৃক মানুষের অভাবের সন্তুষ্টি বিধানের ক্ষমতাকে কী বলে?
ক. উৎপাদন
● উপযোগ
গ. চাহিদা
ঘ. ভোগ
৩০. নির্দিষ্ট সময় পর্যন্ত পণ্য ধরে রেখে উপযোগ সৃষ্টি করাকে কী বলে?
ক. রূপগত উপযোগ
খ. স্থানগত উপযোগ
● সময়গত উপযোগ
ঘ. স্বত্বগত উপযোগ
নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২নং প্রশ্নের উত্তর দাও :
২০১৮ সালে স্টার ফ্যাশনস লি. ৫,০০,০০০ টাকার কাঁচামাল, মজুরি বাবদ ১,৫০,০০০ টাকা এবং যন্ত্র সময় বাবদ ১,০০,০০০ টাকা খরচ করে ৮,০০,০০০ টাকার পণ্য উৎপাদন করে। প্রতিষ্ঠানটি ২০১৯ সালে আরও ২,০০,০০০ টাকার উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং এক্ষেত্রে অতিরিক্ত মজুরি বাবদ ২০,০০০ টাকা ও কাঁচামাল বাবদ ১,০০,০০০ টাকা ব্যয় হবে।
৩১. ২০১৮ সালে স্টার ফ্যাশনস এর শ্রমের উৎপাদনশীলতা কত?
ক. ১.০৭
খ. ১.৬০
● ৫.৩৩
ঘ. ৮.০০
৩২. ২০১৯ সালে স্টার ফ্যাশনস এর সার্বিক উৎপাদনশীলতা কত হবে?
● ১.১৫
খ. ১.৩০
গ. ১.৩৩
ঘ. ১.৬৭
৩৩. পণ্য ও সেবা উৎপাদনে মানুষের কার্য ঘণ্টার সংখ্যাকে কী বলে?
● শ্রম
খ. সংগঠন
গ. উৎপাদনশীলতা
ঘ. ভূমি
৩৪. নিচের কোনটি সময়গত উপযোগ সৃষ্টি করে?
ক. বিজ্ঞাপন
● গোদামজাতকরণ
গ. পরিবহন
ঘ. উৎপাদন
৩৫. তুলা থেকে সুতা তৈরিতে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
ক. সময়গত
খ. স্বত্বগত
● রূপগত
ঘ. স্থানগত
নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রহমান রাজশাহীর বিভিন্ন অঞ্চল হতে মৌসুমি ফল সংগ্রহ করেন এবং পরবর্তীতে চাহিদা মোতাবেক বাজারে সরবরাহ করেন। ব্যবসায়ে সফলতা পেয়ে রাজশাহীতে একটি জুস তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
৩৬. জনাব রহমান কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন?
ক. স্থানগত
খ. রূপগত
গ. সেবাগত
● সময়গত
৩৭. জনাব রহমান কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হবে?
ক. স্থানগত
● রূপগত
গ. সেবাগত
ঘ. সময়গত
৩৮. উৎপাদনশীলতা বৃদ্ধির কারণ কোনটি?
ক. উৎপাদন নিয়ন্ত্রণ
● উৎপাদন দক্ষতা
গ. মান নিয়ন্ত্রণ
ঘ. মজুদ নিয়ন্ত্রণ
নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০নং প্রশ্নের উত্তর দাও :
সুমন গ্রামে গ্রামে ঘুরে গরুর দুধ সংগ্রহ করেন। সংগৃহীত দুধ প্রক্রিয়াজাতকরণ করে খাঁটি ‘ঘি’ তৈরি করে বিভিন্ন স্থানে ঘি বিক্রয় করে তার উপার্জন বৃদ্ধি করে।
৩৯. সুমনের ‘ঘি’ তৈরিতে নিচের কোন প্রক্রিয়াটি ব্যবহৃত হয়েছে?
ক. বিপণন
● উৎপাদন
গ. অর্থায়ন
ঘ. বণ্টন
৪০. সুমনের কাজের ফলে–
i. জীবনযাত্রার মানোন্নয়ন
ii. মানবকল্যাণ
iii. নিয়মিত পণ্য ভোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪১. অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব হলো–
i. চাহিদা পূরণ
ii. বিক্রয় বৃদ্ধি
iii. কর্মসংস্থান সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪২ ও ৪৩নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সাজিদ হাসান তার বাগানবাড়ি থেকে সেগুন কাঠ সংগ্রহ করে আসবাবপত্র তৈরি করেন এবং স্থানীয় বাজারে শোরুমের মাধ্যমে তা বিক্রয় করেন।
৪২. জনাব সাজিদের প্রাথমিক কাজকে কী বলে?
● উৎপাদন
খ. মূলধন সৃষ্টি
গ. বিপণন
ঘ. বিনিয়োগ সৃষ্টি
৪৩. জনাব সাজিদের সামগ্রিক কার্যক্রমের ফলে–
i. উপযোগ সৃষ্টি হয়
ii. নতুন পণ্য সৃষ্টি হয়
iii. মানব কল্যাণ হয়
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৪. ‘বেক্সিমকো ফেব্রিক্স’-এর যন্ত্রের উৎপাদনশীলতা ৭.৫ এবং মোট উৎপাদনের পরিমাণ ৩০,০০০ হলে মোট যন্ত্র সময় কত?
ক. ১,০০০
খ. ৫,০০০
গ. ৩,০০০
● ৪,০০০
৪৫. উৎপাদনশীলতার মাধ্যমে যা পূরণ করা সম্ভব তা হলো–
i. প্রতিযোগিতা মোকাবিলা
ii. উৎপাদন বৃদ্ধি
iii. ক্রমবর্ধমান চাহিদা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৬. কোনো পণ্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাকে কী বলে?
অথবা, মানুষের অভাব পূরণের ক্ষমতাকে কী বলে?
ক. উৎপাদন
● উপযোগ
গ. চাহিদা
ঘ. প্রয়োজন
৪৭. স্বত্বগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়?
● মালিকানা পরিবর্তনের মাধ্যমে
খ. পণ্যের আকার-আকৃতি পরিবর্তন করে
গ. পণ্য স্থানান্তরের মাধ্যমে
ঘ. গুদামজাতকরণের মাধ্যমে
৪৮. উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে কোনো প্রতিষ্ঠান–
i. প্রতিযোগীদের মোকাবিলা করতে পারে
ii. সম্পদ বৃদ্ধি করতে পারে
iii. কাঁচামালের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০নং প্রশ্নের উত্তর দাও :
তরুণ উদ্যোক্তা হাফিজা মৌসুমে উৎপাদিত বিভিন্ন কৃষিজাত পণ্য নিজস্ব ব্যবস্থাপনায় সংরক্ষণ করেন। পরবর্তীতে উক্ত পণ্য নিজস্ব প্রতিনিধির মাধ্যমে বিক্রয় করে বেশ লাভবান হন। ২০২০ সালে তিনি ১ লক্ষ টাকা আয়কর প্রদান করেন।
৪৯. হাফিজা তার এ কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করছেন?
ক. রূপগত
খ. স্বত্বগত
● কালগত
ঘ স্থানগত
৫০. হাফিজা তার এ কাজের মাধ্যমে দেশের অর্থনীতিতে যে ধরনের ভূমিকা পালন করছেন তা হলো–
i. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
ii. সরকারের রাজস্ব বৃদ্ধি
iii. সরকারের ব্যয় সংকোচন
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
►► আরো দেখো: উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ১ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post