উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র মডেল টেস্ট
১. রাজশাহীর আম সুস্বাদু হওয়ায় জনাব হাসান রাজশাহী থেকে আম এনে ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ করে থাকেন। এ বছর আমের ফলন বেশি হওয়ায় বাজারে আমের দাম কমে যায়। এ কারণে জনাব হাসান এ বছর জুস উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আম সরবরাহের সিদ্ধান্ত নেন।
ক. উৎপাদন কী?
খ. “সময়গত উপযোগ কীভাবে সৃষ্টি হয়”- ব্যাখ্যা কর ।
গ. জনাব হাসানের প্রাথমিক কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
ঘ. আম থেকে জুস উৎপাদনের মাধ্যমে যে উপযোগের সৃষ্টি হয় তার ধরন উল্লেখপূর্বক জনাব হাসানের বর্তমান সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
২. জনাব বারেক একজন পিঁয়াজ ব্যবসায়ী। তিনি উৎপাদন মৌসুমে কমমূল্যে বিপুল পরিমাণ পিঁয়াজ ক্রয় করে নিজের বাড়িতে সংরক্ষণ করেন। পরবর্তীতে মূল্য বৃদ্ধি পেলে নিজস্ব পরিবহনে ঢাকার কারওয়ান বাজারে বিক্রয় করে অধিক মুনাফা লাভে সক্ষম হন।
ক. সেবাগত উপযোগ কী?
খ. রূপগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে জনাব বারেক পিঁয়াজ সংরক্ষণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. “স্বত্বগত উপযোগ সৃষ্টিই জনাব বারেকের অধিক মুনাফা লাভের মূল কারণ।”— উক্তিটি মূল্যায়ন কর।
৩. হাসি ও খুশি দু’বোন। নেত্রকোনা শহরে “ঘরে তৈরি খাবার” নামে একটি রেস্টুরেন্ট চালু করে। তাদের রেস্টুরেন্টের খাবারের মান ও পরিষ্কার- পরিচ্ছন্নতা ভোক্তাদের আকৃষ্ট করে। অর্জিত মুনাফা তারা সমানভাবে ভাগ করে নেয়। অল্প সময়ের মধ্যে তারা ব্যবসায়ের সাফল্য অর্জন করে এবং দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করে। তাই তারা চিরন্তন অস্তিত্ববিশিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তাভাবনা করছেন।
ক. ভূমি কী?
খ. মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. হাসি ও খুশির নতুন উদ্যোগের ফলে সৃষ্ট সংগঠনের নাম উল্লেখপূর্বক সিদ্ধান্তটি মূল্যায়ন কর।
৪. মিসেস লাকী নাটোরে একটি আমের জুস কারখানা স্থাপন করেন। লক্ষ টাকা ব্যয়ে তিনি জাপান থেকে জুস তৈরির অত্যাধুনিক মেশিন ক্রয় করেন। মেশিনের উৎপাদন ক্ষমতা অনুযায়ী তিনি আরও ২৫০ জন শ্রমিক নিয়োগ করেন। ফলে তার প্রতিষ্ঠানের সফলতা দিন দিন বৃদ্ধি পায়।
ক. মূলধন কী?
খ. “শ্রম পচনশীল”- ব্যাখ্যা কর।
গ. মিসেস লাকীর আমদানিকৃত মেশিনটি উৎপাদনের কোন উপকরণের আওতাভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. দেশের কর্মসংস্থান সৃষ্টিতে মিসেস লাকীর উদ্যোগটি কতটুকু ভূমিকা রাখবে বলে তুমি মনে কর? মতামত দাও।
৫. নাটোর জেলার লালপুরে ৫০ সদস্যের সংগঠন’ খাঁটি গুড় বাজারজাতকরণের সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে অত্র এলাকার খেজুর গাছসমূহ লিজ নেয়। শীত মৌসুমে রস সংগ্রহ করে তদের নিজস্ব কারখানায় গুড় তৈরি করে। টাটকা ও সুস্বাসু হওয়ায় তাদের উৎপন্ন খেজুর গুড়ের সুনাম সারাদেশে ছড়িয়ে পড়ে। এ প্রতিষ্ঠানটির সফলতায় আশেপাশের ব্যবসায়ীরা অনুরূপ কারখানা গড়ে তুলতে উৎসাহিত হচ্ছে।
ক. সেবা কী?
খ. ‘লোভনীয় পণ্য’ ধারণাটি উদাহরণসহ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. “মানসম্মত দ্রব্য উৎপাদনের মাধ্যমেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করেছে” – তুমি কি একমত? মতামত দাও।
৬. মিসেস লাবীবা ঢাকার উত্তরায় একটি বিউটি পার্লার স্থাপন করেন। সেখানে ক্রেতাদের পছন্দ অনুযায়ী চুল কাটাসহ পার্লারের যাবতীয় কাজ সম্পন্ন করেন। এখানে দক্ষ ও অভিজ্ঞ বিউটিশিয়ান থাকায় ক্রেতারা সন্তুষ্ট ফলে পার্লারটির ক্রেতার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্রেতাদের আস্থা ও নির্ভরশীলতার কারণে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে সফলতা লাভে সক্ষম হয়েছে।
ক. উৎপাদন ব্যবস্থাপনা কী?
খ. “পণ্য স্পর্শনীয়”- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় খাতের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ বিশ্লেষণসহ তোমার মতামত দাও।
৭. মুকুল অ্যান্ড ব্রাদার্স বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি উৎপাদন ও বাজারজাতকরণ করে। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি খুব একটা সুবিধা করতে পারছে না। সম্প্রতি প্রতিষ্ঠানটি কৃষকদের উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস হবে এমন একটি যন্ত্র তৈরি করেছেন। যন্ত্রটির মাধ্যমে একসঙ্গে ধান কাটা, মাড়াই ও রোপণ করা যাবে। মুকুল অ্যান্ড ব্রাদার্স যন্ত্রটি দ্রুত তৈরি করে ক্রেতাদের হাতে দিতে চাইছে।
ক. মডিউলার ডিজাইন কী?
খ. পণ্য ডিজাইন নমনীয় হওয়া আবশ্যক? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত নতুন যন্ত্রটি কোন ধরনের পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর নতুন আবিষ্কৃত যন্ত্রটি মুকুল অ্যান্ড ব্রাদার্সকে প্রতিযোগিতামূলক সুবিধা দিবে? যুক্তিসহ লেখ।
৮. জনাব রবিউল চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। তার কারখানা রাজারহাটে অবস্থিত। তিনি বেশ কয়েক বছর ধরে চিপস বিপণন করছেন। সম্প্রতি বিক্রি কমে যাওয়ায় তিনি চিন্তিত। ফলে নতুনভাবে আকার, রং, প্যাকেজ পরিবর্তন করে বিপণন করছেন। এতে করে বিক্রির পরিমাণ বেড়ে যায়।
ক. ব্যবহারিক ডিজাইন কী?
খ. “সংস্কৃতি দ্বারা পণ্য ডিজাইন প্রভাবিত”- ব্যাখ্যা কর।
গ. উল্লিখিত উদ্দীপকে কোন ধরনের পণ্য ডিজাইনের কথা বলা হয়েছে? বর্ণনা কর।
ঘ. তুমি কি মনে করো, জনাব রবিউলের নেওয়া সিদ্ধান্ত বিক্রি বাড়ানোর ক্ষেত্রে যৌক্তিক? মতামত দাও।
৯. মীম প্রিন্ট লি. একটি শাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ দেশীয় বাজারে বিভিন্ন বয়সের উপযোগী শাড়ি সরবরাহ করছে। কিন্তু বিগত কয়েক বছর নিম্নমানের শাড়ি উৎপাদন করায় প্রতিষ্ঠানটির ত্রুটি চিহ্নিতকরণ ও সংশোধনমূলক কার্যক্রমের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। অবস্থার অবনতি ঘটলেও প্রতিষ্ঠানটির উচ্চ ব্যবস্থাপনা পণ্যের মান নিয়ন্ত্রণে তেমন পদক্ষেপ গ্রহণ করেনি।
ক. ISO -14000 কী?
খ. ‘সার্বিক মান ব্যবস্থাপনা একটি সমন্বিত রূপ’- ব্যাখ্যা কর।
গ. মীম প্রিন্ট লি. নিম্নমানের পণ্য উৎপাদনের কারণে কোন ধরনের ব্যয়ের মুখোমুখি হচ্ছে? ব্যাখ্যা কর।
ঘ. “মীম প্রিন্ট লি.-এর উচ্চ ব্যবস্থাপনার পদক্ষেপ গ্রহণ না করায় মূল্যায়ন ব্যয় বৃদ্ধি পাচ্ছে।” তুমি কি একমত? মন্তব্য কর।
১০. রিনা প্রিন্ট লি. একটি শাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ দেশীয় বাজারে বিভিন্ন বয়সের উপযোগী শাড়ি সরবরাহ করছে। কিন্তু বিগত কয়েক বছর নিম্নমানের শাড়ি উৎপাদন করায় প্রতিষ্ঠানটি অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হচ্ছে। অবস্থার অবনতি ঘটলেও প্রতিষ্ঠানটির উচ্চ ব্যবস্থাপনা পণ্যের মান নিয়ন্ত্রণে তেমন পদক্ষেপ গ্রহণ করেনি।
ক. BSTI কী?
খ. মান সনদ কেন প্রয়োজন? ব্যাখ্যা কর ।
গ. রিনা প্রিন্ট লি: নিম্নমানের পণ্য উৎপাদনের কারণে কোন ধরনের ব্যয়ের মুখোমুখি হচ্ছে? বর্ণনা কর।
ঘ. রিনা প্রিন্ট লি.-এর উচ্চ ব্যবস্থাপনার পদক্ষেপ গ্রহণ না করার ফলাফল কী হতে পারে বলে তুমি মনে কর? তোমার মতামত দাও।
১১. সুপার ডিলাক্স একটি বৃহৎ এনার্জি বাল্ব প্রস্তুতকারক প্রতিষ্ঠান। গত তিন মাসে প্রতিষ্ঠানটির সরবরাহকৃত ৪০% বাল্ব নষ্ট হওয়াতে ফেরত আসে। ফলে প্রচুর লোকসানের সম্মুখীন হন। ভবিষ্যতে কাঁচামাল ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি এই অবস্থা থেকে মুক্তি পেতে চায়।
ক. মান ব্যবস্থাপনা কী?
খ. মূল্যায়ন ব্যয় বলতে কী বোঝায়?
গ. বাহু নষ্ট হওয়ার ফলে সুপার ডিলাক্স এর কোন ধরনের ব্যয় বৃদ্ধি পায়? ব্যাখ্যা কর।
ঘ. প্রযুক্তির উন্নয়ন ঘটালে সুপার ডিলাক্স কী লোকসানের হাত হতে রক্ষা পেতে পারে? মতামত দাও।
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post