উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ৩য় অধ্যায় mcq : সাধারণ অর্থে, উৎপাদন মাত্রা হলো প্রতিষ্ঠানের সকল সুযোগ-সুবিধা বিবেচনা করে উৎপাদিত পণ্য বা সেবার পরিমাণ। অর্থাৎ, কোনো উৎপাদন প্রতিষ্ঠান কতটুকু পরিমাণে বা কি আয়তনে উৎপাদন করে তা হচ্ছে ঐ প্রতিষ্ঠানের উৎপাদন মাত্রা। স্বল্প পরিমাণে উৎপাদন করলে উৎপাদনের মাত্রা আর অধিক পরিমণে উৎপাদন করলে উৎপাদনের মাত্রা উচ্চ হয়।
ব্যাপক অর্থে বলা যায় যে, চাহিদা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠানের সকল সুযোগ-সুবিধা (ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন) এর আলোকে যে পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদন করা হয় তাই হলো উৎপাদনের মাত্রা। উৎপাদনের মাত্রা নির্ভর করে সেই প্রতিষ্ঠানের ব্যবসায়ীর আর্থিক সামর্থ্য, ব্যবস্থাপনার দক্ষতা, বাজার পরিস্থিতি ও অন্যান্য অবস্থার উপর।
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ৩য় অধ্যায় mcq
১. উৎপাদন মাত্রা হলো উৎপাদনের–
ক. প্ৰক্ৰিয়া
● পরিমাণ
গ. কৌশল
ঘ. পরিকল্পনা
২. ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের সুবিধা কোনটি?
● সহজ পরিচালনা
খ. দক্ষ ব্যবস্থাপনা
গ. প্রশিক্ষণের সুবিধা
ঘ. সরকারি সহায়তা
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
মি. জামান ৩৫ কোটি টাকা বিনিয়োগ ও ২৫০ জন কর্মী নিয়োগ দিয়ে একটি প্রাইভেট লি. কোম্পানি গঠন করেন। ব্যবসায়ে সফলতা আসায় প্রতিষ্ঠানটি সম্প্রসারণের লক্ষ্যে তিনি আরও ২৫ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।
৩. শিল্পনীতি-২০১৬ অনুসারে প্রাথমিক পর্যায়ে মি. জামানের প্রতিষ্ঠানটি কোন ধরনের এন্টারপ্রাইজের অন্তর্ভুক্ত?
ক. অতিক্ষুদ্র
খ. ক্ষুদ্র
● মাঝারি
ঘ. বৃহদায়তন
৪. গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটি যে সুবিধা পাবে তা হলো–
i. ন্যূনতম ব্যয়ে উৎপাদন
ii. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
iii. কর্মসংস্থানের সুযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. কোন মাত্রায় উৎপাদন করলে প্রতিষ্ঠানের গড় ব্যয় সর্বনিম্ন হয়?
অথবা, কী পরিমাণ উৎপাদন করলে গড় ব্যয় সর্বনিম্ন হয়?
● কাম্য
খ. সর্বোচ্চ
গ. সর্বনিম্ন
ঘ. মিতব্যয়ী
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
মি. রায়হান ৩০ কোটি টাকা ব্যয় করে একটি গার্মেন্টস্ ব্যবসায় শুরু করেন। প্রতিষ্ঠানে ৮০০ জন শ্রমিক নিয়োগ করেন। অল্পদিনেই ব্যবসায় প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি পাওয়ায় দেশে-বিদেশে তার পণ্যের ব্যাপক চাহিদা বৃদ্ধি পায়। উৎপাদনের পরিমাণ বৃদ্ধির জন্য আরও ৩০০ জন শ্রমিক নিয়োগ দেন এবং ব্যাংক থেকে ২২ কোটি টাকা ঋণ গ্রহণ করেন। ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ব্যাপক উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৬. প্রাথমিক পর্যায়ে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের?
ক. অতিক্ষুদ্র এন্টারপ্রাইজ
খ. ক্ষুদ্র এন্টারপ্রাইজ
● মাঝরি এন্টারপ্রাইজ
ঘ. বৃহদায়তন এন্টারপ্রাইজ
৭. উদ্দীপকের প্রতিষ্ঠানটি কাঠামো পরিবর্তনের ফলে দেশে অর্থনৈতিক উন্নয়নের সুবিধা হলো–
i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে
ii. উৎপাদন বৃদ্ধি পাবে
iii. রাজস্ব বৃদ্ধি পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৮. নিচের কোনটি উৎপাদন কাম্য মাত্রার অন্তর্ভুক্ত নয়?
ক. সর্বোচ্চ মুনাফা
খ. সর্বনিম্ন ব্যয়
● সর্বনিম্ন উৎপাদন
ঘ. সর্বোচ্চ উৎপাদন
৯. জনাব রফিক ১২ লক্ষ টাকা এবং ২০ জন শ্রমিক নিয়ে একটি বেকারি কারখানা স্থাপন করেন। নিজস্ব দক্ষতার কারণে বেকারিটি দিন দিন ক্রেতাদের নিকট জনপ্রিয় হয়ে উঠে। উদ্দীপকে জনাব রফিকের বেকারি কোন ধরনের এন্টারপ্রাইজ?
● অতিক্ষুদ্র
খ. ক্ষুদ্র
গ. মাঝারি
ঘ. বৃহদায়তন
১০. সেবার ক্ষেত্রে মাঝারি এন্টারপ্রাইজের সর্বোচ্চ মূলধন কত?
ক. ১৫ কোটি
খ. ২০ কোটি
গ. ২৫ কোটি
● ৩০ কোটি
১১. একটি উৎপাদনশীল ক্ষুদ্র এন্টারপ্রাইজের মূলধনের পরিমাণ কত টাকা?
ক. ১০ লক্ষ থেকে ২ কোটি
● ৭৫ লক্ষ থেকে ১৫ কোটি
গ. ১৫ লক্ষ থেকে ৫০ কোটি
ঘ. ৫০ কোটি বা তার অধিক
১২. উৎপাদিত পণ্যের পরিমাণকে বলা হয়–
● উৎপাদনমাত্রা
খ. কাম্য উৎপাদনমাত্রা
গ. মিতব্যয়ী উৎপাদনমাত্রা
ঘ. অমিতব্যয়ী উৎপাদনমাত্রা
১৩. করোনা ভাইরাসের মরণ ছোবল থেকে রক্ষা পাওয়ার জন্য মায় ব্যবহার অতীব জরুরি। ফলে মাস্কের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে জনাব হাশেম ১২ কোটি টাকা এবং ৫০ জন শ্রমিকের সহায়তায় মাস্ক তৈরির কারখানা গড়ে তোলেন। ২০১৬ সালের শিল্পনীতি অনুসারে জনাব হাশেম কোন ধরনের এন্টারপ্রাইজের মালিক?
ক. অতিক্ষুদ্র
● ক্ষুদ্র
গ. মাঝারি
ঘ. বৃহদায়তন
১৪. কাম্য উৎপাদন মাত্রার ফলে–
i. ব্যয় সর্বনিম্ন হয়
ii. প্ৰতিযোগিতা বৃদ্ধি পায়
iii. মুনাফা সর্বোচ্চ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৫. নিচের কোনটি স্থায়ী ব্যয়?
ক. বৈদ্যুতিক বিল
খ. প্রত্যক্ষ কাঁচামাল
গ. শ্রমিকের মজুরি
● কারখানার ভাড়া
১৬. অন্যান্য অবস্থা অপরিবর্তিত উৎপাদন মাত্রা বেশি হলে একক প্রতি উৎপাদন ব্যয় কেমন হয়?
● হ্রাস পায়
খ. বেড়ে যায়
গ. স্থির থাকে
ঘ. স্বাভাবিক থাকে
১৭. উৎপাদনের কাম্য মাত্রা কী?
ক. সর্বোচ্চ উৎপাদন
খ. গড় ব্যয় সর্বোচ্চ
● গড় ব্যয় সর্বনিম্ন
ঘ. সর্বনিম্ন উৎপাদন
১৮. বাংলাদেশে বৃহদায়তন শিল্পের প্রসার লাভ না করার কারণ হলো–
i. মূলধনের অভাব
ii. জটিল গঠনপ্রণালি
iii. প্রযুক্তিগত জ্ঞানের অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :
মি. সেলিম ৭০ লক্ষ টাকা বিনিয়োগ করে নিজ গ্রামে একটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বিক্রয় প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং একজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। ফলে গ্রামের লোকজনকে প্রয়োজনীয় পণ্য কিনতে আর দূরে যেতে হয় না। মি. সেলিমের সাথে গ্রামের সকলের সম্পর্ক খুবই নিবিড়। এর মাধ্যমে তিনি ব্যবসায়ে সাফল্য লাভ করেছেন।
১৯. মি. সেলিম কোন ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন?
ক. বৃহদায়তন
খ. অংশীদারি
গ. মাঝারি
● ক্ষুদ্রায়তন
২০. মি. সেলিমের সফলতার কারণ হলো–
● আন্তঃব্যক্তিক সম্পর্ক
খ. বিক্রয়কর্মী নিয়োগ
গ. প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার
ঘ. গবেষণামূলক কার্যক্রম
২১. উৎপাদনের মোট এককের পরিমাণকে কী বলে?
ক. আউটপুট
● উৎপাদনমাত্রা
গ. উৎপাদনশীলতা
ঘ. উৎপাদন ক্ষমতা
২২. ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের প্রাথমিক মূলধন যোগান দেন কে?
ক. ব্যাংক
খ. সরকার
● মালিক
ঘ. এনজিও
২৩. কীসের পরিমাণ বৃদ্ধি করা উৎপাদন মাত্রার মুখ্য উদ্দেশ্য?
ক. কাঁচামাল
● উৎপাদন
গ. বিক্রয়
ঘ. মুনাফা
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ফাহিম রাজশাহী জেলার একটি উপজেলা সদরে একটি তিনতলা ভবন ভাড়া করে একটি প্রাইভেট চক্ষু হাসপাতাল গড়ে তোলেন। তাঁর প্রতিষ্ঠানে ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ২০ জন কর্মী কাজ করে। হাসপাতালটিতে সেবার মান ভালো হওয়ায় রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
২৪. উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত?
ক. অতিক্ষুদ্র
● ক্ষুদ্র
গ. মাঝারি
ঘ. বৃহদায়তন
২৫. উদ্দীপকের প্রতিষ্ঠানটি অবদান রাখছে–
i. জীবনযাত্রার মান উন্নয়নে
ii. শিল্পের কেন্দ্রীকরণে
iii. কর্মসংস্থান সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৬. দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব–
i. দারিদ্র্য দূরীকরণ
ii. কর্মসংস্থান সৃষ্টি
iii. স্বল্প মূলধন বিনিয়োগ
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :
‘খান পাবলিক লিমিটেড কোম্পানি’ একটি সুপ্রতিষ্ঠিত জুস প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানের জমি ও কারখানা ভবন বাদে স্থায়ী সম্পদের পরিমাণ, প্রতিস্থাপন ব্যয়সহ ৬০ কোটি টাকা।
২৭. খান পাবলিক লিমিটেড কোম্পানিটি কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. মাঝারি
● বৃহদায়তন
গ. মধ্যস্থ ব্যবসায়ী
ঘ. সেবাদানকারী প্রতিষ্ঠান
২৮. উদ্দীপকে প্রতিষ্ঠানটি অবদান রাখবে–
i. কর্মসংস্থান সৃষ্টিতে
ii. রপ্তানি আয় অর্জনে
iii. জীবনযাত্রার মান উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯. উৎপাদনের কোন মাত্রায় মুনাফা সবচেয়ে বেশি হয়?
ক. মিতব্যয়ী
খ. অমিতব্যয়ী
● কাম্য
ঘ. সর্বোচ্চ
৩০. উৎপাদনশীলতা সর্বাধিক হয় উৎপাদনের–
i. কাম্য স্তরে
ii. সর্বোচ্চ স্তরে
iii. নিম্নতর স্তরে
নিচের কোনটি সঠিক?
ক. i
● i ও ii
গ. iii
ঘ. ii ও iii
৩১. ক্ষুদ্র এন্টারপ্রাইজের শ্রমিক সংখ্যা কতজন?
ক. ১১ – ৩০
● ৩১ – ১২০
গ. ১২১ – ১৪০
ঘ. ১৪১ – ২৫০
৩২. “যখন উৎপাদনের পরিমাণ বাড়ানো হয় তখন এককপ্রতি গড় ব্যয় হ্রাস পায়।”— উৎপাদন মাত্রার এই ধারণাকে কী বলে?
ক. উৎপাদন ক্ষমতা
খ. অমিতব্যয়ী উৎপাদনমাত্রা
● মিতব্যয়ী উৎপাদনমাত্রা
ঘ. কাম্য উৎপাদনমাত্রা
৩৩. কাম্য উৎপাদন মাত্রার সুবিধা কোনটি?
ক. চাহিদা বৃদ্ধি
খ. বাজার বৃদ্ধি
● উৎপাদনশীলতা বৃদ্ধি
ঘ. মূলধন বৃদ্ধি
৩৪. পর্যাপ্ত মূলধন ও অধিক শ্রমিক কোন ধরনের এন্টারপ্রাইজে বিদ্যমান?
ক. অতিক্ষুদ্র
খ. ক্ষুদ্র
গ. মাঝারি
● বৃহদায়তন
৩৫. সেবা শিল্পের ক্ষেত্রে মাঝারি এন্টারপ্রাইজের বিনিয়োগের পরিমাণ কত?
ক. ৪ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা
খ. ২০ লক্ষ থেকে ২ কোটি টাকা
● ২ কোটি থেকে ৩০ কোটি টাকা
ঘ. ৩০ কোটি টাকার অধিক
৩৬. কোনো শিল্পপ্রতিষ্ঠানে ৩০০ জনের অধিক কর্মী থাকলে তাকে বলে–
ক. অতি ক্ষুদ্রশিল্প
খ. ক্ষুদ্রশিল্প
গ. মাঝারি শিল্প
● বৃহদায়তন শিল্প
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮নং প্রশ্নের উত্তর দাও :
মি. আলম ২ কোটি টাকা মূলধন নিয়ে একটি পরিবহন ব্যবসা শুরু করেন। এই ব্যবসায়ে ৩০ জন শ্রমিক নিয়োজিত আছে। সেবার চাহিদা বৃদ্ধি পাওয়ায় মি. আলম ব্যবসাটি সম্প্রসারণের চিন্তা করছে। এজন্য আরও ২২ জন শ্রমিক ও ৫ কোটি টাকা মূলধন বিনিয়োগ করেন।
৩৭. প্রথম পর্যায়ে উদ্দীপকে ব্যবসাটি কোন ধরনের এন্টারপ্রাইজ?
ক. অতিক্ষুদ্র
● ক্ষুদ্র
গ. মাঝারি
ঘ. বৃহদায়তন
৩৮. মি. আলমের সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবসা কাঠামোগত পরিবর্তন হলে–
ক. অতিক্ষুদ্র ব্যবসায় হবে
খ. ক্ষুদ্র ব্যবসায় হবে
● মাঝারি ব্যবসায় হবে
ঘ. বৃহদায়তন ব্যবসায় হবে
৩৯. নিচের কোনটি ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের সুবিধা?
অথবা, নিচের কোনটি ক্ষুদ্র এন্টারপ্রাইজের সুবিধা?
ক. শ্রম বিভাগ
খ. যন্ত্রপাতির দক্ষ ব্যবহার
গ. স্থায়ী ব্যয়ে মিতব্যয়িতা
● ব্যক্তিগত তত্ত্বাবধান
৪০. উৎপাদনের মাত্রা নিচের কোনটি নির্দেশ করে?
ক. মোট ব্যবহৃত কাঁচামাল
● মোট উৎপাদনের পরিমাণ
গ. মোট শ্রমিকসংখ্যা
ঘ. মোট ব্যবহৃত মূলধন
৪১. জাতীয় শিল্পনীতি, ২০১৬ অনুযায়ী ভূমি ও দালানকোঠা বাদে উৎপাদনমুখী ক্ষুদ্র এন্টারপ্রাইজের মূলধনের পরিমাণ কত?
ক. ১০ লক্ষ – ৭৫ লক্ষ
● ৭৫ লক্ষ – ১৫ কোটি
গ. ১৫ কোটি – ৫০ কোটি
ঘ. ৫০ কোটির উপরে
৪২. নিচের কোনটি বৃহদায়তন এন্টারপ্রাইজের গুরুত্ব বহন করে?
ক. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
খ. নমনীয়তা
● গবেষণা ও উন্নয়ন
ঘ. গোপনীয়তা রক্ষা
৪৩. উৎপাদন বৃদ্ধির সাথে সাথে উৎপাদন ব্যয় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত কমতে থাকলে তাকে কী ধরনের উৎপাদন বলে?
ক. ক্ষুদ্রায়তন
খ. বৃহদায়তন
গ. কাম্যমাত্রার
● মিতব্যয়ী
৪৪. উৎপাদনের কাম্যমাত্রা বলতে কী বোঝায়?
ক. সর্বোচ্চ গড় ব্যয়ে সর্বোচ্চ উৎপাদন
● সর্বনিম্ন গড় ব্যয়ে সর্বোচ্চ উৎপাদন
গ. সর্বোচ্চ কাঁচামালে সর্বোচ্চ উৎপাদন
ঘ. সর্বনিম্ন কাঁচামালে সর্বোচ্চ উৎপাদন
৪৫. শ্রমঘন শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি এন্টারপ্রাইজের শ্রমিকসংখ্যা কতজন?
ক. ১২০
● ৩০০
গ. ৫০০
ঘ. ১০০০
৪৬. ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের বৈশিষ্ট্য হলো—
i. শ্রমঘন প্রতিষ্ঠান
ii. স্বল্পমেয়াদি পরিকল্পনা
iii. কৃত্রিম ব্যক্তিসত্ত্বা
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৭. সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্ষুদ্রায়তন শিল্পের (ভূমি ও দালানকোঠা বাদে) পুঁজির পরিমাণ কত টাকা?
ক. ৭৫ লক্ষ থেকে ১৫ কোটি
● ১০ লক্ষ থেকে ২ কোটি
গ. ১৫ লক্ষ থেকে ৫০ কোটি
ঘ. ২ কোটি থেকে ৩০ কোটি
নিচের উদ্দীপকটি পড়ে ৪৮ ও ৪৯নং প্রশ্নের উত্তর দাও :
মি. জালাল ‘বেলী কোম্পানির’ উৎপাদন ব্যবস্থাপক হিসেবে যোগদান করার পর দেখলেন যে, প্রতিষ্ঠানটি প্রতিমাসে ৫,০০০ একক পণ্য উৎপাদন করে যেখানে স্থায়ী ব্যয় ১,০০,০০০ টাকা এবং পরিবর্তনশীল ব্যয় ৮০,০০০ টাকা। কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রতিষ্ঠানটিকে একই পরিমাণ ব্যয় প্রতি একক ৩০ টাকা দরে কাম্য মাত্রায় পণ্য উৎপাদন করতে হবে।
৪৮. বেলী কোম্পানির কাম্য মাত্রায় উৎপাদনের পরিমাণ কত একক?
ক. ৪৫০০
খ. ৩০০০
● ৬০০০
ঘ. ৫০০০
৪৯. বেলী কোম্পানি ৩০ টাকায় পণ্য উৎপাদন করতে পারলে–
i. মুনাফার পরিমাণ সর্বাধিক হবে
ii. উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে
iii. নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫০. উৎপাদন ব্যবস্থাপকের বেতন কোন ধরনের ব্যয়?
ক. পরিবর্তনশীল
● স্থির
গ. উৎপাদন
ঘ. প্রশাসনিক
►► আরো দেখো: উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন ১ম পত্র ৩য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post