উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ৪র্থ অধ্যায় mcq : সমষ্টিক শব্দটির ইংরেজী প্রতিশব্দ Macro। এটি প্রাচীন গ্রীক শব্দ Makros হতে উৎপত্তি হয়েছে। Makros শব্দটির অর্থ হচ্ছে বড় বা সমষ্টিক। বৃহত্তর পরিসরে অর্থনৈতিক কার্যক্রমের আলোচনাকে সমষ্টিক অর্থনীতি বলে। ব্যক্তি বা প্রতিষ্ঠানিক অথবা
এককভাবে বা আলাদা আলাদাভাবে অর্থনীতির বিষয়ে আলোচনা না করে দেশের অর্থ ব্যবস্থাকে সামগ্রিকভাবে আলোচনা করাই সমষ্টিক অর্থনীতির বিষয়। বিশ্বায়নের এ প্রতিযোগীতার বাজারে অর্থনীতিকে গতিশীল রাখতে একক উৎপাদন, একক বিনিয়োগ, একক পরিকল্পনা বেশ সমস্যা সৃষ্টি করে। তাই বিশ্বের বহু বিশেষজ্ঞগন এখন সমষ্টিক পর্যায়ে উৎপাদনের প্রয়োজনীয়তা অনুধাবন করছে।
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ৪র্থ অধ্যায় mcq
১. জাতীয় আয় পরিমাপ করা হয় কত বছর পর পর?
ক. চার বছর
খ. তিন বছর
গ. দুই বছর
উ. এক বছর
২. মোট জাতীয় উৎপাদন যেভাবে পরিমাপ করা হয়–
i. আয়ের দৃষ্টিকোণ থেকে
ii. ব্যয়ের দৃষ্টিকোণ থেকে
iii. সঞ্চয়ের দৃষ্টিকোণ থেকে
নিচের কোনটি সঠিক?
উ. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩. একটি দেশের অর্থনৈতিক অবস্থার পরিপূর্ণ চিত্র প্রকাশ করে—
ক. মোট দেশজ উৎপাদন
খ. মোট জাতীয় উৎপাদন
উ. জাতীয় আয়
ঘ. নিট জাতীয় উৎপাদন
৪. সিলেটের অধিকাংশ মানুষ লন্ডন প্রবাসী। তাই তারা তাদের অর্জিত আয়ের কিছু অংশ স্বজনদের নিকট পাঠিয়ে থাকেন। উক্ত অর্থ কোনটি নির্ণয়ে অন্তর্ভুক্ত হবে?
ক. মাথাপিছু আয়
খ. প্রকৃত আয়
উ. মোট জাতীয় উৎপাদন
ঘ. মোট দেশজ উৎপাদন
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
২০১৭ সালে একটি দেশের জাতীয় আয়ের পরিমাণ হচ্ছে ৩০,০০০ কোটি টাকা এবং মোট জনসংখ্যা ২০ কোটি। ঐ অর্থবছরে দেশে মোট জাতীয় উৎপাদন ছিল ১,৯০,০০০ কোটি টাকা এবং মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ৪০,০০০ কোটি টাকা ।
৫. ২০১৭ সালে দেশটির নিট জাতীয় উৎপাদনের পরিমাণ–
উ. ১,৫০,০০০ কোটি টাকা
খ. ১,৯০,০০০ কোটি টাকা
গ. ২,২০,০০০ কোটি টাকা
ঘ. ২,৩০,০০০ কোটি টাকা
৬. ২০১৭ সালে ঐ দেশের মাথাপিছু আয় হচ্ছে–
উ. ১,৫০০ টাকা
খ. ২,০০০ টাকা
গ. ৩,৬০০ টাকা
ঘ. ৪.০০০ টাকা
৭. ২০১৫-২০১৬ অর্থবছরে P দেশের মোট দেশজ উৎপাদন ১,৮০,০০০ কোটি টাকা। উক্ত সময়ে মূলধনের অবচয়জনিত ব্যয় ২০,০০০ কোটি টাকা। P দেশের নিট দেশজ উৎপাদন কত হবে?
ক. ১,৭০,০০০ টাকা
উ. ১,৬০,০০০ টাকা
গ. ২,০০,০০০ টাকা
ঘ. ১,১০,০০০ টাকা
৮. আয় পদ্ধতি অনুসারে কোনটি জাতীয় আয়বহির্ভূত?
ক. খাজনা
খ. ভ্যাট
উ. নিট রপ্তানি
ঘ. কর্পোরেট কর
৯. নিচের কোনটি GDP-তে অন্তর্ভুক্ত হয় না?
উ. হস্তান্তর ব্যয়
খ. ভোগ ব্যয়
গ. বিনিয়োগ ব্যয়
ঘ. সরকারি ব্যয়
১০. মাথাপিছু আয় নির্ভর করে–
i. মোট জাতীয় আয়ের ওপর
ii. জনসংখ্যার ওপর
iii. সুদের হারের ওপর
নিচের কোনটি সঠিক?
উ. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১. ‘Macro Economics’ শব্দটি কোনটির সাথে সম্পর্কিত?
ক. ব্যক্তিগত চাহিদা
খ. ব্যক্তিগত যোগান
গ. ফার্মের আয়
উ. জাতীয় আয়
১২. একটি দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তা হচ্ছে—
ক. মোট জাতীয় উৎপাদন
খ. মোট দেশজ উৎপাদন
গ. নিট জাতীয় আয়
উ. মাথাপিছু আয়
১৩. ২০১৭-২০১৮ অর্থবছরে ‘ক’ দেশের অভ্যন্তরে এবং বাইরে অবস্থানরত নাগরিকদের মজুরি বাবদ আয় ৫০০ কোটি টাকা, খাজনা বাবদ আয়, সুদ প্রাপ্তি এবং ক্ষয়ক্ষতিজনিত ব্যয় যথাক্রমে ৪০০ কোটি, ৩০০ কোটি এবং ২০০ কোটি টাকা। দেশটির নিট জাতীয় উৎপাদন কত?
ক. ৬০০ কোটি টাকা
খ. ৮০০ কোটি টাকা
উ. ১,০০০ কোটি টাকা
ঘ. ১,২০০ কোটি টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রফিক চীন-এ একটি ফার্মে চাকরি করেন। চাকরি থেকে উপার্জিত টাকা নিজের ব্যয় নির্বাহের পর বাকিটা তিনি বাংলাদেশে পিতার নিকট প্রেরণ করেন। বাংলাদেশে জাতীয় আয় গণনায় রফিকের আয়, আটা ও রুটি উৎপাদন থেকে আয়, বিস্কুট ও ময়দা থেকে প্রাপ্ত আয় ইত্যাদি অন্তর্ভুক্ত হয়।
১৪. উদ্দীপকে রফিকের প্রেরিত অর্থ কীসের অন্তর্ভুক্ত?
ক. CCA
উ. GNP
গ. GDP
ঘ. NDP
১৫. বাংলাদেশের জাতীয় আয় নির্ণয়ে যে ধরনের সমস্যা পরিলক্ষিত হয় তা হলো—
উ. দ্বৈত-গণনা
খ. অসততা
গ. ইনভেন্টরি
ঘ. হস্তান্তর পাওনা
১৬. মাথাপিছু আয় থেকে বোঝা যায়–
i. অর্থনৈতিক অবস্থা
ii. ভোগপ্রবণতা
iii. জীবনযাত্রার মান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
উ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
২০১৭-২০১৮ অর্থবছরে ‘ক’ দেশের মোট দেশজ উৎপাদন ২,৫০,০০০ কোটি টাকা এবং মূলধনী সম্পত্তির ‘অবচয়জনিত ব্যয় ৫০,০০০ কোটি টাকা। দেশটির অর্থনীতিবিদগণ অবচয়জনিত ব্যয় ২০,০০০ কোটি টাকা বেশি হয়েছে বলে মনে করেন।
১৭. নিচের কোনটি ‘ক’ দেশের NDP?
উ. ২,০০,০০০ কোটি টাকা
খ. ২.৩০,০০০ কোটি টাকা
গ. ২,৭০,০০০ কোটি টাকা
ঘ. ৩,০০,০০০ কোটি টাকা
১৮. দেশটির অর্থনীতিবিদদের ধারণা সঠিক হলে NDP হতো—
ক. ৩,০০,০০০ কোটি টাকা
খ. ২,৭০,০০০ কোটি টাকা
গ. ২,৩০,০০০ কোটি টাকা
উ. ২.২০,০০০ কোটি টাকা
১৯. নিট দেশজ উৎপাদনের সূত্র কোনটি?
ক. GNP – CCA
খ. C + I + G + (X – M)
উ. GDP – CCA
ঘ. C + I + G
২০. একবছরে দেশের অভ্যন্তরে উৎপাদিত বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রীর আর্থিক বাজারমূল্যকে কী বলে?
উ. মোট দেশজ উৎপাদন
খ. মোট জাতীয় উৎপাদন
গ. নিট দেশজ উৎপাদন
ঘ. নিট জাতীয় উৎপাদন
২১. ২০১৫-২০১৬ অর্থবছরে A দেশের দেশীয় জনগণ কর্তৃক ১,৭০,০০০ কোটি টাকা এবং বিদেশি জনগণ কর্তৃক ১০,০০০ কোটি টাকার পণ্য ও সেবা উৎপাদন করেছে। দেশটির মোট দেশজ উৎপাদন কত?
ক. ১,৭০,০০০ কোটি টাকা
খ. ১,৬০,০০০ কোটি টাকা
গ. ১,৬৫,০০০ কোটি টাকা
উ. ১,৮০,০০০ কোটি টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
জনাব নূরুল হক সিঙ্গাপুরে থাকেন। তিনি সন্তানদের লেখাপড়ার খরচ ও পারিবারিক ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে ৪০,০০০ টাকা দেশে পাঠান। তার স্ত্রীর অনুরোধ সত্ত্বেও তিনি হুন্ডির পরিবর্তে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান।
২২. জনাব নূরুল হকের উপার্জিত অর্থ সিঙ্গাপুরের সামষ্টিক পর্যায়ে উৎপাদনের কোন ক্ষেত্রে গণনা করা হয়?
উ. GDP
খ. GNP
গ. NNP
ঘ. NI
২৩. জনাব নূরুল হকের ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠানোর ফলে–
i. মূলধন গঠন হয়
ii. আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তি রক্ষা হয়
iii. মোট জাতীয় আয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
উ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
জনাব শফিক দুবাই-এ একটি ফার্মে চাকরি করেন। চাকরি থেকে উপার্জিত টাকা নিজের ব্যয় নির্বাহের পর বাকিটি তিনি বাংলাদেশে পিতার নিকট প্রেরণ করেন। বাংলাদেশের জাতীয় আয় গণনায় শফিকের আয়, আটা ও রুটি উৎপাদন থেকে আয়, বিস্কুট ও ময়দা থেকে প্রাপ্ত আয় ইত্যাদি অন্তর্ভুক্ত হয়।
২৪. উদ্দীপকে শফিকের প্রেরিত অর্থ কীসের অন্তর্ভুক্ত?
ক. CCA
উ. GNP
গ. GDP
ঘ. NDP
২৫. বাংলাদেশের জাতীয় আয় নির্ণয়ে যে ধরনের সমস্যা পরিলক্ষিত হয় তা হলো–
উ. দ্বৈত-গণনা
খ. অসততা
গ. ইনভেন্টরি
ঘ. হস্তান্তর পাওনা
২৬. ব্যয়ের দৃষ্টিকোণ থেকে GNP এর সূত্র কোনটি?
ক. R + W + I + P
উ. C + I + G + (X – M)
গ. C + I + G
ঘ. C + I + G + (X – M) – DC
২৭. মাথাপিছু আয় থেকে বোঝা যায়—
i. অর্থনৈতিক অবস্থা
ii. ভোগপ্রবণতা
iii. জীবনযাত্রার মান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
উ. i, ii ও iii
২৮. দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত পণ্যের মূল্য হচ্ছে—
ক. মোট জাতীয় উৎপাদন
উ. মোট দেশজ উৎপাদন
গ. মাথাপিছু আয়
ঘ. নিট দেশজ উৎপাদন
২৯. NI নিচের কোনটির অংশ?
ক. GDP
খ. NDP
উ. GNP
ঘ. NNP
নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১নং প্রশ্নের উত্তর দাও :
কুমিল্লার জনাব রবি দীর্ঘদিন যাবৎ বিদেশে কর্মরত আছেন। তিনি পারিবারিক ব্যয় নির্বাহের জন্য নিয়মিতভাবে তার উপার্জিত আয়ের কিছু অংশ দেশে প্রেরণ করেন।
৩০. জনাব রবির প্রেরিত অর্থ কোনটির অন্তর্ভুক্ত?
ক. মোট দেশজ উৎপাদন
খ. জাতীয় আয়
উ. মোট জাতীয় উৎপাদন
ঘ. নিট জাতীয় উৎপাদন
৩১. উদ্দীপকের জনাব রবির প্রেরিত অর্থে দেশের যে উপকার হয়, তা হচ্ছে—
i. কর্মসংস্থানের ব্যবস্থা হয়
ii. অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়
iii. দেশে দুর্নীতি কমে
নিচের কোনটি সঠিক?
উ. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩২. কত সময়ের জন্য জাতীয় আয় প্রণয়ন করা হয়?
উ. এক বছর
খ. পাঁচ বছর
গ. দশ বছর
ঘ. এক যুগ
৩৩. একটি নির্দিষ্ট সময়ে মোট আয়ের সমষ্টিকে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে কোনটি পাওয়া যাবে?
ক. জাতীয় আয়
খ. জাতীয় ব্যয়
উ. মাথাপিছু আয়
ঘ. মাথাপিছু ব্যয়
নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫নং প্রশ্নের উত্তর দাও :
মি. সেলিম সিঙ্গাপুরে একটি বহুজাতিক কোম্পানির ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত। তিনি তার উপার্জিত অর্থের সিংহভাগ পিতার নামে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠিয়ে দেন। তার পিতা পুত্রের কাছ থেকে প্রাপ্ত অর্থ বিভিন্ন ব্যবসায়ে বিনিয়োগ করেন।
৩৪. মি. সেলিমের প্রেরিত অর্থ নিচের কোনটির আওতায় পড়ে?
ক. মোট দেশজ উৎপাদন
খ. নিট দেশজ উৎপাদন
উ. মোট জাতীয় উৎপাদন
ঘ. নিট দেশজ আয়
৩৫. মি. সেলিমের প্রেরিত অর্থের মাধ্যমে কী হয়?
i. মূলধন গঠন
ii. বিনিয়োগ
iii. শিল্প সম্প্রসারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
উ. i, ii ও iii
৩৬. GNP-এর সূত্র কোনটি?
ক. GDP- CCA
খ. GDP – DC
গ. R + W + I + P – TP
উ. C + I + g + (X – M)
৩৭. জাতীয় আয় পরিমাপের সমস্যা হলো–
i. দ্বৈতগণনা
ii. কর ফাঁকি
iii. প্রত্যক্ষ কর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
উ. i, ii ও iii
৩৮. কোনটির কারণে জাতীয় আয়ের হিসাব অত্যাধিক বেড়ে যেতে পারে?
ক. মৌখিক গণনা করলে
খ. গণনায় বেশি ধরলে
উ. দ্বৈত গণনা করলে
ঘ. কম্পিউটারে গণনা করলে
৩৯. দেশি-বিদেশি নাগরিকগণ মিলে ১ বছরে যে দ্রব্য উৎপাদন করে তার সমষ্টিকে কী বলে?
ক. মোট জাতীয় উৎপাদন
খ. ব্যক্তিগত উৎপাদন
উ. মোট দেশজ উৎপাদন
ঘ. নিট দেশজ উৎপাদন
নিচের উদ্দীপকটি পড়ে ৪০ ও ৪১নং প্রশ্নের উত্তর দাও :
২০১৫-২০১৬ অর্থবছরে ‘ক’ দেশের মোট খাজনার পরিমাণ ছিল ৪,০০০ কোটি টাকা, মজুরি ৩,৬০০ কোটি টাকা, মোট সুদ ৪,৪০০ কোটি টাকা এবং অবচয় ছিল ৪,২০০ কোটি টাকা।
৪০. নিচের কোনটি ‘ক’ দেশের GNP (কোটি টাকায়)?
ক. ৭,৬০০
খ. ৮,০০০
গ. ৮,৪০০
উ. ১২,৬০০
৪১. দেশটির NNP কত (কোটি টাকায়)?
ক. ৭,৬০০
উ. ৭,৮০০
গ. ৮,৪০০
ঘ. ১২,০০০
৪২. কোন বিভাগের তথ্যের ভিত্তিতে জাতীয় আয় পরিমাপ করা হয়?
ক. অর্থনীতি বিভাগ
খ. উৎপাদন বিভাগ
উ. পরিসংখ্যান বিভাগ
ঘ. তথ্য ও প্রযুক্তি বিভাগ
৪৩. ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ে অন্তর্ভুক্ত হয় কোনটি
ক. পেনশন
খ. বেকার ভাতা
গ. স্টক
উ. ভোগ
৪৪. নিট রপ্তানি ধনাত্মক হলে দেশে মুদ্রার মানে কোন ধরনের পরিবর্তন হবে?
উ. মান বাড়বে
খ. মান কমবে
গ. মান শূন্য হবে
ঘ. মান স্থিতিশীল থাকবে
৪৫. নিম্নের কোনটি নির্ণয়ে অবচয় ব্যয় বিবেচনা করা হয়?
ক. মোট দেশজ উৎপাদন
খ. মোট জাতীয় উৎপাদন
উ. নিট জাতীয় উৎপাদন
ঘ. মোট জাতীয় আয়
৪৬. আয় পদ্ধতিতে জাতীয় আয়বহির্ভূত বিষয় হলো–
ক. খাজনা
খ. ভ্যাট
গ. নিট রপ্তানি
উ. কর্পোরেট ট্যাক্স
নিচের উদ্দীপকটি পড়ে ৪৭নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ দেশে ২০১৫ সালে মোট ভোগ ব্যয় ৯০০ কোটি টাকা, মোট বিনিয়োগ ব্যয় ৬০০ কোটি টাকা, মোট সরকারি ব্যয় ৫০০ কোটি টাকা, নিট রপ্তানি আয় ৩০০ কোটি টাকা, অবচয়জনিত ব্যয় ৫০ কোটি টাকা।
৪৭. উদ্দীপকের তথ্যের ভিত্তিতে কী হিসাব করা যায়?
ক. মোট জাতীয় উৎপাদন
খ. মোট দেশজ উৎপাদন
উ. নিট জাতীয় উৎপাদন
ঘ. নিট দেশজ উৎপাদন
৪৮. একটি দেশের জীবনযাত্রার মানের প্রধান নির্দেশক কোনটি?
ক. মোট অভ্যন্তরীণ উৎপাদন
খ. নিট অভ্যন্তরীণ উৎপাদন
উ. মাথাপিছু আয়
ঘ. জাতীয় আয়
৪৯. একটি দেশের এক বছরের মোট উৎপাদনের আর্থিক মূল্যকে কী বলে?
উ. জাতীয় আয়
খ. মোট অভ্যন্তরীণ আয়
গ. নিট অভ্যন্তরীণ আয়
ঘ. মাথাপিছু আয়
৫০. GDP হিসাব করার জন্য ব্যবহৃত হয় কোনটি?
উ. C + I + G
খ. GNP – CCA
গ. C + I + G + (X – M)
ঘ. GNP + CCA
►► আরো দেখো: উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ৪র্থ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post