উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ৫ম অধ্যায় mcq : উৎপাদন শব্দটি মানব সভ্যতার উৎকর্ষসাধণের সাথে ওতপ্রোতভাবে জড়িত। উৎপাদন বলতে আমরা বুঝি প্রাকৃতিক সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী অবস্থায় রূপান্তর ঘটানো। অন্যদিকে, ব্যবস্থাপনা বলতে বুঝায় নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলি। অর্থাৎ, উৎপাদন ব্যবস্থাপনা বলতে কাঁচামালকে চূড়ান্ত পণ্যে পরিণত করার জন্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণকে বুঝায়।
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ৫ম অধ্যায় mcq
১. উৎপাদন ব্যবস্থাপনার কাজ কোনটি?
● পণ্যের নকশাকরণ
খ. পণ্যের বাজারজাতকরণ
গ. শ্রমিক নিয়োগ
ঘ. পণ্যের বণ্টন
২. কোনটি সেবামূলক প্রতিষ্ঠান?
ক. টিটি হাউজিং
খ. বাটা সুজ লি.
গ. আড়ং দুধ
● বিআরটিসি
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
শাওন বরিশাল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করে ডাক্তারি পেশায় নিয়োজিত হয়েছেন। উক্ত পেশার উপার্জিত অর্থ দিয়েই পরিবার চালান।
৩. শাওন কোন ধরনের উৎপাদন খাতে নিয়োজিত?
ক. কৃষি
খ. শিল্প
গ. অনুৎপাদনশীল
● সেবা
৪. উক্ত খাতের উৎপাদন কাজের সাথে সাথে–
i. অবকাঠামোগত উন্নয়ন হয়
ii. অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে
iii. মানুষের ব্যয় বৃদ্ধি হয়
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. জীবন বিমা পলিসি কোন ধরনের পণ্যের অন্তর্ভুক্ত?
ক. সুবিধা
খ. শপিং
গ. বিশিষ্ট
● অযাচিত
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
মি. খালেক স্থানীয় বাজার থেকে হলুদ, মরিচসহ মসলা জাতীয় পণ্য সংগ্রহ করে প্রক্রিয়াজাত করেন। তারপর বিভিন্ন ধরনের ক্রেতাদের চাহিদা বিবেচনা করে প্যাকেট ও বাজারজাত করেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে ১২ জন শ্রমিক নিয়োজিত।
৬. উদ্দীপকে উল্লিখিত কাজ কোন ধরনের ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত?
ক. উৎপাদন
খ. কর্মী
গ. ক্রয়
● বিপণন
৭. উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে–
i. কর্মসংস্থান বৃদ্ধি পায়
ii. প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার হয়
iii. উৎপাদনশীলতা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৮. দ্রব্য ও সেবার মধ্যে সাদৃশ্য হলো–
ক. উভয়ই দৃশ্যমান
খ. উভয়ই সংরক্ষণযোগ্য
● উভয়েরই উপযোগিতা আছে
ঘ. উভয়েরই বণ্টনপ্রণালি দীর্ঘ
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও :
জনাব মুনীর একটি ঘড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। তার প্রতিষ্ঠান ক্রেতাদের চাহিদা, রুচি ও ফরমায়েশ অনুযায়ী তাদের হাতে উন্নতমানের ঘড়ি তুলে দেয়। ফলে প্রতিষ্ঠানটি আশাতীত সফলতা লাভ করে।
৯. জনাব মুনীরের প্রতিষ্ঠানটি কোন ধরনের পণ্য উৎপাদন করে?
ক. লোভনীয়
খ. বিশিষ্ট
● শপিং
ঘ. জরুরি
১০. উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ হলো–
i. ক্রেতাসন্তুষ্টি অর্জন
ii. কাস্টমাইজেশন
iii. উৎপাদনশীলতা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১. ভোক্তারা দেখামাত্র ক্রয় করে এমন পণ্যকে কী পণ্য বলে?
ক. অত্যাবশ্যকীয়
খ. শপিং
● লোভনীয়
ঘ জরুরি
১২. সেবার বৈশিষ্ট্য কোনটি?
ক. হস্তান্তরযোগ্য
খ. দৃশ্যমানতা
● অদৃশ্যমানতা
ঘ. মূল্যহীন
১৩. নিচের কোনটি দ্রব্য?
ক. শিক্ষা
খ. চিকিৎসা
● বৈদ্যুতিক পাখা
ঘ. বিদ্যুৎ সরবরাহ
১৪. দ্রব্য হলো যা–
i. অস্পর্শনীয়
ii. দৃশ্যমান
iii. বিনিময়যোগ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :
মিসেস সালমা একটি ফ্রিজ কেনার জন্য বেশ কয়েক দিন যাবত বিভিন্ন ব্র্যান্ডের শো-রুমে যান। তিনি প্রত্যেকটি ব্র্যান্ডের ফ্রিজের গুণাগুণ, বৈশিষ্ট্য, মূল্য প্রভৃতি তুলনামূলক যাচাইয়ের পর আলফা ব্র্যান্ডের একটি ফ্রিজ কেনেন।
১৫. মিসেস সালমার ক্রয়কৃত পণ্যটি কোন ধরনের?
ক. সুবিধা
● শপিং
গ. লোভনীয়
ঘ. বিশিষ্ট
১৬. মিসেস সালমার ক্রয়কৃত পণ্যটির ক্ষেত্রে প্রযোজ্য হলো–
i. এটির এককপ্রতি দাম তুলনামূলকভাবে বেশি
ii.এটি দীর্ঘ দিন ব্যবহার করা যায়
iii. এটি কিনতে বেশি সময় ব্যয় করতে হয় না
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৭. কোনটি সেবার বৈশিষ্ট্য?
ক. দৃশ্যমানতা
● নশ্বরতা
গ. সাদৃশ্যতা
ঘ. বিচ্ছিন্নতা
১৮. উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান নাম কী?
● মান ব্যবস্থাপনা
খ. কর্মী ব্যবস্থাপনা
গ. কার্য ব্যবস্থাপনা
ঘ. পণ্য ব্যবস্থাপনা
১৯. উৎপাদন ব্যবস্থাপনার কাজ কোনটি?
● পণ্যের নকশাকরণ
খ. পণ্যের বাজারজাতকরণ
গ. শ্রমিক নিয়োগ
ঘ. পণ্যের বণ্টন
২০. দৃশ্যমান কোনটি?
ক. সেবা
খ. সুনাম
গ. সম্পর্ক
● দ্রব্য
২১. বিশেষ গ্রাহকের বিশেষ চাহিদা পূরণের নাম কী?
ক. কেন্দ্রীয়করণ
● কাস্টমাইজেশন
গ. সিমুলেশন
ঘ. পরোক্ষ সেবা
২২. নিচের কোনটি সেবার বৈশিষ্ট্য?
ক. স্পর্শনীয়তা
খ. বিচ্ছিন্নতা
● পরিবর্তনশীলতা
ঘ. অবিনশ্বরতা
২৩. উৎপাদন প্রক্রিয়া কীরূপ হয়?
● চলমান
খ. স্থিতিশীল
গ. নির্দিষ্ট
ঘ. সময়োপযোগী
২৪. পণ্য ক্রয়ের সিদ্ধান্তে গ্রাহক কোনটিকে প্রাধান্য দিয়ে থাকেন?
● মোট অর্থকে
খ. মোট প্রক্রিয়াকে
গ. মোট সময়কে
ঘ. বিকল্প সম্ভাবনাকে
২৫. সবধরনের বিলাস পণ্য কোন ধরনের পণ্যের অন্তর্গত?
ক. লোভনীয়
● সৌখিন
গ. সেবা
ঘ. জরুরি
২৬. আজাদ এম. এ পাস করে ডাক বিভাগে চাকরি নেন। তার এ কর্মক্ষেত্র ডাক বিভাগ কোন ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠান?
ক. ব্যক্তিগত
খ. আন্তর্জাতিক
● সরকারি
ঘ. বেসরকারি
২৭. সর্বপ্রথম শিল্পবিপ্লব কোথায় সংঘটিত হয়েছিল?
● ইংল্যান্ড
খ. ফ্রান্স
গ. ইটালি
ঘ. জার্মানি
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব রাকিব একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি ছেলের জন্মদিন উপলক্ষ্যে একটি বড় কেক এবং কিছু খেলনা ক্রয় করেন।
২৮. উদ্দীপকে জনাব রাকিব কোন ধরনের পণ্য ক্রয় করেন?
ক. প্রধান
● লোভনীয়
গ. জরুরি
ঘ. শপিং
২৯. কীসের ওপর জোর দিয়ে জাপানের গাড়ি উৎপাদকগণ আমেরিকার বাজার দখল করে?
● উৎপাদনের
খ. বণ্টনের
গ. মজুদের
ঘ. প্রতিযোগিতার
৩০. কোনটি উৎপাদনের অন্তর্ভুক্ত?
ক. অর্থায়ন
খ বণ্টন
● কৃষি
ঘ. প্রসার
৩১. উৎপাদন ব্যবস্থাপনার আধুনিক যুগের বিপ্লবের মূলে কী ছিল?
ক. ক্রেতাসেবা
● তথ্যপ্রযুক্তি
গ. অধিক উৎপাদন
ঘ. অধিক মুনাফা
৩২. সেবার বৈশিষ্ট্য হলো–
i. এটি ক্ষণস্থায়ী
ii. এর মানের পার্থক্য আছে
iii. এটি মানুষের প্রয়োজন মেটায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩৩. যা মানুষের প্রয়োজন ও অভাব মেটায় তা হলো–
ক. উৎপাদন
● দ্রব্য
গ. উপযোগ
ঘ. পণ্যের মান
৩৪. কাস্টমাইজেশনের মৌলিক দিক কোনটি?
ক. মানসম্পন্ন পণ্য উৎপাদন
● ক্রেতার প্রয়োজনমতো পণ্যের পরিবর্তন
গ. ক্রয়কালীন পণ্য উৎপাদন
ঘ. পণ্যের সৌন্দর্য বৃদ্ধিকরণ
৩৫. উৎপাদনশীলতা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার কারণ কী?
ক. মান নিয়ন্ত্রণের সমস্যা
খ. ত্রুটিপূর্ণ মজুদ নিয়ন্ত্রণ
গ. উৎপাদন নিয়ন্ত্রণ সমস্যা
● অনুন্নত কারিগরি উপাদান
নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭নং প্রশ্নের উত্তর দাও :
‘আনন্দ লিমিটেড’ একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মানসম্মত পণ্য উৎপাদনের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করে সে অনুযায়ী উপকরণাদি ও কার্যাবলির সমন্বয় এবং এগুলোর সদ্ব্যবহার নিশ্চিত করে। এতে করে প্রতিষ্ঠানটি স্বল্পমূল্যে ভোক্তাদেরকে মানসম্মত পণ্য সরবরাহ করতে পারে।
৩৬. ‘আনন্দ লি.’-এর উৎপাদনসংক্রান্ত কার্যের সমষ্টির নাম কী?
ক. উৎপাদন পদ্ধতি
● উৎপাদন ব্যবস্থাপনা
গ. উৎপাদন প্রক্রিয়া
ঘ. উৎপাদন নিয়ন্ত্রণ
৩৭. ‘আনন্দ লি.’-এর উৎপাদিত পণ্যের বৈশিষ্ট্য হলো–
i. দৃশ্যমান
ii. উপযোগ সৃষ্টি করে
iii. অভাব পূরণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩৮. দ্রব্যের বৈশিষ্ট্য হচ্ছে–
ক. দ্রব্য দেখা যায় না
● স্পর্শ করা যায়
গ. উৎপাদন থেকে বিচ্ছিন্ন করা যায় না
ঘ. দ্রব্য শনাক্তকরণ যোগ্য নয়
৩৯. পণ্যের রূপ পরিবর্তনের জন্য প্রয়োজন–
ক. নিয়ন্ত্রণ
খ. বিক্রয়
গ. বণ্টন
● উৎপাদন
৪০. নিচের কোনটি দ্রব্য?
ক. শিক্ষা
● গাড়ি
গ. পরিবহন
ঘ. স্বাস্থ্য সেবা
৪১. ম্যাগাজিন, খেলনা প্রভৃতি কোন ধরনের পণ্যের উদাহরণ?
ক. সুবিধা পণ্য
● লোভনীয় পণ্য
গ. জরুরি পণ্য
ঘ. শপিং পণ্য
৪২. নিচের কোনটি সেবার বৈশিষ্ট্যের বহির্ভূত?
● দৃশ্যমানতা
খ. নশ্বরতা
গ. অবিচ্ছেদ্যতা
ঘ. বৈসাদৃশ্য
৪৩. কোনটি সেবার বৈশিষ্ট্য?
ক. দৃশ্যমানতা
খ. অপরিবর্তনীয়তা
● অবিচ্ছিন্নতা
ঘ. সংরক্ষণযোগ্যতা
৪৪. উৎপাদন ব্যবস্থাপনার ইতিহাসে প্রথম কে শ্রমবিভাগের ধারণা দেন?
● অ্যাডাম স্মিথ
খ. চার্লস ব্যাবেেজ
গ. হেনরি এল. গ্যান্ট
ঘ. গিলব্রেথ দম্পতি
৪৫. সেবার বৈশিষ্ট্য কোনটি?
ক. হস্তান্তরযোগ্য
খ. দৃশ্যমান
● অপ্রদর্শনীয়
ঘ. মূল্যহীন
৪৬. উৎপাদন ব্যবস্থাপনায় শ্রমবিভাগের ধারণা প্রথমে কে দেন?
ক. চার্লস ব্যাবেজ
খ. হেনরি এল. গ্যান্ট
গ. গিল ব্রেথ দম্পতি
● অ্যাডাম স্মিথ
৪৭. ‘মিতব্যয়ী লট আকার’ মডেল কে প্রদান করেন?
ক. ওয়াল্টার সিউহার্ট
খ. এফ. ডব্লি● টেলর
● এফ. ডব্লি● হ্যারিস
ঘ. জেমস স্টুয়ার্ট
৪৮. পণ্যের বৈশিষ্ট্য হলো–
i. অবিচ্ছিন্নতা
ii. সংরক্ষণ যোগ্যতা
iii. দৃশ্যমানতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৪৯. কাস্টমাইজেশন বলতে বোঝায়–
i. ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য তৈরি
ii. ক্রেতার চাহিদা অনুযায়ী মানের পরিবর্তন আনা
iii. উৎপাদকের ইচ্ছা অনুযায়ী পণ্য তৈরি
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫০. ক্রেতার প্রয়োজন অনুযায়ী পণ্য বা সেবাসামগ্রী তৈরি করে সরবরাহ করাকে কী বলে?
ক. উৎপাদন
খ. উৎপাদনশীলতা
● কাস্টমাইজেশন
ঘ. ব্যবস্থাপনা
►► আরো দেখো: উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন ১ম পত্র ৫ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post