উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq : পণ্য ডিজাইন বলতে পণ্যের কাঠামোগত বিষয় বা মান বুঝায়। কাঁচামাল প্রμিয়াকরণ করে চূড়ান্তকরণ করে চূড়ান্ত পণ্য তৈরি করার পূর্বে পণ্য ডিজাইনের কাজ শুরু করতে হয়।
আর পণ্য ডিজাইন করার সময় ক্রেতার সন্তুষ্টি ও প্রতিযোগিতা বিবেচনা করে পণ্য ডিজাইনে পণ্যের আকার, আকৃতি, ওজন, রং, অলংকরণ, গুণগতমান ইত্যাদি স্থির করা হয়। সাধারণত প্রতিষ্ঠানের কারিগরি বিভাগ পণ্য ডিজাইনের কাজ করে থাকে।
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq
নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২নং প্রশ্নের উত্তর দাও :
মি. আতিক একটি প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগে কর্মরত। এ বিভাগে পণ্য ডিজাইনের মতো গুরুত্বপূর্ণ কাজটি তিনিই সম্পাদন করেন। ডিজাইন করতে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলেও মানের প্রশ্নে তিনি কখনো আপোশ করেন না।
১. পণ্য ডিজাইন সম্পর্কে মি. আতিকের ধারণার যৌক্তিকতা হলো–
ক. কাঁচামাল ক্রয়ে প্রত্যক্ষ সুবিধা পাওয়া যাবে
● দীর্ঘমেয়াদে ক্রেতা সন্তুষ্টি অর্জন হবে
গ. উৎপাদন কর্মীদের দক্ষতা অর্জন হবে
ঘ. প্রয়োজনে মানের প্রশ্নে আপোশ করা যাবে
২. মি. আতিকের ওপর অর্পিত দায়িত্ব পালনকালে কোন বিষয়টিকে বিবেচনা করেন?
● ক্রেতাদের রুচি
খ. কারখানা বিন্যাস
গ. সংগঠনের ধরন
ঘ. উৎপাদনের পরিমাণ
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
সম্প্রতি “রাইনো গ্রুপ” জাপান থেকে নতুন ধরনের গাড়ি আমদানি করেছে। গাড়িটির মধ্যে এমন একটি ডিভাইস লাগানো আছে যা চালককে দুর্ঘটনার সংকেত প্রদান করে। দুর্ঘটনা এড়াতে অনেকটা সহায়ক। ফলে গাড়িটি ক্রেতাদের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে।
৩. উদ্দীপকের গাড়িটি কোন ধরনের পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত?
ক. উৎপাদন
● ব্যবহারিক
গ. নান্দনিক
ঘ. প্যাকিং
৪. উদ্দীপকে পণ্য ডিজাইনের ক্ষেত্রে যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো–
i. ভোক্তার সুবিধা
ii. ক্রেতার রুচি
iii. নতুন প্রজন্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. পণ্য ডিজাইনের কোন পর্যায়ে ভোক্তার প্রয়োজন, চাহিদা ও আকাঙ্ক্ষা পর্যালোচনা করা হয়?
ক. উদ্যোগ গ্রহণ
● ধারণা উন্নয়ন
গ. সামর্থ্য বিশ্লেষণ
ঘ. পরীক্ষামূলক উৎপাদন
৬. পণ্য ডিজাইনের উদ্দেশ্য কী?
● পণ্যের কার্যকারিতা বৃদ্ধি
খ. পণ্য মূল্য বৃদ্ধি
গ. কাঁচামালের মূল্য বৃদ্ধি
ঘ. উৎপাদন ব্যয় বৃদ্ধি
৭. পণ্য ডিজাইনের সময় নিচের কোনটি বিবেচনা করা হয়?
● গ্রাহকের ক্রয়ক্ষমতা
খ. উদ্যোক্তার দক্ষতা
গ. বিক্রয়কর্মীর দক্ষতা
ঘ. উৎপাদনশীলতা
৮. ‘সারা ফ্যাশনস’ বাংলা নববর্ষ উপলক্ষ্যে তাদের পোশাকে বিভিন্ন রং ও বৈচিত্র্য আনে। উদ্দীপকে কোন ডিজাইনের কথা বলা হয়েছে?
ক. উৎপাদন
● নান্দনিক
গ. প্যাকিং
ঘ. ব্যবহারিক
৯. নান্দনিক ডিজাইনে গুরুত্ব দেওয়া হয়—
ক. পণ্যের মানকে
খ. উৎপাদন ব্যয়কে
গ. আকর্ষণীয়তাকে
● বাহ্যিক সৌন্দর্যকে
১০. পণ্য ডিজাইন কত প্রকার?
ক. ৩
● ৪
গ. ৫
ঘ. ৬
১১. স্থাপত্য ডিজাইন কোন ধরনের ব্যয়?
ক. পরিবর্তিত
খ. বিপণন
গ. নির্মাণ
● উৎপাদন
১২. পণ্য ডিজাইনের কোন পর্যায়ে প্রতিযোগী পণ্য বিশ্লেষণ করতে হয়?
ক. উদ্যোগ গ্রহণ
খ. উৎপাদনের সামর্থ্য
● ধারণা উন্নয়ন
ঘ. পরীক্ষামূলক উৎপাদন
১৩. পণ্যের আকার পরিবর্তন করে যে ডিজাইন করা হয়, তাকে কোন ধরনের ডিজাইন বলে?
ক. ক্রিয়াগত
খ. রুচিসম্মত
● উৎপাদন
ঘ. প্যাকিং
১৪. পণ্যকে ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যে ডিজাইন করা হয় তাকে কী বলে?
ক. কার্যগত ডিজাইন
খ. নান্দনিক ডিজাইন
গ. উৎপাদন ডিজাইন
● প্যাকিং ডিজাইন
১৫. ব্র্যান্ড, ডিজাইন, স্টাইল, প্যাকেজিং প্রভৃতি নিচের কোনটির, আওতাভুক্ত?
ক. কারখানা বিন্যাস
● পণ্য পরিকল্পনা
গ. মান নিয়ন্ত্রণ
ঘ. মান নিশ্চিতকরণ
নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও :
সজীব বাংলাদেশ লি. গ্রাহকদের চাহিদাসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে ‘কুইক আপ’ ব্র্যান্ডের মোবাইল সেট বাজারে ছাড়ে। ফোনটি অন্যান্য ফোনের তুলনায় দেখতে আকর্ষণীয় ও উচ্চগতির 4G বৈশিষ্ট্যসম্পন্ন।
১৬. উল্লিখিত উদ্দীপকে পণ্য ডিজাইনের কোন স্তরের কথা বলা হয়েছে?
ক. উদ্যোগ গ্রহণ
খ. ধারণা উন্নয়ন
গ. সামর্থ্য বিশ্লেষণ
● পরীক্ষামূলক উৎপাদন
১৭. সজীব বাংলাদেশ লি. যে ধরনের পণ্য ডিজাইনের ওপর গুরুত্ব দিয়েছে তা হলো–
i. নান্দনিক
ii. ব্যবহারিক
iii. উৎপাদন
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৮. কোনটি পণ্য ডিজাইনের বহির্ভূত?
ক. পণ্য উন্নয়ন
খ. পণ্য গবেষণা
● পণ্য বণ্টন
ঘ. পণ্য প্যাকেজিং
১৯. পণ্যের উপযোগিতা ও কার্যকারিতা বৃদ্ধির জন্য যে ডিজাইন করা হয় তাকে কোন ধরনের ডিজাইন বলে?
ক. উৎপাদন
খ. প্যাকিং
গ. নান্দনিক
● ব্যবহারিক
২০. ভোক্তা জরিপ ও বাজার গবেষণা পণ্য ডিজাইন প্রক্রিয়ার কোন ধাপে করা হয়?
ক. পরীক্ষামূলক উৎপাদন
খ. উৎপাদনের সামর্থ্য বিবেচনা
● ধারণা উন্নয়ন
ঘ. উদ্যোগ গ্রহণ
২১. উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস করে উৎপাদনশীলতা বাড়ানো কোন ধরনের ডিজাইনের মূল লক্ষ্য?
ক. নান্দনিক
● উৎপাদন
গ. প্যাকিং
ঘ. ক্রিয়াগত
২২. পণ্য ডিজাইনের জন্য কোন স্তরে ভোক্তা জরিপ ও গবেষণা করা হয়?
ক. উদ্যোগ গ্রহণ
খ. উৎপাদন যোগ্যতা যাচাই
গ. চূড়ান্ত উৎপাদন
● ধারণা উন্নয়নে
২৩. পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য কী?
● পণ্যের মান সুনির্দিষ্ট করা
খ. পণ্যের মূল্য নির্ধারণ করা
গ. পণ্যের ক্রেতা নির্ধারণ করা
ঘ. বাজার গবেষণা করা
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
জনাব মারুফের মোবাইল ফোন উৎপাদনের প্রতিষ্ঠান রয়েছে। তিনি মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে আকর্ষণীয় ডিজাইনকে গুরুত্ব দেন। তিনি জানেন যে, আকর্ষণীয় রং, দেখতে সুন্দর এবং বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী না হলে ক্রেতারা পণ্য কেনে না।
২৪. জনাব মারুফের উৎপাদিত মোবাইল ফোন কোন ধরনের পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত?
ক. ক্রিয়াগত
● রুচিসম্মত
গ. উৎপাদন
ঘ. প্যাকিং
২৫. জনাব মারুফের মোবাইল ফোনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়—
i. চলতি ফ্যাশন
ii. ভোক্তার রুচি
iii. কোম্পানির মুনাফা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২৬. পণ্য ডিজাইনের প্রাথমিক পর্যায় কোনটি?
● উদ্যোগ গ্রহণ
খ. সিদ্ধান্ত গ্রহণ
গ. প্রয়োজন অনুভব
ঘ. ধারণা উন্নয়ন
২৭. পণ্য ডিজাইন বলতে বোঝায়–
i. পণ্যের নির্দিষ্ট আকার নির্ধারণ
ii. অলংকার নির্ধারণ
iii. পেটার্ন নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২৮. মি. আলম তার পণ্যের ক্রিয়াগত ডিজাইনের প্রতি বেশি জোর দিচ্ছেন। এর কারণ কী?
ক. পণ্যের যোগ্যতা বৃদ্ধির জন্য
খ. পণ্যের ক্রিয়া বৃদ্ধিতে
● পণ্যের উপযোগিতা বৃদ্ধিতে
ঘ. পণ্যের মান পরিবর্তনে
২৯. কোন ধরনের ডিজাইনে পণ্যের উপযোগিতা বৃদ্ধি পায়?
ক. উৎপাদন
খ. প্যাকিং
● ক্রিয়াগত
ঘ. নান্দনিক
নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রবিন একজন জুয়েলারি ব্যবসায়ী। তিনি ক্রেতাদের পছন্দ বিবেচনা করে হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ব্যবহার করে পণ্য উৎপাদন করেন। ফলে তার প্রতিষ্ঠানে বিক্রয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
৩০. উদ্দীপকে জনাব রবিন কোন ধরনের ডিজাইন অনুসরণ করেন?
ক. ক্রিয়াগত
খ. রুচিসম্মত
● উৎপাদন
ঘ. প্যাকিং
৩১. উদ্দীপকে উল্লিখিত ডিজাইনের সুবিধা হলো–
i. উৎপাদন ব্যয় হ্রাস
ii. উৎপাদনশীলতা হ্রাস পায়
iii. অপচয় হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩২. পণ্য ডিজাইনের উদ্দেশ্য হলো—
i. ব্যয় হ্রাস
ii. আকর্ষণ সৃষ্টি
iii. উৎপাদনশীলতা হ্রাস
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪নং প্রশ্নের উত্তর দাও :
সম্প্রতি ‘পল এন্টারপ্রাইজ’ চীন থেকে নতুন ধরনের মোবাইল ফোন আমদানি করেছে। মোবাইল সেটটির সামনের ক্যামেরা উচ্চমানসম্পন্ন এবং ইন্টারনেট ব্রাউজিং দ্রুত হওয়ায় সেলফি প্রেমিদের জন্য খুবই জনপ্রিয়।
৩৩. উদ্দীপকের মোবাইল সেটটি কোন ধরনের পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত?
ক. উৎপাদন
● ব্যবহারিক
গ. নান্দনিক
ঘ. প্যাকিং
৩৪. পল এন্টারপ্রাইজের মোবাইল ফোনটি তৈরিতে পণ্য ডিজাইনের যে গুরুত্ব দেওয়া হয়, তা হলো–
i. ভোক্তার সুবিধা
ii. ক্রেতার রুচি
iii. নতুন প্রজন্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩৫. একটি কোম্পানি তার পণ্য ডিজাইনে কয়টি স্তর অতিক্রম করে?
ক. ৪
● ৫
গ. ৬
ঘ. ৭
৩৬. পণ্যকে ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যে ডিজাইন করা হয় তাকে কী বলে?
ক. কার্যকর ডিজাইন
খ. নান্দনিক ডিজাইন
গ. উৎপাদন ডিজাইন
● প্যাকিং ডিজাইন
৩৭. পণ্যের কাঠামোগত বিষয় নির্ধারণ করাকে কী বলে?
ক. মান নির্ধারণ
খ. মজুত নিয়ন্ত্রণ
● পণ্য ডিজাইন
ঘ. উৎপাদন নিয়ন্ত্রণ
৩৮. কোন ধরনের পণ্য ডিজাইনে কম্পিউটারাইজ পদ্ধতির ব্যবহার হয়?
ক. ব্যবহারিক
খ. নান্দনিক
● উৎপাদন
ঘ. প্যাকিং
নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০নং প্রশ্নের উত্তর দাও :
‘মিথুন মোবাইল কোম্পানি পণ্যের ব্যবহারের উপযোগিতা এবং স্থায়িত্ব বিবেচনা করে মোবাইল এর ডিজাইন করে বাজারে বিক্রয় করে। অপরদিকে নিপু মোবাইল কোম্পানি’ ক্রেতাদের পছন্দ- অপছন্দের বিষয়টি বিবেচনা করে মোবাইল এর ডিজাইন করে বাজারে বিক্রয় করে। একটি নির্দিষ্ট বছরে দেখা গেল যে, নিপু মোবাইল কোম্পানির বিক্রয় ও মুনাফার পরিমাণ বেশি।
৩৯. ‘মিথুন মোবাইল কোম্পানি কোন ধরনের পণ্য ডিজাইন করে?
● ব্যবহারিক
খ. নান্দনিক
গ. উৎপাদন
ঘ. মডিউলার
৪০. নিপু মোবাইল কোম্পানির সফলতার কারণ হলো—
ক. ব্যবহারিক ডিজাইন
● নান্দনিক ডিজাইন
গ. মডিউলার ডিজাইন
ঘ. বিস্তারিত ডিজাইন
নিচের উদ্দীপকটি পড়ে ৪১ ও ৪২নং প্রশ্নের উত্তর দাও :
আজমীরা একটি ফ্যাশন হাউস পরিচালনা করে। ঢাকা শহরে অভিজাত এলাকায় তার কয়েকটি শো-রুম রয়েছে। সে ফ্যাশন পণ্যের স্বকীয়তা ধরে রাখার জন্য ক্রেতার স্টাইলকে গুরুত্ব দিয়ে নিয়মিত পণ্যের আকার, রং পরিবর্তন করে। ফলে অধিক বিক্রির মাধ্যমে মুনাফা অর্জিত হয় ।
৪১. কোনটির মাধ্যমে আজমীরা তার পণ্যের স্বকীয়তা ধরে রাখতে পারে?
ক. ধারাবাহিক উৎপাদন
খ. মান নির্ধারণ
● পণ্য ডিজাইন
ঘ. মান নিয়ন্ত্রণ
৪২. পণ্য ডিজাইনের ফলে বৃদ্ধি পায়—
i. পণ্যের বিক্রয় ও মুনাফা
ii. পণ্যের উপযোগ
iii. পণ্যের আকর্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৩. ভোক্তা পছন্দ অনুযায়ী পণ্য ডিজাইনকে কি বলে?
ক. কার্যকর ডিজাইন
● নান্দনিক ডিজাইন
গ. উৎপাদন ডিজাইন
ঘ. প্যাকিং ডিজাইন
৪৪. ডিজাইনকৃত পণ্যের সফলতা নির্ণয়ের বিষয়টি কীসের ওপর নির্ভরশীল?
ক. সামর্থ্য বিশ্লেষণ
● পরীক্ষামূলক উৎপাদন
গ. ধারণা উন্নয়ন
ঘ. যন্ত্রপাতির উন্নয়ন
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬নং প্রশ্নের উত্তর দাও :
২০১৬ সালের BPL ক্রিকেট খেলাকে সামনে রেখে ‘ঢাকা গার্মেন্টস’ তাদের উৎপাদিত গেঞ্জি ও টি-শার্টের মান ঠিক রেখে লাল-সবুজের পতাকা সংযোজন করে পণ্যটি আকর্ষণীয় করে তোলে। BPL-এ ঢাকা স্বাগতিক অঞ্চল হওয়ায় পণ্যটি ঢাকা শহরে ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া জাগায়।
৪৫. উদ্দীপকে উল্লিখিত কোম্পানি পণ্য ডিজাইনের কোন ধরনটি অনুসরণ করেছে?
ক. উৎপাদন
খ. ব্যবহারিক
● নান্দনিক
ঘ. প্যাকিং
৪৬. উদ্দীপকে ‘ঢাকা গার্মেন্টস’ পণ্য ডিজাইনে কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছে?
i. ভোক্তার রুচি ও পছন্দ
ii. পণ্যের বাহ্যিক সৌন্দর্য
iii. পণ্যের মানোন্নয়ন
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৭. কোন ডিজাইনের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়?
ক. ক্রিয়াগত
খ. রুচিসম্মত
● উৎপাদন
ঘ. প্যাকিং
৪৮. ‘রবিন ফ্যাশনস’ বিভিন্ন উৎসবকে সামনে রেখে তাদের পোশাকে বিভিন্ন রং ও বৈচিত্র্য আনে। উদ্দীপকে কোন ডিজাইনের কথা বলা হয়েছে?
● নান্দনিক
খ. প্যাকিং
গ. উৎপাদন
ঘ. ব্যবহারিক
৪৯. উৎপাদনের পূর্বে পণ্যের রং, আকার ও বৈশিষ্ট্য ইত্যাদি স্থির করাই হলো—
ক. মান
● ডিজাইন
গ. ক্ষমতা
ঘ. ধরন
নিচের উদ্দীপকটি পড়ে ৫০ ও ৫১নং প্রশ্নের উত্তর দাও :
অরণ্য ফ্যাশন আধুনিক ও উন্নতমানের ডিজাইনের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটি পণ্যের রং ও স্টাইল পরিবর্তন ও উন্নত করার মাধ্যমে ভোক্তাদের আকৃষ্ট করে ফ্যাশন জগতে জনপ্রিয়তার শীর্ষে পৌছাতে সক্ষম হয়েছে।
৫০. অরণ্য ফ্যাশন কোন ধরনের পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত হবে?
ক. ব্যবহারিক ডিজাইন
● নান্দনিক ডিজাইন
গ. উৎপাদন ডিজাইন
ঘ. প্যাকিং ডিজাইন
►► আরো দেখো: উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post