ঋতু বর্ণন কবিতার mcq প্রশ্ন উত্তর : আলাওলের রচনায় নাগরিক চেতনা ও রুচির ছাপ সুস্পষ্ট। সংস্কৃত, আরবি, ফারসিসহ বিভিন্ন ভাষায় ব্যুৎপন্ন আলাওল অসামান্য পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। শিল্পকুশলী এই কবির অন্যান্য রচনার মধ্যে রয়েছে— কাব্য : ‘সয়ফুলমুলক বদিউজ্জামাল’, ‘হপ্ত পয়কর’, ‘সিকান্দরনামা’; নীতিকবিতা : ‘তোফা”; সঙ্গীতবিষয়ক কাব্য : ‘রাগতালনামা’ । আলাওল ১৬৮০ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
ঋতু বর্ণন কবিতার mcq প্রশ্ন উত্তর
১. আলাওলের জন্মস্থান কোথায়?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
● ফরিদপুর
ঘ. আরাকান
২. আলাওলের জন্ম সাল কত?
ক. ১৫৮০
● ১৬০৭
গ. ১৬৫০
ঘ. ১৬৮০
৩. আলাওল কোথায় জলদস্যুদের আক্রমণের শিকার হন?
ক. বঙ্গোপসাগর
● চট্টগ্রামের পথে
গ. আরাকান উপকূলে
ঘ. পদ্মা নদীতে
৪. আলাওলের পিতা কীভাবে মারা যান?
ক. যুদ্ধক্ষেত্রে
● দস্যুদের হাতে
গ. প্রাকৃতিক দুর্যোগে
ঘ. অসুস্থতায়
৫. আলাওল প্রথম কোথায় কাজ পান?
● আরাকান রাজসভার সেনাদলে
খ. নিজ জন্মভূমিতে
গ. পর্তুগিজদের দলে
ঘ. মাগন ঠাকুরের ব্যক্তিগত সহকারী হিসেবে
৬. আলাওলের ‘পদ্মাবতী’ রচনা কার পৃষ্ঠপোষকতায় সম্পন্ন হয়?
ক. আরাকান রাজা
● মাগন ঠাকুর
গ. পর্তুগিজ জলদস্যু
ঘ. চট্টগ্রামের জমিদার
৭. আলাওল কোন ভাষাগুলিতে ব্যুৎপন্ন ছিলেন?
ক. বাংলা ও সংস্কৃত
● বাংলা, আরবি, ফারসি ও সংস্কৃত
গ. বাংলা ও আরবি
ঘ. বাংলা ও ইংরেজি
৮. আলাওলের নীতিকবিতার নাম কী?
● ‘তোফা’
খ. ‘রাগতালনামা’
গ. ‘সিকান্দরনামা’
ঘ. ‘হপ্ত পয়কর’
৯. আলাওল কোন বছর মৃত্যুবরণ করেন?
● ১৬৮০
খ. ১৬৭৫
গ. ১৬৫০
ঘ. ১৬৯০
১০. আলাওলের সঙ্গীতবিষয়ক কাব্যের নাম কী?
ক. ‘পদ্মাবতী’
খ. ‘সয়ফুলমুলক বদিউজ্জামাল’
● ‘রাগতালনামা’
ঘ. ‘সিকান্দরনামা’
১১. “ঋতু বর্ণন” কবিতার রচয়িতা কে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী
● আলাওল
গ. চণ্ডীদাস
ঘ. বিদ্যাপতি
১২. “ঋতু বর্ণন” কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. সঙ্গীতলহরী
● পদ্মাবতী
গ. গীতগোবিন্দ
ঘ. মেঘদূত
১৩. বসন্ত ঋতুর প্রধান বৈশিষ্ট্য কী?
ক. প্রচ- তাপ
● স্নিগ্ধ মলয়া সমীর
গ. অবিরল বৃষ্টিপাত
ঘ. নির্মল আকাশ
১৪. বসন্তে কোকিলের ডাক কী বোঝায়?
ক. দুঃখের বার্তা
● প্রেমের আহ্বান
গ. বর্ষার আগমন
ঘ. শীতের প্রস্থানের বার্তা
১৫. ‘ভ্রমরের ঝঙ্কার’ কোথায় শোনা যায়?
ক. শরৎ ঋতুতে
খ. বর্ষা ঋতুতে
● বসন্ত ঋতুতে
ঘ. হেমন্ত ঋতুতে
১৬. গ্রীষ্ম ঋতুতে প্রকৃতি কেমন হয়ে ওঠে?
ক. নির্মল
● উষ্ণ ও রুক্ষ
গ. বর্ষায় সিক্ত
ঘ. ফুলে ভরপুর
১৭. গ্রীষ্মের তাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কী?
● ছায়া ও মলয়া পবন
খ. নির্মল আকাশ
গ. অবিরল বৃষ্টি
ঘ. শীতল চন্দন
১৮. বর্ষা ঋতুর প্রধান বৈশিষ্ট্য কী?
ক. প্রচ- গরম
● ঘনঘন মেঘের গর্জন
গ. তুষারপাত
ঘ. ফুল ফুটে ওঠা
১৯. বর্ষা ঋতুতে দাদুরীর ডাক কী প্রকাশ করে?
ক. প্রকৃতির নিস্তব্ধতা
● প্রকৃতির সজীবতা
গ. প্রেমের অনুভূতি
ঘ. ধ্বংসের বার্তা
২০. শরৎ ঋতুর আকাশ কেমন হয়?
ক. মেঘাচ্ছন্ন
● নির্মল
গ. ধূসর
ঘ. উজ্জ্বল
২১. শরৎ ঋতুর একটি প্রধান বৈশিষ্ট্য কী?
ক. তাপদাহ
● চামরের মতো ফুলের দোলা
গ. অবিরল বৃষ্টি
ঘ. ঝড়ো বাতাস
২২. খঞ্জনার নাচ শরতে কী বোঝায়?
ক. প্রকৃতির শুষ্কতা
● আনন্দময় প্রকৃতি
গ. শীতের আগমন
ঘ. বর্ষার প্রস্থান
২৩. হেমন্তে কী বিশেষ অনুভূতি দেখা যায়?
ক. প্রেমের উন্মাদনা
খ. চাষাবাদের সুখ
● পুষ্প তুল্য তাম্বুলের সুখ
ঘ. তাপদাহ
২৪. হেমন্তের পর কোন ঋতু আসে?
ক. বসন্ত
খ. গ্রীষ্ম
● শীত
ঘ. বর্ষা
২৫. শীতে সূর্যের অবস্থান কী রকম হয়?
ক. দীর্ঘ সময় আকাশে থাকে
● দ্রুত লুকিয়ে যায়
গ. সর্বদা মেঘাচ্ছন্ন
ঘ. প্রচণ্ড তেজে জ্বলে
২৬. শীতে দম্পতির অনুভূতি কীভাবে বর্ণিত হয়েছে?
ক. বিচ্ছেদের অনুভূতি
● একান্ত সুখের অনুভূতি
গ. ক্লান্তির অনুভূতি
ঘ. মনের দুঃখ
২৭. “কাফুর কস্তুরী চুয়া” কী বোঝায়?
ক. গ্রীষ্মের উত্তাপ
● সুগন্ধি জিনিস
গ. বর্ষার বৃষ্টিপাত
ঘ. শীতের তীব্রতা
২৮. প্রকৃতির ঋতু পরিবর্তনে মানুষের মনে কী প্রভাব পড়ে?
ক. কোনো প্রভাব পড়ে না
● মানব মনের পরিবর্তন ঘটে
গ. মন উদাসীন থাকে
ঘ. প্রকৃতি থেকে বিচ্ছিন্ন থাকে
২৯. কবি আলাওলের ‘ঋতু বর্ণন’ কীভাবে রচিত হয়েছে?
● প্রকৃতির বৈচির্ত্যের কাব্যিক রূপে
খ. শুধুমাত্র মানব প্রেমের উপর
গ. যুদ্ধ ও ধ্বংসের উপর
ঘ. ধর্মীয় আঙ্গিকে
৩০. “ঋতু বর্ণন” কবিতার প্রধান উদ্দেশ্য কী?
● প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরা
খ. ধর্মীয় বার্তা প্রচার করা
গ. মানুষের অসহায়ত্ব প্রকাশ করা
ঘ. যুদ্ধ ও সংগ্রামকে চিত্রিত করা
৩১. ‘সুমাধব’ শব্দের অর্থ কী?
ক. বসন্তকাল
● উত্তম বসন্তকাল
গ. দখিনা বাতাস
ঘ. ফুলের সৌন্দর্য
৩২. ‘মলয়া সমীর’ বলতে কী বোঝায়?
ক. উত্তুরে বাতাস
● দখিনা স্নিগ্ধ বাতাস
গ. ঝড়ো বাতাস
ঘ. বর্ষার কুয়াশা
৩৩. ‘কামের’ শব্দটি কার সাথে সম্পর্কিত?
● প্রেমের দেবতা
খ. যুদ্ধের দেবতা
গ. জ্ঞানের দেবতা
ঘ. শান্তির দেবতা
৩৪. ‘পদাতি’ শব্দের অর্থ কী?
ক. সৈনিক
খ. সংবাদ বাহক
গ. পদচারী সৈনিক
● উভয়ই সঠিক
৩৫. ‘বনস্পতি’ বলতে বোঝানো হয়েছে কোন ধরনের গাছ?
ক. শুধু ফুল ফোটে
● শুধু ফল ধরে
গ. শীতকালীন গাছ
ঘ. পুষ্প ও ফল উভয়ই ধারণ করে
৩৬. ‘কিংশুক’ কোন বৃক্ষ বা ফুল?
ক. শিমুল ফুল
● পলাশ ফুল
গ. অশ্বত্থ বৃক্ষ
ঘ. কৃষ্ণচূড়া
৩৭. ‘মল্লি’ শব্দটি কী নির্দেশ করে?
ক. গোলাপ ফুল
● বেলিফুল
গ. কদম ফুল
ঘ. চাঁপা ফুল
৩৮. ‘ঝঙ্কার’ শব্দের অর্থ কী?
ক. কোকিলের ডাক
● বীণার শব্দ
গ. বাতাসের গর্জন
ঘ. নদীর কলকল
৩৯. ‘কাফুর’ কী?
● একপ্রকার সুগন্ধি
খ. একটি গাছ
গ. পাখি
ঘ. ফুল
৪০. ‘যাবক’ শব্দটি কী বোঝায়?
ক. মেহেদি
● আলতা
গ. চন্দন
ঘ. কর্পূর
৪১. আলাওল এবং তাঁর পিতা পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন কোন সময়ে?
ক. পনেরো শতক
খ. ষোড়শ শতক
● সতেরো শতক
ঘ. আঠারো শতক
৪২. আলাওল কোথায় উপস্থিত হয়ে বেঁচে যান?
ক. মোগল সাম্রাজ্য
● আরাকান
গ. রাজশাহী
ঘ. বাংলার রাজধানী
৪৩. আলাওল রাজসভায় কোন রাজের সেনাদলে কাজ পেয়েছিলেন?
ক. মুঘল সম্রাট
● আরাকান রাজ
গ. বাংলার সুলতান
ঘ. চট্টগ্রামের রাজা
৪৪. আলাওলের পৃষ্ঠপোষক মাগন ঠাকুর ছিলেন কী?
ক. সেনাপতি
খ. মন্ত্রী
● রাজদরবারের প্রধান অমাত্য
ঘ. কবি
৪৫. আলাওল কোন কাব্য রচনা করেন?
ক. মহাভারত
● পদ্মাবতী
গ. কুরআন
ঘ. ভগ্নেশ্বর
৪৬. কবিতার প্রথমে কোন ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে?
ক. গ্রীষ্ম
● বসন্ত
গ. বর্ষা
ঘ. শীত
৪৭. “মলয়া সমীর” কথাটি কোন ঋতুকে নির্দেশ করে?
ক. গ্রীষ্ম
● বসন্ত
গ. বর্ষা
ঘ. শীত
৪৮. “কুকিল কলরব” শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত?
ক. গ্রীষ্ম
● বর্ষা
গ. শীত
ঘ. বসন্ত
৪৯. “নিদাঘ সমএ অতি প্রচণ্ড তপন” কোন ঋতুকে বর্ণনা করে?
ক. বসন্ত
● গ্রীষ্ম
গ. বর্ষা
ঘ. শীত
৫০. “শোনিতে যুবক মনে জাগে অনুভব” কথাটি কোন ঋতুর প্রভাব নির্দেশ করে?
ক. শীত
খ. গ্রীষ্ম
গ. বর্ষা
● বসন্ত
◉ আরও দেখ: একাদশ-দ্বাদশ শ্রেণির সকল গল্প-কবিতার CQ-MCQ সমাধান
শিক্ষার্থীরা, উপরে একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা বই থেকে ঋতু বর্ণন কবিতার mcq প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। আমি আশা করছি, এই প্রশ্নগুলো প্রাকটিস করলে তোমরা পরীক্ষার জন্য শতভাগ কমন পেয়ে যাবে। সবগুলো MCQ প্রশ্নের উত্তর পিডিএফ আকারে সংগ্রহের জন্য উপরে ‘ANSWER SHEET’ অপশনে ক্লিক করো।
Discussion about this post