কোর্সটিকায় ইতোমধ্যেই উচ্চ মাধ্যমিকের বেশকিছু বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করা হয়েছে। আজ আমরা মানবিক শাখার সমাজবিজ্ঞান সাজেশন প্রকাশ করতে চলেছি। এই একটি পোস্টেই তোমরা সমাজবিজ্ঞান ১ম পত্র ও ২য় পত্র উভয় অংশের সাজেশন ও উত্তর পাবে।
তোমরা জানো যে, এবছর তোমাদের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের অধীনে হতে যাচ্ছে। সুতরাং তোমাদের পরীক্ষায় অনেকগুলো অধ্যায় কমানো হয়েছে। আমাদের এইচএসসি সমাজবিজ্ঞান সাজেশন এ নতুন পুনর্বিন্যাসকৃত সাজেশন অনুসরণ করেই তৈরি করা হয়েছে। নিচ থেকে প্রতিটি অধ্যায়ের সাজেশন উত্তরসহ ডাউলোড করে নাও।
এইচএসসি সমাজবিজ্ঞান সাজেশন
১ম পত্রের সাজেশন থেকে কিছু প্রশ্ন
প্রথম অধ্যায়: সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ
চতুর্থ অধ্যায়: সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় (আংশিক)
পঞ্চম অধ্যায়: সামাজিক প্রতিষ্ঠান
ষষ্ঠ অধ্যায়: সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান
সপ্তম অধ্যায়: সামাজিকীকরণ প্রক্রিয়া
অষ্টম অধ্যায়: সামাজিক স্তরবিন্যাস ও অসমতা (আংশিক)
দশম অধ্যায়: বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ (আংশিক)
একাদশ অধ্যায়: সামাজিক পরিবর্তন
সৃজনশীল প্রশ্ন ১ : সমাজবিজ্ঞান ক্লাসে স্যার বোর্ডে একটি বিষয়ের কিছু বৈশিষ্ট্য লিখলেন। যথা : ১. অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস, ২. জ্ঞান, অনুভূতি ও ক্রিয়ার এক সার্থক সমন্বয় দেখা দেয়, ৩. মানুষ পার্থিব বা অপার্থিব কোনো কিছু পাওয়ার আশায় এ অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস করে।
ক. আচার-আচরণের পশ্চাতে মানসিক কারণ ছাড়া আর কোন শক্তির প্রভাব রয়েছে?
খ. সমাজবিজ্ঞানের বিকাশে ম্যাকিয়াভেলি কীরূপ অবদান রেখেছিলেন?
গ. উদ্দীপকে উল্লিখিত বিষয়টি সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত— ব্যাখ্যা করো।
ঘ. উক্ত বিষয়টি ছাড়াও সমাজবিজ্ঞানের পরিধি আরো ব্যাপক— এ সম্পর্কে তোমার মতামত উপস্থাপন করো।
সৃজনশীল প্রশ্ন ২ : কেতুপুরের জেলে পাড়ার সবাই ভাগ্যে বিশ্বাস এবং নতুন ঘর বানানো, জাল বা নৌকা কেনা উপলক্ষ্যে নানা আচার অনুষ্ঠান পালন করে। তারা ছোট ছোট নৌকায় করে সাগরে মাছ ধরতে যায়। কঠোর পরিশ্রমী যুবক কুবির পাড়ার সবাইকে এসব র-অনুষ্ঠান বাদ দিয়ে একসাথে মিলে বড় নৌকা কিনতে আচার বলে কয়েকদিন পর মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে জেলেপাড়ার পাঁচটি নৌকা ডুবে যায়। জেলে পাড়ার সবাই এজন্য নিজেদের কপালকে দোষ দিতে শুরু করে। কুবির বলে, “কপালের দোষ দিয়া লাভ নাই, সবাই মিল্যা বড় নাও কিনলে আইজ এ দিন দেহন লাগতো না”।
ক. অপরাধ বিজ্ঞানের জনক কে?
খ. ডুর্খেইমের ক্রিয়াবাদ তত্ত্বটি দ্বারা কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. কেতুপুরের জেলেপাড়াটি অগাস্ট কোঁৎ বর্ণিত সমাজ বিকাশের কোন স্তরে অবস্থান করছে? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর, কুবিরের কথায় সংঘ সৃষ্টির মনোভাব ফুটে উঠেছে? মতের সপক্ষে যুক্তি উপস্থাপন করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : আহসান হাবিব স্যার সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রত্যয়গুলো সম্পর্কে আলোচনা করতে গিয়ে বোর্ডে একটি বিষয়ের কতগুলো বৈশিষ্ট্য লিখলেন। বৈশিষ্ট্যগুলো হচ্ছে— ১. সমরূপতা, ২. সর্বব্যাপক, ৩. সর্বজনীন।
ক. সাম্প্রতিককালে সমাজে সামাজিক গতিশীলতার সুযোগ ও সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার কারণ কী?
খ. “সামাজিক পরিবর্তনের হার সামাজিক গতিশীলতার সহায়ক বা প্রতিবন্ধক উপাদান হিসেবে কাজ করে” বুঝিয়ে লেখো।
গ. বোর্ডে স্যার কোন বিষয়ের বৈশিষ্ট্য সম্পর্কে লিখেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যাবলি ছাড়া উক্ত বিষয়ের আরও বৈশিষ্ট্য থাকলে তা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : বিশ্ববিদ্যালয় থেকে পাস করে পরিবারের সম্মতিতে মানিক মারুফাকে বিবাহ করে। এর দুবছরের মধ্যে তাদের ঘরে এক ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। সারাদিন মারুফা সন্তানের রক্ষণাবেক্ষণ ও লালন-পালনের দায়িত্ব পালন করলেও মানিক একটি বেসরকারি অফিসে কাজ করে সংসারের অর্থ উপার্জনের জন্য। সংসারের দরিদ্রতার জন্যে তারা উভয়েই একটি সন্তান রাখতেই সম্মত হয়েছে।
ক. নৈতিকতা কী?
খ. আদিম সমাজে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন ছিল?
গ. মানিকের কার্যাবলির মধ্যে পরিবারের কোন কার্যাবলির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানসমূহ সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত– তুমি কি এ বক্তব্যের সাথে একমত? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : চাকরিজীবী বাবা-মার একমাত্র সন্তান সাফোয়ান ছেলে বেলা থেকেই দাদির আদর-যত্নে বড় হয়েছে। বাবাকে সে খুব ভয় পেত এবং মায়ের সাথেও সম্পর্কটা তেমন গাঢ় নয়। দাদি ছিলেন তার জীবনের ভালোবাসা আর ভরসার মানুষ। সাফোয়ানের মাধ্যমিক পরীক্ষা চলার সময় তার দাদি মারা যান। তার দুনিয়াটা যেন অন্ধকারে ঢেকে যায়। দাদিকে হারানোর প্রভাব পড়ে মাধ্যমিকের রেজাল্টে। বাবাকে কীভাবে মুখ দেখাবে ভেবে না পেয়ে শেষে দাদির কাছেই আশ্রয় নেবার সিদ্ধান্ত নেয় সাফোয়ান। পরদিন সিলিং ফ্যান থেকে তার নিথর দেহটা ঝুলতে দেখা যায়।
ক. বৈজ্ঞানিক পদ্ধতির মূল উদ্দেশ্য কী?
খ. সমাজ গবেষণায় অনুসৃত পরীক্ষণ পদ্ধতি বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের সাফোয়ানের মৃত্যুতে এমিল ডুর্খেইম-এর কোন তত্ত্বের প্রতিফলন দেখা যায়? ব্যাখ্যা করো।
ঘ. পরিবারের কোন ধরনের ভূমিকার অভাবে সাফোয়ানের এমন পরিণতি বলে তুমি মনে কর? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৬ : সনু রানি দাস নারায়ণগঞ্জের হরিজনদের মধ্যে প্রথম গ্র্যাজুয়েট হয়েছেন। ছোট থেকে তিনি দারিদ্র্য এবং সমাজের বাঁকা চোখকে উপেক্ষা করে আজ এ পর্যায়ে পৌঁছেছেন। একবার তিনি আর্থিক সাহায্যের জন্য স্থানীয় ধনী রুদ্রাক্ষ চক্রবর্তীর বাড়িতে গেলে নিচু জাতের বলে তাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। সেদিন সনু বুঝতে পারেন, ‘সবার ওপরে মানুষ সত্য’ কথাটা শুধু বইয়ে আছে বাস্তবে নেই।
ক. টি.বি. বটোমোর-এর মতে সামাজিক স্তরবিন্যাস কী?
খ. মার্কসবাদ বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের সনু রানি দাসের পরিচয় সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. সনু ও রুদ্রাক্ষ চক্রবর্তীর সামাজিক পার্থক্যের ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদানের প্রভাব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : ১৯১০ সালে মেক্সিকোতে একটি সশস্ত্র বিপ্লব সংঘটিত হয়েছিল। দেশটির সাংস্কৃতিক পরিমণ্ডলে এ বিপ্লবের অভিঘাত ব্যাপক। বিপ্লবের আদর্শে উজ্জীবিত হয়ে শিল্পীরা নতুন সৃষ্টিতে মেতে উঠেছিলেন, যার উল্লেখযোগ্য নিদর্শন দিয়েগো রিতেরা, ফ্রিদা কাহলো এবং ওরাসকোর আঁকা বিখ্যাত ম্যুরালগুলো। এসব সৃষ্টিকর্ম নিয়ে লন্ডনের আর্টস একাডেমিতে চলছে ‘মেক্সিকো: এ রেভল্যুশন ইন আর্ট’ নামের একটি শিল্প প্রদর্শনী।
ক. সমাজজীবনে কোন উপাদানের প্রভাব বেশি পরিলক্ষিত হয়?
খ. সামাজিক জীব হিসেবে মানুষের জীবনে খেলার মাঠ কীভাবে ভূমিকা রাখে?
গ. উদ্দীপকের শিল্পকর্মগুলো সামাজিক নিয়ন্ত্রণে কীরূপ ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর, সামাজিক উন্নয়ন ও গতিশীলতার ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলো কার্যকর ভূমিকা রাখে? যৌক্তিক মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : গেল বছর হজব্রত পালন করে এ বছর নিয়মিত তাবলিগ জামাতে শরিক হচ্ছেন জনাব কেরামত আলী। এদিকে তার স্ত্রী মুন্নি বেগম দৈনিক পাঁচওয়াক্ত নামাজ পড়েন। পাঁচ কন্যা ও চার পুত্রের সংসার তাদের। মেয়েগুলো মাদরাসায় আদব কায়দা শিখে সচ্চরিত্রের অধিকারী হলেও পাঁচ পুত্রের মধ্যে তিনজনই দুশ্চরিত্রের অধিকারী হয়েছে। তাদের পিতা প্রায়শ চিল্লায় থাকায় তারা তাদের মায়ের চোখের আড়ালে নানা অপকর্মে লিপ্ত হয়।
ক. ICT-এর পূর্ণরূপ কী?
খ. বিশ্বায়ন কী? বুঝিয়ে লিখ।
গ. “উদ্দীপকের মুন্নি বেগমের ভূমিকা তার কন্যাদেরকে সভ্য মানুষে পরিণত করেছে”— ব্যাখ্যা করো।
ঘ. সামাজিকীকরণের কোন উপাদানের অনুপস্থিতি হাজী কেরামত আলীর তিন পুত্রকে বিপথগামী করেছে? ব্যাখ্যা করো।
২য় পত্রের সাজেশন থেকে কিছু প্রশ্ন
প্রথম অধ্যায়: বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ
তৃতীয় অধ্যায়: প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা (আংশিক)
চতুর্থ অধ্যায়: বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা (আংশিক)
পঞ্চম অধ্যায়: বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট
ষষ্ঠ অধ্যায়: বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ (আংশিক)
দশম অধ্যায়: বাংলাদেশের সামাজিক উন্নয়ন (আংশিক)
সৃজনশীল প্রশ্ন ১ : সুখেন দাস তার জীবিকার প্রয়োজনে হাস-মুরগি, গরু-ছাগল লালন পালন করে। এর পাশাপাশি তার নিজস্ব জমিতে ধান, গম, ভুট্টাসহ বিভিন্ন ফসল উৎপাদন করে থাকে। এটাই তার পেশা। তার স্ত্রী সংসারের কাজের ফাঁকে স্বামী ও সন্তানের মঙ্গল কামনায় বিভিন্ন দেবতার উপাসনা করে থাকে যা তার কাছে খুবই পছন্দের কাজ।
ক. চাকার আবিষ্কার হয় কোন যুগে?
খ. ময়নামতি প্রত্নতাত্ত্বিক নিদর্শনে কোন ধর্মের প্রভাব পরিলক্ষিত, হয়? বুঝিয়ে বলো।
গ. উদ্দীপকে সুখেন দাসের স্ত্রীর পছন্দের কাজটির সাথে সি সভ্যতার সমাজ জীবনের কোন দিকটি মিল লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
ঘ. সুখেন দাসের পেশা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থারই প্রতিচ্ছবি। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি তুলে ধরো।
সৃজনশীল প্রশ্ন ২ : বার্ষিক বনভোজনে কুয়াকাটা যায় রাইসা। সেখানে সে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে দেখতে পায়, যারা পটুয়াখালী জেলায় অধিক সংখ্যায় বাস করছে। তাদের সমাজব্যবস্থা পূর্ণ গণতান্ত্রিক। তাদের নেতা নির্বাচিত হয় পুরুষদের ভোটের মাধ্যমে। নির্বাচনে নারীরা অংশগ্রহণ করতে পারে না।
ক. নৃগোষ্ঠী কী?
খ. জুম চাষ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে রাইসা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে দেখতে পায়? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত নৃগোষ্ঠীর বিবাহ ব্যবস্থার সাথে কী আধুনিক সমাজের বিবাহ ব্যবস্থার সাদৃশ্য বিদ্যমান রয়েছে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিষয়ে ভর্তি হয় রুনা। বিষয়টির আনুষ্ঠানিক সূচনা হয় ১৯২৫-২৬ শিক্ষাবর্ষে দর্শন বিভাগের নীতিশাস্ত্রের সাথে সমাজবিজ্ঞানের কিছু বিষয়বস্তু পড়ানোর মাধ্যমে। পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানের সাথেও বিষয়টি পড়ানো হয়। ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিষয়টি সর্বপ্রথম স্বতন্ত্র একটি বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়। যার প্রথম অধ্যক্ষ ছিলেন একজন ফরাসি নৃবিজ্ঞানী।
ক. সমাজবিজ্ঞানের জনক কে?
খ. বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে পাঁচ জনের নাম উল্লেখ করো।
গ. উদ্দীপকে রুনা যে বিষয়টি অধ্যয়ন করার জন্য ভর্তি হয়েছে তার বিকাশধারা ব্যাখ্যা করো।
ঘ. উক্ত বিষয়টি অধ্যয়ন করে কী কী জ্ঞান অর্জন করা যাবে বলে তুমি মনে কর? তোমার মতামত বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : ২১শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে সহপাঠীদের সাথে শহীদ মিনারে ফুল দিতে যায় নিলয়। এরপর এ দিনটি উপলক্ষে কলেজে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে একজন স্যার বলেন, আজ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় দিন। এই দিনটিতে বুকের তাজা রক্ত ঝরিয়েছেন ছাত্র-শিক্ষকসহ বাংলার জনতা।
ক. যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে হয়?
খ. ছয় দফা কর্মসূচি বলতে কী বোঝ?
গ. উদ্দীপকটি কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত আন্দোলনটির সফলতায় বাঙালির জাতীয়তাবাদের বীজ রোপিত হয়েছিল’— বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : প্রবাসী কমল দীর্ঘদিন পর গ্রামে ফিরে এসে অবাক হয়ে যান। গ্রামের ঘরে ঘরে বিদ্যুতের ব্যবহার হচ্ছে। ডিস-অ্যান্টেনার কারণে গ্রামের মানুষ বিশ্বের বিভিন্ন দেশের অনুষ্ঠান উপভোগ করছে। মেয়েরা বিদ্যালয় ও কলেজে যাচ্ছে। গ্রামের অনেকেই সরকারি ও বেসরকারি সংস্থায় চাকুরি করছে। কৃষকরা ঘরে বসেই কৃষির বিভিন্ন তথ্য জানতে পারছে মোবাইলের মাধ্যমে।
ক. Globalization শব্দের বাংলা প্রতিশব্দ কী?
খ. জেন্ডার ধারণাটি কেন ব্যবহৃত হয়?
গ. উদ্দীপকে গ্রামীণ সমাজজীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন এসেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের গ্রামের মানুষের পেশা পরিবর্তনের কারণ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : রাহেলার বিয়ে হয় তিন বছর আগে। তার দিনমজুর স্বামী হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। সন্তানদের নিয়ে তার কষ্টে দিন কাটে। এরপর স্থানীয় একটি বেসরকারি সংস্থা হতে কিছু টাকা নিয়ে সে হাঁস-মুরগীর খামার গড়ে তোলে। অন্যদিকে অভাবী সখিনা রাহেলার মত টাকা নিয়ে শাক-সবজির বাগান করে পরিবারের আয় বৃদ্ধি করছে। তাদের সন্তানেরা স্কুলে লেখাপড়া করছে।
ক. সরকারি সংস্থা কী?
খ. বৃক্ষ নিধনের ফলে কী সমস্যা সৃষ্টি হতে পারে?
গ. উদ্দীপকে বেসরকারি সংস্থার যে কার্যক্রম প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ. গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানে বেসরকারি সংস্থা কীভাবে ভূমিকা রাখে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব ‘খ’ ১৯৫৯ সালে একটি জেলায় একটি একাডেমি প্রতিষ্ঠা করেন। যার অন্যতম কাজ হলো সমাজ সম্পর্কে জরিপ করা, টার্গেট গ্রুপকে প্রশিক্ষণদান এবং পল্লি জনগণকে নিয়ে সমবায় সমিতি গঠন ইত্যাদি। পরবর্তীতে এটির আদলে সারাদেশে বিভিন্ন সরকারি বেসরকারি পল্লি উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়।
ক. NGO-এর পূর্ণরূপ কী?
খ. সরকারি সংস্থা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে জনাব ‘খ’-এর কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের জনাব ‘খ’-এর প্রতিষ্ঠান বাংলাদেশে পল্লি উন্নয়নে বিভিন্ন সরকারি বেসরকারি কার্যক্রমের পথ প্রদর্শক- তুমি কি একমত? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : গণি মিয়া গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি। তার ক্ষেত খামারে গ্রামের বেশির ভাগ কৃষক কাজ করে থাকে। মূলত তার জমিতে সবাই বর্গাচাষি হিসাবে কাজ করে। তারই এক বন্ধু শহরে থাকে। তিনি শহরের বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ। এলাকায় নেতা হিসেবে তার বেশ নামডাক। তার কথায় মুহূর্তেই হাজার লোক জড়ো হয়।
ক. গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাসের মূল ভিত্তি কী?
খ. বর্গাচাষি বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে গ্রামীণ ও শহরে স্তরবিন্যাসের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ. ‘গণি মিয়া ও তার বন্ধুর সামাজিক স্তরবিন্যাসে ভিন্ন ভিন্ন উপাদান কাজ করে’- বক্তব্যটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : সুমি টিভি খুলে লক্ষ করল যে, একজন সংবাদ পাঠ করছে, তার পাশে আরেকজন ইংগিতে বুঝাচ্ছে উক্ত বিষয়। সুমি তার মাকে এর কারণ জিজ্ঞাসা করলো। তার মা তাকে বললো এটাকে সাংকেতিক ভাষা বলে, যা অনেক পূর্বে সমাজে প্রচলিত ছিল। যার মাধ্যমে মানুষ মনের ভাব প্রকাশ করত।
ক. পশুপালন অর্থনীতির প্রবর্তন হয় কোন যুগে?
খ. নব্যপ্রস্তর যুগে কৃষি অর্থনীতি প্রবর্তনের ফলে সমাজে কী ধরনের পরিবর্তন দেখা দেয়?
গ. উদ্দীপকে উল্লিখিত সাংকেতিক ভাষা সমাজের প্রত্নতাত্ত্বিক কোন স্তরে ছিল? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সুমি প্রত্নতাত্ত্বিক যে স্তরে অবস্থান করছে তার গুরুত্ব পর্যালোচনা করো।
শিক্ষার্থীরা, ওপরের প্রতিটি অধ্যায়ের সাজেশনই তোমরা উত্তরসহ সংগ্রহ করতে পারবে। এইচএসসি সমাজবিজ্ঞান সাজেশন উত্তরসহ পেতে প্রতিটি অধ্যায়ের নামের ওপর ক্লিক করো। তাহলেই প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা প্রশ্নোত্তর ডাউনলোড করার অপশন পাবে।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post