এই অক্ষরে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর : কবি মহাদেব সাহা ১৯৪৪ খ্রিষ্টাব্দে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। মহাদেব সাহার উল্লেখযোগ্য গ্রন্থ হলো: ‘এই গৃহ এই সন্ন্যাস’, ‘অস্তমিত কালের গৌরব’, ‘টাপুর টুপুর মেঘের দুপুর’, ‘ছবি আঁকা পাখির পাখা’, ‘সরষে ফুলের নদী’ ইত্যাদি।
এই অক্ষরে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. মহাদেব সাহা কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: মহাদেব সাহা ১৯৪৪ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
২. উপমা মানে কী?
উত্তর: উপমা মানে তুলনা।
৩. নূপুর কী?
উত্তর: নূপুর হচ্ছে পায়ে পরার অলঙ্কার।
৪. অপরূপ অর্থ কী?
উত্তর: অপরূপ অর্থ হচ্ছে খুব সুন্দর।
৫. তারারা কোথায় নাম লেখে?
উত্তর: তারারা আকাশেতে নাম লেখে।
৬. ‘নির্ঝর’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘নির্ঝর’ শব্দের অর্থ ‘ঝরনা।
৭. পাথরে খোদাই করা লেখাকে কী বলা হয়?
উত্তর: পাথরে খোদাই করা লেখাকে বলা হয় শিলালিপি।
৮. মাতৃভাষার মাধ্যমে আমরা নানা কাজ করে বর্তমান থেকে কোন দিকে এগিয়ে চলেছি?
উত্তর: মাতৃভাষার মাধ্যমে আমরা নানা কাজ করে বর্তমান থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি।
৯. ভাষার দৃষ্টান্ত দেখলেই কাকে মনে পড়ে যায়?
উত্তর: ভাষার দৃষ্টান্ত দেখলেই মাকে মনে পড়ে যায়।
১০. আমরা ১৯৪৮ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত বাংলা ভাষাকে কীরূপে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি?
উত্তর: আমরা ১৯৪৮ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষারূপে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি।
১১. মাতৃভাষা ও মাতৃভাষার জন্য আন্দোলন থেকে আমরা কী পেয়েছি?
উত্তর: মাতৃভাষা ও মাতৃভাষার জন্য আন্দোলন থেকে আমরা পেয়েছি স্বাধীনতার অনুপ্রেরণা।
১২. কীসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকামীদের উদ্বুদ্ধ করা হয়েছে?
উত্তর: মাতৃভাষার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকামীদের উদ্বুদ্ধ করা হয়েছে।
১৩. বাংলা অক্ষর কার চোখে দেখা দেয় মায়ের রূপ ধরে?
উত্তর: বাংলা অক্ষর বাঙালির চোখে দেখা দেয় মায়ের রূপ ধরে।
১৪. কবিকে ডাক নাম ধরে কে ডাক দেয়?
উত্তর: কবিকে ডাক নাম ধরে বাংলা ভাষার অক্ষর ডাক দেয়।
১৫. প্রিয় ভাষা বুকে কী এনে দেয়?
উত্তর: প্রিয় ভাষা বুকে আশা এনে দেয়।
১৬. কবির অন্তরে কে ঢেউ তোলে?
উত্তর: কবির অন্তরে রূপকথা ঢেউ তোলে।
এই অক্ষরে কবিতার প্রশ্ন উত্তর class 7
১৭. ‘এই অক্ষরে’ কবিতায় কবির মন কেমন হয়ে যায়?
উত্তর: ‘এই অক্ষরে’ কবিতায় কবির মন নদীর মতো হয়ে যায়।
১৮. বাঙালির মিলিত সত্তার শ্রেষ্ঠতম উৎস কী?
উত্তর: বাঙালির মিলিত সত্তার শ্রেষ্ঠতম উৎস বাংলা অক্ষর।
১৯. কঠিন পাথরে কী লেখা হয়?
উত্তর: কঠিন পাথরে শিলালিপি লেখা হয়।
২০. উদাস কবি কখন সুরের নূপুর বাজান?
উত্তর: উদাস কবি সকাল-দুপুর সুরের নূপুর বাজান।
২১. কার কাছ থেকে আমরা প্রথম মাতৃভাষা শিখি?
উত্তর: মায়ের কাছ থেকে আমরা প্রথম মাতৃভাষা শিখি।
২২. রাষ্ট্রভাষারূপে বাংলাকে প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হয়েছিল তাকে কী বলা হয়?
উত্তর: রাষ্ট্রভাষারূপে বাংলাকে প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হয়েছিল তাকে ‘ভাষা আন্দোলন’ বলা হয়।
২৩. সুরের নূপুর বাজায় কে?
উত্তর: সুরের নূপুর বাজায় উদাস কবি।
২৪. তামার পাতের ওপর লেখাকে কী বলা হয়?
উত্তর: তামার পাতের ওপর লেখাকে বলা হয় তাম্রলিপি।
২৫. রাষ্ট্রভাষা রূপে বাংলাকে প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হয়েছিল। তাকে কী বলা হয়?
উত্তর: রাষ্ট্রভাষা রূপে বাংলাকে প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হয়েছিল তাকে ‘ভাষা আন্দোলন’ বলা হয়।
২৬. বাঙালির মিলিত সত্তার শ্রেষ্ঠতম উৎস কী?
উত্তর: বাঙালির মিলিত সত্তার শ্রেষ্ঠতম উৎস বাংলা অক্ষর।
২৭. অন্তরে ঢেউ তোলে কী?
উত্তর: অন্তরে ঢেউ তোলে রূপকথা।
২৮. ‘এই অক্ষরে’ কবিতায় অক্ষর শব্দটি বৃহৎ অর্থে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: ‘এই অক্ষরে’ কবিতায় ‘অক্ষর’ শব্দটি বৃহৎ অর্থে মাতৃভাষাকে বোঝানো হয়েছে।
২৯. ‘অস্তমিত কালের গৌরব’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘অস্তমিত কালের গৌরব’ গ্রন্থটির লেখক মহাদেব সাহা।
৩০. বাংলা অক্ষর কাকে মনে করিয়ে দেয়?
উত্তর: বাংলা অক্ষর মাকে মনে করিয়ে দেয়।
আরও দেখো—সপ্তম শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের সপ্তবর্ণা বাংলা বই থেকে এই অক্ষরে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টিরও অধিক প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post