এই অক্ষরে কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর | বাংলা অক্ষর আমাদের জাতীয় পরিচয়ের অবিনাশী সম্পদ। এ অক্ষর বা বর্ণমালা বাঙালির প্রাণের সঙ্গে, অস্তিত্বের সঙ্গে মিশে আছে। বর্ণমালা যেন অন্ প্রহরী হয়ে পাহারা দিয়ে রাখছে আমাদের এই প্রিয় জন্মভূমিকে। বাংলা অক্ষর বাঙালির মনকে আনন্দে ভরিয়ে রাখে, বাঙালিকে করে তোলে স্বপ্নমুখী ।
বাল অক্ষর বাঙালির চোখে দেখা দেয় মায়ের রূপ ধরে। কখনো তার চিত্তে বাজায় সুখের নূপুর। আমাদের অক্ষরসমূহ আপন-পর সকলকে কাছে টানে, দূর করে দেয় সব ভেদ ৷ এই অক্ষরের শক্তিতে প্রাণিত হয়েই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাঙালি স্বাধীন করেছে তার মাতৃভূমি। আলোচ্য কবিতাটিতে এভাবেই বাংলা অক্ষর তথা বর্ণমালার প্রতি কবির অবারিত ভালোবাসা ও গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে।
৭ম শ্রেণির বাংলা বইয়ের কবিতাগুলোর সৃজনশীল প্রশ্ন ডাউনলোড করতে নিচে দেয়া লিংকগুলোতে ক্লিক করো:
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : কুলি মজুর
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : নতুন দেশ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : আমার বাড়ি
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : শোন একটি মুজিবরের থেকে
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : সবার আমি ছাত্র
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : শ্রাবণে
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : সাম্য
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : মেলা
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : এই অক্ষরে
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : গরবিনী মা জননী
এই অক্ষরে কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ :
“মোদের গরব মোদের আশা
আ-মরি বাংলা ভাষা
মাগো তোমার কোলে তোমার বোলে
কতই শান্তি ভালোবাসা
আ-মরি বাংলা ভাষা।”
ক. ‘এই অক্ষরে’ কবিতাটির রচয়িতা কে?
খ. ‘মন হয়ে যায় নদী’- কবি একথা কেন বলেছেন?
গ. উদ্দীপকটি ‘এই অক্ষরে’ কবিতার কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. ‘মাতৃভাষার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা সদা জাগ্রত – উদ্দীপক ও আলোচ্য কবিতার আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২: বইমেলায় বসে আছেন দুই কবি শামসুর রাহমান ও ফজল শাহাবুদ্দীন। হঠাৎ শামসুর রাহমান বললেন, ‘দেখুন, একটি শাড়ি হেঁটে যাচ্ছে।’ ফজল শাহাবুদ্দীন দেখলেন দারুণ একটা শাড়ি। তিনি বলছেন, ‘আমি তাকিয়ে দেখি সাদা সেই শাড়ি বাংলা বর্ণমালায় ভরা। তা পরে হেঁটে চলেছেন শহিদ জননী জাহানারা ইমাম। আমরা মুগ্ধ হয়ে গেলাম, পোশাকেও এমন দেশপ্রেম থাকতে পারে!’
ক. কখন সুরের নূপুর বাজে?
খ. ‘যেন কিছু তারা দিচ্ছে পাহারা আকাশেতে লিখে নাম’ বলতে কবি কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকে ‘এই অক্ষরে’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকের জাহানারা ইমাম এবং ‘এই অক্ষরে’ কবিতার কবি দুজনই মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধের পরিচয় দিয়েছেন”– মন্তব্যটির যথার্থতা বিচার করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : সাজুকে তার দাদুভাই মুক্তিযুদ্ধের গল্প শোনাতে গিয়ে বলেন, ১৯৭১ সালে আমরা পাকিস্তানি শাসকগোষ্ঠীকে পরাভূত করে বিজয় ছিনিয়ে এনেছি। কিন্তু এ স্বাধীনতা এ বিজয় ছিনিয়ে আনার পেছনে বাংলা ভাষার গুরুত্ব অপরিসীম। কারণ এ ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য বাঙালিরা প্রথম আন্দোলন করতে শেখে। বাঙালিরা তাদের ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট হয়। তাই আমাদের বিজয় বাংলা ভাষার হাত ধরেই অর্জিত হয়েছে ।
ক. ‘এই অক্ষরে’ কবিতাটির কবির নাম কী?
খ. কবি এই ভাষা দিয়ে যুদ্ধ জয়ের কথা কেন বলেছেন?
গ. উদ্দীপকটির সঙ্গে ‘এই অক্ষরে’ কবিতার কোন অংশটির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকের মূলসুরের সঙ্গে ‘এই অক্ষরে’ কবিতার মূলসুরের কোনো বৈসাদৃশ্য নেই”— মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : ভাষা মানুষের প্রাণের অস্তিত্ব। ভাষা মানে আত্ম-অনুভূতির বহিঃপ্রকাশ। তাই ভাষার প্রয়োজনে সমগ্র জাতি একতাবদ্ধ। নিজের ভাষাকে রক্ষার প্রয়োজনে আমাদের জীবনে ১৯৫২ সাল জোতির্ময় হয়ে আছে। আমাদের ভাষা আমাদের পরিচয়। পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি। এই মহান অর্জন তাই আজ সারাবিশ্বে আত্মত্যাগের মহান উদাহরণ। সেই মহান আত্মত্যাগে মুগ্ধ জাতি মাতৃভূমিকে স্বাধীন করার মহান মন্ত্রে দীক্ষিত হয়ে অর্জন করেছে স্বাধীন একটি বাংলাদেশ।
ক. ‘উপমা’ শব্দের অর্থ কী?
খ. “এই অক্ষর যেন নির্ঝর, ছুটে চলে অবিরাম”— ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের সাথে ‘এই অক্ষরে’ কবিতার সাদৃশ্য বর্ণনা করো।
ঘ. “মাতৃভাষার প্রতি আমাদের মনে বিনম্র শ্রদ্ধা ও মমত্ববোধ সদা জাগ্রত” আলোচ্য কাব্যের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ :
আমি বাংলায় গান গাই।
আমি বাংলার গান গাই।
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।
আমি বাংলায় দেখি স্বপ্ন।
আমি বাংলায় বাঁধি সুর ।
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর।
ক. ‘শিলালিপি’ কী?
খ. ‘এই অক্ষরে মাকে মনে পড়ে।’ বলতে কী বোঝো? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকটি ‘এই অক্ষরে’ কবিতার সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ?
ঘ. উদ্দীপকের মূলভাব এবং ‘এই অক্ষরে’ কবিতার মূলভাব পুরোপুরি এক নয়।’— মন্তব্যটি বিশ্লেষণ করো ।
সৃজনশীল প্রশ্ন ৬ :
নানান দেশের নানান ভাষা
বিনে স্বদেশি ভাষা
মিটে কি আশা?
ক. ‘নির্ঝর’ শব্দের অর্থ কী?
খ. অক্ষরগুলো আমাদের কীভাবে পাহারা দিচ্ছে?
গ. উদ্দীপকটি ‘এই অক্ষরে’ কবিতার সাথে কোন দিক দিয়ে সঙ্গতিপূর্ণ?— ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপক এবং ‘এই অক্ষরে’ কবিতার মূলভাব একই।” মন্তব্যটি সম্পর্কে তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ :
“ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়
ওরা কথায় কথায় শেকল পরায় আমার হাতে পায়।”
ক. মনের ভাব বোঝানোর প্রথম বাহন কী?
খ. কবির প্রাণ আনন্দে ভরে ওঠে কেন?
গ. উদ্দীপকের ‘ওরা’– ‘এই অক্ষরে’ কবিতার কার সাথে তুলনীয়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকটি যেন ‘এই অক্ষরে’ কবিতার মূল ভাববস্তুকেই ধারণ করেছে— বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে এক সেমিনারে প্রধান অতিথির ভাষণে বলা হয়— রবীন্দ্রনাথের প্রাথমিক শিক্ষা মাতৃভাষার ভিতের ওপর গড়ে উঠেছিল বলেই তিনি বাংলা ভাষার প্রাণ স্পন্দনের সাথে সম্পৃক্ত হয়ে তা গভীরভাবে আয়ত্ত করতে পেরেছিলেন। বর্তমানে মাতৃভাষার প্রতি অবজ্ঞা ও অবহেলার ফলেই দেশের তরুণ ও যুবসমাজকে দেশপ্রেম তথা স্বাদেশিক চেতনায় আকৃষ্ট করা সম্ভব হচ্ছে না।
ক. ভাষা আন্দোলনের সূচনা হয় কত সালে?
খ. ‘ছুটে চলে অবিরাম’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. ‘এই অক্ষরে’ কবিতায় প্রকাশিত কবির মাতৃভাষার প্রতি প্রেম রবীন্দ্রনাথ ঠাকুরের মাতৃভাষার ভিতের ওপর গড়ে উঠেছে কীভাবে? ব্যাখ্যা করো।
ঘ. অনুচ্ছেদের আলোকে ‘এই অক্ষরে’ কবিতার মূলবক্তব্য বিশ্লেষণ করো।
৭ম শ্রেণির বাংলা বইয়ের কবিতাগুলোর সৃজনশীল প্রশ্ন ডাউনলোড করতে নিচে দেয়া লিংকগুলোতে ক্লিক করো:
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : কুলি মজুর
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : নতুন দেশ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : আমার বাড়ি
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : শোন একটি মুজিবরের থেকে
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : সবার আমি ছাত্র
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : শ্রাবণে
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : সাম্য
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : মেলা
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : এই অক্ষরে
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : গরবিনী মা জননী
উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে ৭ম শ্রেণির বাংলা এই অক্ষরে কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো SSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post