এই অক্ষরে কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : বাংলা অক্ষর বা বর্ণমালা বাঙালি জাতির অনন্য সম্পদ। এই বর্ণমালা বাঙালির প্রাণের সঙ্গে অস্তিত্বের সঙ্গে মিশে আছে। বাংলা অক্ষর বাঙালির চিত্তকে আনন্দে ভরে দেয়। বাঙালিকে করে তোলে স্বপ্নমুখী। বাংলা অক্ষর বাঙালির চোখে দেখা দেয় মায়ের রূপ ধরে। কখনো তার চিত্তে বাজায় সুরের নূপুর।
বাংলা অক্ষর বাঙালির মিলিত সত্তার শ্রেষ্ঠতম উৎস। আমাদের অক্ষরসমূহ আপন-পর সকলকে কাছে টানে, দূর করে দেয় সব বিভেদ। বাংলা অক্ষর বাঙালির বুকে সঞ্চার করে অবারিত আশা। আলোচ্য কবিতাটিতে বাংলা অক্ষর তথা বর্ণমালার প্রতি কবির অবারিত ভালোবাসা ও গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে।
এই অক্ষরে কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. বাংলা অক্ষরে কবির কাকে মনে পড়ে?
ক. ভাইকে
খ. শহিদদেরকে
গ. মাকে
ঘ. বাবাকে
২. ‘এই অক্ষরে’ কবিতায় কবির মন কী হয়ে যায়?
ক. আকাশ
খ. সাগর
গ. হাওয়া
ঘ. নদী
৩. কবি বাংলা অক্ষরে মায়ের কাছ থেকে কী পান?
ক. হাসি
খ. স্নেহ
গ. মমতা
ঘ. চিঠি
৪. ‘এই অক্ষরে’ কবিতায় কার কাছে থেকে চিঠি পেলে কবির মন নদী হয়ে যায়?
ক. বাবার
খ. ভাইয়ের
গ. মায়ের
ঘ. বোনের
৫. ‘এই অক্ষরে’ কবিতায় সকাল-দুপুর সুরের নূপুর বাজায় কে?
ক. কবির মা
খ. অচেনা মেয়ে
গ. উদাস কবি
ঘ. দক্ষিণা বাতাস
৬. মাতৃভাষা আন্দোলন বাঙালিকে কিসের অনুপ্রেরণা দেয়?
ক. গণ-অভ্যুত্থানের
খ. স্বাধীনতার
গ. নির্বাচনের
ঘ. সাহসের
৭. স্বপ্নের মতো রূপকথাগুলো কোথায় ঢেউ তোলে?
ক. অন্তরে
খ. হৃদয়ে
গ. মনে
ঘ. নদীতে
৮. আত্মীয়-স্বজন সকলকেই কাছে টানে কী?
ক. বাংলা অক্ষর
খ. শিলালিপি
গ. রূপকথা
ঘ. আকাশ
৯. বাংলা ভাষা কবির বুকে কী দেয়?
ক. বেদনা
খ. কষ্ট
গ. আনন্দ
ঘ. আশা
১০. বাংলা গান কবিকে কী করে?
ক. আন্দোলিত
খ. উদ্বেলিত
গ. চিন্তিত
ঘ. বিমোহিত
১১. কঠিন পাথরে শিলালিপি লেখা হয় কোন অক্ষরে?
ক. ইংরেজি
খ. ফারসি
গ. আরবি
ঘ. বাংলা
১২. ‘এই অক্ষরে’ কবিতার কবির বুকে আশা জাগায় কোনটি?
ক. গান
খ. কবিতা
গ. বাংলা ভাষা
ঘ. প্রকৃতি
১৩. বাংলা অক্ষর দিয়ে কী লিখে আমরা যুদ্ধ জয় করেছি?
ক. কবিতা
খ. ছড়া
গ. নাটক
ঘ. গান
১৪. বাংলা অক্ষর বাঙালির চোখে কোন রূপ ধরে দেখা দেয়?
ক. যোদ্ধার
খ. শহিদের
গ. মায়ের
ঘ. আশার
১৫. ‘এই অক্ষরে’ কবিতায় কবি মহাদেব সাহা কী উদ্দেশ্য পোষণ করেছেন?
ক. বাংলা অক্ষরের কারুকার্য ফুটিয়ে তোলা
খ. বাংলা ভাষার প্রতি দুর্বলতা তুলে ধরা
গ. মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও মমত্ববোধ জাগ্রত করা
ঘ. বাংলা অক্ষরের প্রতি করুণা সৃষ্টি করা
এই অক্ষরে কবিতার mcq প্রশ্ন
১৬. কবি মহাদেব সাহার কবিতার বৈশিষ্ট্য কী?
ক. শব্দ ব্যবহারে ব্যঞ্জনা সৃষ্টি করা
খ. অর্থের দ্বৈততা প্রকাশ করা
গ. মানব হৃদয়ের প্রতিচ্ছবি সৃষ্টি করা
ঘ. অর্থের প্রকাশ ক্ষমতাকে সীমাবদ্ধ রাখা
১৭. ‘এই অক্ষরে’ কবিতাটি কোন ধরনের?
ক. দেশাত্মবোধক
খ. প্রেম বিষয়ক
গ. প্রকৃতি বিষয়ক
ঘ. শিশুতোষ
১৮. বাংলা অক্ষর বা বর্ণমালা বাঙালির জাতীয় পরিচয়কে কীভাবে ধারণ করে?
ক. এ ভাষা বাঙালি জাতীয় অস্তিত্বের ও প্রাণের সঙ্গে মিশে আছে
খ. এ ভাষায় প্রায় সব বাঙালি কথা বলে
গ. এ ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে
ঘ. এ ভাষায় মনের সবকিছু প্রকাশ করা যায়
১৯. বাংলা বর্ণমালা কীভাবে আমাদের জন্মভূমিকে পাহারা দিচ্ছে?
ক. অতন্দ্র প্রহরীর মতো
খ. নিশ্ছিদ্রভাবে
গ. অন্ধকারকে দূরীভূত করে
ঘ. শত্রুসেনাদের পিছু হটিয়ে
২০. “এই অক্ষর আত্মীয়-পর সকলেরে কাছে টানে”-লাইনটির তাৎপর্য কী?
ক. বাংলা অক্ষর সকলের চিত্তে আনন্দ দান করে
খ. বাংলা অক্ষর বাঙালির মিলিত সত্তার শ্রেষ্ঠতম উৎস
গ. বাংলা অক্ষরের আশ্চর্য মোহনীয় শক্তি রয়েছে
ঘ. বাংলা ভাষায় শত্রু-মিত্র সবাই কথা বলে
২১. “শিখি তার কাছে অজানা যা আছে আনন্দে ভরে প্রাণ” – লাইনটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. বাঙালি বাংলা ভাষা পড়ে অজানা সবকিছু জানতে পারে
খ. বাংলা ভাষা বাঙালিকে আনন্দ দেয়
গ. বাংলা ভাষা পৃথিবীর সকলকে জানা বিষয় জানায়
ঘ. বাঙালি প্রাণ ভরে বাংলা ভাষায় কথা বলে
২২. কবি বাংলা ভাষাকে ‘আকাশের তারা’ বলেছেন কেন?
ক. কারণ এ ভাষার গাম্ভীর্যতা বিশাল
খ. কারণ এ ভাষার প্রকাশ ক্ষমতা অসীম
গ. কারণ এ ভাষার শব্দভান্ডার অপরিসীম
ঘ. কারণ এ ভাষার প্রগাঢ়তা সীমাহীন
২৩. কবি বাংলা অক্ষরকে ‘নির্ঝর’ বলেছেন কেন?
ক. বাংলা অক্ষরগুলো ছন্দোবদ্ধ ও গতিময় বলে
খ. বাংলা অক্ষরগুলো অগণিত বলে
গ. বাংলা অক্ষরের শেষ নেই বলে
ঘ. বাংলা অক্ষরের কোনো রূপ নেই বলে
২৪. ‘এই অক্ষরে’ কবিতায় কবির নাম ধরে কেউ ডাক দিলে কী ঘটে?
ক. রূপকথা অন্তরে ঢেউ তোলে
খ. মন বিমোহিত হয়ে যায়
গ. উদাস কবি সুরের নূপুর বাজায়
ঘ. আনন্দে প্রাণ ভরে ওঠে
২৫. যুদ্ধ জয়ে বাংলা অক্ষর কিসের ভূমিকা পালন করে?
ক. অনুপ্রেরণাদায়িনীর
খ. সৈনিকের
গ. যোদ্ধার
ঘ. হতাশার
২৬. মনের ভাব বোঝানোর প্রথম বাহন কী?
ক. অক্ষর
খ. ভাষা
গ. শিলালিপি
ঘ. চিঠি
২৭. “এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম” লাইনটি দ্বারা বোঝানো হয়েছে-
i. সকল বাঙালির বাংলা ভাষা ব্যবহার করাকে
ii. বাংলা ভাষা ব্যবহার করে বাঙালির বর্তমান থেকে ভবিষ্যতের দিকে ছুটে চলাকে
iii. বাংলা ভাষার অপরিসীম শব্দ ভান্ডারকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৮. “যেন কিছু তারা দিচ্ছে পাহারা”- এখানে ‘তারা’ বলতে বোঝানো হয়েছে-
i. বাংলা ভাষার অক্ষরসমূহকে
ii. আকাশের অগণিত তারকারাজিকে
iii. রাতের আকাশে সন্ধ্যা তারাকে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i ও iii
২৯. “এই অক্ষরে মাকে মনে পড়ে”, কারণ-
i. মায়ের কাছেই আমরা মাতৃভাষা শিখি
ii. মা শুধু বাংলা ভাষায় কথা বলে
iii. মায়ের মমতার সঙ্গে অক্ষরগুলো জড়িয়ে আছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩০. “এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়” – লাইনটিতে প্রকাশ পেয়েছে-
i. মুক্তিযুদ্ধে বাংলা ভাষায় লিখিত সাহিত্যের অনুপ্রেরণা
ii. মাতৃভাষার মাধ্যমে স্বাধীনতাকামীদের উদ্বুদ্ধ করা
iii. মাতৃভাষার জন্য বাঙালির জীবন দান করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
আরও দেখো—সপ্তম শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের সপ্তবর্ণা বাংলা বই থেকে এই অক্ষরে কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, জ্ঞানমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post