নবম শ্রেণির জীববিজ্ঞান ৩য় অধ্যায় সৃজনশীল | প্রতিটি জীবদেহ কোষ দিয়ে তৈরি। একটিমাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন শুরু হয়। বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যাবৃদ্ধি জীবদেহের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোনো কোনো জীবের দেহ একটিমাত্র কোষ দিয়ে গঠিত, এদের বলা হয় এককোষী জীব, যেমন ব্যাকটেরিয়া, ত্যামিবা, প্লাজমোডিয়াম ইত্যাদি।
এককোষী জীব বিভাজনের মাধ্যমেই একটি থেকে অসংখ্য এককোষী জীব উৎপন্ন করে। আবার অনেক জীব একাধিক কোষ দিয়ে গঠিত। এদের বলা হয় বহুকোষী জীব। মানুষ, বট গাছ, তিমি মাছ ইত্যাদি জীব কোটি কোটি কোষ দিয়ে গঠিত। বিশালদেহী একটি বট গাছের সূচনাও ঘটে একটি মাত্র কোষ থেকে ।
এককোষী নিষিন্ত ডিম্বাণু থেকে কোষ বিভাজন প্রক্রিয়ায় একসময় কোটি কোটি কোষের একটি পরিণত মানুষের সৃষ্টি হয়। আবার কোষ বিভাজনের মাধ্যমেই পুং ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়ে নতুন প্রজন্মের জন্ম হয়। জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে থাকে।
সুতরাং এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী জীব পর্যন্ত সব ক্ষেত্রেই নানা ধরনের কোষ বিভাজন দেখা যায়। এগুলোর কোনোটি দেহবৃদ্ধি ঘটায়, কোনোটি জননকোষ সৃষ্টি করে, আবার কোনোটি দ্বিবিভাজন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে। এই বিভিন্ন ধরনের কোষ বিভাজন কীভাবে হয়ে থাকে, এ সম্পর্কে আমরা জীববিজ্ঞান ৩য় অধ্যায়ে জানার চেস্টা করব।
নবম শ্রেণির জীববিজ্ঞান ৩য় অধ্যায় সৃজনশীল
সৃজনশীল প্রশ্ন ১ : এক ধরনের কোষ বিভাজনে নতুন সৃষ্ট কোষে ক্রোমোসোম সমান থাকে এবং আরেক ধরনের কোষ বিভাজনে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হ্রাস পায়। এ দু ধরনের কোষ বিভাজনে কিছু মিল ও অমিল রয়েছে।
ক. মিয়োসিস কোষ বিভাজন কী?
খ. অ্যামাইটোসিস ও মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লিখ।
গ. উদ্দীপকে উল্লেখিত প্রথম প্রকারের কোষ বিভাজনের শেষ তিনটি ধাপের চিহ্নিত চিত্র অংকন করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত কোষ বিভাজন দুটি উদ্ভিদ জীবনের জন্য অত্যাবশ্যক – বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ২ : A কোষটি বিভাজিত হয়ে দুটি কোষ তৈরি করে, প্রতি কোষে ক্রোমোসোম সংখ্যা A এর সমান। B কোষটি বিভাজিত হয়ে চারটি কোষ তৈরি করে যাদের ক্লোমোসোম সংখ্যা B এর অর্ধেক।
ক. ধমনি কী?
খ. ফটোট্রপিজম বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকের প্রথম বিভাজনটির শেষ ধাপ চিত্রসহ বর্ণনা করো।
ঘ. দ্বিতীয় কোষ বিভাজনে অপত্য কোষে ক্লোমোসোম সংখ্যা অর্ধেক হলো কেন? কারণ ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : শিক্ষক দৈহিক বৃদ্ধির সাথে যুক্ত কোষ বিভাজন প্রক্রিয়ার একটি ধাপ এর চিত্র অংকন করে বললেন, এ পর্যায়ের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয়। এ বিভাজন কী শুধু দৈহিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এক শিক্ষার্থীর এ প্রশ্নের জবাবে শিক্ষক বললেন, “না” ।
ক. স্পিন্ডল তন্তু কী?
খ. ইন্টারফেজ বলতে কী বোঝ?
গ. উল্লিখিত ধাপে কী সংঘটিত হয় তা সচিত্র ব্যাখ্যা কর।
ঘ. শিক্ষকের দেওয়া জবাবটির যথার্থতা নির্পন কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : মাইটোসিস কোষ বিভাজনে ৫ টি ধাপ। এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে শরীরের ক্ষতি হয়।
ক. বিভাজন কাকে বলে?
খ. মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলে কেন?
গ. তৃতীয় ধাপটির চিত্র অংকন করে বৈশিষ্ট্য লিখ।
ঘ. ৪র্থ ও ৫ম ধাপের মধ্যে তুলনা কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : সাধারণত উচ্চ শ্রেণির জীবের দেহকোষে এক ধরনের কোষ দেখা যায়। উক্ত কোষ বিভাজনের একটি ধাপে সেন্ট্রোমিয়ার দুটি খন্ডে বিভক্ত হয়।
ক. ক্যারিওকাইনোসিস কী?
খ. হ্রাসমূলক বিভাজন বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকের ধাপটির চিত্রসহ বর্ণনা দাও।
ঘ. উল্লেখিত প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন না হলে জীবদেহে কি ধরনের সমস্যা হতে পারে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : জীবকোষে বিভিন্ন ধরনের বিভাজন ঘটে । কোনটি এককোষী জীবে, কোনটি দেহকোষে, কোনটি আবার জনন কোষে ঘটে । এসব বিভাজনের ফলেই জীবের সংখ্যাবৃদ্ধি ঘটে ।
ক. ইন্টারফেজ কী?
খ. হৃদপিন্ডের পেশিকে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি বলা হয় কেন?
গ. উদ্দীপকের প্রথম বিভাজন প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
ঘ. জীবের বংশানুক্রমে ক্লোমোসোম সংখ্যা অপরিবর্তিত রাখতে উদ্দীপকের কোন বিভাজনের ভূমিকা সর্বাধিক মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : রানু জীববিজ্ঞান শিক্ষক ১০ম শ্রেণিতে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করেন। তিনি প্রথমে হ্রাসমূলক বিভাজন সম্পর্কে আলোচনা করেন এবং পরে শিক্ষার্থীদের সমীকরণিক বিভাজনের বিভিন্ন ধাপ সম্পর্কে বুঝিয়ে বলেন।
ক. লাইগেজ এনজাম কি?
খ. নতুন জাতের Pseudomonas ব্যাকটেরিয়াকে টরান্সজেনিক জীব বলা হয় কেন?
গ. শিক্ষকের আলোচিত দ্বিতীয় কোষ বিভাজনের তৃতীয় পর্যায়টি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে আলোচিত দুই ধরনের কোষ বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ কর।
►► অধ্যায় ১ : জীবন পাঠ
►► অধ্যায় ২ : জীবকোষ ও টিস্যু
►► অধ্যায় ৩ : কোষ বিভাজন
►► অধ্যায় ৪ : জীবনীশক্তি
►► অধ্যায় ৫ : খাদ্য, পুষ্টি ও পরিপাক
►► অধ্যায় ৬ : জীবে পরিবহন
►► অধ্যায় ৭ : গ্যাসীয় বিনিময়
►► অধ্যায় ৮ : রেচন প্রক্রিয়া
►► অধ্যায় ৯ : দৃঢ়তা প্রদান ও চলন
►► অধ্যায় ১০ : সমন্বয়
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তরসহ সৃজনশীল প্রশ্নগুলো ডাউনলোড করে নাও। এসএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post