একুশের গল্প mcq প্রশ্ন উত্তর : তপু ‘একুশের গল্পে’র প্রধান চরিত্র। সে বিবাহিত; রেণু তার স্ত্রী। বাড়িতে আছেন বৃদ্ধ মা। কিন্তু পারিবারিক সব পিছুটান উপেক্ষা করে প্ল্যাকার্ড হাতে তপু ছুটে যায় মিছিলে। রাষ্ট্রভাষা হিসেবে বাংলার অধিকার চাইতে গিয়ে ভাষা আন্দোলনে শহিদ হয় সে। তপুর কপালের মাঝ বরাবর লেগেছিল গুলি।
ছত্রভঙ্গ মিছিলের সামনে থেকে মিলিটারিরা তুলে নিয়ে যায় তার মৃতদেহ। ঘটনার ধারাবাহিকতায় চার বছর পর কলেজের হোস্টেলে একদিন আবিষ্কৃত হয় একটি কঙ্কাল। মাথার খুলির ফুটো আর বাম পায়ের টিবিয়া ফেবুলা দেখে বন্ধুরা বুঝতে পারে কঙ্কালটি প্রকৃতপক্ষে শহিদ তপুর।
একুশের গল্প mcq প্রশ্ন উত্তর
১. জহির রায়হানের জন্মস্থান কোথায়?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
● ফেনী
ঘ. কুমিল্লা
২. জহির রায়হানের আসল নাম কী?
● মোহাম্মদ জহিরুল্লাহ
খ. জহির উদ্দিন আহমেদ
গ. মোহাম্মদ রায়হানুল্লাহ
ঘ. আবুল ফজল
৩. নিচের কোনটি জহির রায়হানের লেখা উপন্যাস?
ক. পথের পাঁচালী
● হাজার বছর ধরে
গ. লালসালু
ঘ. পদ্মানদীর মাঝি
৪. জহির রায়হান কোন সালে নিখোঁজ হন?
ক. ১৯৭১
● ১৯৭২
গ. ১৯৭৩
ঘ. ১৯৭৪
৫. জহির রায়হান কোন বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন?
ক. ইতিহাস
● বাংলা
গ. সমাজবিজ্ঞান
ঘ. অর্থনীতি
৬. ‘একুশের গল্প’ গল্পটির লেখক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
● জহির রায়হান
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
৭. ‘একুশের গল্প’ কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিতে রচিত?
ক. স্বাধীনতা যুদ্ধ
● ভাষা আন্দোলন
গ. ছয় দফা আন্দোলন
ঘ. গণঅভ্যুত্থান
৮. ‘একুশের গল্প’ কোন সংকলন থেকে নেওয়া হয়েছে?
ক. আরেক ফাল্গুন
● গল্প-সমগ্র
গ. বরফ গলা নদী
ঘ. হাজার বছর ধরে
৯. ‘একুশের গল্প’ গল্পের প্রধান চরিত্রের নাম কী?
ক. রাহাত
● তপু
গ. রেণু
ঘ. নাজিম
১০. তপুর স্ত্রী কে?
● রেণু
খ. রুবি
গ. শিরিন
ঘ. রাহেলা
১১. তপুর কপালে গুলি লাগার পর কী হয়?
ক. সে পালিয়ে যায়
খ. সে হাসপাতালে যায়
● সে শহিদ হয়
ঘ. সে আত্মগোপন করে
১২. তপুর মৃত্যু কোথায় ঘটে?
ক. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
খ. মেডিক্যাল কলেজের সামনে
● হাইকোর্ট মোড়ে
ঘ. টিএসসির সামনে
১৩. তপু কীসে নিহত হয়?
ক. পুলিশের লাঠিচার্জে
● মিলিটারির গুলিতে
গ. বোমা বিস্ফোরণে
ঘ. গাড়ি দুর্ঘটনায়
১৪. তপুর মৃতদেহ কোথায় পাওয়া যায়?
ক. মেডিক্যাল কলেজের মর্গে
খ. কলেজ হোস্টেলে
গ. পরিবারের কাছে
● তার দেহ আর পাওয়া যায়নি
১৫. কঙ্কালের কী বৈশিষ্ট্য দেখে বন্ধুরা বুঝতে পারে যে এটি তপুর?
ক. মাথার খুলির ফুটো
● ডান পায়ের চেয়ে বাম পা ছোট
গ. গায়ে থাকা জামা
ঘ. হাতের কঙ্কালের গঠন
১৬. তপু কোন পেশার স্বপ্ন দেখত?
● ডাক্তার
খ. শিক্ষক
গ. রাজনীতিবিদ
ঘ. কবি
একুশের গল্প বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১৭. তপু, রাহাত এবং কথকের সম্পর্ক কী?
ক. সহকর্মী
খ. প্রতিবেশী
● সহপাঠী ও বন্ধু
ঘ. আত্মীয়
১৮. ভাষা আন্দোলনের সময়ে আন্দোলনকারীরা কী চাইছিল?
ক. স্বাধীনতা
● বাংলা ভাষার স্বীকৃতি
গ. ব্রিটিশ শাসনের অবসান
ঘ. জমির সংস্কার
১৯. গল্পে তপুর মায়ের অবস্থা কেমন ছিল?
● তিনি মারা গেছেন
খ. তিনি বাড়িতে অপেক্ষা করছিলেন
গ. তিনি ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন
ঘ. তিনি বিদেশে ছিলেন
২০. তপুর কঙ্কাল কবে আবিষ্কৃত হয়?
ক. এক বছর পর
খ. দুই বছর পর
● চার বছর পর
ঘ. ছয় বছর পর
২১. তপুর কঙ্কাল শনাক্ত করার প্রধান কারণ—
● মাথার খুলির ফুটো
খ. হাতে চিহ্ন ছিল
গ. দাঁতের গঠন
ঘ. পোশাকের রং
২২. রেণু কেন দ্বিতীয়বার বিয়ে করেছিল, কারণ—
● সে তপুর মৃত্যুর পর একা হয়ে গিয়েছিল
খ. তপু তাকে তালাক দিয়েছিল
গ. সে অন্য একজনকে ভালোবাসত
ঘ. সমাজের চাপে
২৩. তপু কোন বিষয়ে পড়াশোনা করছিল?
● ডাক্তারি
খ. আইন
গ. সাহিত্য
ঘ. প্রকৌশল
২৪. ভাষা আন্দোলনের মিছিল কোথায় গিয়েছিল?
ক. সোহরাওয়ার্দী উদ্যান
● হাইকোর্ট মোড়
গ. টিএসসি
ঘ. পল্টন ময়দান
২৫. তপু কেমন স্বভাবের ছিল?
ক. খুব শান্ত
● গল্পপ্রিয় ও হাসিখুশি
গ. রাগী
ঘ. নিঃসঙ্গ
২৬. তপু কেন মিলিটারি বাহিনীতে যোগ দিতে পারেনি?
ক. তার উচ্চতা কম ছিল
খ. তার চোখের সমস্যা ছিল
● সে জন্মগতভাবে খোঁড়া ছিল
ঘ. সে ভয় পেত
২৭. গল্পে তপুর মৃত্যু কী প্রতীক বহন করে?
● ভাষা সংগ্রামে তরুণদের আত্মত্যাগ
খ. ব্যক্তিগত হতাশা
গ. প্রেমের ব্যর্থতা
ঘ. সামাজিক অবক্ষয়
২৮. ভাষা আন্দোলনের পরে কী অর্জিত হয়?
● বাংলা ভাষার স্বীকৃতি
খ. মুক্তিযুদ্ধ শুরু হয়
গ. পাকিস্তানের পতন ঘটে
ঘ. শিক্ষার প্রসার ঘটে
২৯. ভাষা শহিদদের আত্মত্যাগ ভবিষ্যতে কী প্রভাব ফেলে?
● মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা দেয়
খ. ভাষার গুরুত্ব কমে যায়
গ. দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হয়
ঘ. আন্দোলন থেমে যায়
৩০. রেণু তপুকে কী বলে থামাতে চেয়েছিল?
ক. “বাড়ি চলো”
● “তোমার মা কাঁদছে”
গ. “আমি তোমাকে ভালোবাসি”
ঘ. “প্ল্যাকার্ড ফেলে দাও”
৩১. ভাষা আন্দোলনের সময় জনগণের প্রতিক্রিয়া কেমন ছিল?
ক. উদাসীন
● ক্ষুব্ধ ও প্রতিবাদী
গ. নিরব
ঘ. আতঙ্কিত
৩২. তপু কী নিয়ে স্বপ্ন দেখত?
● একটি ডিসপেনসারি খুলবে
খ. বিদেশে যাবে
গ. সিনেমা বানাবে
ঘ. ব্যবসা করবে
আরও দেখো—SSC শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
নবম-দশম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা সাহিত্য বই থেকে একুশের গল্প mcq প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক সৃজনশীল, অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post