একুশের গান কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : ১৯৫৩ খ্রিষ্টাব্দে হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনে ‘একুশের গান’ প্রথম ছাপা হয়। এখানে ১৯৫২ খ্রিষ্টাব্দে সংঘটিত ভাষা-আন্দোলনে বাঙালি ছাত্র-জনতার আত্মোৎসর্গকে স্মরণ করা হয়েছে। ভাষা-আন্দোলনের রক্তদান কিছুতেই বিস্মৃত হওয়া যায় না। এখানে অন্যায়ভাবে গুলিবর্ষণকারী তৎকালীন পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে বাঙালি জাতির জাগ্রত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়েছে।
একুশের গান কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে নূর হোসেন শহিদ হয়েছেন। নিজের পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’—এটি লিখে তিনি প্রতিবাদ করেছিলেন।—উদ্দীপকের নূর হোসেনের সাথে ‘একুশের গান’ কবিতার কার মিল লক্ষ করা যায়?
ক. শহিদ ভাইয়ের
খ. ছেলেহারা মায়ের
গ. শিশুর
ঘ. হানাদার বাহিনীর
২. ‘একুশের গান’ কবিতায় ভাষা-আন্দোলন বর্ণিত হয়েছে কীভাবে?
ক. শহিদের মাধ্যমে
খ. মায়ের মাধ্যমে
গ. কবির বর্ণনায়
ঘ. মানুষের বর্ণনায়
৩. ‘পথে পথে ফোটে রজনীগন্ধা, অলকানন্দা যেন’—এই ‘অলকানন্দা’ কারা?
ক. মুক্তিবাহিনী
খ. ২১শে ফেব্রুয়ারির মিছিলগামী জনতা
গ. পুলিশ বাহিনী
ঘ. মিত্রবাহিনী
৪. ‘তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা’—‘তাহারা’ মূলত—
i. পাকিস্তানি শাসক
ii. পাকিস্তানি সৈন্য
iii. সাধারণ জনগণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. ‘একুশের গান’ প্রথম ছাপা হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ১৯৫২
খ. ১৯৫৩
গ. ১৯৫৪
ঘ. ১৯৫৫
৬. ‘একুশের গান’ কবিতায় ‘খুন’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. হত্যা
খ. রক্ত
গ. আঘাত
ঘ. মৃত্যু
৭. ‘একুশের গান’ কবিতায় কবির মতে বাঙালির ইতিহাস বৈশিষ্ট্য কেমন?
ক. ধূলি ধূসর
খ. বাঙ চোরা
গ. খুন রাঙা
ঘ. অতি কাল্পনিক
৮. ‘মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে।’—উদ্ধৃতাংশের ‘ওরা’ ‘একুশের গান’ কবিতায় কবির দৃষ্টিতে—
i. নাগিনীরা
ii. ক্ষ্যাপাবুনো
iii. আঁধারের পশু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯. ‘একুশের গান’ কবিতায় কেমন চাঁদের কথা বলা হয়েছে?
ক. পূর্ণিমা
খ. গোল
গ. বড়ো
ঘ. রাত জাগা
১০. ওরা মানুষের অন্ন-বস্ত্র কী করেছে?
ক. ফেলে দিয়েছে
খ. নষ্ট করেছে
গ. কেড়ে নিয়েছে
ঘ. পুড়িয়ে দিয়েছে
১১. ‘একুশের গান’ কবিতায় কবি কাদের জাগতে বলেছেন?
ক. নাগিনীদের
খ. রাক্ষসীদের
গ. ডাইনিদের
ঘ. সন্ন্যাসীদের
১২. ‘শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা’—এই ‘শিশু’ কারা?
ক. ভাষাশহিদরা
খ. মুক্তিযোদ্ধারা
গ. পাকিস্তানিরা
ঘ. নাগিনীরা
১৩. অলকানন্দা কী?
ক. একটি ফুলের নাম
খ. অশ্রুধারা
গ. কালবৈশাখী ঝড়
ঘ. ক্রোধের আগুন
১৪. কে হেসে চুমো খেয়েছিল?
ক. দিনের সূর্য
খ. রাত জাগা চাঁদ
গ. মা ছেলেকে
ঘ. সন্তান মাকে
১৫. ‘ডানপিটে শওকত’ কার লেখা?
ক. আবদুল গাফ্ফার চৌধুরী
খ. আল মাহমুদ
গ. সুফিয়া কামাল
ঘ. শামসুর রাহমান
একুশের গান কবিতার mcq প্রশ্নের উত্তর
১৬. ‘একুশের গান’ কবিতায় কবি কাদের জাগতে বলেছেন?
ক. নাগিনীদের
খ. রাক্ষসীদের
গ. অলকনন্দা
ঘ. বসুন্ধরা
১৭. ‘একুশের গান’ কবিতাটি কাদের স্মরণে লেখা হয়েছে?
ক. ভাষা-আন্দোলনের
খ. মুক্তিযোদ্ধাদের
গ. উনসত্তরের গণ-অভ্যুত্থানের
ঘ. নব্বইয়ের গণ-আন্দোলনের
১৮. ‘একুশের গান’ কবিতায় কবি বাংলার হাটে মাঠেঘাটে বাঁকে কোন শক্তির জাগরণ কামনা করেছেন?
ক. ক্ষাত্রশক্তি
খ. বাহ্যিক শক্তি
গ. সুপ্ত শক্তি
ঘ. বিদ্রোহী শক্তি
১৯. ‘একুশের গান’ কবিতায় কবি শিশু হত্যার বিক্ষোভে কেঁপে উঠতে কাকে আহ্বান জানিয়েছেন?
ক. ক্ষ্যাপা বুনোদের
খ. দামাল ছেলেদের
গ. কালবোশেখিদের
ঘ. বসুন্ধরাকে
২০. ‘একুশের গান’ কবিতায় পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে কী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়েছে?
ক. জাতীয় ঐক্য
খ. জাগ্রত প্রতিবাদ
গ. জাগ্রত প্রতিরোধ
ঘ. অবরোধ
২১. ‘এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো ক্ষ্যাপা বুনো।’—কবি এখানে ঝড় বলতে কী বুঝিয়েছেন?
ক. পালা বদলের অভ্যাস
খ. জালিমের অত্যাচার
গ. শোষকদের আক্রমণ
ঘ. আসন্ন বিপদ
২২. আব্দুল গাফফার চৌধুরীর জন্মসাল কত?
ক. ১৯৩২
খ. ১৯৩৩
গ. ১৯৩৪
ঘ. ১৯৩৫
২৩. ‘একুশের গান’ কবিতায় কী হত্যার বিক্ষোভে বসুন্ধরা কেঁপে উঠেছিল?
ক. সোনার ছেলে হত্যার
খ. ভাই হত্যার
গ. শিশু হত্যার
ঘ. বোন হত্যার
২৪. ‘একুশের গান কবিতায়’ কোন ঋতুর উল্লেখ আছে?
ক. বর্ষা
খ. শরৎ
গ. হেমন্ত
ঘ. শীত
২৫. ‘একুশের গান’ কবিতায় ‘কালবোশেখিরা’ হচ্ছে—
ক. ভাষাশহিদ
খ. জাগ্রত বাঙালি
গ. সন্তানহারা মা
ঘ. পাকিস্তানি শাসক
২৬. ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’—উদ্ধৃতাংশের সাথে সাদৃশ্যপূর্ণ কবিতা হচ্ছে—
ক. নারী
খ. একুশের গান
গ. জাগো তবে অরণ্য কন্যারা
ঘ. প্রার্থী
২৭. ‘ডানপিটে শওকত’ শিশুতোষ গ্রন্থটি কার লেখা?
ক. হুমায়ুন আজাদ
খ. বুদ্ধদেব বসু
গ. জীবনানন্দ দাশ
ঘ. আবদুল গাফফার চৌধুরী
২৮. কবি আবদুল গাফ্ফার চৌধুরী কীসের বিক্ষোভে নাগিনী কালবোশেখিদের জাগতে বলেছেন?
ক. বুদ্ধিজীবী হত্যার
খ. নারী হত্যার
গ. শিশু হত্যার
ঘ. কিশোর হত্যার
২৯. ‘একুশের গান’ কবিতায় পশু কথাটি উল্লেখ করা হয়েছে যে কারণে—
i. পশুর মতো মানুষ হত্যা করছে বলে
ii. মানুষ পশুর মতো আচরণ নকল করছে বলে
iii. মানুষ হত্যাকারীদের স্বভাব পশুর মতো বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. ‘একুশের গান’ কবিতার মাধ্যমে কবি আমাদের কোন চেতনাটি স্মরণ করিয়ে দিয়েছেন?
i. ভাষার দাবি প্রতিষ্ঠা
ii. ভাষাশহিদের স্মরণ
iii. আত্মত্যাগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরও দেখো—অষ্টম শ্রেণির বাংলা গল্প-কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা বই থেকে একুশের গান কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও বাংলা বইয়ের গল্প-কবিতার সৃজনশীল, জ্ঞানমূলক এবং বর্ণনামূলক সমাধানের জন্য উপরের লিংকটি অনুসরণ করো।
Discussion about this post