প্রতিবছর ফেব্রুয়ারি মাসের ২১ তারিখে শহীদ দিবস পালিত হয়। শহীদ দিবসে দেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন ছাত্র-ছাত্রীদের মাঝে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেসব অনুষ্ঠানে অনেক সময় একুশে ফেব্রুয়ারি সম্পর্কে ১০ টি বাক্য লিখতে বলা হয়।
শুধু শহীদ দিবসের দিন নয়। বরং, বিসিএস, সরকারি চাকরির লিখিত কিংবা ভাইভা পরীক্ষা, স্কুলের পরীক্ষায় কিংবা যেকোনো প্রতিযোগীতামূলক পরীক্ষাতে ভাষা আন্দোলন সম্পর্কে ১০ টি বাক্য বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে প্রশ্ন আসে। একুশে ফেব্রুয়ারি সম্পর্কে জানার মাধ্যমে আপনি আপনার পরীক্ষা প্রস্তুতি আরও দৃঢ় করতে পারবেন। সেই সাথে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে জানতে পারবেন।
আপনারা শিক্ষার্থী, ভর্তি পরীক্ষার্থী, চাকরি প্রার্থী যেই হোন না একুশে ফেব্রুয়ারি সম্পর্কে এই বাক্যগুলো জানার মাধ্যমে আপনি একুশে ফেব্রুয়ারি সম্পর্কে জানার মাধ্যমে নিজের জ্ঞানের পরিধি বাড়াবেন। সেই সাথে যেকোনো পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন।
একুশে ফেব্রুয়ারি সম্পর্কে ১০ টি বাক্য
১. একুশে ফেব্রুয়ারি বাংলাদেশী ও প্রতিটি বাংলা ভাষাভাষী মানুষের জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক।
২. ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখে ভাষার মর্যাদা রক্ষা করতে প্রাণ দিয়েছিলেন রফিক, শফিক, সালাম, বরকত ও জব্বারসহ আরও নাম না জানা অনেকেই।
৩. ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি যারা শহীদ হয়েছিলেন তাদের ফলে ১৯৫৬ সালে বাংলা তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়।
৪. ১৯৯৯সালের ১৭ই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
৫. ২০০০সাল থেকে বিশ্বব্যাপী একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
৬. একুশে ফেব্রুয়ারিতে রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে দেশের মানুষ তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং প্রভাতফেরি অনুষ্ঠিত হয়।
৭. একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণে দেশব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও প্রদর্শনী করা হয়।
৮. একুশে ফেব্রুয়ারি উপলক্ষে স্কুল কলেজগুলোতে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।
৯. একুশে ফেব্রুয়ারির দিন শহীদদের শ্রদ্ধার জন্য দেশব্যাপী সকল মানুষ শহীদ মিনারে ফুল প্রদর্শন করে।
১০. মাতৃভাষা কথা বলা মানুষের জন্মগত অধিকার। আমাদের মাতৃভাষা আমাদের থেকে কেড়ে নিতে চেয়েছিল পাকিস্তানিরা শাসকগোষ্ঠী।
উপসংহার
সকল বাংলাদেশী ও বাঙ্গালী জাতির কাছে একুশে ফেব্রুয়ারি স্মরণীয় দিন। তাই সকলেই একুশে ফেব্রুয়ারি সম্পর্কে ১০ টি বাক্য সকলেরই জানা উচিত। শুধু এই ১০টি বাক্য নয়। শহীদ দিবস সম্পর্কে প্রতিটি মানুষের জানা উচিত। উপরে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করি, যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে প্রশ্ন হলে সহজেই সেগুলোর উত্তর দিতে পারবেন।
আমরা আছি ফেসবুক ও ইউটিউবেও। এই লিংকে ক্লিক করে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেইজে।
Discussion about this post