এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম mcq : ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পূর্ব পাকিস্তান তথা বাংলার জনগণ পশ্চিম পাকিস্তানিদের দ্বারা নানাভাবে শোষিত ও নির্যাতিত হয়ে আসছিল। এদেশের মানুষ তাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তির জন্য ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৬-এর ছয় দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দেয় রাজপথে। হাজারো শহিদের রক্তের বিনিময়ে ধাপে ধাপে বাঙালি আদায় করে তার ন্যায্য অধিকার। তাই বাংলার ইতিহাসকে রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলা হয়েছে।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম mcq
১. ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ রচনাটির মূল প্রতিপাদ্য বিষয় হলো—
ক. ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান
খ. ১৯৫২ সালের ভাষা-আন্দোলন
গ. ১৯৭১-এর গণ-অভ্যুত্থান
ঘ. বাঙালিকে স্বাধীনতার চেতনায় জাগানো
২. ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ রচনাটি পড়ে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যা জানতে পারব—
ক. নিরবচ্ছিন্ন সাধনা ও আদর্শ
খ. চারিত্রিক দৃঢ়তা
গ. সত্যবাদী
ঘ. জ্ঞানী
৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিজ্ঞাবদ্ধ হন—
ক. যুদ্ধ করার
খ. স্বাধীন দেশ গড়ার
গ. জনগণকে জাগিয়ে তোলার
ঘ. জনগণকে মুক্ত করার
৪. ‘ওয়াপদা’ বলতে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ রচনায় বোঝানো হয়েছে—
i. ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি
ii. পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ
iii. পানি উন্নয়ন কর্তৃপক্ষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. ব্যারাক বলতে কোনটিকে বোঝায়?
ক. সেনানিবাস
খ. সেনাছাউনি
গ. সেনাকুঞ্জ
ঘ. সেনাবাহিনী
৬. বাঙালির প্রতিবাদী চেতনা ফুটে উঠেছে নিচের যেটিতে—
i. জয় বাংলা
ii. বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর
iii. জাগো জাগো বাঙালি জাগো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধু কোন ভাষায় ভাষণ দেন?
ক. ফারসি
খ. হিন্দি
গ. ইংরেজি
ঘ. বাংলা
৮. আইয়ুব খানের সামরিক শাসন কত বছর স্থায়ী হয়েছিল?
ক. ৫ বছর
খ. ৭ বছর
গ. ১০ বছর
ঘ. ১২ বছর
৯. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটি কত মিনিটের ছিল?
ক. ১৭
খ. ১৮
গ. ১৯
ঘ. ২০
১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মসাল কোনটি?
ক. ১৯২০
খ. ১৯২১
গ. ১৯২২
ঘ. ১৯২৩
১১. পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন বন্ধ ঘোষণা করা হয় কত তারিখে?
ক. ৩রা মার্চ
খ. ২রা মার্চ
গ. ১লা মার্চ
ঘ. ২৫শে ফেব্রুয়ারি
১২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ভাষণে কয় কোটি বাঙালির কথা বলেছেন?
ক. চার
খ. পাঁচ
গ. ছয়
ঘ. সাত
১৩. কত তারিখে হঠাৎ অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো?
ক. ১ তারিখে
খ. ২ তারিখে
গ. ৭ তারিখে
ঘ. ২৫ তারিখে
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও:
গণ-অভ্যুত্থানে সাফল্যের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকে বেরিয়ে আসেন। আয়োজন করা হয় এক সংবর্ধনা অনুষ্ঠানের। সেখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটে।
১৪. এখানে যে আন্দোলনের কথা বলা হয়েছে সেটি কবে সংঘটিত?
ক. ১৯৫২ সালে
খ. ১৯৬৬ সালে
গ. ১৯৬৯ সালে
ঘ. ১৯৯০ সালে
১৫. উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যটি কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়?
ক. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন
খ. ৫২-র ভাষা-আন্দোলন
গ. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ
ঘ. ৬৬-এর ছয় দফা আন্দোলন
১৬. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধু কোন ভাষায় ভাষণ দেন?
ক. ফারসি
খ. ইংরেজি
গ. হিন্দি
ঘ. বাংলা
১৭. পাকিস্তানের সামরিক একনায়ক ‘জেনারেল’ উপাধিটি কার ছিল?
ক. খাজা নাজিমউদ্দিনের
খ. ইয়াহিয়া খানের
গ. নুরুল আমিনের সরকারের
ঘ. আইয়ুব খানের
১৮. আরটিসি-এর পরিভাষা কী?
ক. গোপন বৈঠক
খ. বিরোধপূর্ণ বৈঠক
গ. সংসদীয় বৈঠক
ঘ. গোলটেবিল বৈঠক
১৯. আরটিসি-এর পূর্ণরূপ হলো—
ক. রাউন্ড টেবিল কনফারেন্স
খ. রাউন্ড টেবিল সেশন
গ. রাউন্ড টেবিল ক্যাটেগরি
ঘ. রাউন্ড টেবিল কর্ণার
২০. আইয়ুব খানের সামরিক শাসন কত বছর স্থায়ী হয়েছিল?
ক. ৫ বছর
খ. ৭ বছর
গ. ১০ বছর
ঘ. ১২ বছর
২১. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে কোন ভাষণের সঙ্গে তুলনা করা হয়?
ক. গেটিসবার্গ ভাষণ
খ. গান্ধীজির ভাষণ
গ. আব্রাহাম লিংকনের ভাষণ
ঘ. ওয়াশিংটনের ভাষণ
২২. ‘পদ্মা-মেঘনা-যমুনা, তোমার আমার ঠিকানা।’—স্লোগানটি বাংলার কোন আন্দোলনের সাথে সম্পর্কিত?
ক. ছয় দফা আন্দোলন
খ. অসহযোগ আন্দোলন
গ. গণ-অভ্যুত্থান
ঘ. রাষ্ট্রভাষা আন্দোলন
২৩. বঙ্গবন্ধু কী ধরনের হরতালের ডাক দিয়েছিলেন?
ক. শান্তিপূর্ণ
খ. লাগাতার
গ. ধ্বংসাত্মক
ঘ. সহিংস
২৪. কত সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচিত হয়?
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৪ সালে
২৫. কত সালে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন?
ক. ১৯৬৬
খ. ১৯৬৭
গ. ১৯৬৮
ঘ. ১৯৬৯
২৬. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটি কত মিনিটের ছিল?
ক. ১৭
খ. ১৮
গ. ১৯
ঘ. ২০
২৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মসাল কোনটি?
ক. ১৯২০
খ. ১৯২১
গ. ১৯২২
ঘ. ১৯২৩
২৮. ১৯৬৯ সালের আন্দোলনে কার পতন হয়েছিল?
ক. ইয়াহিয়া খানের
খ. ভুট্টোর
গ. আইয়ুব খানের
ঘ. টিক্কা খানের
২৯. ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করে কোন দল?
ক. মুসলিম লীগ
খ. যুক্তফ্রন্ট
গ. বামফ্রন্ট
ঘ. ঐক্যজোট
৩০. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
ক. ১৯৬৮
খ. ১৯৬৯
গ. ১৯৭১
ঘ. ১৯৭২
আরও দেখো—অষ্টম শ্রেণির বাংলা গল্প-কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা বই থেকে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম mcq প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও বাংলা বইয়ের গল্প-কবিতার সৃজনশীল, জ্ঞানমূলক এবং বর্ণনামূলক সমাধানের জন্য উপরের লিংকটি অনুসরণ করো।
Discussion about this post