জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের এসএমই ও ক্ষুদ্র অর্থায়ন সাজেশন pdf সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: এসএমই ও ক্ষুদ্র অর্থায়ন, বিষয় কোড: ২৪২৪১৩।
এসএমই ও ক্ষুদ্র অর্থায়ন সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. SME-এর পূর্ণরূপ লিখ।
উত্তর : SMEহচ্ছে এমন সংগঠন যার সর্বোচ্চ কর্মীর সংখ্যা ২৫-৫০ এবং যার বার্ষিক স্থায়ী সম্পদের পরিমাণ ৫০,০০০ – ১০,০০,০০,০০০ টাকা।
২. আনুষ্ঠানিক এম.এফ.আই -এর পূর্ণরূপ লিখ।
উত্তর : আনুষ্ঠানিক এম.এফ.আই -এর পূর্ণরূপ- Micro Finance Institutions.
৩. ক্ষুদ্র অর্থায়ন কি?
উত্তর : ক্ষুদ্র অর্থায়ন বলতে ক্ষুদ্র পরিসরে অর্থ জমানো ও ঋণ কার্যক্রমকে বুঝায়। গ্রামীণ নগরায়ন এলাকায় একক ব্যক্তি বিশেষ এবং স্থানীয় নি¤œ আয়ের জনগোষ্ঠীর দ্বারা এ কার্যক্রম ব্যাপৃত হয়ে থাকে।
৪. NGO-এর পূর্ণরূপ লিখ।
উত্তর : Non-Government Organisation.
৫. গ্রাম্য ব্যাংকিং কি?
উত্তর : Village Banking পদ্ধতিটি উদ্ভাবন করে Foundation for International community Assistance (FINCA) নামক মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান। সময়ে সাথে সাথে সদস্যদের সঞ্চয়, শেয়ার মূলধন এবং গচ্ছিত সুদের কারণে village banking এর মূলধন নির্ণয়ে বাহ্যিক তহবিলের প্রয়োজন পড়ে না।
৬. MRA – এর পূর্ণরূপ লিখ।
উত্তর : MRA -এর পূর্ণরূপ – Microcredit Regulatory Authority.
৭. ক্ষুদ্র অর্থায়নের প্রধান সুবিধাভোগী কারা?
উত্তর : নিম্ন আয়ের জনগোষ্ঠী।
৮. MC2 মডেলের সংজ্ঞা দাও।
উত্তর : জাতিগত নীতি ও রীতি সামঞ্জস্য বজায় রেখে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন যে ক্ষুদ্র ব্যাংকিং প্রতিষ্ঠান দ্বারা সংসঠিত হয়ে থাকে তাকে MC2 মডেল বলে।
৯. ব্র্যাক-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ফজলে হাসান আবেদ।
১০. ক্ষুদ্র অর্থায়নের সুদের হার ব্যাংক সুদের হার হতে বেশি। সত্য/মিথ্যা।
উত্তর : সত্য।
১১. গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর : গ্রামীণ ব্যাংক ১৯৮৩ সালের ২রা অক্টোবর বাংলাদেশ সরকারের অনুমতি ক্রমে তার কার্যক্রম শুরু করে।
১২ ক্ষুদ্র অর্থায়নের দুটি চ্যালেঞ্জ-এর নাম উল্লেখ কর।
উত্তর : ক্ষুদ্র অর্থায়নের উন্নয়নের জন্য দুটি চ্যালেন্স আছে। যথা-১. নির্ধারিত সময়ে উন্নয়নের ধারণ ক্ষমতার প্রোগ্রাম। ২. ক্ষুদ্র অর্থায়নের প্রোগ্রামসমূহকে পাইলট প্রক্রিয়া এবং নির্ধারিত পর্যায় পৌঁছানো যায়।
১৩. ক্ষুদ্র ঋণ কি?
উত্তর : দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র আয়ের জনগোষ্ঠীকে আর্থিক সুবিধা যে ঋণের মাধ্যমে দেয়া হয় তাকে ক্ষুদ্র ঋণ বলা হয়।
১৪. SME এর দুইটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : ১. সীমিত ব্যবসায় ইউনিটসমূহ ২. সমান প্রতিষ্ঠানিক কাঠামো।
১৫. এসএমই ফাউন্ডেশন কি?
উত্তর : জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন, নারী ও দরিদ্র্য বিমোচনেই হলো এসএমই ফাউন্ডেশন।
১৬. MFI – এর পূর্ণরূপ কি?
উত্তর : MFI -এর পূর্ণরূপ Micro Finance Institutions.
১৭. চক্রবৃদ্ধি সুদ কি?
উত্তর : ভবিষ্যৎ মূল্য নির্ধারণের প্রক্রিয়াকে চক্রবৃদ্ধি সুদ বলে।
১৮. পরিমাণ বাচক কৌশল কাকে বলে?
উত্তর : যে পদ্ধতি সংখ্যাবাচক উপস্থাপনা করা যায় তাকে পরিমাণবাচক কৌশল বলে।
১৯. BRAC এর পূর্ণরূপ লিখ।
উত্তর : BRAC এর পূর্ণরূপ হলো Bangladesh Rural Advancement Committee.
২০. গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হলো ড. মুহাম্মদ ইউনুস।
২১. MFA – এর পূর্ণরূপ লিখ।
উত্তর : MFA -এর পূর্ণরূপ – Material Funding Allocation.
২২. ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কত?
উত্তর : ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা হবে অন্যুন দুইজন নারী সদস্যসহ অন্যূন ৫ এবং অনুর্ধ্ব ১০।
২৩. এনজিওর তিনটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : (ক) অনুদানের মাধ্যমে পরিচলিত (খ) অমুনাফাভিত্তিক ও (গ) মানবসেবা।
২৪. মূলধন কি?
উত্তর : সাধারণ অর্থে মূলধন বলতে টাকা-পয়সা বা ব্যবসায়ে নিয়োজিত অর্থকে বুঝায়। কিন্তু অর্থনীতিতে মূলদন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পনুরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয়।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. এসএমই’র চারটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
২. ক্ষুদ্র অর্থায়ন ও ক্ষুদ্র ঋণের পার্থক্য লিখ।
৩. বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎসসমূহ লিখ।
৪. ব্র্যাক-এর চারটি অনার্থিক কার্যাবলি লিখ।
৫. বেনিফিশিয়ারি স্কুল অফ থটস-এর সংজ্ঞা দাও।
৬. গ্রুপভিত্তিক ঋণ ও ব্যক্তি ঋণের মধ্যে পার্থক্য কর।
৭. ক্ষুদ্র অর্থায়নের কার্যাবলি সংক্ষেপে আলোচনা কর।
৮. পোভার্টি লেনডিং এ্যাপ্রোচ বলতে কি বোঝায়?
৯. ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ বলতে কি বুঝায়? উদাহরণসহ ব্যাখ্যা কর।
১০. মাইক্রো ক্রেডিট এর চারটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
১১. ফরমাল ক্রেডিট মার্কেট বলতে কি বুঝায়? উদাহরণসহ ব্যাখ্যা কর।
১২. MC2 মডেলের চারটি সীমাবদ্ধতা উল্লেখ কর।
১৩. মাইক্রো ফাইন্যান্সের মার্কেট প্লেয়ার বলতে কাদেরকে বুঝায়? উদাহরণসহ ব্যাখ্যা কর।
১৪. মাইক্রো ফাইন্যান্স সংক্রান্ত চারটি থিওরী উল্লেখ কর।
১৫. Grameen group based lending model এর চারটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
১৬. Interest free micro investment model এর চারটি সুবিধা উল্লেখ কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ক্ষুদ্র অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে-ব্যাখ্যা কর।
২. “এন জিওসমূই বাংলাদেশে ক্ষুদ্র ঋণের প্রবর্তক” -ব্যাখ্যা কর।
৩. (ক) আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক এমএফআই-এর মিশন ও ভিশনগুলো বিবৃত কর।
(খ) এসএমই ফাউন্ডেশন-এর কাজগুলো লিখ।
৪. (ক) গ্রামীণ ব্যাংক মডেল-এর পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
(খ) গ্রামীণ ব্যাংক মডেলের পদ্ধতিগুলো আলোচনা কর।
৫. এসএমই-এর জন্য মূলধনের উৎসমূহ বর্ণনা কর।
৬. (ক) এসএমই এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের উন্নয়নে নিয়ন্ত্রণযোগ্য প্রয়োজনীয় শর্তসমূহ বর্ণনা কর।
(খ) বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র অর্থায়নের সরকারি নিয়মনীতিগুলো লিখ।
৭. (ক) সুদমুক্ত ক্ষুদ্র বিনিয়োগ মডেল কাকে বলে?
(খ) বাংলাদেশে প্রচলিত ইসলামি ব্যাংকের সুদমুক্ত ঋণের পদ্ধতিগুলো আলোচনা কর।
৮. বাংলাদেশে ক্ষুদ্র অর্থায়নে প্রধান বাধাসমূহ বর্ণনা কর।
৯. (ক) ফরমাল এবং ইনফরমাল রুরাল মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন বলতে কি বুঝায়?
(খ) এসএমই ফাউন্ডেশন এর পাঁচটি কার্যাবলি উল্লেখ কর।
১০. বাংলাদেশে ক্ষুদ্র ঋণ বিস্তারে সরকারের ভূমিকা আলোচনা কর।
১১. (ক) বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণের পাঁচটি প্রভাব উল্লেখ কর।
(খ) Village Banking Model-এর পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
১২. (ক) বাংলাদেশে মাইক্রো ক্রেডিট কর্মসূচির পাঁচটি সীমাবদ্ধতা উল্লেখ কর।
(খ) মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে ডিমান্ড এন্ড সাপ্লাই বলতে কি বুঝায়? উদাহরণসহ ব্যাখ্যা কর ।
১৩. (ক) বাংলাদেশের গ্রামীণ দারিদ্র বিমোদনে এনজিও এর ভূমিকা বর্ণনা কর।
(খ) আইবিবিএল এর পাঁচটি অসুবিধা উল্লেখ কর।
১৪. (ক) ক্ষুদ্র ঋণ পরিচালনা পর্ষদের কাঠামো দেখাও।
(খ) এনজিও হিসেবে ব্রাকের পাঁচটি কার্যাবলি উল্লেখ কর।
১৫. বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যসার প্রসারে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা আলোচনা কর।
১৬. ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান পরিচালনায় গজঅ এর ভূমিকা আলোচনা কর।
আরো দেখো : ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের ফিন্যান্স এন্ড ব্যাংকিং ব্যবসায় গবেষণা পদ্ধতি pdf সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post