এসএসসি ২০২৫ অভাগীর স্বর্গ mcq : আজ কোর্সটিকায় আমরা এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের জন্য অভাগীর স্বর্গ mcq আলোচনা করতে চলেছি। তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছো, তাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্নগুলোে খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতই তোমরা এ প্রশ্নগুলো উত্তরসহ পেয়ে যাবে।
সর্বশেষ NCTB পূর্ণাঙ্গ সিলেবাস, বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টপ স্কুলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এ সাজেশনটি প্রস্তুত করেছি। এ প্রশ্নগুলো অনুশীলন করলেই তোমরা নিশ্চিতভাবে ১০০% কমন পেয়ে যাবে। তোমাদের এসএসসি ২০২৫ পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশনই পর্যায়ক্রমে উত্তরসহ প্রকাশ করা হবে।
এসএসসি ২০২৫ অভাগীর স্বর্গ mcq
১. ‘অভাগীর স্বর্গ’ গল্পে ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীর মৃত্যু হয় কত দিনের জ্বরে?
ক. দুই
খ. সাত
গ. দশ
ঘ. চার
২. “ক্যাঙলার মার মত সতী-লক্ষ্মী আর দুলে-পাড়ায় নেই।”— কথাটি কে বলেছিল?
ক. বিন্দির মা
খ. বিন্দির পিসি
গ. রাখালের মা
ঘ. রাখালের পিসি
৩. কাছারিবাড়ি থেকে কাঙালীকে কে গলাধাক্কা দিয়ে বের করে দেয়?
ক. অধর রায়
খ. পাঁড়ে
গ. ঠাকুরদাস
ঘ. রসিক দুলে
৪. ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীর মৃত্যুর পর লাশের পায়ে আলতা পরিয়ে দিয়েছিল কারা?
ক. ছেলেরা
খ. মেয়েরা
গ. ছেলের বৌ
ঘ. কাজের মেয়ে
৫. কাঙালীর মা শবযাত্রার পেছন পেছন কোথায় গেল?
ক. ঠাকুরদাস মুখুয্যের বাড়ি
খ. নদীর ঘাটে
গ. শ্মশানঘাটে
ঘ. হাটে
৬. ‘অভাগীর স্বর্গ’ গল্পে বর্ণিত শ্মশানঘাট কোন নদীর তীরে অবস্থিত?
ক. হুগলী নদী
খ. পদ্মা নদী
গ. গরুড় নদী
ঘ. মেঘনা নদী
৭. কাঙালীর মা শ্মশানঘাটে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের কাছে যেতে পারল না কেন?
ক. স্বামী পরিত্যক্তা হওয়ায়
খ. শারীরিকভাবে অসুস্থ থাকায়
গ. স্নান না করায়
ঘ. ছোট জাতের হওয়ায়
৮. ‘অভাগীর স্বর্গ’ গল্পে বর্ণিত কাঙালীর বয়স কত?
ক. আট-নয় বছর
খ. দশ-এগারো বছর
গ. বার-তেরো বছর
ঘ. চৌদ্দ-পনেরো বছর
৯. বামুন মা রথে চড়ে কোথায় যাচ্ছে বলে অভাগী মনে করে?
ক. শ্বশুরবাড়ি
খ. স্বর্গে
গ. নরকে
ঘ. ভিনদেশে
১০. অভাগী শ্মশানঘাটে কাঙালীর কথায় লজ্জা পেল কেন?
ক. বামুন গিন্নির শব দেখতে আসায়
খ. পরের জন্য শ্মশানে দাঁড়িয়ে অশ্রুপাত করায়
গ. ভাত রান্না না করায়
ঘ. আঁচলে বেগুন নিয়ে শব দর্শন করায়
১১. অভাগীর বাবার পেশা কী ছিল?
ক. নৌকা বাওয়া
খ. ক্ষেতে কাজ করা
গ. নদীতে মাছ ধরা
ঘ. পালকি বহন করা
১২. অভাগীর স্বামীর নাম কী ছিল?
ক. অধর রায়
খ. রসিক বাঘ
গ. ঠাকুরদাস
ঘ. নারায়ণ দুলে
১৩. ‘অভাগীর স্বর্গ’ গল্পটিতে সঙ্গতিপন্ন শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অর্থ-সম্পদের অধিকারী অর্থে
খ. সঙ্গতিপূর্ণ অর্থে
গ. দুৰ্গতি অর্থে
ঘ. সন্দেহযুক্ত অর্থে
১৪. ‘অভাগীর স্বর্গ’ গল্পে ব্যবহৃত ‘অন্তরীক্ষ’ অর্থ কী?
ক. অন্তর
খ. বৃক্ষ
গ. আকাশ
ঘ. বাতাস
১৫. ‘অভাগীর স্বর্গ’ গল্প কোন গ্রন্থটি থেকে সংকলিত হয়েছে?
ক. রামের সুমতি
খ. পল্লিসমাজ
গ. পথের দাবী
ঘ. শরৎ সাহিত্যসমগ্র
১৬. ‘শরৎ সাহিত্যসমগ্র’ গ্রন্থটি সম্পাদনা করেছেন কে?
ক. সুকুমার রায়
খ. সুকুমার সেন
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. প্রমথ চৌধুরী
১৭. ‘অভাগীর স্বর্গ’ গল্পে কাঙালী কিসের অভাবে মায়ের সৎকার করতে পারেনি?
ক. আলতার অভাবে
খ. কাঠের অভাবে
গ. পুরোহিতের অভাবে
ঘ. আগুনের অভাবে
১৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
ক. বিহারে
খ. হুগলিতে
গ. মেদিনীপুরে
ঘ. কলকাতায়
১
৯. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বার্মা থেকে কলকাতায় ফিরে আসেন কত সালে?
ক. ১৯১৪ সালে
খ. ১৯১৫ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯১৭ সালে
২০. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জগত্তারিণী পদক লাভ করেন?
ক. ১৯২০ সালে
খ. ১৯২১ সালে
গ. ১৯২২ সালে
ঘ. ১৯২৩ সালে
২১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯৩৬ সালে কোন বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি লাভ করেন?
ক. কলকাতা বিশ্ববিদ্যালয়
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
গ. কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়
ঘ. আলীগড় বিশ্ববিদ্যালয়
২২. কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত গ্রন্থ?
ক. শেষ প্ৰশ্ন
খ. শেষ লেখা
গ. শেষের কবিতা
ঘ. মানসী
২৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯২০ সালে
খ. ১৯৩৬ সালে
গ. ১৯৩৮ সালে
ঘ. ১৯৪০ সালে
২৪. ‘অভাগীর স্বর্গ” গল্পে বর্ণিত ঠাকুরদাস মখুয্যের কয় ছেলে?
ক. এক ছেলে
খ. দুই ছেলে
গ. তিন ছেলে
ঘ. চার ছেলে
২৫. ‘অভাগীর স্বর্গ” গল্পে বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় কিসের কারবার করে সম্পদশালী হয়েছেন?
ক. ধানের কারবার
খ. পাটের কারবার
গ. সবজির কারবার
ঘ. গমের কারবার
২৬. ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীর মৃত্যুর পর বাড়িতে উৎসবের পরিবেশ তৈরি হলো কেন?
ক. এই মৃত্যুতে সবাই খুশি হয়েছিল বলে
খ. অনেক লোকের সমাগম হওয়ায়
গ. মৃত ব্যক্তি খারাপ লোক ছিল বলে
ঘ. মৃত্যুশোক শক্তিতে পরিণত হয়েছিল বলে
২৭. শ্মশানঘাটে চিতার ওপর শব স্থাপন করা হলে কী দেখে কাঙালীর মায়ের চোখ জুড়িয়ে গেল?
ক. আলতারাঙা পা দেখে
খ. চিতার সৌন্দর্য দেখে
গ. চিতার ব্যাপ্তি দেখে
ঘ. পুরোহিতের মন্ত্রপাঠ দেখে
২৮. অভাগী মৃত্যুর পর কার হাতের আগুন পাওয়ার আকাঙ্ক্ষা করে?
ক. রসিক বাঘের
খ. কাঙালীর
গ. অধরের
ঘ. ঠাকুরদাস মুখুয্যের
২৯. কাঙালীর মা চিতার ধোঁয়ার মধ্যে কী দেখতে পেল?
ক. শিবের ধক
খ. ছোট একটা রথ
গ. স্বর্গের ছায়া
ঘ. প্রকাণ্ড এক দেবদূত
৩০. কাঙালী সবেমাত্র কিসের কাজ শিখতে আরম্ভ করেছে?
ক. চাষবাসের কাজ
খ. মাছ ধরার কাজ
গ. বেতের কাজ
ঘ. মৃৎশিল্পের কাজ
৩১ . কাঙালী বহুকাল যাবৎ মায়ের কোল ছেড়ে বাইরের সঙ্গী-সাথিদের সাথে মেশার সুযোগ পায়নি কেন?
ক. মায়ের নিষেধ থাকায়
খ. ছোট জাতের ছেলে হওয়ায়
গ. শারীরিকভাবে রুগ্ণ থাকায়
ঘ. সমাজে একঘরে হওয়ায়
৩২. কাঙালী শিশুকাল থেকে কাকে বিশ্বাস করতে শিখেছে?
ক. রসিক বাঘকে
খ. অভাগীকে
গ. বামুন মাকে
ঘ. নাপতে-বৌদিকে
৩৩. অভাগী ছেলেকে রূপকথার গল্প বলতে গিয়ে কিসের গল্প শুরু করে?
ক. নিজের ছোটবেলার কথা
খ. কাঙালীর বাবার কথা
গ. শ্মশান ও শ্মশানযাত্রার কাহিনি
ঘ. দুলে সম্প্রদায়ের কাহিনি
৩৪. অভাগী শ্মশানঘাটে দেখা আকাশজোড়া ধোঁয়াকে কী মনে করে?
ক. নরকের আগুন
খ. যমদূত
গ. স্বর্গের রথ
ঘ. স্বর্গের বৃক্ষ
৩৫. অভাগী মৃত্যুর পর কার হাতের আগুনের প্রত্যাশী?
ক. রসিক বাঘের
খ. জমিদারের
গ. ঠাকুরদাস মুখুয্যের
ঘ. কাঙালীর
৩৬. অভাগী মৃত্যুর সময় তার স্বামীকে ডেকে আনার কথা বলেছে কেন?
ক. পায়ের ধুলা নেওয়ার জন্য
খ. কাঙালীর ভরণপোষণের জন্য
গ. বিচার করার জন্য
ঘ. সৎকার করার জন্য
৩৭. কাঙালী ঘটি বাঁধা দিয়ে কী করল?
ক. মায়ের জন্য খাবার কিনল
খ. কবিরাজকে প্রণামী দিল
গ. মৃতদেহ সৎকারের কাঠ কিনল
ঘ. জমিদারকে খাজনা দিল
৩৮. কাঙালী ভালো করে ভাত রাঁধতে পারল না কেন?
ক. চুলায় আগুন না থাকায়
খ. মায়ের মৃত্যু শোকে
গ. রান্না না জানার কারণে
ঘ. অতিরিক্ত ধোঁয়ার কারণে
৩৯. বাবাকে ডেকে ফেরার পথে কাঙালীকে তার মা কী আনতে বলেছিল?
ক. ওষুধ
খ. চাল-ডাল
গ. আলতা
ঘ. সিঁদুর
৪০. অভাগী কাঙালীকে কোথা থেকে আলতা আনার কথা বলেছে?
ক. বাজার থেকে
খ. মুখুয্যেবাড়ি থেকে
গ. রসিক বাঘের কাছ থেকে
ঘ. নাপতে-বৌদির কাছ থেকে
৪১. রসিক দুলে কাঙালীর ডাকে বাড়িতে এসে অভাগীকে কী অবস্থায় পেল?
ক. সুস্থ-সবল
খ. মৃত
গ. মুমূর্ষু
ঘ. হাস্যোজ্জ্বল
৪২. অভাগীর শয্যাপাশে রসিক দুলেকে কে পায়ের ধুলো দিতে বলল?
ক. কাঙালী
খ. ঠাকুরদাস মুখুয্যে
গ. রাখালের মা
ঘ. বিন্দির পিসি
৪৩. রসিক দুলে অভাগীকে পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল কেন?
ক. অনুশোচনার কারণে
খ. দীর্ঘদিন পর বাড়ি ফেরায়
গ. নিজের গুরুত্ব বোঝার আনন্দে
ঘ. শাস্তি পাওয়ার কথা ভেবে
৪৪. “এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে, ও আমাদের দুলের ঘরে জন্মালে কেন।” ‘অভাগীর স্বর্গ’ গল্পে কথাটি কে বলেছে?
ক. রসিক দুলে
খ. বিন্দির পিসি
গ. রাখালের মা
ঘ. নাপতে-বৌদি
৪৫. ‘অভাগীর স্বর্গ’ গল্পে কোথায় একটা বেলগাছ থাকার কথা উল্লেখ রয়েছে?
ক. মুখুয্যেবাড়িতে
খ. অভাগীর কুটির প্রাঙ্গণে
গ. জমিদারবাড়ির উঠানে
ঘ. বিন্দির পিসির বাড়ি
৪৬. অভাগীর সৎকারের জন্য কে কুড়াল চেয়ে এনে বেলগাছ কাটতে গেল?
ক. কাঙালী
খ. জমিদারের দারোয়ান
গ. ঠাকুরদাস
ঘ. রসিক দুলে
৪৭. জমিদারের দারোয়ান রসিক দুলের গালে সশব্দে চড় মারল কেন?
ক. খাজনা না দেওয়ায়
খ. অভাগীকে পায়ের ধুলো দেওয়ায়
গ. অনুমতি ছাড়া বেলগাছ কাটতে যাওয়ায়
ঘ. ছোট জাতের মানুষ হওয়ায়
৪৮. কাঙালীদের কুটির প্রাঙ্গণের বেলগাছটি কে পুঁতেছে?
ক. অভাগী
খ. রসিক দুলে
গ. কাঙালী
ঘ. জমিদার
৪৯. হিন্দুস্তানি দারোয়ান কাঙালীকে মারতে গিয়েও মারল না কেন?
ক. রসিক দুলের ভয়ে
খ. কাঙালী ছোট হওয়ায়
গ. অশৌচের ভয়ে
ঘ. জমিদারের নিষেধে
৫০. কাঙালীদের গ্রামে জমিদারের কাছারির কর্তা কে?
ক. ঠাকুরদাস মুখুয্যে
খ. অধর রায়
গ. ভট্টাচার্য মহাশয়
ঘ. মুখোপাধ্যায় মহাশয়
এসএসসি-২০২৫ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ অভাগীর স্বর্গ mcq নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post