প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, পরীক্ষার জন্য তোমাদের হাতে আর অল্প সময় আছে। এ সংক্ষিপ্ত সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতির লক্ষ্যে আজ আমরা এসএসসি ইতিহাস টেস্ট পেপার ২০২৫ শেয়ার করছি। আজকের এই টেস্ট পেপারটি ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে তৈরি করা হয়েছে। যেখানে তোমরা নৈর্বাচনিক বিষয়সমূহের ওপরে শেষ মুহূর্তের পরীক্ষা প্রস্তুতি খুব ভালোভাবেই নিতে পারবে।
এসএসসি ইতিহাস টেস্ট পেপার ২০২৫
১. রাজা অতীতের ঘটনাবলি সম্পর্কিত বই পড়তে পছন্দ করে। সে ভারত উপমহাদেশের বিভিন্ন তথ্য নিয়ে লেখা একটি বই পড়ে। বইটি পড়ে সে এ উপমহাদেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কিত আরেকটি বই কিনতে উৎসাহী হয়।
ক. কোন শব্দ থেকে ‘History’ শব্দটির উৎপত্তি হয়েছে?
খ. ইতিহাস সত্য ঘটনা উপস্থাপন করে-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে রাজার পঠিত বইটিতে ইতিহাসের কোন জাতীয় উপাদানের বর্ণনা স্থান পেয়েছে?
ঘ. রাজার পড়া বইটিতে ইতিহাসের যে ধরনের উপাদান স্থান পেয়েছে ইতিহাস রচনার জন্য কি তা যথেষ্ট? মতামত দাও।
২. আকাশ তার বাবার সাথে একটি শহর দেখতে বের হলো। শহরটির চারদিক প্রাচীর দ্বারা সুরক্ষিত। শহরের ভিতর দিয়ে চলে গেছে পাকা রাস্তা। রাস্তাগুলো ছিল সোজা। অপরদিকে তার বন্ধু তমাল প্রাচীন বিশ্বসভ্যতার ম্যাগাজিন পড়তে গিয়ে ‘ক’ অঞ্চলের জীবনব্যবস্থা সম্পর্কে অবগত হয়। সে ম্যাগাজিনে জানতে পারে ‘ক’ অঞ্চলের লোকেরা বর্ণমালা আবিষ্কার করেন। ভাষ্কর্য ও স্থাপত্যের ক্ষেত্রেও তারা উল্লেখযোগ্য অবদান রাখে।
ক. মিশরীয়দের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্যের নাম কি?
খ. পিরামিড কি? ব্যাখ্যা কর।
গ. আকাশের দেখা শহরের সাথে পাঠ্যবইয়ের কোন সভ্যতার বৈশিষ্ট্যের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তমালের ম্যাগাজিন ‘ক’ অঞ্চলের প্রাচীন সভ্যতাটি ভাস্কর্য ও
স্থাপত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছিল? তুমি কি উক্তিটির সাথে একমত? মতামত দাও।
৩. সাবিনা তার চাচার সাথে শালবন বিহারে বেড়াতে যায়। সেখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে সে মুগ্ধ হয়। সে জানতে পারে যে এটি একটি প্রাচীন সভ্যতার নিদর্শন।
ক. শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল?
খ. জনপদ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাবিনা প্রাচীন কোন জনপদ দেখতে যায়- ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উক্ত জনপদটিই প্রাচীন বাংলার সবচেয়ে উন্নত জনপদ- উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৪. বৈদিক যুগের শেষে আর্যরা বাংলায় আগমন করে। পুরনো ভাষাকে সংস্কার করে সংস্কৃত এবং পরবর্তীতে বাংলা ভাষার সৃষ্টি। এসময় বাংলা ভাষার প্রাচীন নিদর্শন পাওয়া যায় নেপাল হতে সংগৃহীত একটি গ্রন্থে।
ক. চাষ করা যায় এমন উর্বর জমিকে কী বলা হতো?
খ. পাহাড়পুরের বৌদ্ধবিহারের বর্ণনা দাও।
গ. নেপালে প্রাপ্ত গ্রন্থটির নাম উল্লেখসহ প্রাচীন বাংলায় বাংলা ভাষার উদ্ভব বিকাশ সম্পর্কে বর্ণনা দাও।
ঘ. বাংলা ভাষা সাহিত্যে উক্ত গ্রন্থের প্রভাব কতটুকু ছিল বলে তুমি মনে কর- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
৫. ‘ক’ নামক একজন সেনাপতি সিংহাসন দখল করে স্বাধীন ‘খ’ রাজ্য গড়ে তোলেন। তিনি তাঁর দুধ ভাইকে হত্যা করে বিশেষ দুই রাজ্যের ভূখণ্ডকে একত্রিত করে নতুন জাতীয়তাবাদের সৃষ্টি করেন।
ক. বাংলায় খলজি শাসকদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন?
খ. কার শাসনামলকে এবং কেন বাংলার ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়
গ. উদ্দীপকের শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শাসককে কেন বাঙালি জাতীয়তাবাদের স্রষ্টা বলা হয়? মূল্যায়ন কর।
৬. হামিদ সাহেব রাজশাহীতে ব্যবসায় করেন। নওগাঁয় তার ৫০০ বিঘা জমি আছে। জমিজমা দেখার জন্য তিনি কিছু কর্মচারী নিয়োগ দেন। তারা প্রতিবছর ইজারার টাকা আদায় করতে গিয়ে কৃষকদের ওপর নির্যাতন করে। ফলে কৃষকরা জমি চাষ করতে চায় না। তাই তিনি জমি-জমা ১৫ বছরের জন্য ইজারা দেন। পরে তারাই জমির স্থায়ী মালিক হন।
ক. ভাস্কো-ডা-গামা কোন দেশের নাবিক?
খ. অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ঘটনা ব্রিটিশ ভারতের কোন ঘটনার প্রতিচ্ছবি- ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উক্ত ইজারা ব্যবস্থা বাংলার কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ছিল- তোমার মতামত দাও।
৭. জনাব রাশেদ একজন ধার্মিক ব্যক্তি হিসেবে তার এলাকায় সংস্কার আন্দোলন শুরু করেন। এ লক্ষ্যে তিনি সমাজ থেকে সবধরনের অনৈসলামিক কর্মকাণ্ড দূরীকরণের চেষ্টা করেন। জমিদারদের অত্যাচার থেকে মুসলিম কৃষকদের রক্ষার চেষ্টা করেন। পরবর্তীতে তাঁর ছেলে এ আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন।
ক. ‘নীলদর্পণ’ নাটকের রচয়িতার নাম কী?
খ. রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের রূপকার বলা হয় কেন?
গ. জনাব রাশেদের সংস্কার আন্দোলনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মনীষীর সংস্কার আন্দোলনের মিল আছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, উক্ত আন্দোলন পরবর্তীকালে সাংগঠনিক দুর্বলতার কারণে ব্যর্থ হয়? তোমার উত্তরে মতামত দাও।
৮. ছোট দেশ কিউবাতে ‘ক’ ও ‘খ’ দুটো অংশ আছে। ‘ক’ অংশ তুলনামূলক উন্নত ছিল, এখানে শিক্ষা, বাণিজ্য, জীবনমান সবই উন্নত ছিল। অপরদিকে ‘খ’ অংশ খুবই পিছিয়ে পড়েছিল। এ কারণে কিউবার শাসক সিদ্ধান্ত নিলেন ক ও খ অংশকে পুরোপুরি ভাগ করে পৃক ইউনিট গঠন করবেন। যদিও সেই অত্যাচারী শাসকের এর পেছনে গোপন উদ্দেশ্য ছিল।
ক. বেঙ্গল প্যাক্ট কবে স্বাক্ষরিত হয়?
খ. লাহোর প্রস্তাব করতে কি বোঝায়?
গ. উদ্দপিকে ‘ক’ ও ‘খ’ অংশের বিভক্তি বাংলার কোন ঘটনাকে নির্দেশ করছে? বর্ণনা কর।
ঘ. এই বিভাজন শাসকের কোন নীতির প্রতিফলন ছিল? তোমার মতামত প্রদান কর।
৯. রাভিনা মা-বাবার সাথে জাপান বেড়াতে যায়। সে জাপানের একটি স্কুলে ২১ ফেব্রুয়ারি তারিখে বিশেষ অনুষ্ঠান পালন করতে দেখে। এতে সে অনেকটা অবাক হয়ে তার বাবাকে এ বিষয়ে করে। মেয়ের প্রশ্নের উত্তর দিয়ে বাবা তার কৌতুহল মিটিয়ে দেন।
ক. কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব বঙ্গে মুসলিম লীগ একটি নাম সর্বস্ব দলে পরিণত হয়?
খ. বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও পূর্ববঙ্গে যুক্তফ্রণ্ট মন্ত্রিসভা বাতিল করে গভর্নরের শাসন জারি করা হয় কেন?
গ. রাভিনার প্রশেড়বর কী উত্তর দিলে তার বাবার পক্ষে তার কৌতূহল মেটানো সম্ভব?
ঘ. বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে ২১ ফেব্রুয়ারি পালন রাভিনাকে কৌতূহলী করে কেন? তোমার মতামত দাও।
১০. ১৯৭১ সালের ২৫ শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করলে বাংলার জনগণ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার। এ সরকারের নানামুখী কার্যকরী ভূমিকা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে।
ক. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করেছিল?
খ. মুক্তিযুদ্ধে ছাত্র-ছাত্রীর ভূমিকা কী ছিল?
গ. বাংলাদেশের প্রথম সরকারের গঠন ও দপ্তর বন্টন নীতি আলোচনা কর।
ঘ. উক্ত কর্মসূচিকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়- বিশ্লেষণ কর।
১১. বকুলপুর ইউনিয়ন সংস্থা একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনার জন্য কিছু নিয়ম নীতি তৈরি করা হয়। নিয়মগুলোর ৪টি ভাগ, ২৫টি অনুচ্ছেদ ছিল। ১ম ভাগে প্রতিষ্ঠানের কাজ লক্ষ্য ও উদ্দেশ্য, ২য় ভাগে প্রতিষ্ঠান পরিচালনার মূলনীতি, ৩য় ভাগে অপরাধের শাস্তি ও ৪র্থ ভাগে অন্যান্য বিষয়াবলি আলোচনা করা
হয়েছে। এ নিয়মনীতিগুলো একটি লিখিত দলিল। এর ফলে বকুলপুর উন্নয়ন সংস্থা সুষ্ঠভাবে পরিচালনা হচ্ছে এবং এলাকার উন্নয়ন হচ্ছে।
ক. বঙ্গবন্ধু কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
খ. বঙ্গবনধু কেন সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা প্রবর্তন করেন?
গ. উদ্দীপকের বিষয়ের সাথে তোমার পাঠ্যবইয়ের যে বিষয়ের মিল রয়েছে তা প্রণয়নের পটভূমি ব্যাখ্যা কর।
ঘ. বকুলপুর উনড়বয়ন সংস্থার নিয়মনীতির মতো ৭২ সালের সংবিধানের মাধ্যমে জাতির আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে- উক্তিটি মূল্যায়ন কর।
১২. ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এদেশ স্বাধীন হয়। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে এদেশে বহু বিদ্রোহ আন্দোলন সংঘটিত হয়। উপনিবেশিক যুগে এবং পাকিস্তানি শাসন আমলে বাঙালি বহুবার শোষণ নির্যাতনের প্রতিবাদ করেছে। মাথা উঁচু করে আত্মসম্মান নিয়ে বাঁচার প্রচেষ্টা এদেশবাসীর শত শত বছরের। তাই তো তারা পরিচিতি পেয়েছে ‘বীর বাঙালি’ বলে।
ক. ইতিহাসের বিষয়বস্তু কী?
খ. ‘সমাজের জীবনই ইতিহাস’ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের বর্ণনা কোন প্রকারের ইতিহাসের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বর্ণনা ইতিহাস পাঠের ক্ষেত্রে কোনো গুরুত্ব বহন করে কি? পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও।
১৩. মাহাদী ভবিষ্যতে আইন বিষয়ে পড়তে চায়। কারণ সে জানে আইনের ইতিহাস অনেক প্রাচীন। খ্রিস্টপূর্ব পাঁচ শতকের মাঝামাঝি সময়ে একটি সভ্যতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। উক্ত সভ্যতার প্রণীত আইন অনুযায়ী আধুনিক বিশ্ব নির্ভরশীল।
ক. মিশরের নীল নদের উৎপত্তি কোথা থেকে?
খ. নগর রাষ্ট্র স্পার্টা ছিল সামরিক ছাউনি- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের কোন সভ্যতার আইন প্রণয়নের ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘উক্ত সভ্যতার ধর্ম ও দর্শন গ্রীক সভ্যতার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল’-বিশ্লেষণ কর।
১৪. আরহাম তার দাদাবাড়ি মালদহে বেড়াতে গিয়ে চাচার মুখে শুনতে পায়প্রাচীন যুগে বাংলা এখনকার মতো কোনো একক বা অখণ্ড রাষ্ট বা রাজ্য ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন অনেক ছোট ছোট অঞ্চলে
বিভক্ত ও শাসকেরা যার যার মতো শাসন করতেন। এ অঞ্চলের তখন সমষ্টিগত নামও ছিল।
ক. গুরুত্বপূর্ণ নৌবাণিজ্যের কেন্দ্র হিসেবে কোন জনপদটি পরিচিত ছিল?
খ. বঙ্গ বলতে কী বোঝ? বর্ণনা কর।
গ. উদ্দীপকে বর্ণিত তথ্যে আমরা কিসের আভাস পাই? ব্যাখ্যা কর।
ঘ. প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে তথ্য ও ধারণা লাভে এগুলোর গুরুত্ব কতটুকু বলে তুমি মনে কর? তোমার মতামত দাও।
১৫. অজয় রায় ছিলেন পিতার মতো সুপণ্ডিত। অধিক বয়সে সিংহাসনে আরোহন করেই তিনি পিতার অসমাপ্ত গ্রন্থ ‘বাসুমতি’ সমাপ্ত করেন। তিনি পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তিদের রাজসভায় আমন্ত্রণ জানাতেন। তাঁর সময়ে অনেক কবির কাব্য প্রকাশিত হয়।
ক. বল্লাল সেনের নতুন রাজধানীর নাম কী?
খ. কাকে এবং কেন স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়?
গ. অজয় রায়ের সাথে প্রাচীনকালের কোন রাজার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত রাজার সাহিত্য বিষয়ক কর্মকা- ছাড়াও আরও অনেক কর্মকাণ্ড রয়েছে- মতামত দাও।
১৬. সুমিত ও সুদ্বীপ বাংলার একজন বিখ্যাত সুবাদার সম্পর্কে আলাপ করছিল। যিনি বাংলা থেকে ইংরেজদের বিতাড়িত করেন। জনকল্যাণমূলক কাজে সমগ্র ভারতবর্ষেও তিনি খ্যাতি অর্জন করেন। লালবাগ কেল্লা তার আমলে নির্মিত এবং ঢাকা ছিল তার নগরী।
ক. প্রথম বাঙালি জাতীয়তাবাদের স্রষ্টা কে?
খ. বারো ভূঁইয়া কারা? ব্যাখ্যা কর।
গ. সুমিত ও সুদ্বীপ বাংলার কোন সুবাদার সম্পর্কে আলোকপাত করেছিল? বর্ণনা কর।
ঘ. স্থাপত্য শিল্পের বিকাশের জন্য এ যুগকে কী বাংলায় মুঘলদের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা যায়? মতামত দাও।
১৭. ববিতা ব্যানার্জি তার বান্ধকী সুচন্দা সেনের বিয়েতে চট্টগ্রাম যায়। বিয়ের দিন ববিতা সুন্দর করে তুলার তৈরি কাপড় পরে হাতে সোনার ব্রেসলেট, পায়ে রূপার নূপুর, গলায় সোনার হার, কানে কানপাশা, নাকে নাকফুল, মাথায় ওড়না পরেছে। বিয়ে বাড়িতে মাছ, মাংস, সবজি, দধি, ক্ষীর পরিবেশন করা হয়।
ক. কোন প্রার ফলে হিন্দু সমাজে বহু বিবাহ প্রা প্রচালিত হয়?
খ. মুঘলযুগে বাংলার স্থাপত্যের বৈশিষ্ট্য উল্লেখ কর।
গ. উদ্দীপকে বর্ণিত পোশাক পরিচ্ছদের সাথে বাংলার কোন আমলের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত আমলের খাদ্যাভ্যাস কী রকম ছিল বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
১৮. বাংলা নবজাগরণের স্রষ্টা, ভারতের প্রম আধুনিক পুরুষ। যিনি আধুনিক ভারতের রূপকার। তিনি বিশ্বাস করতেন দেশের মানুষের জন্য প্রয়োজন আধুনিক ও ইংরেজি শিক্ষার।
ক. বাংলা সাহিত্যে গদ্যের জনক কে?
খ. কোন অবস্থার প্রেক্ষিতে নীল বিদ্রোহ ঘটে?
গ. উদ্দীপকে ভারতের প্রম আধুনিক পুরুষ বলতে কোন মহান ব্যক্তির কথা ইঙ্গিত করা হয়েছে- বর্ণনা কর।
ঘ. সমাজ গঠন ও সংস্কারের ক্ষেত্রে উক্ত ব্যক্তির অবদান মূল্যায়ন কর।
১৯. একজন সৈনিকের গুলিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল সে বিদ্রোহ পরবর্তীতে জনসাধারণের সমর্থন লাভের মাধ্যমে দেশটির স্বাধীনতা ও জাতীয়তার মূর্ত প্রতীক হয়ে দাঁড়ায়। এ বিদ্রোহ যুদ্ধরত বিদ্রোহী নেতারা প্রাণ পণ লড়াই করে পরাজিত হয়। অনেক বিদ্রোহীকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যা করা হয়।
ক. কে অসহযোগ আন্দোলনের ডাক দেন?
খ. লাহোর প্রস্তাবের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে যে বিদ্রোহের প্রকৃতি প্রকাশিত হয়েছে তার ব্যাখ্যা কর।
ঘ. এ ধরনের একটি বিদ্রোহের গুরুত্ব ভারতীয় উপমহাদেশের ইতিহাসে চিরস্মরণীয়-বিশ্লেষণ কর।
২০. রহমত উল্লাহ ‘ক’ রাষ্ট্রের শাসক। দেশে জরুরি অবস্থা জারি করে তিনি দীর্ঘ দশ বছর জনগণকে শাসন ও শোষণ করেন। এক সময় জনগণ বিক্ষুব্ধ হয়ে প্রতিবাদ শুরু করে। জনগণ জীবনের ঝুঁকি নিয়ে সকল বাঁধা উপেক্ষা করে স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ক্ষমতায় টিকে থাকার জন্য রহমত উল্লাহ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যান। অবশেষে গণআন্দোলনের মুখে তিনি ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন।
ক. পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
খ. মৌলিক গণতন্ত্রের কাঠামো কীরূপ ছিল?
গ. ‘উদ্দীপকে উল্লিখিত গণআন্দোলন তোমার পাঠ্যবইয়ের কোন আন্দোলনের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. ‘উদ্দীপকের জনগণের মনোভাবই দেশের স্বাধীনতা বয়ে এনেছে’- পাঠ্যবইয়ের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।
২১. তৎকালীন শাসক শ্রেণির বিরুদ্ধে জনগণের যৌক্তিক মুক্তিসংগ্রামে ভারত বাংলাদেশের অত্যাচারিত ও আশ্রয়হীন মানুষকে আশ্রয়, খাদ্য, বস্ত্র ও চিকিৎসা দিয়ে সাহায্য করে এবং আমাদের দুঃখ-দুর্দশার কথা বিশ্বের কাছে তুলে ধরে।
ক. ছয়দফা কর্মসূচি কোথায় পেশ করা হয়?
খ. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্রদের ভূমিকা ব্যাখ্যা কর।
গ. ১৯৭১ এ ভারতের অবদান বর্ণনা কর।
ঘ. ‘ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ বিশ্বমানচিত্রে স্থান করে নিতে পারত না- মূল্যায়ন কর।
২২. উদয়পুর অঞ্চলে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেন একজন জেনারেল। নিজেকে জনগণের নিকট গ্রহণযোগ্য করে তুলতে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। প্রশাসনকে বিকেন্দ্রিকরণের লক্ষ্যে তিনি উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন। মহকুমাকে জেলায় রূপান্তর করেন। তিনি বিচার ব্যবস্থার সংস্কার করেন। সংবিধান সংশোধন করে তিনি ধর্ম নিরপেক্ষতার স্থলে ইসলামকে রাষ্ট্র ধর্মের মর্যাদা দান করেন।
ক. স্বাধীন বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন কে?
খ. ‘ইনডেমনিটি আইন’ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত জেনারেলের সাথে স্বাধীনতা উত্তর বাংলাদেশের কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শাসককে ক্ষমতাচ্যুত করতে এদেশে গণঅভ্যুত্থান হয়েছিল- উক্তিটি মূল্যায়ণ কর।
শিক্ষার্থীরা এই লিংকে ক্লিক করে এসএসসি ইতিহাস টেস্ট পেপার ২০২৫ pdf ফাইলে ডাউনলোড করো। কোর্সটিকায় তোমরা এসএসসি অন্যান্য বিষয়ের টেস্ট পেপারও ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post