এসএসসি ইতিহাস মডেল টেস্ট : আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন মানবণ্টনের ভিত্তিতে এ মডেল টেস্টগুলো তৈরি করতে। এখানে সৃজনশীল অংশের জন্য ৭০ নম্বরের মডেল টেস্ট এবং বহুনির্বাচনী অংশের জন্য ৩০ নম্বরের মডেল টেস্ট আলাদা করে দেওয়া আছে। সর্বমোট প্রতিটি সাবজেক্ট থেকে তোমরা ১০০ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে।
এসএসসি ইতিহাস মডেল টেস্ট
১. সুমন বিজ্ঞানের ছাত্র। ইতিহাস পড়তে তার ভালো লাগে। সে বইমেলা থেকে ইতিহাসের একটি বই কিনে পড়ল। সে আরও জানার জন্য কুমিল্লার ময়নামতি জাদুঘর দেখতে গেল। সেখানে সে অতীতকালের রাজা-বাদশাহর ব্যবহৃত জিনিসপত্র, পোড়ামাটির মূর্তি, মাটির পাত্র, কাঁচাপয়সা ও কাঁসার পাত্র দেখে মুগ্ধ হলো।
ক. ইৎসিং কে ছিলেন?
খ. ইতিহাসের স্বরূপ বলতে কী বোঝায়?
গ. সুমনের পঠিত বইটি ইতিহাসের কোন ধরনের উপাদান? ব্যাখ্যা কর।
ঘ. সুমনের পঠিত বই ও দর্শনীয় উপাদানগুলোর সমন্বয়ে পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব – যুক্তি দাও।
২. নীতু তার ইতিহাস বইয়ে একটি সভ্যতা সম্পর্কে পড়ছিল। সে জানতে পারল এই সভ্যতায় অক্ষর বা লিপি আবিষ্কৃত হয়। পাঁচ হাজার বছর পূর্বে তারা ২৪টি অক্ষর আবিষ্কার করে। ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত।
ক. মিশরীয় সভ্যতা কত বছর স্থায়ী ছিল?
খ. ‘হেরোডোটাস কেন মিশরকে নীলনদের দান’ বলেছেন? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে নীতুর পড়া সেই সভ্যতার পরিচয় দাও।
ঘ. উক্ত সভ্যতার অন্যতম আবিষ্কার ছিল লিখন পদ্ধতি’ উক্তিটি বিশ্লেষণ কর।
৩. তুলি বরিশাল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। সে তার বন্ধুদের সাথে বগুড়া ও রংপুর জেলায় বেড়াতে যায়। সেখানে তারা প্রাচীনকালের অনেক কৃষ্টি ও সংস্কৃতি দেখতে পায় এবং তারা আরও জানতে পারে যে, পূর্বে এই এলাকাটি জনপদের অন্তর্ভুক্ত ছিল।
ক. জনপদ কী?
খ. বাংলাদেশের মানুষ সংগ্রামী কেন?
গ. উদ্দীপকের তুলি যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বর্ণনা কর।
ঘ. তুমি কি মনে কর উদ্দীপকে তুলির বেড়াতে যাওয়া জনপদটি প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৪. রাজিন বাংলার ইতিহাস পাঠ করতে গিয়ে দেখল, একজন শাসকের মৃত্যুর পর দীর্ঘদিন বাংলায় বিশৃঙ্খলা ও অরাজকতা বিরাজ করেছে। এই অরাজকতা প্রায় শতবর্ষব্যাপী চলেছিল। এক সময় হঠাৎ ‘ক’ নামক একজন শাসক এসে এই অরাজকতা দূর করেন।
ক. খড়গ বংশের রাজাদের রাজধানী কোথায় ছিল?
খ. শশাঙ্ক কেন দেবগুপ্তের সাথে মিত্রতা স্থাপন করেছিলেন?
গ. উদ্দীপকে কোন সময়কালের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শাসক ‘ক’-এর নাম উল্লেখপূর্বক তার অবদান মূল্যায়ন কর।
৫. নবম শ্রেণিতে ইতিহাস বিষয় পড়াতে গিয়ে শিক্ষক উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ তথা মহাবিদ্রোহ সম্পর্কে আলোচনা করেন। তিনি বললেন, নানাবিধ কারণে এ বিদ্রোহ সংঘটিত হয়েছিল। আবার নানা কারণে একটি ব্যর্থ হয়ে যায়।
ক. বঙ্গভঙ্গ কবে হয়েছিল?
খ. প্রীতিলতা ওয়াদ্দেদার কীভাবে ইতিহাস খ্যাত হয়েছেন?
গ. শিক্ষকের আলোচিত বিদ্রোহের কারণ ব্যাখ্যা কর।
ঘ. উক্ত বিদ্রোহ ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম’। বিশ্লেষণ কর।
৬. জনাব ‘ক’ যে অঞ্চলের জমিদার ছিলেন সে অঞ্চলটি আয়তনে অনেক বড় হওয়ায় তার পক্ষে এত বড় অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা করা, উন্নয়নমূলক কাজ করা এবং শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা অনেক কঠিন কাজ ছিল। যে কারণে তিনি এই সমস্যাগুলো সমাধানের জন্য তার জমিদারি অঞ্চলকে দুটি ভাগে ভাগ করেছিলেন।
ক. ‘বয়কট’ আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
খ. ‘এনফিল্ড রাইফেল’ সৈন্যদের বিদ্রোহী করে তোলে কেন?
গ. উদ্দীপকটি ইতিহাসের কোন ঘটনাকে ইঙ্গিত করছে? ঘটনাটির পটভূমি ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ঘটনার কোন কারণটির পিছনে ব্রিটিশ প্রশাসনের সুদূরপ্রসারী রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল? বিশ্লেষণ কর।
৭. ভাষা আন্দোলন বাঙালির প্রথম স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই আন্দোলনই রাজনৈতিক প্রতিবাদের ভাষা শেখায়। এই আন্দোলনে সফল হয়ে বাঙালি সাহসী হয়ে ওঠে। ভাষা আন্দোলনের সফলতার প্রেরণায় বাঙালি স্বাধীনতা লাভ করে।
ক. পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় কবে?
খ. যুক্তফ্রন্ট বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে যে আন্দোলন সম্পর্কে বলা হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. উক্ত আন্দোলনের সফলতার প্রেরণায় বাঙালি স্বাধীনতা লাভ করে- বক্তব্যটি বিশ্লেষণ কর।
৮. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। (চিত্রটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে।)
ক. ব্যালট বিপ্লব কী?
খ. মুসলিম লীগ কীভাবে জনবিচ্ছিন্ন হতে শুরু করে?
গ. উদ্দীপকের চিত্র কোন ঘটনার সাক্ষ্য বহন করে? বর্ণনা কর।
ঘ. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত ঘটনার কোনো প্রভাব আছে কি? মতামত দাও।
৯. দুটি প্রদেশ নিয়ে একটি রাষ্ট্র গঠিত। ‘ক’ প্রদেশের জনগণ ‘খ’ প্রদেশের শাসকদের দ্বারা শোষিত ও বঞ্চিত হয়। এভাবে বঞ্চনার ফলে একসময় ‘ক’ প্রদেশের জনগণকে নিয়ে তাদের শীর্ষ নেতা বৈষম্য নিরসনের লক্ষ্যে কয়েকটি দাবি পেশ করেন। একটি সম্মেলনে দাবিগুলো প্রত্যাখ্যাত হলে উত্ত নেতা সম্মেলন বর্জন করে।
ক. আগরতলা মামলা কী?
খ. ঊনসত্তরের গণঅভ্যুত্থান কেন হয়েছিল?
গ. উদ্দীপকে উল্লিখিত দাবিগুলো ব্যাখ্যা কর।
ঘ. উক্ত দাবিগুলোই ছিল ‘বাঙালির মুক্তির দাবি- বিশ্লেষণ কর।
১০. যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬৩ সালে গেটিসবার্গে এক কালজয়ী ভাষণ প্রদান করেছিলেন। যে ভাষণে তিনি দীপ্তকণ্ঠে ঘোষণা করেছিলেন ক্রীতদাসদের মুক্তির কথা। তার অষণ ক্রীতদাসদের সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস দিয়েছিল। পাশাপাশি সব বর্ণ ও ধর্মের মানুষকে দিয়েছিল সাম্যের শিক্ষা। মালিক ও শ্রমিকের ব্যবধান ঘোচানো এ ভাষণ ১৮৬৫ সালে গৃহযুদ্ধ অবসানে রেখেছিল অসামান্য অবদান।
ক. ‘শিখা চিরন্তন’ কী?
খ. আগরতলা মামলার পটভূমি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত ভাষণের সাথে তোমার পাঠ্যবইয়ের যে ভাষণের মিল আছে তার গুরুত্ব আলোচনা কর।
ঘ. “উক্ত ভাষণ ইতিহাসে এক কালজয়ী অধ্যায়ের সূচনা করে”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
১১. সদ্য স্বাধীন হওয়া একটি দেশের মহান নেতা, যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশকে পুনর্গঠনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিলেন। যেমন পরিবারের জন্য সর্বাধিক জমির মালিকানা, দরিদ্র জনগোষ্ঠীকে পুনর্বাসন ধ্বংসপ্রাপ্ত রাস্তা, রেল ও বিমান যোগাযোগের উন্নয়নে কাজ করেন। এসব কাজের জন্য তিনি দেশবাসীর কাছে প্রশংসিত হন।
ক. সংবিধান কী?
খ. প্রথম পাঁচসালা পরিকল্পনা কেন করা হয়?
গ. উদ্দীপকে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশের যে আর্থসামাজিক চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে যে মহান নেতার ইঙ্গিত পাওয়া যায়, দেশ পুনর্গঠনে তার অবদান মূল্যায়ন কর।
আরো দেখো: এসএসসি সকল বিষয়ের মডেল টেস্ট
এসএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এসএসসি ইতিহাস মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post