সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এ বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু এবছর তোমাদের পরীক্ষা পূর্ণ ১০০ নম্বরের না হয়ে ৫৫ নম্বরের হবে, নতুন বণ্টনের আলোকে তোমাদের মডেল টেস্টগুলো সমাধান করা উচিত। কোর্সটিকায় আজ তাই আমরা এসএসসি ইতিহাস MCQ মডেল টেস্ট উত্তরসহ তোমাদের সাথে শেয়ার করব।
এসএসসি ইতিহাস MCQ মডেল টেস্ট
আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন মানবণ্টনের ভিত্তিতে এ মডেল টেস্টগুলো তৈরি করতে। এখানে সৃজনশীল অংশের জন্য ৪০ নম্বরের মডেল টেস্ট এবং বহুনির্বাচনী অংশের জন্য ১৫ নম্বরের মডেল টেস্টা আলাদা করে দেওয়া আছে। সর্বমোট প্রতিটি সাবজেক্ট থেকে তোমরা ৫৫ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে।
এসএসসি প্রস্তুতিমূলক পরীক্ষা ২০২২ (মডেল টেস্ট ১)
বিষয় : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (বহুনির্বাচনী অংশ)
[দ্রষ্টব্য : যেকোন ১৫টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও]
১. ফা-হিয়েন, হিউয়েন সাং এবং ইৎসিং কোন দেশের পরিব্রাজক ছিলেন?
ক গ্রিসের
খ পারস্যের
গ রোমের
ঘ চীনের
২. পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে কার বর্ণনায় পাওয়া যায়?
ক কৌটিল্যের
খ কলহনের
গ লামা তারনাথের
ঘ মিনহাজ-উস-সিরাজের
৩. যেসব উপাদান থেকে আমরা কোনো সময়ের, স্থানের বা ব্যক্তির সম্পর্কে তথ্য পাই তাকে কোন উপাদান বলা হয়?
ক লিখিত
খ পৌরাণিক
গ সাহিত্যিক
ঘ প্রত্নতাত্ত্বিক
৪. কোনটি ইতিহাসের অলিখিত উপাদান?
ক সাহিত্য
খ দলিলপত্র
ক শিলালিপি
ঘ বৈদেশিক বিবরণ
৫. ইতিহাসের অলিখিত উপাদান কোনটি?
ক সাহিত্য
খ বৈদেশিক বিবরণ
গ দলিলপত্র
ঘ স্তম্ভলিপি
৬. কোনটি ইতিহাসের উপাদান নয়?
ক কিংবদন্তি
খ সাহিত্য
গ স্মৃতিস্তম্ভ
ঘ শিলা
৭. ‘তাজমহলের পাথর দেখেছ, দেখেছ কী তার প্রাণ’? এখানে ‘তাজমহলের পাথর’ ইতিহাসের কোন উপাদানের অন্তর্ভুক্ত?
ক লিখিত
খ অলিখিত
গ ভৌগোলিক
ঘ ঐতিহাসিক
৮. মিশরকে নীলনদের দান বলেছেন
ক ইখনাটন
খ ফারাও খুফু
গ হেরোডোটাস
ঘ এরিস্টটল
৯. মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন?
ক সকল মিশরীয়রা ধর্মে বিশ্বাসী ছিল বলে
খ পুরোহিতরা দেশ শাসন করত বলে
গ অভিজাতরা ধর্মের গুরুত্ব দিত বলে
ঘ মিশরীয়রা সর্বক্ষেত্রে ধর্মদ্বারা প্রভাবিত ছিল বলে
১০. মিশরীয়দের সূর্য দেবতার নাম কী?
ক ‘রে’ বা ‘আমন রে’
খ ওসিরিস
গ ইখনাটন
ঘ ঈশ্বর
১১. নীলদের দেবতার নাম
ক ওসিরিস
খ ফারাও
গ রে
ঘ এটম
১২. মিশরীয়দের প্রিয় রং কী ছিল?
ক লাল ও সবুজ
খ লাল ও কালো
গ সাদা ও কালো
ঘ লাল ও নীল
১৩. মিশরীয়দের বর্ণমালায় কতটি ব্যঞ্জন বর্ণ ছিল?
ক ২২
খ ২৩
গ ২৪
ঘ ২৫
১৪. মিশরীয়দের লিখন পদ্ধতিকে কী বলা হতো?
ক হায়ারোগ্লিফিক
খ কিউনিফর্ম
গ মেসোপটেমীয় লিপি
ঘ মিশরীয় লিপি
১৫. বাংলার জনপদগুলোর নাম পাওয়া যায় গুপ্ত, সেন, পাল প্রভৃতি আমলের
র. শিলালিপিতে
রর. স্মৃতিস্তম্ভে
ররর. সাহিত্যগ্রন্থে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
১৬. বাংলার জনপদগুলোর নাম পাওয়া যায়
র. গুপ্তযুগে উৎকীর্ণ শিলালিপি ও সাহিত্যগ্রন্থে
রর. সেনযুগে উৎকীর্ণ শিলালিপিতে
ররর. পালযুগে উৎকীর্ণ সাহিত্যগ্রন্থে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
১৭. প্রাচীন পুন্ড্রবর্ধন নগরীর ধ্বংসাবশেষ পাওয়া যায় কোথায়?
[মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর]
ক পাহাড়পুরে
খ উয়ারী-বটেশ্বরে
গ নওগাঁতে
ঘ মহাস্থানগড়ে
১৮. প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে কোন জনপদ প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ ছিল?
ক পুন্ড্র
খ বঙ্গ
গ গৌড়
ঘ হরিকেল
১৯. বাংলাদেশে প্রাপ্ত পাথরের চাকতিতে খোদাই করা সম্ভবত প্রাচীনতম শিলালিপি কোথায় পাওয়া যায়?
ক চন্দ্রদ্বীপে
খ তাম্রলিপ্ততে
গ বরেন্দ্রে
ঘ পুন্ড্রে
২০. বঙ্গের প্রতিবেশী জনপদ কোনটি?
ক পুন্ড্র
খ গৌড়
গ হরিকেল
ঘ সমতট
২১. বর্তমান কুমিল্লার প্রাচীন নাম কী ছিল?
ক বঙ্গ
খ পুন্ড্র
গ সমতট
ঘ হরিকেল
২২. বড় কামতা কোন জেলায় অবস্থিত?
ক রংপুর
খ দিনাজপুর
গ কুমিল্লা
ঘ রাজশাহী
২৩. কত শতকে বাংলায় সেন বংশের শাসন প্রতিষ্ঠিত হয়?
ক নবম
খ দশম
গ একাদশ
ঘ দ্বাদশ
২৪. বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক সামন্ত সেন
খ বিজয় সেন
গ লক্ষ্মণ সেন
ঘ অজয় সেন
২৫. বিজয় সেনের শাসনকাল কোনটি?
ক ১০৯৮-১১৬০ খ্রিষ্টাব্দ
খ ১০৯৯-১১৬১ খ্রিষ্টাব্দ
গ ১১০০-১১৬২ খ্রিষ্টাব্দ
ঘ ১১০১-১১৬৩ খ্রিষ্টাব্দ
২৬. কাদের প্রতি বল্লাল সেনের যথেষ্ট অনুরাগ ছিল?
ক শিক্ষিতদের
খ ধার্মিকদের
গ আত্মীয়দের
ঘ বিদ্যা ও বিদ্বানের
২৭. ‘উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’ এই বক্তব্য কোন আন্দোলনকে গতিশীল করে?
ক ভাষা আন্দোলন
খ ছয় দফা আন্দোলন
গ ঊনসত্তরের গণঅভ্যুত্থান
ঘ ছাত্রদের এগারো দফা আন্দোলন
২৮. লিয়াকত আলী খান কখন নিহত হন?
ক ১৯৫০ খ্রিষ্টাব্দে
খ ১৯৫১ খ্রিষ্টাব্দে
গ ১৯৫২ খ্রিষ্টাব্দে
ঘ ১৯৫৫ খ্রিষ্টাব্দে
২৯. লিয়াকত আলী খান কীভাবে নিহত হন?
ক যুদ্ধে
খ দাঙ্গায়
গ আত্মহত্যায়
ঘ আততায়ীর হাতে
৩০. COP এর পূর্ণ নাম কী?
ক Combine Opposite Party
খ Combined Opposition Party
গ Combined Opposite Party
ঘ Combine Opposition Party
আরো দেখো: এসএসসি সকল বিষয়ের মডেল টেস্ট
এসএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এসএসসি ইতিহাস mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post