এসএসসি ইতিহাস mcq মডেল টেস্ট : এবছর এসএসসি পরীক্ষায় বাংলা ১ম পত্রের বহুনির্বাচনী অংশে ৩০ মার্কের প্রশ্নের করা হবে। প্রশ্নপত্রে ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্য থেকে তোমাদের মোট ৩০টিরই উত্তর করতে হবে। কোর্সটিকায় প্রকাশিত এসএসসি ইতিহাস mcq মডেল টেস্ট তোমাদের সাহায্য করবে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে বেছে পড়তে। পাশাপাশি পরীক্ষায় সর্বাধিক কমন পড়ার নিশ্চয়তা তো থাকবেই।
এসএসসি ইতিহাস mcq মডেল টেস্ট
১. ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান কোনটি?
ক. ইমারত
খ. সাহিত্য
গ. নথিপত্র
ঘ. জীবনী
২. ফা-হিয়েন কোন দেশের পরিব্রাজক?
ক. চীন
খ. জাপান
গ. কোরিয়া
ঘ. ফ্রান্স
৩. ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান কোনটি?
ক. সাহিত্য
খ. নথিপত্র
গ. জীবনী
ঘ. ইমারত
৪. ইতিহাসের পরিধি নির্ভর করে মানুষের-
i. চিন্তাভাবনার বিস্তৃতির ওপর
ii. পরিকল্পনা কার্যক্রমের ওপর
iii. জীবজন্তু ও পরিবেশের বিস্তৃতির ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে?
ক. ১৪
খ. ২০
গ. ২৪
ঘ. ২৮
৬. “মিশর নীলনদের দান।” কথাটি কে বলেছেন?
ক. লিওপোল্ড ডন র্যাংকে
খ. হেরোডোটাস
গ. র্যাপসন
ঘ. ফা-হিয়েন
৭. কোন সভ্যতায় মাতৃপূজা জনপ্রিয় ছিল?
ক. মিশরীয়
খ. সিন্ধু
গ. রোমান
ঘ. গ্রিক
উদ্দীপকটি পড়ে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :
মাইশার মামা বাড়ি বগুড়ায় বেড়াতে যায়। বিকেলে মামা তাকে একটি ঐতিহাসিক স্থান দেখাতে নিয়ে যায় এবং বলেন এটি নগরীয় ধ্বংসাবশেষ। পণ্ডিতরা মনে করেন, এখানে চাকতিতে খোদাই করা যে লিপি পাওয়া গেছে। এটি বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি।
৮. মাইশা মামার সাথে কোন জনপদে বেড়াতে গিয়েছিল?
ক. পুণ্ড্র
খ. হরিকেল
গ. সমতট
ঘ. চন্দ্রদ্বীপ
৯. উক্ত নগরীর বৈশিষ্ট্য হচ্ছে—
i. নাম পরিবর্তন
ii. দুটি অঞ্চলে বিভক্ত
iii. সমৃদ্ধ ঐতিহাসিক জনপদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০. বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী অঞ্চলে কোন জনপদে অবস্থিত ছিল?
ক. হরিকেল
খ. চন্দ্রদ্বীপ
গ. বরেন্দ্র
ঘ. গৌড়
১১. গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
ক. ২২০ খ্রিস্টাব্দে
খ. ৩২০ খ্রিষ্টাব্দে
গ. ৪২০ খ্রিষ্টাব্দে
ঘ. ৫২০ খ্রিস্টাব্দে
১২. কার মৃত্যুর পর বাংলার ইতিহাসে অন্ধকারময় যুগের সূচনা হয়?
ক. গোপাল
খ. শশাংক
গ. হর্ষবর্ধন
ঘ. প্রভাকর বর্ধন
১৩. ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়-
i. শিক্ষানুরাগী ছিলেন বলে
i. নিজ ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলে
iii. উত্তর ভারতে প্রভুত্ব স্থাপনে সক্ষম হয়েছিলেন বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৪. সিপাহি বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন?
ক. প্রথম বাহাদুর শাহ
খ. ফখরুদ্দিন
গ. দ্বিতীয় বাহাদুর শাহ
ঘ. শাহ সুজা
১৫. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
ক. ১৯০৩
খ. ১৯০৫
গ. ১৯০৬
ঘ. ১৯১১
১৬. ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হয় কত সালে?
ক. ১৮৪৯ সালে
খ. ১৮৫৭ সালে
গ. ১৮৭৩ সালে
ঘ. ১৮৭৭ সালে
উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
আমজাদ সাহেব ঢাকায় বাস করেন। পুত্র আমানকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতে ইচ্ছুক তার স্ত্রী। কিন্তু পুত্রকে আমজাদ সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়েই ভর্তি করান।
১৭. কোন আন্দোলনে অনুপ্রাণিত হয়ে আমজাদ সাহেব তার পুত্রকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করান?
ক. ছয় দফা
খ. মুক্তিযুদ্ধ
গ. ভাষা আন্দোলন
ঘ. গণঅভ্যুত্থান
১৮. উক্ত আন্দোলনের ফলাফল-
i. মাতৃভাষা অর্জন
ii. স্বাধীনতা অর্জন
iii. বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৯. কখন থেকে আন্তর্জাতিক থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালিত হচ্ছে?
ক. ১৯৯৯
খ. ২০০০
গ. ২০০১
ঘ. ২০০২
২০. ছয় দফা কর্মসূচি কোন সালে ঘোষণা করা হয়?
ক. ১৯৬৫
খ. ১৯৬৬
গ. ১৯৬৯
ঘ. ১৯৭১
২১. কত সালের গণঅভ্যুত্থানের মুখে বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকার মুক্তি দিতে বাধ্য হয়?
ক. ১৯৬৮
খ. ১৯৬৯
গ. ১৯৭০
ঘ. ১৯৭১
২২. আগরতলা মামলার আসামি হিসেবে সমর্থনযোগ্য নাম হলো-
i. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ii. সার্জেন্ট সামসুল হক
iii. মাহফুজুল বারী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৩. জাতীয় পরিষদের মোট সদস্যসংখ্যা কত ছিল?
ক. ২১৩
খ. ৩১৩
গ. ৩৩০
ঘ. ৩৫০
২৪. স্বাধীন বাংলার বিপ্লবী বেতার কেন্দ্র কোথায় অবস্থিত ছিল?
ক. সাভারে
খ. মুজিবনগরে
গ. কালুরঘাটে
ঘ. গাজিপুরে
২৫. পাক-বাহিনী মুজিবনগর সরকারের শপথ গ্রহণের কত ঘণ্টা পর বোমা বর্ষণ করে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২৬. চরমপত্র কী?
ক. চিঠি
খ. সাহিত্য
গ. প্রবন্ধ
ঘ. অনুষ্ঠান
২৭. বঙ্গবন্ধুর শাসনামলে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে-
i. বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতি আদায়
ii. দেশ পুনর্গঠনে বিদেশি সাহায্য নিশ্চিত করা
iii. একলা চলো নীতি অনুসরণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতির প্রবর্তন করা হয় কোন সংশোধনীর মাধ্যমে?
ক. প্রথম সংশোধনী
খ. দ্বিতীয় সংশোধনী
গ. তৃতীয় সংশোধনী
ঘ. চতুর্থ সংশোধনী
উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
বাংলার নবাব সিরাজ-উদ-দৌলার অন্যতম বিশ্বস্ত সেনাপতি ছিল মীরজাফর। তার বিশ্বাসঘাতকতার কারণে নবাব পলাশী যুদ্ধে পরাজিত হয় এবং নিহত হন।
২৯. অনুচ্ছেদে নবাবের সাথে বাংলার কোন নেতার তুলনা করা যায়?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. ক্যাপ্টেন মুনসুর আলী
ঘ. তাজউদ্দিন আহমেদ
৩০. উক্ত নেতার মৃত্যুর ফলে-
i. বাংলাদেশের রাজনীতিতে ভয়াবহ বিপর্যয় দেখা দেয়
ii. মুক্তিযুদ্ধের অর্জন মুছে ফেলার চেষ্টা করা হয়
iii. দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরো দেখো: এসএসসি সকল বিষয়ের মডেল টেস্ট
এসএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এসএসসি ইতিহাস mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post