এসএসসি কৃষি শিক্ষা mcq মডেল টেস্ট : আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন মানবণ্টনের ভিত্তিতে এ মডেল টেস্টগুলো তৈরি করতে। এখানে সৃজনশীল অংশের জন্য ৭০ নম্বরের মডেল টেস্ট এবং বহুনির্বাচনী অংশের জন্য ৩০ নম্বরের মডেল টেস্ট আলাদা করে দেওয়া আছে। সর্বমোট প্রতিটি সাবজেক্ট থেকে তোমরা ১০০ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে।
এসএসসি কৃষি শিক্ষা mcq মডেল টেস্ট
১. পুকুরে কয়টি স্থান থেকে মাছের সম্পূরক খাদ্য দিতে হয়?
ক. ১-২
খ. ৩-৪
গ. ৫-৬
ঘ. ৭-৮
২. কৃষি কাজ ও কৃষি প্রযুক্তি হলো-
ক. একে অপরের পরিপূরক
খ. একে অপরের বিপরীত
গ. একে অপরের ভিন্নধর্মী
ঘ. সম্পূর্ণ আলাদা
৩. পুইশাকে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়-
i. ভিটামিন এ
ii. ক্যালসিয়াম
iii. ম্যাগনেসিয়াম
নিচের কোনটি সঠিক?
ক. ii
খ. ii ও iii
গ. i, ii ও iii
ঘ. i ও iii
৪. আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?
ক. আলুর মড়ক রোগ
খ. ঢলে পড়া রোগ
গ. কাণ্ড পচা রোগ
ঘ. ভাইরাসজনিত রোগ
৫. ফিশমিলে শতকরা কতভাগ আমিষ বিদ্যমান থাকে?
ক. ৫৬.৬১%
খ. ৬৫.৬১%
গ. ১১.২২%
ঘ. ১১.৮৮%
নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও :
চিত্র ১
৬. ‘খ’ নং চিত্রটি কোন চারার?
খ. পানি চারা
খ. অসি চারা
গ. মূরগ্রন্থি
ঘ. বোঁটা চারা
৭. ‘ক’ নং চিত্রের চারার বৈশিষ্ট-
i. এর আগা গোড়া সমান
ii. পাতা তলোয়ারের মতো লম্বা
iii. পাতার গোড়ার দিকে মোটা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৮. ঢলেপড়া রোগ প্রতিরোধে প্রতি শতকে কতগ্রাম ব্লিচিং পাউডার মিশিয়ে দেওয়া উত্তম?
ক. ৫০ গ্রাম
খ. ৬০ গ্রাম
গ. ৭০ গ্রাম
ঘ. ৮০ গ্রাম
৯. কোন ফসলটির শিকড়ে প্রচুর বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন জমা থাকে?
ক. মুলা
খ. গাজর
গ. পিঁয়াজ
ঘ. শিম
১০. গ্রাসকার্প ও সরপুঁটি খায়-
i. ক্ষুদেপানা
ii. হেলেঞা
iii. জৈব পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১১. প্রতি একরে কত কেজি বীজ আলুর প্রয়োজন হয়?
ক. ২০০-৩০০
খ. ৩০০-৪০০
গ. ৪০০-৫০০
ঘ. ৬০০-৭০০
১২. তিলের খৈল, শুঁটকি মাছের গুঁড়া, রক্তের গুঁড়া ইত্যাদি কোন ধরনের খাদ্যোপাদান?
ক. শর্করা
খ. আমিষ
গ. স্নেহ
ঘ. খনিজ পদার্থ
১৩. সাইলেজ তৈরিতে কোনটি উপযোগী?
ক. মাষকলাই
খ. খেসারি
গ. গম
ঘ. ভুট্টা
১৪. ভালো ফসল পাওয়ার জন্য ২০ শতক জমিতে কী পরিমাণ গোবর সার লাগবে?
জ. ৪০০ কেজি
খ. ৫০০ কেজি
গ. ৬০০ কেজি
ঘ. ৮০০ কেজি
১৫. পুকুরে চুন প্রয়োগের উপকারিতা হলো-
i. পানির পি এইচ ঠিক রাখে
ii. সারের কার্যকারিতা বৃদ্ধি করে
iii. পানির ঘোলাত্ব বাড়ায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৬. স্থানীয় জাতের ধান চাষে সারের মাত্রা উফশী জাতের চেয়ে-
ক. দ্বিগুণ
খ. তিনগুণ
গ. অর্ধেক
ঘ. পাঁচগুণ
নিচের তথ্যের আলোকে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও :
চিত্র ২
১৭. চিত্রের পুকুরটিতে মাছ চাষের জন্য কোন মাছ নির্বাচন করতে হবে?
ক. রুই
খ. কাতলা
গ. গ্রাসকার্প
ঘ. সিলভার কার্প
১৮. চিত্রের পুকুরটিতে কিসের অভাবজনিত ঝুঁকি সবচেয়ে বেশি?
ক. খাদ্যের
খ. অক্সিজেনের
গ. সূর্যালোকের
ঘ. জুপ্ল্যাঙ্কটনের
১৯. নিচের কোনটি ভূমিক্ষয়ের জন্য সবচেয়ে ক্ষতিকর?
ক. বায়ু
খ. বৃষ্টি
গ. গরু-ছাগল চারণ
ঘ. জুম চাষ
২০. বীজ রাখার পূর্বে ধানের গোলায় কিসের প্রলেপ দেওয়া হয়?
ক. মাটি
খ. কাদা
গ. গোবর
ঘ. গোবর ওমাটির
২১. মাছের খাদ্যে আর্দ্রতার হার কত ভাগ থাকলে ছত্রাক/পোকামাকড় জন্মাতে পারে?
ক. ১০% এর বেশি
খ. ১০% এর কম
গ. ২০% এর বেশি
ঘ. ২০% এর কম
২২. বাচ্চা মুরগির জন্য নিচের কোন খাদ্যটি দেওয়া হয়?
ক ক্যাম্বল খাদ্য
খ. পিলেট খাদ্য
গ. ম্যাশ খাদ্য
ঘ. সবগুলো
২৩. ধানের বীজ তলায় চারা হলদে হয়ে গেলে বীজতলায় কী প্রয়োগ করতে হয়?
ক. ইউরিয়া
খ. গোবর সার
গ. টিএসপি
ঘ. এমপি
২৪. মুরগির ঘরের দেয়ালের উপরের অংশে কী দেওয়া হয়?
ক. টিন
খ. পলিখিন
গ. নেট
ঘ. অ্যাসবেস্টস
২৫. নারকেলের ছোবড়া দ্বারা তৈরি হয় কোনটি?
i. খাটের জাজিম
ii. ফুলদানি
iii. পাপোশ
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ও iii
আরো দেখো: এসএসসি সকল বিষয়ের মডেল টেস্ট
এসএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এসএসসি কৃষি শিক্ষা mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post