এসএসসি গার্হস্থ্য বিজ্ঞান mcq মডেল টেস্ট : আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন মানবণ্টনের ভিত্তিতে এ মডেল টেস্টগুলো তৈরি করতে। এখানে সৃজনশীল অংশের জন্য 50 নম্বরের মডেল টেস্ট এবং বহুনির্বাচনী অংশের জন্য 25 নম্বরের মডেল টেস্ট আলাদা করে দেওয়া আছে। সর্বমোট প্রতিটি সাবজেক্ট থেকে তোমরা ১০০ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে।
এসএসসি গার্হস্থ্য বিজ্ঞান mcq মডেল টেস্ট
১. মানুষের জীবনের লক্ষ্যসমূহ কোথায় অর্জিত হয়?
ক. সমাজে
খ. গোত্রে
গ. গৃহে
ঘ. রাষ্ট্রে
২. গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ পর্যায় কোনটি?
ক. নিয়ন্ত্রণ
খ. সংগঠন
গ. মূল্যায়ন
ঘ. পরিকল্পনা
৩. গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি?
ক. পরিকল্পনা
খ. সংগঠন
গ. নিয়ন্ত্রণ
ঘ. মূল্যায়ন
৪. গৃহ ব্যবস্থাপকের কোন গুণটি অন্য সদস্যদের মধ্যে সঞ্চারিত হয়?
ক. উদ্দীপনা
খ. অধ্যবসায়
গ. বিচারবুদ্ধি
ঘ. সৃজনীশক্তি
৫. কাজ বণ্টনের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো-
i. ব্যক্তিগত পছন্দ
ii. আগ্রহ
iii. বয়স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৬. কোন সম্পদ অর্জন করার জন্য বারবার চর্চা করার প্রয়োজন হয়?
ক. অর্থ
খ. সময়
গ. দক্ষতা
ঘ. দৃষ্টিভঙ্গি
উদ্দীপকটি পড়ে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :
মালার সারাদিনে যখন যে কাপড় সামনে পড়ে তখন সেটাই ধুয়ে ফেলেন। অপরদিকে তার বোন শায়লার কিছুদিন হলো বিয়ে হয়েছে। নতুন সংসারে সারাদিন একটানা কাজ করেও শেষ করতে পারেন না। দিন শেষ হলেও গুরুত্বপূর্ণ কাজগুলো বাদ থেকে যায়।
৭. কীভাবে শায়লার কাজ শেষ করা সম্ভব?
ক. কাজ সম্পর্কে ধারণা লাভ করার মাধ্যমে
খ. বিশ্রাম নিয়ে কাজ করার মাধ্যমে
গ. কাজের গতি বাড়িয়ে দিয়ে
ঘ. গৃহপরিচারিকা নিয়োগ দিয়ে
৮. মালার কাজের ফলে-
i. শক্তির অপচয় হয়
ii. সময়ের অপব্যবহার হয়
iii. কাজের দক্ষতা তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯. সবার সাথে সবার মিত্রতাকে বলে—
ক. দ্বন্দ্ব
খ. সামঞ্জস্য
গ. ভারসাম্য
ঘ. সমানুপাত
১০. ফুলদানিতে ফুল সাজাবার সময় ফুল ও পাতার সাথে কোনটিকে প্রাধান্য দিতে হবে?
ক. বড় পাতা
খ বড় ফুল
গ. ফুলদানি
ঘ. আকর্ষণীয় ফুল
১১. ‘X’ ও ‘X’ ক্রোমজমের ফলে যমজ শিশুর ক্ষেত্রে-
i. জাইগোট ভেঙ্গে ১টি ভ্রুণ হয়
ii. একই বৈশিষ্ট্যের হয়
iii. একই লিঙ্গের হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১২. কোনটি শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে?
ক. মধু
খ. শালদুধ
গ. গরুর দুধ
ঘ. টি টি টিকা
১৩. কার মৃত্যুতে সন্তান দিশেহারা হয়ে যায়?
ক. বাবার
খ. মায়ের
গ. ভাইয়ের
ঘ. বোনের
১৪. শিশুদের ক্ষমতাকে বাড়িয়ে দেয় কোনটি?
ক. স্নেহ
খ. ধৈর্য
গ. প্ৰশংসা
ঘ. পরিশ্রম
১৫. বিষণ্ণতা কোন ধরনের সমস্যা?
ক. শারীরিক
খ. মানসিক
গ. সামাজিক
ঘ. আচরণিক
উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও :
সেফাতের জীবনের লক্ষ্য একজন সফল ডাক্তার হওয়া। মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য সে কঠোর পরিশ্রম করছে। পরীক্ষা সন্নিকটে চলে আসায় সে এক ধরনের মানসিক চাপ অনুভব করে এবং অসুস্থ হয়ে পড়ে।
১৬. উদ্দীপকে সেফাত কোন ধরনের মানসিক চাপ অনুভব করছে?
ক. ইতিবাচক চাপ
খ. অন্তর্মুখী চাপ
গ. নেতিবাচক চাপ
ঘ. বহির্মুখী চাপ
১৭. এ ধরনের মানসিক চাপ যে ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তা হলো—
i. কর্মদক্ষতা বৃদ্ধি করে
ii. স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটায়
iii. আচরণে বিশৃঙ্খলা তৈরি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৮. মানবদেহে প্লাজমা প্রোটিন কিসের সমতা রক্ষা করে?
ক. পানির
খ. এনজাইমের
গ. হরমোনের
ঘ. হিমোগ্লোবিনের
১৯. কোনটি উদ্ভিজ্জ প্রোটিন?
ক. মাছ
খ. মাংস
গ. ডাল
ঘ. ডিম
২০. রান্নায় নতুনত্ব আনা যায় কিসের মাধ্যমে?
ক. মেনু
খ. রেসিপি
গ. পরিকল্পনা
ঘ. পরিবেশন
২১. অতিথির সংখ্যা বেশি, জায়গা কম থাকলে কোন পরিবেশনের ব্যবস্থা করা যায়?
ক. ট্রে
খ. বুফে
গ. প্যাকেট
ঘ. টেবিল
২২. কোন খাদ্যটি প্যাকেট পরিবেশন উপযোগী?
ক. পুডিং
খ. পায়েস
গ. সিঙ্গারা
ঘ. সবজি-ভাজি
উদ্দীপকটি পড়ে ২৩নং প্রশ্নের উত্তর দাও :
১০ বছরের রাবেয়া গানের প্রতিযোগিতায় জিতে খিল খিল করে হাসছে।
২৩. রাবেয়ার মধ্যে কোন ধরনের বিকাশ লক্ষ্য করা যায়?
ক. সঞ্চালনমূলক
খ. বুদ্ধিবৃত্তীয়
গ. শারীরিক
ঘ. আবেগীয়
২৪. কোনটি বিশুদ্ধ রং?
ক. লাল
খ. কমলা
গ. বেগুনি
ঘ. সবুজ
২৫. রিঠা কোন ধরনের পোশাক পরিষ্কার করতে ব্যবহৃত হয়?
ক. সুতি ও লিলেন
খ. রেয়ন ও নাইলন
গ. রেশম ও পশম
ঘ. সুতি ও রেশম
আরো দেখো: এসএসসি সকল বিষয়ের মডেল টেস্ট
এসএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এসএসসি গার্হস্থ্য বিজ্ঞান mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post