এসএসসি ২০২৪ জীবন সঙ্গীত কবিতার mcq প্রশ্ন উত্তর : আজ কোর্সটিকায় আমরা এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের জন্য জীবন সঙ্গীত কবিতার mcq আলোচনা করতে চলেছি। তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছো, তাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্নগুলোে খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতই তোমরা এ প্রশ্নগুলো উত্তরসহ পেয়ে যাবে।
সর্বশেষ NCTB পূর্ণাঙ্গ সিলেবাস, বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টপ স্কুলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এ সাজেশনটি প্রস্তুত করেছি। এ প্রশ্নগুলো অনুশীলন করলেই তোমরা নিশ্চিতভাবে ১০০% কমন পেয়ে যাবে। তোমাদের এসএসসি ২০২৪ পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশনই পর্যায়ক্রমে উত্তরসহ প্রকাশ করা হবে।
এসএসসি ২০২৪ জীবন সঙ্গীত কবিতার mcq প্রশ্ন উত্তর
১. কবি কোনটিকে অনিত্য নয় বলেছেন?
ক. জীবাত্মকে
খ. পরিবারকে
গ. সংসারকে
ঘ. মহিমাকে
২. কবি কিসে নির্ভর করতে নিষেধ করেছেন?
ক. সময়ে
খ. ভবিষ্যতে
গ. পরিবারে
ঘ. বাহ্যদৃশ্যে ভুললে
৩. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যের নাম কী?
ক. মেঘনাদবধ
খ. মহাশ্মশান
গ. বৃত্রসংহার
ঘ. আশাকানন
৪. ‘জীবন-সঙ্গীত’ কবিতাটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
৫. ‘জীবন—সঙ্গীত’ কবিতায় কবি শৈবালের নীরের সাথে তুলনা করেছেন কোনটিকে?
ক. সময়কে
খ. আয়ুকে
গ. সংসারকে
ঘ. বাহ্যদৃশ্যকে
৬. কী করলে ভবের উন্নতি হয়?
ক. ভবিষ্যতে নির্ভর করেলে
খ. অতীত চিন্তা করেলে
গ. নিত্য নিজ কাজ করেলে
ঘ. চিন্তা করে কাতর হলে
৭. “ওহে জীব কর আকিঞ্চন” এখানে আকিঞ্চন কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অর্জন অর্থে
খ. মহিমা অর্থে
গ. উদ্দেশ্য অর্থে
ঘ. চেষ্টা অর্থে
৮. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৩৬ সালে
খ. ১৮৩৭ সালে
গ. ১৮৩৮ সালে
ঘ. ১৮৩৯ সালে
৯. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
ক. মেদিনীপুর
খ. হুগলি
গ. পশ্চিমবঙ্গ
ঘ. বর্ধমান
১০. ‘আকিঞ্চন’ শব্দের অর্থ কী?
ক. চেষ্টা
খ. অর্জন
গ. আগ্রহ
ঘ. কাজ
১১. ‘জীবন—সঙ্গীত’ কবিতায় কবি কোনটিকে যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করেছেন?
ক. মহাজ্ঞানীদের পথকে
খ. বাহ্যদৃশ্যকে
গ. মানুষের জীবনকে
ঘ. ভবিষ্যৎকে
১২. ‘বীর্যবান’ শব্দের অর্থ কী?
ক. শক্তিমান
খ. মহাজন
গ. সংসারী লোক
ঘ. যোদ্ধা
১৩. ‘মহিমা’ শব্দের অর্থ কী?
ক. জগৎ
খ. সংকল্প
গ. গৌরব
ঘ. সাফল্য
১৪. প্রাতঃস্মরণীয় শব্দের অর্থ কী?
ক. প্রাথমিকভাবে স্মরণীয়
খ. সকালবেলায় স্মরণ
গ. স্মরণ করোর অযোগ্য
ঘ. মহাজ্ঞানী ও মহাজন
১৫. ‘ধ্বজা’ শব্দের অর্থ কী?
ক. খুঁটি
খ. দুর্বল
গ. পতাকা
ঘ. অবলম্বন
১৬. ‘জীবন-সঙ্গীত’ কবিতাটি কোন কবির কবিতা থেকে ভাবানুবাদ করা হয়েছে?
ক. জন কিটস
খ. জর্জ বার্নাড শ
গ. শেলি
ঘ. হেনরি লংফেলো
১৭. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন প্রতিষ্ঠান থেকে সিনিয়র স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হন?
ক. খিদিরপুর বাংলা স্কুল
খ. সংস্কৃত কলেজ
গ. হিন্দু কলেজ
ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়
১৮. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেন?
ক. ১৮৫৫ সালে
খ. ১৮৫৭ সালে
গ. ১৮৫৯ সালে
ঘ. ১৮৬১ সালে
১৯. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?
ক. সংস্কৃত কলেজ
খ. হিন্দু কলেজ
গ. আলীগড় বিশ্ববিদ্যালয়
ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়
২০. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পড়ালেখা বন্ধ হয়ে যায় কেন?
ক. এলাকা ছেড়ে চলে যাওয়ায়
খ. স্কুল থেকে বিতাড়িত হওয়ায়
গ. আর্থিক সংকটের কারণে
ঘ. পরিবারের অনীহায়
২১. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কার আশ্রয়ে ইংরেজি শেখেন?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
খ. অধ্যক্ষ প্রসন্নকুমার সর্বাধিকারীর
গ. কৈলাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের
ঘ. রাজা রামমোহন রায়ের
২২. মাইকেল মধুসূদন দত্তের পরে কাব্য রচনায় সবচেয়ে খ্যাতিমান কে ছিলেন?
ক. বঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
২৩. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কোন রচনাটি স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় রচিত?
ক. বৃত্রসংহার
খ. ছায়াময়ী
গ. চিন্তাতরঙ্গিনী
ঘ. আশাকানন
২৪. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯০১ সালে
খ. ১৯০২ সালে
গ. ১৯০৩ সালে
ঘ. ১৯০৪ সালে
২৫. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি কাতর স্বরে কী বলতে নিষেধ করেছেন?
ক. বৃথা জন্ম এ সংসারে
খ. সময় কাহারো নয়
গ. সংসারে সংসারী সাজ
ঘ. জীবাত্মা অনিত্য নয়
২৬. ‘জীবন—সঙ্গীত’ কবিতায় কবি কী বলে ক্রন্দন করতে নিষেধ করেছেন?
ক. সকলি ঘুচায় কাল
খ. জীবাত্মা অনিত্য নয়
গ. তুমি কার কে তোমার
ঘ. মানব জনম সার
২৭. ‘জীব করো না ক্রন্দন’ এখানে ‘জীব’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. প্রাণী
খ. মানুষ
গ. পশুপাখি
ঘ. জীবন
২৮. কবি কিসে ভুলতে নিষেধ করেছেন?
ক. সংসারে
খ. পরিবারে
গ. সুখে
ঘ. বাহ্যদৃশ্যে
২৯. কবি সংসারে কী করতে বলেছেন?
ক. সংসারী সাজতে
খ. বৈরাগী হতে
গ. বিরক্ত হতে
ঘ. অলস হতে
৩০. “বেগে ধায় নাহি রহে স্থির”— কী?
ক. সময়
খ. সুখের দিন
গ. মহিমা
ঘ. নিশার স্বপন
৩১. ‘জীবন সঙ্গীত’ কবিতায় কবি কোথায় ভয়ে ভীত হতে নিষেধ করেছেন?
ক. ঘরের বাইরে
খ. পরিবারে
গ. সংসার সমরাঙ্গনে
ঘ. ভবিষ্যৎ চিন্তায়
৩২. ‘জীবন-সঙ্গীত’ কবিতা অনুসারে কী করলে জয় হবে?
ক. ভয় পেলে
খ. সুখের আশা করলে
গ. যত্ন করলে
ঘ. বাহ্যদৃশ্য ভুললে
৩৩. ‘জীবন—সঙ্গীত’ কবিতায় কবির মতে জগতে কোনটি দুর্লভ?
ক. মহাজ্ঞানী
খ. সময়
গ. জীবাত্ম
ঘ. মহিমা
৩৪. কবি কোনটি চিন্তা করে কাতর হতে নিষেধ করেছেন?
ক. সংসারের উন্নতি
খ. অতীত সুখের দিন
গ. ভবের উন্নতি
ঘ. মহাজ্ঞানীদের পথ
৩৫. কারা প্রাতঃস্মরণীয়?
ক. মহাজ্ঞানীরা
খ. সংসারীরা
গ. বৈরাগীরা
ঘ. ভবিষ্যতে নির্ভরকারীরা
৩৬. আমরা কোন পথ লক্ষ্য করে বরণীয় হব?
ক. ভবিষ্যতে নির্ভরকারীদের পথ
খ. সংসারী মানুষের পথ
গ. সংসারত্যাগীদের পথ
ঘ. মহাজ্ঞানীদের পথ
৩৭. আমরা কীভাবে সংকল্প সাধন করব?
ক. ভবিষ্যতে নির্ভর করে
খ. অতীত সুখের চিন্তা করে
গ. নিজ নিজ কাজে রত হয়ে
ঘ. বৈরাগ্য গ্রহণ করে
৩৮. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি কোন কাজ করতে গিয়ে জীবন বৃথা ক্ষয় করতে নিষেধ করেছেন?
ক. মহাজ্ঞানীর পথ অনুসরণ করেতে গিয়ে
খ. সংসার সমরাঙ্গন মাঝে
গ. বাহ্যদৃশ্যে মগ্ন হতে গিয়ে
ঘ. ভবিষ্যৎ সুখের চিন্তা করেতে গিয়ে
৩৯. ‘দারা’ শব্দের অর্থ কী?
ক. দিয়ে
খ. স্ত্রী
গ. কন্যা
ঘ. জীবন
৪০. ‘জীবন সঙ্গীত’ কবিতায় কবি ‘বাহ্যদৃশ্যে’ বলতে কী বুঝিয়েছেন?
ক. সংসারের রূপে
খ. মহাজ্ঞানীদের পথে
গ. মানবজীবনের বাইরের চিন্তায়
ঘ. বাইরের জগতের চাকচিক্যময় রূপে
৪১. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি জীবাত্মা বলতে কী বুঝিয়েছেন?
ক. মহাজ্ঞানীদের আত্মা
খ. মানুষের আত্মা
গ. প্রাণীদের আত্মা
ঘ. সংসারী লোকের আত্মা
৪২. ‘অনিত্য’ শব্দের অর্থ কী?
ক. নতুন
খ. পুরাতন
গ. স্থায়ী
ঘ. অস্থায়ী
৪৩. চেষ্টা করলে মহিমা অর্জন হবেই, কেননা-
i. সময় মহিমা অর্জনে সাহায্য করে
ii. জীবাত্মা অনিত্য হয় না
iii. মহাজ্ঞানীরা এভাবেই মহিমা অর্জন করেছেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৪. মানুষের আয়ুকে শৈবালের নীর বলার কারণ—
i. আয়ু শৈবারের মতো চিরসবুজ
ii. মানুষের আয়ু ক্ষণস্থায়ী
iii. মানুষের আয়ু শৈবালের নীরের মতো অনিশ্চিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নম্বর প্রশ্নের উত্তর দাও।
উৎপল এমন কিছু করতে চায় যার জন্য সে সকলের কাছে সম্মানিত হতে পারবে। তা হওয়ার জন্য সে কখনো সংসারত্যাগী হওয়ার কথা ভাবে, আবার পরিবার-পরিজনের মায়ায় তাও করতে পারে না। তাই কীভাবে সমাজে মানুষের কাছে বরণীয় হওয়া যায় তা জানার জন্য উৎপল বিভিন্ন মনীষীর জীবনী পড়ে।
৪৫. উৎপলের মাঝে ‘জীবন-সঙ্গীত’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক. মহিমালাভের বাসনা
খ. ভবিষ্যৎ নির্ভরতা
গ. যুদ্ধ করার মানসিকতা
ঘ. মিথ্যা সুখের আশা
৪৬. উৎপল তার উদ্দেশ্য পূরণ করতে পারে—
i. মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে
ii. বৈরাগ্য সাধন করে
iii. নিজ কাজে রত থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৪ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৪ জুতা আবিষ্কার কবিতার mcq প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post