এসএসসি ২০২৫ জুতা আবিষ্কার কবিতার mcq প্রশ্ন উত্তর : আজ কোর্সটিকায় আমরা এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের জন্য জুতা আবিষ্কার কবিতার mcq আলোচনা করতে চলেছি। তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছো, তাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্নগুলোে খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতই তোমরা এ প্রশ্নগুলো উত্তরসহ পেয়ে যাবে।
সর্বশেষ NCTB পূর্ণাঙ্গ সিলেবাস, বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টপ স্কুলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এ সাজেশনটি প্রস্তুত করেছি। এ প্রশ্নগুলো অনুশীলন করলেই তোমরা নিশ্চিতভাবে ১০০% কমন পেয়ে যাবে। তোমাদের এসএসসি ২০২৫ পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশনই পর্যায়ক্রমে উত্তরসহ প্রকাশ করা হবে।
এসএসসি ২০২৫ জুতা আবিষ্কার কবিতার mcq প্রশ্ন উত্তর
১. ‘মহি’ অর্থ কী?
ক. ফুটো
খ. উপযুক্ত
গ. পৃথিবী
ঘ. মাদুর
২. ‘ভিস্তি’ অর্থ কী?
ক. ফুটো
খ. উপযুক্ত
গ. পিপে
ঘ. মাদুর
৩. কার পাকা দাড়ি ভেসেছিল?
ক. হবু
খ. গোবু
গ. রবু
ঘ. চামার
৪. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৮৬১
খ. ১৯১৩
গ. ১৯১৪
ঘ. ১৯৪১
৫. পন্ডিতের মুখ চুন হয়েছিল কেন?
ক. মৃত্যুর ভয়ে ভীত হওয়ায়
খ. করণীয় খুঁজে না পাওয়ায়
গ. দায়িত্ব অবহেলা করায়
ঘ. মন্ত্রীর আদেশ শুনে
৬. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান?
ক. ক্ষণিকা
খ. মানসী
গ. সোনার তরী
ঘ. গীতাঞ্জলি
৭. ‘জুতা-আবিষ্কার’ কবিতার রাজা কে?
ক. গোবুরায়
খ. রবু
গ. হবু
ঘ. মহী
৮. আমার মাটি লাগায় মোরে মাটি- এখানে ‘আমার মাটি’ বলতে কী বোঝায়?
ক. কেনা মাটি
খ. পাওয়া মাটি
গ. রাজ্যের মাটি
ঘ. সম্পত্তি
৯. রাজার কথা শুনে কে ভেবে ভেবে খুন হলো?
ক. হবু
খ. গোবু
গ. বৈজ্ঞানিক
ঘ. পন্ডিত
১০. দারুণ ত্রাসে কী বহে গাত্রে?
ক. শীত
খ. ভয়
গ. ঘাম
ঘ. জ্বর
১১. যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কী উপায়ে!—এখানে ‘তব’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. রাজা
খ. মন্ত্ৰী
গ. সভাসদগণ
ঘ. পন্ডিত
১২. রাজা ভেবে কী বিদায় করতে বললেন আগে?
ক. ধুলা
খ. পানি
গ. ফটক দুয়ার
ঘ. জলের জীব
১৩. রাজা অনেক কী পোষার কথা বলেছেন?
ক. পাখি
খ. উপাধি-ধরা বৈজ্ঞানিক
গ. মিথ্যাবাদী
ঘ. দাস
১৪. রাজার কথা শুনে আঁধার দেখে কে?
ক. হবু
খ. গোবু
গ. রবু
ঘ. চামার
১৫. কত পিপে নস্যি ফুরিয়ে গেল?
ক. উনিশ
খ. একুশ
গ. বাইশ
ঘ. তেইশ
১৬. ধরা থেকে মাটি গেলে কী হবে না?
ক. ঘর
খ. বৃষ্টি
গ. শস্য
ঘ. নস্যি
১৭. সবাই মিলে যুক্তি করে কী কিনল?
ক. পানির কল
খ. চামড়া
গ. জুতা
ঘ. ঝাঁটা
১৮. সবাই মিলে কতগুলো ঝাঁটা কিনল?
ক. এক লক্ষ
খ. সাড়ে তিন লক্ষ
গ. সাড়ে সাত লক্ষ
ঘ. সাড়ে সতেরো লক্ষ
১৯. কিসের চোটে পথের ধুলা এসে রাজার মুখ বুক ভরিয়ে দিল?
ক. রাগের
খ. ধুলার
গ. ঝাঁটের
ঘ. আলোর
২০. পথের ধুলা কার মুখ-বুক ভরিয়ে দিল?
ক. মন্ত্রীর
খ. রাজার
গ. পন্ডিতের
ঘ. যন্ত্রীদের
২১. কিসে রাজার মুখ বুক ভরে যায়?
ক. চিন্তায়
খ. দুঃখে
গ. ধুলায়
ঘ. সূর্যের আলোয়
২২. ধুলার মেঘে কী ঢাকা পড়ে?
ক. রাজদরবার
খ. সূর্য
গ. চন্দ্র
ঘ. বাগান
২৩. ধুলার মাঝে কী ঊহ্য হয়?
ক. রাজা
খ. দরবার
গ. নগর
ঘ. রাজাবাড়ি
২৪. পৃথিবী কী দিয়ে ঢাকতে বলা হয়েছে?
ক. চাদর
খ. মাদুর
গ. পার্টি
ঘ. পলেথিন
২৫. রাজাকে কোথায় রাখার কথা বলা হয়েছে?
ক. রাজদরবারে
খ. কারাগারে
গ. ঘরে
ঘ. ছাদে
২৬. চর্ম দিয়ে পৃথিবী মুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে কেন?
ক. রাজার অসুখ সারাতে
খ. রাজ্য থেকে ধুলা তাড়াতে
গ. সুন্দর দেখাতে
ঘ. মহাকীর্তির জন্য
২৭. চামার কুলপতি কেমন?
ক. তরুণ
খ. যুবক
গ. অসহায়
ঘ. বৃদ্ধ
২৮. বলিতে পারি করিলে অনুমতি-এ বাক্যের মধ্য দিয়ে চামার কুলপতির কী প্রকাশ পেয়েছে?
ক. দক্ষতা
খ. বিনয়
গ. ইচ্ছা
ঘ. বুদ্ধি
২৯. চামার কী ঢাকার কথা বলে?
ক. রাজার চরণ
খ. পৃথিবী
গ. রাজদরবার
ঘ. রাজবাড়ি
৩০. ‘মাহিনা’ শব্দের অর্থ কী?
ক. মাস
খ. বেতন
গ. ময়না
ঘ. নিষেধ
৩১. পানি বহনের জন্য চামড়ার তৈরির থলিকে কী বলে?
ক. ভিস্তি
খ. কিস্তি
গ. ফরাস
ঘ. রন্ধ্র
৩২. ‘চামার’ অর্থ কী?
ক. ফুটো
খ. উপযুক্ত
গ. মুচি
ঘ. মাদুর
৩৩. ‘জুতা আবিষ্কার’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ক. কল্পনা
খ. চিত্রা
গ. বলাকা
ঘ. সেঁজুতি
এসএসসি-২০২৫ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ জুতা আবিষ্কার কবিতার mcq প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post