এসএসসি ২০২৫ নিয়তি গল্পের mcq প্রশ্ন উত্তর : আজ কোর্সটিকায় আমরা এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের জন্য সাহিত্যের নিয়তি গল্পের mcq আলোচনা করতে চলেছি। তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছো, তাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্নগুলোে খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতই তোমরা এ প্রশ্নগুলো উত্তরসহ পেয়ে যাবে।
সর্বশেষ NCTB পূর্ণাঙ্গ সিলেবাস, বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টপ স্কুলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এ সাজেশনটি প্রস্তুত করেছি। এ প্রশ্নগুলো অনুশীলন করলেই তোমরা নিশ্চিতভাবে ১০০% কমন পেয়ে যাবে। তোমাদের এসএসসি ২০২৫ পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশনই পর্যায়ক্রমে উত্তরসহ প্রকাশ করা হবে।
এসএসসি ২০২৫ নিয়তি গল্পের mcq প্রশ্ন উত্তর
১. তক্ষক শব্দের অর্থ কী?
ক. এক ধরনের বিষধর সাপ
খ. কুকুর
গ. টিকটিকি
ঘ. পাখি
২. বন থেকে কীসের শব্দে লেখক আনন্দে ও আতঙ্কে শিউরে উঠতেন?
ক. বিত্ৰিত্ৰ পাখি
খ. বিচিত্র পশু
গ. বিচিত্র শব্দ
ঘ. বিচিত্র সাপ
৩. তিন ভাই-বোন কোথায় বসে গায়ে রোদ মাখে?
ক. উঠোনের ঘাসে
খ. ঘরের বারান্দায়
গ. মন্দিরের চাতালে
ঘ. বৈঠকখানায়
৪. বেঙ্গল টাইগারকে খানদানি বলা হয়েছিল কেন?
ক. আদব-কায়দার জন্য
খ. স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য
গ. সুন্দর চেহারার জন্য
ঘ. বৈঠকখানায়
৫. হুমায়ুন আহমেদ কীভাবে মৃত্যুবরণ করেন?
ক. সড়ক দুর্ঘটনায়
খ. ক্লোন ক্যান্সারে
গ. ব্লাড ক্যান্সারে
ঘ. ডেঙ্গু রোগে
৬. জগদলের বাড়িটাকে মহারাজার বাড়ি বলা হয়েছে কেন?
ক. বাড়ির ভেতরে জিনিসপত্র দেখে
খ. বাড়িতে মহারাজার নাম লেখা দেখা
গ. হাতিশাল, ঘোড়াশাল দেখে
ঘ. বিরাটা অট্টলিকা দেখে
৭. বাড়ির মালিক দেশ ছেড়ে কোথায় গেছেন?
ক. আমেরিকা
খ. ফ্রান্স
গ. ইতালি
ঘ. ইন্ডিয়া
৮. মহারাজার নাম কী?
ক. আকবর
খ. অমর সেন
গ. অমলেশ সেন
ঘ. জানা নেই
৯. মহারাজা কেমন ছিলেন?
ক. ভীরু
খ. সাহসী
গ. দয়ালু
ঘ. ক্ষমতাশালী
১০. মহারাজার বাড়িটি কোথায় ছিল?
ক. শহরে
খ. গ্রামে
গ. রাস্তার পাশে
ঘ. জঙ্গলে
১১. বন থেকে কী আসত?
ক. বিত্ৰিত্ৰ পাখি
খ. বিচিত্র পশু
গ. বিচিত্র শব্দ
ঘ. বিচিত্র সাপ
১২. লেখকের জগদলে থাকাকালীন কী কুখ্যাত ছিল?
ক. ম্যালেরিয়া
খ. ফাইলেরিয়া
গ. ডেঙ্গু
ঘ. ডায়রিয়া
১৩. জ্বরের সময় লেখকের কাছে নিজেকে কিসের মতো মনে হয়?
ক. বাঘ
খ. সিংহ
গ. রাক্ষস
ঘ. দৈত্য
১৪. কুকুরটি কাবু কেন?
ক. অসুস্থ
খ. বয়সের ভারে
গ. মালিকের শোকে
ঘ. জন্মগত কারণে
১৫. কুকুরটি ঝিমুতে ঝিমুতে কিসের জন্য অপেক্ষা করে?
ক. মৃত্যুর জন্য
খ. খাওয়ার জন্য
গ. বেড়াতে যাওয়ার জন্য
ঘ. কোনটিই নয়
১৬. চারদিকে ঘন অন্ধকারের মধ্যে কী ডাকছে?
ক. তক্ষক
খ. পেঁচা
গ. কাক
ঘ. ব্যাঙ
১৭. অদ্ভুত শব্দের অর্থ কী?
ক. চমৎকার
খ. কুশ্ৰী
গ. ভয়ংকর
ঘ. বীভৎস
১৮. আবেশ বলতে কী বোঝ?
ক. ভাবাবেগ
খ. ভালোবাসা
গ. এক ধরনের প্রতিক্রিয়া
ঘ. ছদ্মবেশ
১৯. হুমায়ূন আহমেদের কোন গ্রন্থ থেকে ‘নিয়তি’ নামক গল্পটি সংকলিত হয়েছে?
ক. আমার শৈশব
খ. আমার ছেলেবেলা
গ. জগদলের সেই দিনগুলি
ঘ. সেই কুকুরটি
এসএসসি-২০২৫ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ নিয়তি গল্পের mcq প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post