এসএসসি ২০২৪ পয়লা বৈশাখ গল্পের mcq : আজ কোর্সটিকায় আমরা এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের জন্য পয়লা বৈশাখ mcq আলোচনা করতে চলেছি। তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছো, তাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্নগুলোে খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতই তোমরা এ প্রশ্নগুলো উত্তরসহ পেয়ে যাবে।
সর্বশেষ NCTB পূর্ণাঙ্গ সিলেবাস, বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টপ স্কুলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এ সাজেশনটি প্রস্তুত করেছি। এ প্রশ্নগুলো অনুশীলন করলেই তোমরা নিশ্চিতভাবে ১০০% কমন পেয়ে যাবে। তোমাদের এসএসসি ২০২৪ পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশনই পর্যায়ক্রমে উত্তরসহ প্রকাশ করা হবে।
এসএসসি ২০২৪ পয়লা বৈশাখ গল্পের mcq
১. ‘আইন-ই-আকবরী’ গ্রন্থে নববর্ষকে কী বলা হয়েছে?
ক. পয়লা বৈশাখ
খ. নওরোজ
গ. নিউ ইয়ার
ঘ. হালখাতা
২. নববর্ষে হালখাতা ও মিঠাই বিতরণের অনুষ্ঠান হয় কোন মহলে?
ক. কৃষক মহলে
খ. ব্যবসায়ী মহলে
গ. চাকরিজীবী মহলে
ঘ. পেশাজীবী মহলে
৩. বাঙালির শ্রেষ্ঠ উৎসব কোনটি?
ক. দুর্গাপূজা
খ. হোলি উৎসব
গ. ঈদ
ঘ. বাংলা নববর্ষ
৪. জাতীয় চৈতন্যের ধারক বলা হয়েছে কোন উৎসবকে?
ক. বাসন্তী উৎসবকে
খ. দুর্গোৎসবকে
গ. বাংলা নববর্ষকে
ঘ. বৈসাবি উৎসবকে
৫. আবুল ফজল নববর্ষকে কী বলেছেন?
ক. পয়লা বৈশাখ
খ. নওরোজ
গ. নিউ ইয়ার
ঘ. হালখাতা
৬. ‘নওরোজ’ শব্দের অর্থ কী?
ক. হারানো দিন
খ. নতুন দিন
গ. আগামী দিন
ঘ. উজ্জ্বল দিন
৭. বাঙালির সাথে জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটে কীভাবে?
ক. নববর্ষ পালনের মধ্য দিয়ে
খ. হালখাতা অনুষ্ঠানের মধ্য দিয়ে
গ. নবান্ন উৎসবের মধ্য দিয়ে
ঘ. মেলায় যাওয়ার মধ্য দিয়ে
৮. ধর্মীয় কারণে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয় কত সালে?
ক. ১৯৫২
খ. ১৯৪৭
গ. ১৯৪৮
ঘ. ১৯৫০
৯. পয়লা বৈশাখের আনন্দানুষ্ঠানের প্রাণকেন্দ্র ছিল কোনটি?
ক. গ্রামবাংলা
খ. শহর
গ. মফস্বল
ঘ. নগর
১০. পয়লা বৈশাখ বর্তমানে কোন কারণে শহরকেন্দ্রিক উদ্যাপিত হচ্ছে?
ক. সামাজিক কারণে
খ. ধর্মীয় কারণে
গ. অর্থনৈতিক কারণে
ঘ. রাজনৈতিক কারণে
১১. কবীর চৌধুরীর মতে রাজধানী ঢাকায় পয়লা বৈশাখের চাঞ্চল্যকে কী বলা যাবে না?
ক. খাঁটি
খ. অনুকরণ
গ. যথার্থ
ঘ. মেকি
১২. কবীর চৌধুরীর মতে পয়লা বৈশাখের আয়োজনে বৃহত্তর জনজীবনের সাথে কার রাখি বন্ধনকে নতুন করে বাঁধতে হবে?
ক. মধ্যবিত্তের
খ. উচ্চবিত্তের
গ. উচ্চ-মধ্যবিত্তের
ঘ. শ্রমজীবী মানুষের
১৩. বাংলা নববর্ষের মধ্যে সচেতনভাবে কী যোগ করতে হবে?
ক. নতুন মাত্রিকতা
খ. মূল্যবোধ
গ. শৃঙ্খলাবোধ
ঘ. হৃদয়াবেগ
১৪. কবীর চৌধুরীর মতে কোন কথাটি জোরের সঙ্গে বলা চাই?
ক. নববর্ষ উৎসবের ধর্মনিরপেক্ষ চরিত্রের কথা
খ. শ্রেণিগত উৎসবের কথা
গ. উৎসবের সর্বজনীন বৈশিষ্ট্যের কথা
ঘ. পয়লা বৈশাখের নতুন মাত্রিকতার কথা
১৫. ‘শভিনিস্টিক’ শব্দটির অর্থ কী?
ক. আত্ম অহংকার
খ. আত্মগৌরব মতবাদী
গ. পরশ্রীকাতরতা
ঘ. আত্মোপলব্ধি
১৬. ধর্মের নামে নৃশংসতার ইতিহাস কোন আমলের?
ক. ব্রিটিশ আমলের
খ. পাকিস্তান আমলের
গ. মুঘল আমলের
ঘ. পাঠান আমলের
১৭. আমাদের ধর্মনিরপেক্ষ চেতনা অপরাজেয় শক্তি ও মহিমায় পূর্ণ হবে কিসের মধ্য দিয়ে?
ক. বাংলা নববর্ষ উদ্যাপনের মধ্য দিয়ে
খ. আলোচনা সভার মধ্য দিয়ে
গ. ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে
ঘ. মেলা আয়োজনের মধ্য দিয়ে
১৮. বুর্জোয়া বিলাস কী?
ক. মধ্যবিত্ত শ্রেণির মানুষের অলস চিন্তা
খ. মধ্যবিত্ত শ্রেণির মানুষের শখ
গ. স্রোতে গা ভাসিয়ে দেওয়া
ঘ. অতিরিক্ত উৎসবপ্রিয়তা
১৯. স্বাদেশিকতা বলতে কী বোঝায়?
ক. দেশপ্রেমিকতা
খ. দেশের জন্য স্বার্থত্যাগ
গ. স্বদেশি আন্দোলন
ঘ. নিজের দেশ
২০. ‘পয়লা বৈশাখ’ রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
ক. বাংলাদেশের উৎসব: নববর্ষ
খ. আমাদের সংস্কৃতি
গ. নববর্ষ কী ও কেন
ঘ. বাঙালির প্রাণের উৎসব
২১. ‘পয়লা বৈশাখ’ রচনাটি কার লেখা?
ক. হুমায়ুন আজাদ
খ. আনিসুজ্জামান
গ. আহমদ ছফা
ঘ. কবীর চৌধুরী
২২. ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ কার লেখা গ্রন্থ?
ক. সৈয়দ শামসুল হক
খ. হুমায়ুন আজাদ
গ. কবীর চৌধুরী
ঘ. জাহানারা ইমাম
২৩. কবীর চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ২০০৮
খ. ২০১১
গ. ২০১৩
ঘ. ২০১৫
২৪. ‘রিং আউট দি ওল্ড রিং ইন দি নিউ’ কবিতাটি কোন কবির লেখা?
ক. কীটস
খ. টেনিসন
গ. বায়রন
ঘ. মিল্টন
২৫. টেনিসনের সাথে রবীন্দ্রনাথের কোন রচনার মিল লক্ষ করা যায়?
ক. বরিষ ধরা মাঝে শান্তির কবি
খ. মরিতে চাইনা আমি সুন্দর ভুবনে
গ. এসো, এসো, এসো হে বৈশাখ
ঘ. তুমি সন্ধ্যার মেঘমালা
২৬. বাঙালির অন্যতম জাতীয় উৎসব কোনটি?
ক. ঈদ
খ. পয়লা বৈশাখ
গ. দুর্গাপূজা
ঘ. শবেবরাত
২৭. বাঙালির জীবনে অন্যান্য দিনের তুলনায় গৌরবমণ্ডিত হয়ে ওঠে কোন দিন?
ক. জন্মাষ্টমী
খ. ভাষা দিবস
গ. বিজয় দিবস
ঘ. পয়লা বৈশাখ
২৮. ‘আইন-ই-আকবরী’ গ্রন্থের রচয়িতা কে?
ক. আবুল ফজল
খ. তানসেন
গ. বীরবল
ঘ. ফেরদৌসি
২৯. ‘আইন-ই-আকবরী’ গ্রন্থটি কখন রচিত হয়?
ক. সাড়ে তিনশত বছর আগে
খ. চারশত বছর আগে
গ. সাড়ে চার শত বছর আগে
ঘ. পাঁচশত বছর আগে
৩০. প্রাচীন সমাজে নববর্ষের উৎসবে মানুষ কীভাবে যোগ দিত?
ক. উৎসাহের সাথে
খ. বাধ্য হয়ে
গ. পারিবারিকভাবে
ঘ. বিষণ্ণ মনে
৩১. এদেশের মানুষের মনে জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটে কখন?
ক. ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে
খ. উনবিংশ শতাব্দীর মাঝামাঝি
গ. বিংশ শতাব্দীর শুরুতে
ঘ. বিংশ শতাব্দীর শেষে
৩২. পূর্ব পাকিস্তানে নববর্ষ উদ্যাপনকে পাকিস্তানি শাসকবর্গ কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে?
ক. ইতিবাচক
খ. উৎসাহব্যঞ্জক
গ. ন্যক্কারজনক
ঘ. নির্লিপ্ত
৩৩. দেশ বিভাগের পর এ অঞ্চলের মানুষ কেমন মনোভাব নিয়ে নববর্ষ উদ্যাপন করেছে?
ক. ঘৃণার মনোভাব
খ. প্রতিবাদী মনোভাব
গ. ইতিবাচক মনোভাব
ঘ. নির্লিপ্ত মনোভাব
৩৪. পাকিস্তান আমলে নববর্ষ উদ্যাপনের মধ্য দিয়ে বাঙালির কোন চেতনা ফুটে ওঠে?
ক. জাতীয়তাবাদী
খ. গণতান্ত্রিক
গ. সাম্যবাদী
ঘ. স্বৈরতান্ত্রিক
৩৫. নববর্ষ পালনের মধ্য দিয়ে বাঙালির কোন আদর্শের প্রতিফলন ঘটে?
ক. ধর্মনিরপেক্ষ
খ. অগণতান্ত্রিক
গ. গণতান্ত্রিক
ঘ. সামন্তবাদী
৩৬. নববর্ষের কোন ধারণাটি সব সংস্কৃতিতে একই রকমের?
ক. উৎসবের ধারণা
খ. ব্যাপ্তির ধারণা
গ. পুনরুজ্জীবনের ধারণা
ঘ. ঐতিহ্যের ধারণা
৩৭. ‘রিং আউট দি ওল্ড, রিং ইন দি নিউ’- টেনিসনের এই গানটি কোনটিকে উদ্দেশ্য করে লেখা ?
ক. বড়দিন
খ. নববর্ষ
গ. ইস্টার সানডে
ঘ. থ্যাঙ্কস গিডিং ডে
৩৮. ‘রিং আউট দি ওল্ড, রিং ইন দি নিউ’ গানটি কোন তারিখটিকে উদ্দেশ্য করে লেখা?
ক. ২৫শে ডিসেম্বর
খ. ১লা জানুয়ারি
গ. ২৫শে জুলাই
ঘ. ১লা এপ্রিল
৩৯. ‘রিং আউট দি ওল্ড’ এবং ‘এসো হে বৈশাখ’— গান দুটির মধ্যে কোন বিষয়টি চোখে পড়ে?
ক. স্পর্শকাতরতা
খ. বুর্জোয়া বিলাস
গ. নিসর্গপ্রীতি
ঘ. ভাবের ঐক্য
৪০. সুদূর অতীতে কোনটির সাথে পয়লা বৈশাখের অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল?
ক. কৃষিসমাজ
খ. শিল্পনির্ভর সমাজ
গ. লেখক সমাজ
ঘ. ছাত্রসমাজ
৪১. ‘আমাদের ঐতিহ্য তো মীর মদন ও মোহন লালের, তিতুমীর ও মঙ্গল পাণ্ডের।’— পয়লা বৈশাখ প্রবন্ধে লেখক উক্তিটি দ্বারা কী নির্দেশ করেছেন?
ক. ধর্মনিরপেক্ষতা
খ. জাতীয়তাবাদ
গ. উপনিবেশবাদ
ঘ. প্রতিবাদমুখরতা
৪২. পয়লা বৈশাখকে ঘিরে পাকিস্তানি শাসকগোষ্ঠীর নেতিবাচক মনোভাবের প্রতিবাদে বাঙালি কী করে?
ক. হরতালের ডাক দেয়
খ. রাস্তা অবরোধ করে
গ. সোৎসাহে নববর্ষ পালন করে
ঘ. যুদ্ধ ঘোষণা করে
৪৩. পয়লা বৈশাখের প্রাণকেন্দ্র এখন কোথায়?
ক. চট্টগ্রামে
খ. ঢাকায়
গ. রাজশাহীতে
ঘ. সিলেটে
৪৪. পয়লা বৈশাখে নতুন মাত্রিকতা যোগ করার ক্ষেত্রে কবীর চৌধুরী কোনটি অবলম্বন করতে বলেছেন?
ক. অভিজ্ঞতা
খ. ভাবপ্রবণতা
গ. সচেতনতা
ঘ. আনন্দানুভূতি
৪৫. ইংরেজ সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তির কাছে বাংলার স্বাধীনতা হারানোর পূর্বমুহূর্ত পর্যন্ত লড়েছেন কে?
ক. তিতুমীর
খ. মঙ্গল পাণ্ডে
গ. মোহন লাল
ঘ. সিরাজদ্দৌলা
৪৬. পারস্য দেশের নিয়ম অনুযায়ী নতুন বছরের প্রথম দিনকে কী বলা হয়?
ক. নয়াদিন
খ. নবরত্ন
গ. নওরোজ
ঘ. নওশাদ
৪৭. ‘প্রত্যক্ষ অভিঘাত’ অর্থ কী?
ক. অদৃশ্য আঘাত
খ. সামান্য আঘাত
গ. সরাসরি আঘাত
ঘ. পুরোনো আঘাত
৪৮. ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে ‘প্রত্যক্ষ অভিঘাত’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. দূরবর্তী পরিবর্তন
খ. তাৎক্ষণিক পরিবর্তন
গ. অদৃশ্য আঘাত
ঘ. পুরোনো আঘাত
৪৯. ‘ন্যক্কারজনক’ শব্দটির অর্থ কী?
ক. অত্যন্ত পছন্দনীয়
খ. অত্যন্ত নিন্দনীয়
গ. অত্যন্ত আশ্চর্যজনক
ঘ. অত্যন্ত অপরিকল্পিত
৫০. নতুন বছরের হিসাব-নিকাশের জন্য নতুন খাতা আরম্ভের উৎসবের নাম কী?
ক. পুণ্যাহ
খ. হালখাতা
গ. নবান্ন
ঘ. নওরোজ
এসএসসি-২০২৪ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৪ একাত্তরের দিনগুলি mcq নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post