এসএসসি ২০২৬ পল্লিসাহিত্য mcq : আজ কোর্সটিকায় আমরা এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের জন্য সুভা পল্লিসাহিত্য mcq আলোচনা করতে চলেছি। তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছো, তাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্নগুলোে খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতই তোমরা এ প্রশ্নগুলো উত্তরসহ পেয়ে যাবে।
সর্বশেষ NCTB পূর্ণাঙ্গ সিলেবাস, বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টপ স্কুলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এ সাজেশনটি প্রস্তুত করেছি। এ প্রশ্নগুলো অনুশীলন করলেই তোমরা নিশ্চিতভাবে ১০০% কমন পেয়ে যাবে। তোমাদের এসএসসি ২০২৬ পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশনই পর্যায়ক্রমে উত্তরসহ প্রকাশ করা হবে।
এসএসসি ২০২৬ পল্লিসাহিত্য mcq
১. ‘ধরি মাছ না ছুঁই পানি’– এটা কী?
ক. ছড়া ও গান
খ. ছড়া ও গৎ
গ. রূপকথা ও উপকথা
ঘ. প্রবাদ ও প্রবচন
২. ‘এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস’- কোনগুলো? ক. ছড়া ও গান
খ. ছড়া ও গৎ
গ. রূপকথা ও উপকথা
ঘ. প্রবাদ ও প্রবচন
৩. ‘ফোকলোর’ কথাটির উদ্ভাবক কে?
ক. দক্ষিণারঞ্জন মিত্র
খ. উইলিয়াম থমস
গ. মনসুর বয়াতি
ঘ. জীবনানন্দ দাশ
৪. পিঁড়েয় বসে পেঁড়োর খবর’ – এটা কী?
ক. ছড়া ও গান
খ. ছড়া ও গৎ
গ. রূপকথা ও উপকথা
ঘ. প্রবাদ ও প্রবচন
৫. ‘ফোকলোর সোসাইট’ কোন দেশে আছে?
ক. জাপানে
খ. ইতালিতে
গ. ইংল্যান্ডে
ঘ. ফ্রান্সে
৬. ‘ফোকলোর সোসাইট’ কী?
ক. বিদ্বানদের সভা
খ. উন্নত সমাজ
গ. পুরনো সমাজ
ঘ. আধুনিক সভ্য সমাজ
৭. “রোদ হচ্ছে, পানি হচ্ছে, খেঁকশিয়ালির বিয়ে হচ্ছে।”- এটা কোন ধরনের সাহিত্য?
ক. ছড়া
খ. গান
গ. গজল
ঘ. কবিতা
৮. বাংলাদেশের অন্যতম লোকগাথার নাম কী?
ক. তেপান্তর
খ. গ্রাম-গ্রামান্তর
গ. আলোর মিছিল
ঘ. মৈমনসিংহ গতিকা
৯. ‘মৈমনসিংহ গীতিকার’র মদিনা বিবির সৌন্দর্যে কে মুগ্ধ হয়েছিলেন?
ক. রোমাঁ রোলাঁ
খ. শেকসপিয়র
গ. শেলী
ঘ. ড. দীনেশ চন্দ্র সেন
১০. রোমাঁ রোলাঁ যার রূপসৌন্দর্যে মুগ্ধ হয়েছেনে তিনি কে?
ক. মদিনা বিবি
খ. মেহের বানু
গ. খায়রুন সুন্দরী
ঘ. মহুয়া
১১. আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে অতল গর্ভে তলিয়ে যাচ্ছে কী?
ক. উপকথা
খ. প্রবাদ
গ. ছড়া
ঘ. পল্লিগান
১২. ‘ঠাকুরমার ঝুলি’র লেখক কে?
ক. ড. দীনেশচন্দ্র সেন
খ. প্রমথ চৌধুরী
গ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৩. ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে কোন পাখির কথা উল্লেখ করা হয়েছে?
ক. কোকিল, দোয়েল, পাপিয়া
খ. কাক, চিল, কোকিল
গ. শকুন, পাপিয়া, কাক
ঘ. দোয়েল, শকুন, বুলবুলি
১৪. পল্লির পরতে পরতে কোনটি ছড়িয়ে আছে?
ক. নাটক
খ. প্ৰবন্ধ
গ. প্রহসন
ঘ. সাহিত্য
১৫. পল্লির পরতে পরতে লুক্কায়িত সাহিত্য নিয়ে মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত প্রবন্ধের নাম-
ক. পল্লিকথা
খ. পল্লিগানের ইতিকথা
গ. পল্লি সাহিত্য
ঘ. পল্লিজীবন
১৬. কোথায় বাস করে আমরা ভুলে যাই বায়ু সাগরে আমরা ডুবে আছি?
ক. ঘরের মধ্যে
খ. তাঁবুর মধ্যে
গ. বাতাসের মধ্যে
ঘ. আলোর মধ্যে
১৭. যেখানে অনেক বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে, তা প্রকাশে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
ক. পাড়া গাঁয়ে
খ. শহরে
গ. বন্দরে
ঘ. নগরে
১৮. পল্লির সাহিত্য-সম্পদের মধ্যে জারি, সারি ও ভ্যাটিয়ালি গানগুলো-
ক. প্রাচীন রত্নসম্পদ
খ. অমূল্য রত্নবিশেষ
গ. আধুনিক রত্নবিশেষ
ঘ. শৌখিন রত্নবিশেষ
১৯. পল্লির ছেলেমেয়েরা কাদের কাছে রূপকথার গল্প শোনে?
ক. কৃষি শ্রমিক
খ. বুড়োবুড়ি
গ. মনসুর বয়াতি
ঘ. কবিয়াল
২০. পল্লিসাহিত্যের কোন উপকরণকে প্রাবন্ধিক সুদূর অতীতে সাক্ষীরূপে গণ্য করেছেন?
ক. উপকথাকে
খ. রূপকথাকে
গ. প্রবাদ-প্রবচনকে
ঘ. খনার বচনকে
২১. কোনটি নষ্ট হয়ে অতীতে সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে?
ক. উপকথা
খ. রূপকথা
গ. পল্লিগীতি
ঘ. খনার বচন
২২. পল্লিসাহিত্য সম্পদের মধ্যে কোনটি অমূল্য রত্নবিশেষ?
ক. উপকথা
খ. ছড়া
গ. প্ৰবাদ
ঘ. পল্লিগান
২৩. পল্লিসাহিত্যের কোন ধারাকে অমূল্য রত্নবিশেষ বলা হয়?
ক. পল্লিগীতি
খ. প্রবাদ-প্রবচন
গ. মৈমনসিংহ গীতিকা
ঘ. খনার বচন
২৪. লেখক মুহম্মদ শহীদুল্লাহ্ পল্লিগীতিকে কী বিশেষণে বিশেষিত করেছেন?
ক. অমূল্য রত্নবিশেষ
খ. সরস প্রাণের জীবন্ত উৎস
গ. নৃতত্ত্বের মূল্যবান উপকরণ
ঘ. মারফতি তত্ত্বকথা
২৫. গানের অফুরন্ত ভান্ডার আছে কোথায়?
ক. শহরের মধ্যে
খ. শিক্ষিত লোকের মধ্যে
গ. পল্লির আনাচে-কানাচে
ঘ. বিদেশি গ্রন্থেপ
২৬. বাংলা সাহিত্যের কয় আনা শহুরে সাহিত্য?
ক. পনের আনা
খ. বারো আনা
গ. চার আনা
ঘ. এক আনা
২৭. রাজ-রাজড়ার কোন সাহিত্যের প্রতীক?
ক. নাগরিক সাহিত্য
খ. লোকসাহিত্য
গ. পল্লিসাহিত্য
ঘ. গ্রামীণ সাহিত্য
২৮. ইউরোপ-আমেরিকার মতো আমাদের দেশেও অনাগতকাল কোন সাহিত্য আদরের আসন পাবে?
ক. পল্লিসাহিত্য
খ. শহুরে সাহিত্য
গ. নাগরিক সাহিত্য
ঘ. প্রলেতারিয়েত সাহিত্য
২৯. ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে পল্লির উপকথাগুলোতে লেখক কোন আবেদনকে প্রাধান্য দিয়েছেন?
ক. সাহিত্য আবেদন
খ. সর্বজনীন আবেদন
গ. সাংস্কৃতিক আবেদন
ঘ. শৈল্পিক আবেদন
৩০. পল্লিসাহিত্যে পল্লিজননীর হিন্দু-মুসলমানদের অধিকার বণ্টন লেখক ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির মাধ্যমে?
ক. সমান অধিকার
খ. অধিকার সমান নয়
গ. আংশিক অধিকার
ঘ. অসম অধিকার
৩১. মুহম্মদ শহীদুল্লাহর মতে পল্লিসাহিত্যের এখনও সমাদর করে কারা?
ক. শহুরে লোকেরা
খ. পাড়াগাঁয়ের লোকেরা
গ. অশিক্ষিত ব্যক্তিরা
ঘ. পন্ডিত ব্যক্তিরা
৩২. ‘মৈমনসিংহ গীতিকা’ কে সংগ্রহ করেছেন?
ক. কবি জসীমউদ্দীন
খ. ডক্টর দীনেশচন্দ্র সেন
গ. ড.মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. চন্দ্রকুমার দে
৩৩. রোমাঁ রোলাঁ কোন দেশের লোক?
ক. জার্মানি
খ. ইংল্যান্ড
গ. ইতালি
ঘ. ফ্রান্স
৩৪. রোমাঁ রোলাঁ কত খ্রিষ্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৯১৩ খ্রিষ্টাব্দে
খ. ১৯১৫ খ্রিষ্টাব্দে
গ. ১৯১৬ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯২১ খ্রিষ্টাে
৩৫. মনসুর বয়াতি কে?
ক. ‘দেওয়ানা মদিনা’ পালার কবি
খ. একজন কণ্ঠশিল্পী
গ. একজন সুরস্রষ্টা
ঘ. একজন গীতিকার
৩৬. দস্যুদলকে কাবু করার ক্ষেত্রে আলিবাবার সহায়ক কে?
ক. মুহম্মদ শহীদুল্লাহ
খ. রোমাঁ রোলা
গ. বুদ্ধিমতী বাঁদী মর্জিনা
ঘ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
৩৭. ফোকালোর সোসাইটি সর্বপ্রথম কোথায় গঠিত হয়?
ক. আমেরিকায়
খ. ইতালিতে
গ. লন্ডনে
ঘ. ফ্রান্সে
৩৮. মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞান কোনটি?
ক. প্রত্মতত্ত্ব
খ. নৃতত্ত্ব
গ. ভূতত্ত্ব
ঘ. প্রাণিতত্ত্ব
এসএসসি-২০২৬ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৬ পল্লিসাহিত্য mcq নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post