এসএসসি ২০২৫ বই পড়া mcq : আজ কোর্সটিকায় আমরা এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের জন্য বই পড়া mcq আলোচনা করতে চলেছি। তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছো, তাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্নগুলোে খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতই তোমরা এ প্রশ্নগুলো উত্তরসহ পেয়ে যাবে।
সর্বশেষ NCTB পূর্ণাঙ্গ সিলেবাস, বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টপ স্কুলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এ সাজেশনটি প্রস্তুত করেছি। এ প্রশ্নগুলো অনুশীলন করলেই তোমরা নিশ্চিতভাবে ১০০% কমন পেয়ে যাবে। তোমাদের এসএসসি ২০২৫ পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশনই পর্যায়ক্রমে উত্তরসহ প্রকাশ করা হবে।
এসএসসি ২০২৫ বই পড়া mcq
১. ‘বই পড়া’ প্রবন্ধে লাইব্রেরির সার্থকতা কীসের চেয়ে কম নয় বলা হয়েছে?
ক. হাসপাতাল
খ. প্রকৃতির
গ. জাদুঘর
ঘ. লীলাভূমি
২. ‘বীরবল’ সাহিত্যিক ছদ্মনামে কে লিখতেন?
ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. প্রমথ চৌধুরী
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৩. ‘বই পড়া’ প্রবন্ধে লাইব্রেরিকে কী বলা হয়েছে?
ক. মনের হাসপাতাল
খ. প্রকৃতির নিভৃত কোণ
গ. মনের জাদুঘর
ঘ. প্রকৃতির লীলাভূমি
৪. ‘বই পড়া” প্রবন্ধটি প্রমথ চৌধুরীর কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক. বীরবলের হালখাতা
খ. প্রবন্ধ সপ্তাহ
গ. নীললোহিত
ঘ. পদচারণ
৫. প্রমথ চৌধুরীর মতে মানুষের উদরপূর্তিতে সরাসরি কাজে লাগে না কোনটি?
ক. লাইব্রেরি
খ. বিজ্ঞান
গ. সাহিত্য
ঘ. ধর্ম
৬. নীতির চর্চা কোথায় হয়?
ক. জাদুঘরে
খ. কলেজে
গ. ঘরে
ঘ. লাইব্রেরিতে
৭. ‘বই পড়া’ প্রবন্ধটিতে প্রমথ চৌধুরী কীসের সমালোচনা করেছেন?
ক. সাহিত্যের
খ. শিক্ষা ব্যবস্থার
গ. সুশিক্ষার
ঘ. মনোরাজ্যের
৮. প্রমথ চৌধুরীর মতে দর্শনের চর্চা কোথায় হয়?
ক. জাদুঘরে
খ. কলেজে
গ. ঘরে
ঘ. লাইব্রেরিতে
৯. কোন জাতি জ্ঞানে বড় নয়?
ক. যারা অর্থে বড় নয়
খ. যারা ধ্যানে বড় নয়
গ. যারা মনে বড় নয়
ঘ. যারা আভিজাত্যে বড় নয়
১০. ‘বই পড়া’ প্রবন্ধের রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বনফুল
গ. প্রমথ চৌধুরী
ঘ. মোতাহের হোসেন চৌধুরী
১১. প্রমথ চৌধুরীর জন্মতারিখ কোনটি?
ক. ৭ জুলাই ১৮৩৮
খ. ৭ নভেম্বর ১৮৪৮
গ. ৭ অক্টোবর ১৮৫৮
ঘ. ৭ আগস্ট ১৮৬৮
১২. প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায় ছিল?
ক. সিরাজগঞ্জ জেলায়
খ. কুষ্টিয়া জেলায়
গ. যশোর জেলায়
ঘ. পাবনা জেলায়
১৩. ‘সুসার’ অর্থ কী?
ক. নিষ্ফল
খ. প্রাচুর্য
গ. ঘাটতি
ঘ. সফল
১৪. ‘ভাঁড়ে ভবানী’- শব্দটি কী বোঝাতে ব্যবহৃত হয়?
ক. ক্লান্ত অবস্থা বোঝাতে
খ. রিক্ত অবস্থা বোঝাতে
গ. অশান্ত অবস্থা বোঝাতে
ঘ. সচ্ছল অবস্থা বোঝাতে
১৫. ‘অবগাহন’ শব্দটির অর্থ কী?
ক. ইচ্ছেমতো জলপান
খ. সর্বাঙ্গ ঢেকে রাখা
গ. ইচ্ছেমতো ঘুরে বেড়ানো
ঘ. সর্বাঙ্গ ডুবিয়ে গোসল
১৬. ‘প্রচ্ছন্ন’ বলতে কী বোঝানো হয়?
ক. প্রকাশ্য
খ. প্রকট
গ. গোপন
ঘ. গভীর
১৭. ‘বই পড়া’ প্রবন্ধে উল্লিখিত ‘জীর্ণ” শব্দটির অর্থ কী?
ক. পুরাতন
খ. হজম
গ. নতুন
ঘ. লেহন
১৮. ‘গতাসু’ শব্দটির অর্থ কী?
ক. জীবিত
খ. মৃত
গ. স্বাস্থ্যবান
ঘ. স্বাস্থ্যহীন
১৯. ‘কারদানি’ বলতে কী বোঝানো হয়?
ক. চালবাজি
খ. বাহাদুরি
গ. মনরক্ষা
ঘ. দেহরক্ষা
২০. প্রমথ চৌধুরী কোন বিষয়ে এম.এ. ডিগ্রি অর্জন করেন?
ক. বাংলা
খ. ইংরেজি
গ. দর্শন
ঘ. সংস্কৃত
২১. প্রমথ চৌধুরী রচিত কোন পত্রিকাটি বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে?
ক. সাহিত্যপত্র
খ. সবুজপত্র
গ. যুগবাণী
ঘ. প্রবাসী
২২. বাংলা সাহিত্যে গদ্যধারার সূচনা ঘটে কার নেতৃত্বে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুরের
খ. প্রমথ চৌধুরীর
গ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
২৩. প্রমথ চৌধুরীর রচিত গ্রন্থ কোনটি?
ক. মাধবীলতা
খ. বৈকুণ্ঠের উইল
গ. নীললোহিত
ঘ. পদ্মরাগ
২৪. প্রমথ চৌধুরী কোন তারিখে মৃত্যুবরণ করেন?
ক. ২রা আগস্ট ১৯৩৬
খ. ১লা জুলাই ১৯৪৬
গ. ৭ই আগস্ট ১৯৩৬
ঘ. ২রা সেপ্টেম্বর ১৯৪৬
২৫. মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কী?
ক. সাঁতার কাটা
খ. বাগান করা
গ. বই পড়া
ঘ. গান শোনা
২৬. প্রমথ চৌধুরীর মতে আমাদের এখন করার সময় নয়?
ক. পরিশ্রম করার
খ. শখ করার
গ. সন্দেহ করার
ঘ. আশা করার
২৭. প্রমথ চৌধুরীর মতে তিনি কোন পরামর্শটি দিলে অনেকে সেটিকে কুপরামর্শ হিসেবে দেখবেন?
ক. আয় বুঝে ব্যয় করো
খ. শখ করে বই পড়ো
গ. অসৎ সঙ্গ ত্যাগ করো
ঘ. বইয়ের পড়া মুখস্থ করো
২৮. প্রমথ চৌধুরীর মতে জাত হিসেবে আমরা কেমন নই?
ক. অলস
খ. পরিশ্রমী
গ. অভিজাত
ঘ. শৌখিন
২৯. প্রমথ চৌধুরীর মতে তাঁর কোন প্রস্তাব অনেকের কাছে নিরর্থক ও নির্মম ঠেকবে?
ক. সুন্দর জীবনধারণের প্রস্তাব
খ. জীবনকে সুন্দর ও মহৎ করার প্রস্তাব
গ. সাহিত্যচর্চা ত্যাগের প্রস্তাব
ঘ. ডেমোক্রেসি প্রবর্তনের প্রস্তাব
৩০. কোনটি উপভোগের জন্য আমরা প্রস্তুত নই?
ক. শিক্ষার ফল
খ. জীবনের আনন্দ
গ. সাহিত্যের রস
ঘ. ডেমোক্রেসির সার্থকতা
৩১. কী লাভের জন্য আমরা সকলেই উদ্বাহু?
ক. সাহিত্যের রস
খ. শিক্ষার ফল
গ. সুশিক্ষার স্বাদ
ঘ. মনোরাজ্যের ঐশ্বর্য
৩২. প্রমথ চৌধুরীর মতে শিক্ষা সম্বন্ধে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি কী?
ক. শিক্ষা আলোকিত মানুষ গড়ে
খ. মুখস্থবিদ্যা শিক্ষার উদ্দেশ্যকে ধ্বংস করে
গ. শিক্ষা আমাদের অর্থ ও অন্নের সংস্থান করে
ঘ. শিক্ষা আমাদের মননকে উন্নত করে
৩৩. প্রমথ চৌধুরী কিসে বিশ্বাস করেন?
ক. শিক্ষার মাহাত্ম্যে
খ. মুখস্থবিদ্যার প্রয়োজনীয়তায়
গ. লাইব্রেরির অসারতায়
ঘ. স্কুল-কলেজের শ্রেষ্ঠত্বে
৩৪. প্রমথ চৌধুরীর মতে সন্দেহাতীতভাবে শিক্ষার প্রধান অঙ্গ কী?
ক. দর্শনচর্চা
খ. সাহিত্যচর্চা
গ. ধর্মচর্চা
ঘ. বিজ্ঞানচর্চা
৩৫. ডেমোক্রেসি কেবল কী বোঝে?
ক. অর্থের সার্থকতা
খ. সাহিত্যের সার্থকতা
গ. সুশিক্ষার সার্থকতা
ঘ. লাইব্রেরির সার্থকতা
৩৬. ডেমোক্রেসির গুরুরা কী চেয়েছিলেন?
ক. সবাইকে সমান করতে
খ. সবাইকে বড় মানুষ বানাতে
গ. শ্রেণিবৈষম্য গড়ে তুলতে
ঘ. সবাইকে ছোট মানুষ করতে
৩৭. ডেমোক্রেসির শিষ্যদের সকলেই কী হতে চায়?
ক. সমান
খ. ছোট
গ. বড়
ঘ. শিক্ষিত
৩৮. প্রমথ চৌধুরীর মতে আমরা যে সভ্যতার উত্তরাধিকারী তার বৈশিষ্ট্য কোনটি?
ক. দুর্বল
খ. শৌখিন
গ. অভিজাত
ঘ. স্বাস্থ্যবান
৩৯. আমাদের ছেলেরা কী গলাধঃকরণ করে তা পরীক্ষাকেন্দ্রে উদ্গীরণ করে?
ক. হতাশা
খ. নোট
গ. আশ্বাস
ঘ. বই
৪০. প্রচলিত শিক্ষাব্যবস্থার ফলে শিক্ষার্থীরা কোনটি হচ্ছে?
ক. স্বশিক্ষিত
খ. কুশিক্ষিত
গ. অশিক্ষিত
ঘ. সুশিক্ষিত
৪১. ত্রুটিপূর্ণ শিক্ষাপদ্ধতি কাদেরকে জখম করতে পারলেও একেবারে বধ করতে পারে না?
ক. যাদের মন অত্যন্ত নরম
খ. যাদের প্রাণ অত্যন্ত কড়া
গ. যারা গুরুপ্রদত্ত নোট পড়ে
ঘ. যারা পরীক্ষায় ভালো করে
৪২. কোথায় মানুষ স্বেচ্ছায়, স্বচ্ছন্দচিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়?
ক. স্কুলে
খ. কলেজে
গ. লাইব্রেরিতে
ঘ. জাদুঘরে
৪৩. মুসলমান ধর্মে মানবজাতি কয় ভাগে বিভক্ত?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৪৪. স্কুল-কলেজে ছেলেদের নোট পড়ার মূল কারণ কী
ক. স্বশিক্ষিত হওয়ার বাসনা
খ. সুশিক্ষিত হওয়ার বাসনা
গ. পেটের দায়
ঘ. প্রাণের দায়
৪৫. আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ কিসের ওপর পড়েছে?
ক. সুশিক্ষার ওপর
খ. স্বশিক্ষার ওপর
গ. অর্থের ওপর
ঘ. ডেমোক্রেসির ওপর
৪৬. মামলায় জেতার জন্য কোনটি করতে হবে?
ক. কবিতা আবৃত্তি করতে হবে
খ. নজির আওড়াতে হবে
গ. বিজ্ঞানচর্চা করতে হবে
ঘ. স্বশিক্ষার সার্থকতা বুঝতে হবে
৪৭. ধনের সৃষ্টি কোনটির ওপর নির্ভরশীল?
ক. ভাগ্যের
খ. জ্ঞানের
গ. মুখস্থবিদ্যার
ঘ. ইচ্ছার
৪৮. মানুষের পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় একমাত্র কিসে?
ক. দর্শনে
খ. বিজ্ঞানে
গ. সাহিত্যে
ঘ. ধর্মনীতিতে
৪৯. দর্শন, বিজ্ঞান ইত্যাদিকে প্রমথ চৌধুরী কোন উপমায় অভিহিত করেছেন?
ক. সংক্রামক ব্যাধি
খ. মনগঙ্গার তোলা জল
গ. মানবমনের পূর্ণচিত্র
ঘ. অনন্ত স্রৌতধারা
৫০. প্রমথ চৌধুরীর মতে কোনটি করা ছাড়া সাহিত্যচর্চার উপয়ান্তর নেই?
ক. ল-রিপোর্ট কেনা ছাড়া
খ. বই পড়া ছাড়া
গ মুখস্থ করা ছাড়া
ঘ. শিক্ষিত হওয়া
এসএসসি-২০২৫ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ বই পড়া mcq নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post