এসএসসি ২০২৪ বঙ্গবাণী কবিতার mcq প্রশ্ন উত্তর : আজ কোর্সটিকায় আমরা এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের জন্য বঙ্গবাণী কবিতার mcq আলোচনা করতে চলেছি। তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছো, তাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্নগুলোে খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতই তোমরা এ প্রশ্নগুলো উত্তরসহ পেয়ে যাবে।
সর্বশেষ NCTB পূর্ণাঙ্গ সিলেবাস, বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টপ স্কুলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এ সাজেশনটি প্রস্তুত করেছি। এ প্রশ্নগুলো অনুশীলন করলেই তোমরা নিশ্চিতভাবে ১০০% কমন পেয়ে যাবে। তোমাদের এসএসসি ২০২৪ পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশনই পর্যায়ক্রমে উত্তরসহ প্রকাশ করা হবে।
এসএসসি ২০২৪ বঙ্গবাণী কবিতার mcq প্রশ্ন উত্তর
১. ‘বঙ্গদেশী বাক্য’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. বাংলা ভাষা
খ. প্রাচীন বঙ্গীয় ভাষা
গ. মাতৃভাষা
ঘ. বিদেশি ভাষা
২. কবি আবদুল হাকিম ‘হিন্দুর অক্ষর’ বলতে কী বোঝাতে চেয়েছেন?
ক. সংস্কৃত ভাষা
খ. দেবদেবীর মহাত্মা কথা
গ. বাংলা ভাষা
ঘ. হিন্দি ভাষা
৩. ‘সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন’- বাক্যে ‘নিরঞ্জন’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সুন্দর অর্থে
খ. সৃষ্টিকর্তা অর্থে
গ. কৃশ্ৰী অর্থে
ঘ. ইচ্ছা অর্থে
৪. আবদুল হাকিম কোন শতকের কবি?
ক. পঞ্চদশ
খ. সপ্তদশ
গ. ষষ্ঠদশ
ঘ. অষ্টাদশ
৫. ‘বঙ্গবাণী’ কবিতাটি কোন মতকে রচিত হয়েছে?
ক. মধ্যযুগে
খ. ষোড়শ শতক
গ. সপ্তদশ শতকে
ঘ. ঊনবিংশ শতকে
৬. আবদুল হাকিম কোন যুগের কবি?
ক. প্রাক-মধ্যযুগে
খ. মধ্যযুগের
গ. আধুনিক যুগের ঘ. মধ্যযুগ পরবর্তী
৭. ‘নূরনামা’ কার লেখা?
ক. ফকির গরীবুল্লাহর
খ. মীর মশাররফ হোসেনের
গ. আবদুল হাকিমের
ঘ. সেয়দ এমদাদ আলীল
৮. ‘ইউসুফ জোলেখা’ কী?
ক. আবদুল হাকিমের উপন্যাস
খ. দৌলত কাজীর কাব্য
গ. আলাওলের কাব্য
ঘ. আবুদল হাকিমের কাব্য
৯. ‘শিহাবুদ্দিননামা’ আবদুল হাকিমের কোন ধরনের রচনা?
ক. নাটক খ.
উপন্যাস
গ. ছোটগল্প
ঘ. কাব্য
১০. ‘নসীহতনামা’ কার রচিত কাব্য?
ক. শাহ মুহম্মদ সগীর
খ. আবদুল হাকিম
গ. আলাওল
ঘ. সিকানদার আবু জাফর
১১. কবি আবদুল হাকিমে মতে প্রভু কোন ভাষা বুঝতে পারেন?
ক. হিন্দি ভাষা
খ. ইংরেজী ভাষা
গ. আরবি ভাষা
ঘ. সৰ্ব ভাষা
১২. ‘যত ইতি বাণী’ বলতে কবি আবদুল হাকিম কী বোঝাতে চেয়েছেন?
ক. অন্য একটি ভাষা
খ. মাতৃভাষা
গ. বাংলাভাষা
ঘ. অন্যান্য যত ভাষা
১৩. ‘বঙ্গবাণী’ কবিতার প্রধান বাহন হলো-
ক. নিরঞ্জন
খ. মারফত
গ. মাতৃভাষা
ঘ. আনন্দ
১৪. ‘বঙ্গবাণী’ কবিতার রচয়িতার নাম কী?
ক. কাজী নজরুল ইসলাম
খ. আবদুল হাকিম
গ. শাহ মুহম্মদ সগীর
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
১৫. ‘বঙ্গবাণী’ কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
ক. নসীহতনামা
খ. নূরনামা
গ. সেকান্দারনামা
ঘ. পদ্মাবতী
১৬. বাংলায় জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে কবি আবদুল হাকিম তাদের কী নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন?
ক. বংশ পরিচয়
খ. জন্মপরিচয়
গ. বংশ ও আভিজাত্য
ঘ. আভিজাত্য ও পরিচয়
১৭. ‘বঙ্গবাণী’ কবিতার প্রতিপাদ্য বিষয় কী?
ক. সাধারণ মানুষের প্রতি ভালোবাসা
খ. আরবি-ফারসি ভাষার প্রতি অনুরাগ
গ. স্বদেশের ঐতিহ্যের প্রতি আকর্ষণ
ঘ. স্বদেশ ও স্বভাষার প্রতি অনুরাগ
১৮. ‘ছিফত’ শব্দের অর্থ কী?
ক. নসিহত
খ. গুণ
গ. দোষ
ঘ. বৈশিষ্ট্য
১৯. সমাসবদ্ধ পদ হিসেবে নিচের কোনটিকে সমর্থন করা যায়?
ক. উপদেশ
খ. নির্ণয়
গ. হাবিলাষ
ঘ. বঙ্গবাণী
২০. ‘মারফত’ শব্দটির অর্থ কী?
ক. মরমি সাধনা
খ. বলিষ্ঠ কন্ঠ
গ. সরল পথ
ঘ. সংকীর্ণচেতা
এসএসসি-২০২৪ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৪ বঙ্গবাণী কবিতার mcq প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post