এসএসসি ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট : আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন মানবণ্টনের ভিত্তিতে এ মডেল টেস্টগুলো তৈরি করতে। এখানে সৃজনশীল অংশের জন্য 70 নম্বরের মডেল টেস্ট এবং বহুনির্বাচনী অংশের জন্য 30 নম্বরের মডেল টেস্ট আলাদা করে দেওয়া আছে। সর্বমোট প্রতিটি সাবজেক্ট থেকে তোমরা ১০০ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে।
এসএসসি ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট
১. জনাব শামীম নরসিংদীর বিভিন্ন লুঙ্গি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নিকট হতে লুঙ্গি ক্রয় করে ঢাকা, ভৈরব, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন দোকানে বিক্রয় করেন। আমাদের দেশের লুঙ্গির চাহিদা পৃথিবীর বিভিন্ন দেশে থাকায় তিনি তথ্য সংগ্রহ করে ভারত, থাইল্যান্ড ও আফ্রিকার বিভিন্ন দেশে লুঙ্গি রপ্তানি শুরু করেন। এ কাজে সহায়তার জন্য তিনি ১০ জন কর্মী নিয়োগ দেন। ফলে তার ব্যবসায়ের পরিধি দিন দিন বৃদ্ধি পায়।
ক. প্রত্যক্ষ সেবা কাকে বলে?
খ. একই সাথে ধান কাটা ও মাড়াইয়ের হার্ভেস্টার মেশিন আমদানি ব্যবসায় পরিবেশের কোন উপাদানের অন্তর্গত? ব্যাখ্যা কর।
গ. জনাব শামীমের কার্যক্রম কোন প্রকারের ব্যবসায়ের আওতাভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের অর্থনীতিতে – জনাব শামীমের কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন কর।
২. আকরাম তার সততার সাথে ব্যবসায় করে সীমিত মুনাফা অর্জন করেন। অপর দিকে তার বন্ধু আলম চাকচিক্যের আড়ালে ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করেন। বাহ্যিক চাকচিক্যের কারণে আলমের দোকানে ক্রেতারা ভিড় করে। আকরাম আলমের চেয়ে কম অর্থ উপার্জন করলেও মানসিকভাবে অনেক সুখী।
ক. নৈতিকতা কী?
খ. মানব আচরণের মানদ- ব্যাখ্যা কর।
গ. আকরামের মানসিক প্রশান্তির কারণ ব্যাখ্যা কর।
খ. আলম বর্তমানে প্রচুর মুনাফা অর্জন করলেও ভবিষ্যতে ব্যবসায় টিকে থাকবে কী? তোমার মতামত দাও।
৩. জনাব মিন্টন শরণখোলা থানার কচুয়া গ্রামে একটি মাছ প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি দেন। এই গ্রামের শিক্ষিতদের অধিকাংশ চাকরির সন্ধানে শহরমুখী। এছাড়া স্থানীয় লোকজন আধুনিক যন্ত্রপাতি চালানোয় দক্ষ নয় এবং দক্ষ করে গড়ে তোলার কোনো সুব্যবস্থাও নেই। ফলে তাদের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে।
ক. ব্যবসায় প্রকল্প প্রতিবেদন কী?
খ. ব্যবসায় উদ্যোগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে জনাব মিল্টনকে কী বলা যায়? বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের জনাব মিল্টনের প্রতিষ্ঠানটির ব্যর্থতার কারণ বিশ্লেষণ কর।
৪. রহমত আলী একজন কৃষক। তিনি জমি চাষ করার জন্য একজোড়া গরু কিনলেন। তার স্ত্রী বাজার থেকে কাপড় কিনে এনে নিজের সন্তানের জন্য জামা তৈরি করলেন এবং কিছু জামা বাজারেও বিক্রি করলেন।
ক. বাণিজ্য কী?
খ. উৎপাদনের বাহন কোনটি? ব্যাখ্যা কর।
গ. রহমত আলীর গরু কেনার কাজটি ব্যবসায় কি না? ব্যাখ্যা কর।
ঘ. রহমত আলীর স্ত্রীর কার্যক্রমটি ব্যবসায়িক দৃষ্টিতে মূল্যায়ন কর।
৫. জনাব তাবিব যুব প্রশিক্ষণ কেন্দ্র হতে মাছ চাষ ও সবজি চাষের প্রশিক্ষণ নিয়ে একটি খামার প্রতিষ্ঠা করেন। বর্তমানে তার খামার পরিচালনায় সফলতা অর্জনের পাশাপাশি অনেক বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
ক. কর্মসংস্থানের উৎস কী?
খ. ‘ব্যবসায় উদ্যোগের সাথে আত্মকর্মসংস্থানের সম্পর্ক খুবই নিবিড়’ ব্যাখ্যা কর।
গ. জনাব তাবিবের খামার প্রতিষ্ঠা কোন কাজের অন্তর্ভুক্ত- ব্যাখ্যা কর।
ঘ. দেশের বেকারত্ব লাঘবে জনাব তাবিবের খামারের অবদান বিশ্লেষণ কর।
৬. সাজেদুল ইসলাম কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে সরকারি চাকরির আশা না করে নিজ গ্রামে কয়েকটি পুকুর নিয়ে মাছ চাষ করে। সে গ্রামের আরও কয়েকজনকে প্রশিক্ষণ দিয়ে তার মাছের খামারে কাজের ব্যবস্থা করে। সে মাছের খামারে অনেক মুনাফা করে এবং তার গ্রামকে আদর্শ গ্রামে রূপান্তরিত করার পরিকল্পনা করে।
ক. কর্মসংস্থানের প্রধান উৎস কোনটি?
খ. নট্রামস কী? ব্যাখ্যা কর।
গ. সাজেদুল ইসলামের মাছের খামারের সফলতা অর্জনের পেছনে কী কী বিষয় কাজ করছে তা বর্ণনা কর।
ঘ. সাজেদুল ইসলামের সিদ্ধান্তটি গ্রাম উন্নয়নে কতটুকু সহায়ক? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও।
৭. জনাব নাফিজ স্বাধীনচেতা মানুষ। তিনি একটি সুপারশপ পরিচালনা করেন। তিনি নিজে এতে কাজ করেন এবং তাকে সহায়তার জন্য কয়েকজন কর্মচারীও নিযুক্ত করেছেন। ব্যবসায়ের সম্প্রসারণের প্রয়োজনে তিনি তার কয়েকজন বন্ধুকে নিয়ে চুক্তিবদ্ধ সম্পর্কের আলোকে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ব্যবসায়টি অল্পদিনেই লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়।
ক. একমালিকানা ব্যবসায়ে মূলধন কে যোগান দেন?
খ. ‘কৃত্রিম ব্যক্তিসত্তা’ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. জনাব নাফিজ তার বন্ধুদের নিয়ে কোন ধরনের ব্যবসায় সংগঠন গড়ে তোলেন? ব্যাখ্যা কর।
ঘ. পরিচালনার ভিত্তিতে কোন ব্যবসায় সংগঠনটি অধিকতর সুবিধাজনক? বিশ্লেষণ কর।
৮. ‘সৃজনী’ মানসম্পন্ন পণ্য সরবরাহ করে দেশের সর্বত্র ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। কোম্পানিটি সরকারের সাথে এমন একটি চুক্তি করেছে যার ফলে কোম্পানিটি বছরের পর বছর একচেটিয়া ব্যবসায় করে যাচ্ছে। কোম্পানিটির পণ্য সহজেই চেনার উপায় হিসেবে প্রতিটি পণ্যের মোড়কের গায়ে ইংরেজি অক্ষর ‘ঝ’ ব্যবহার করা হয়।
ক. পণ্যের মান নির্ধারণে সার্টিফিকেট প্রদান করে কোন প্রতিষ্ঠান?
খ. সবচেয়ে জনপ্রিয় বিমা কোনটি? ব্যাখ্যা কর।
গ. কোন ধরনের চুক্তির ফলে ‘সৃজনী’ একচেটিয়া ব্যবসায় করছে? বর্ণনা কর।
ঘ. ‘সৃজনী’-র তৈরি পণ্যের গায়ে ‘ঝ’ অক্ষর দ্বারা ব্যবসায়িক স্বার্থ সুরক্ষা হয়। যুক্তি দাও।
৯. জনাব আশরাফ নিহাদ গার্মেন্টসের মালিক। তিনি নিজে ব্যবসায়ের প্রয়োজনীয় বিষয় সিদ্ধান্তে অধীনস্থদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করেন। অপরপক্ষে তারই বন্ধু জনাব কাদের তার প্রতিষ্ঠানের কর্মীদের বিশ্বাস করেন না এবং সবসময় কাজ করতে বাধ্য। করেন। এ জন্য তার ব্যবসায়ের অবস্থা ক্রমাগত খারাপ হতে চলেছে।
ক. হেনরি ফেওল এর ব্যবস্থাপনার সংজ্ঞাটি কী?
খ. প্রেষণার ফলে কর্মীরা কাজে অধিক মনোযোগী হয় কেন? ব্যাখ্যা কর।
গ. নেতৃত্বের ধরন অনুযায়ী জনাব কাদের কোন ধরনের নেতা বর্ণনা কর।
ঘ. প্রতিষ্ঠানের জন্য জনাব কাদেরের নেতৃত্বের চেয়ে জনাব আশরাফের নেতৃত্ব অধিকতর যুক্তিযুক্ত- মূল্যায়ন কর।
১০. শুভর দোকানের পাশে একই ধরনের আরও একটি দোকান গড়ে ওঠায় বিক্রির পরিমাণ কমে যায়। বিক্রয় বাড়ানোর কৌশল হিসেবে শুভ দেখতে ভালো, সদালাপী এরকম একজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। কিছুদিন পর তার দোকানে বিক্রির পরিমাণ আগের অবস্থায় ফিরে আসে।
ক. কী দ্বারা পণ্যকে আকর্ষণীয় করা যায়?
খ. প্রমিতকরণ কী? ব্যাখ্যা কর।
গ. শুভ বিক্রয়কর্মী নিয়োগে কোন ধরনের বৈশিষ্ট্যের কথা বিবেচনা করেছেন?
ঘ. বিক্রয় বৃদ্ধিতে শুভর গৃহীত পদক্ষেপটি মূল্যায়ন কর।
১১. আম ব্যবসায়ী আমজাদ হোসেন বাগান থেকে আম সংগ্রহ করে সংরক্ষণ না করেই বাজারে বিক্রি করেন। যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় আমগুলো বাছাই না করেই শপিং ব্যাগে ভরে সরবরাহ করেন। সম্প্রতি কয়েকজন ক্রেতা তাকে অভিযোগ দিয়ে আমও ফেরত দিয়েছেন। তাই ব্যবসায় সফলতা অর্জনে তিনি ব্যর্থ হন।
ক. বিক্রয়িকতা কাকে বলে?
খ. ‘প্রচারেই প্রসার’ – উক্তিটি ব্যাখ্যা কর।
গ. জনাব আমজাদ হোসেনের বণ্টনপ্রণালিটি ব্যাখ্যা কর।
ঘ. জনাব আমজাদ হোসেনের ব্যর্থতার কারণ বিশ্লেষণ কর।
আরো দেখো: এসএসসি সকল বিষয়ের মডেল টেস্ট
এসএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এসএসসি ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post