এসএসসি ব্যবসায় উদ্যোগ mcq মডেল টেস্ট : আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন মানবণ্টনের ভিত্তিতে এ মডেল টেস্টগুলো তৈরি করতে। এখানে সৃজনশীল অংশের জন্য 70 নম্বরের মডেল টেস্ট এবং বহুনির্বাচনী অংশের জন্য 30 নম্বরের মডেল টেস্ট আলাদা করে দেওয়া আছে। সর্বমোট প্রতিটি সাবজেক্ট থেকে তোমরা ১০০ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে।
এসএসসি ব্যবসায় উদ্যোগ mcq মডেল টেস্ট
১. মালিকানাসংক্রান্ত বাধা দূর করে বাণিজ্যের কোন উপাদান?
ক. পরিবহন
খ. ব্যাংকিং
গ. পণ্য বিনিময়
ঘ. গুদামজাতকরণ
২. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কখন?
ক. প্রাচীন যুগে
খ. মধ্যযুগে
গ. আধুনিক যুগে
ঘ. প্রাগৈতিহাসিক যুগে
৩. যে জ্ঞানবোধ এবং আচরণ সমাজে মূল্যবান ও অনুকরণীয় বলে মনে করে, তাকে কী বলে?
ক. নৈতিকতা
খ. মূল্যবোধ
গ. সততা
ঘ. দায়বদ্ধতা
৪. কী কারণে একজন উদ্যোক্তা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হতে পারে?
ক. জলবায়ুর পরিবর্তন
খ. অধিক মূলধনের জন্য
গ. শ্রমিকের সংখ্যাধিক্য
ঘ. নিজের প্রতি অত্যধিক বিশ্বাস
৫. কোন পুঁজির অভাবে বাংলাদেশের অনেক শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে?
ক. চলতি
খ. স্থায়ী
গ. নিজস্ব
ঘ. ঋণ
৬. ব্যবসায়ে স্থান নির্বাচনের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় আনতে হবে—
i. কাঁচামালের সহজলভ্যতা
ii. বাজারজাতকরণের সুবিধা
iii. অবকাঠামোগত সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. দিন দিন মানুষের কী বাড়ে?
ক. অর্থ
খ. চাহিদা
গ. উপযোগ
ঘ. যোগান
৮. সকল ব্যবসায় কোনো দেশের প্রচলিত….. দ্বারা স্বীকৃত ও বৈধ হতে হয়।
ক. আইন
খ. রাজনীতি
গ. সংস্কৃতি
ঘ. অর্থনীতি
৯. কপিরাইট হলো ব্যবসায় উদ্যোক্তাদের……।
ক. ব্যয়
খ. আয়
গ. দায়
ঘ. সম্পদ
উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :
লাবিব ও আবির দুই বন্ধু সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় শুরু করেন। বাংলাদেশে এ ব্যবসায়টির নিবন্ধন বাধ্যতামূলক নয়। তথাপি তারা একটি নিবন্ধন করার ইচ্ছা প্রকাশ করলেন।
১০. দুই বন্ধুর ব্যবসায়টি কোন ধরনের?
ক. অংশীদারি
খ. একমালিকানা
গ. সমবায়
ঘ. পাবলিক লিমিটেড
১১. কোনটি পণ্য প্রতীকের বহির্ভূত?
ক. ডিভাইস
খ. ব্র্যান্ড
গ. শিরোনাম
ঘ. মোড়ক
১২. সমবায়ের শাব্দিক অর্থ কী?
ক. একক প্রচেষ্টা
খ. উদ্যোগ
গ. সম্মিলিত উদ্যোগ
ঘ. স্বেচ্ছায়
১৩. মুনাফা অর্জন ব্যবসায় উদ্যোগের কোন ধরনের উদ্দেশ্য?
ক. সাধারণ
খ. প্রধান
গ. সহায়ক
ঘ. গুরুত্বপূর্ণ
১৪. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে?
ক. ৫টি
খ. ৩টি
গ. ৭টি
ঘ. ৪টি
১৫. আমিনুলের শিক্ষাগত যোগ্যতা কতটুকু?
ক. এস.এস.সি
খ. এইচ. এস.সি
গ. ডিগ্রি
ঘ. অনার্স
১৬. বাংলাদেশে যেক্ষেত্রে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার প্রয়োজনীয়তা অনস্বীকার্য তা হলো-
i. অর্থনৈতিক উন্নয়নে
ii. কর্মসংস্থান সৃষ্টিতে
iii. মুদ্রাস্ফীতিরোধে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৭. ব্যবসায় সফলতার সাথে পরিচালনার জন্য প্রয়োজন-
i. চলতি মূলধন
ii. স্থায়ী মূলধন
iii. শেয়ার মূলধন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৮. ব্যবসায় উদ্যোগের সাথে আত্মকর্মসংস্থানের সম্পর্ক কীরূপ?
ক. নিবিড়
খ. খুব নিবিড়
গ. কিছুটা অমিল
ঘ. বিপরীত
১৯. হর্টিকালচার কী?
ক. মৌমাছি পালন
খ. উদ্যান পালন
গ. ফলের চাষ
ঘ. মৎস্য চাষ
২০. বর্তমানে কোন শিল্পের ডিজাইন ও দক্ষ কারিগরি জ্ঞান অপরিহার্য হয়ে পড়েছে?
ক. কুটির শিল্প
খ. ক্ষুদ্র শিল্প
গ. মাঝারি শিল্প
ঘ. বৃহৎ শিল্প
২১. নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিচের কোনটি বৃদ্ধি পায়?
ক. অর্থ
খ. দক্ষতা
গ. আয়
ঘ. বিনিয়োগ
২২. উন্নয়নশীল দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ার কারণ হলো-
i. জনসংখ্যা বৃদ্ধির দুর্বার গতি
ii. অর্থনীতির অনগ্রসরতা
iii. পরিকল্পনাহীন উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৩. কর্মীদের জানার সুযোগ দান কোন ধরনের নেতৃত্বের বৈশিষ্ট্য?
ক. আমলাতান্ত্রিক
খ. মুক্ত নেতৃত্ব
গ. স্বৈরতান্ত্রিক
ঘ. গণতান্ত্রিক
উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :
মি. সুমন শহর থেকে কাপড় কিনে গ্রামে বিক্রি করেন। তিনি ভোক্তাদের চাহিদা ও আগ্রহ অনুসারে কাপড় সরবরাহ করে থাকেন।
২৪. মি. সুমনের ব্যবসায়টি কী বলা হয়?
ক. পাইকারি
খ. বিক্রয় প্রতিনিধি
গ. খুচরা
ঘ. মজুতদারি
২৫. বিপণন কার্যাবলিতে মি. সুমনের কাজটি হচ্ছে—
i. ক্রয়-বিক্রয়
ii. তথ্য সংগ্রহ
iii. ভোক্তা বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৬. কোন বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণের জন্য সব দেশেই আইনগত বিধিবিধান রয়েছে?
ক. আসবাবপত্র
খ. যন্ত্রপাতি
গ. পেটেন্ট
ঘ. অফিস সরঞ্জাম
২৭. আমাদের দেশের অধিকাংশ ব্যবসায় সংগঠনগুলো কীরূপ?
ক. একমালিকানা
খ. অংশীদারি
গ. সমবায়
ঘ. রাষ্ট্রীয়
২৮. পুঁজিবাদী সমাজের দ্বারা সৃষ্ট বৈষম্য দূরীভূত হয় কীসের মাধ্যমে?
ক. অংশীদারি ব্যবসায়
খ. যৌথমূলধনী ব্যবসায়
গ. সমবায় সমিতি
ঘ. রাষ্ট্রীয় ব্যবসায়
২৯. ‘বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১০’ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান শতকরা কত ভাগ?
ক. ৩৫ ভাগ
খ. ২০ ভাগ
গ. ৩০ ভাগ
ঘ. ১৫ ভাগ
৩০. পণ্যসামগ্রীকে নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য কি করা হয়?
ক. প্রমিতকরণ
খ. পর্যায়িতকরণ
গ. গুদামজাতকরণ
ঘ. মোড়কিকরণ
আরো দেখো: এসএসসি সকল বিষয়ের মডেল টেস্ট
এসএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এসএসসি ব্যবসায় উদ্যোগ mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post