আজ আমরা এসএসসি ভূগোল ও পরিবেশ টেস্ট পেপার শেয়ার করতে যাচ্ছি। বইটিতে রয়েছে অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, বিষয়ক্রমে সৃজনশীল বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর এবং বোর্ড পরীক্ষা ও শীর্ষস্থানীয় স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন ও উত্তর। এছাড়াও তোমরা এসএসসি পরীক্ষায় কমন পেতে আনন্য প্রশ্ন ও উত্তরগুলো এই টেস্ট পেপারে পাবে।
পাশাপাশি উত্তর সংকেতসহ সৃজনশীল প্রশ্নব্যাংক যা তোমাদের পরীক্ষায় শতভাগ কমন পড়বে। এই পোস্টের শেষে তোমরা টেস্ট পেপাটি ডাউনলোড করার লিংক পাবে। তার আগে গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন দেখে নাও।
এসএসসি ভূগোল ও পরিবেশ টেস্ট পেপার ২০২৫
১. রফিক সাহেবের অঞ্চলে ১৯৮৮ সালের বন্যায় ও অন্যান্য কারণে ৫,৫০০ লোক মারা যায়। অথচ বন্যার পূর্বে প্রায় ১ লাখ ১০ হাজার লোক এ অঞ্চলে বসবাস করত।
ক. নারীদের প্রজনন ক্ষমতা থাকে কত বছর বয়স পর্যন্ত?
খ. সাধারণ জন্মহার ও স্থূল জন্মহারের মধ্যে বৈসাদৃশ্য নিরূপণ কর।
গ. রফিক সাহেবের এলাকার স্থূল মৃত্যুহার নির্ণয় কর।
ঘ. “আর্থ-সামাজিক অবস্থার ভিন্নতার কারণে জন্মহারের ভিন্নতা পরিলক্ষিত হয়।” উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
২. শামীম ত্রিশালে বাস করে। একস্থানে বেশ কয়েকটি পরিবার একত্রিত হয়ে বসবাস করে তাদের এলাকার মানুষ। শামীমদের বাড়ি থেকে তার ফুফুর বাড়ির দূরত্ব খুবই কম। সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য বাড়ির দূরত্ব ও বাসগৃহের একত্রে সমাবেশ।
ক. বাংলাদেশে জনপ্রতি কৃষি জমির পরিমাণ কত?
খ. শহরে অপরাধ বেশি সংঘটিত হয়-বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের বসতিকে পাঠ্য পুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর এ ধরনের বসতিতে বসবাসকারী উপকৃত হয়? মতামত দাও।
৩. অর্থনীতিবিদদের মতে, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির পাশাপাশি শিল্পেরও উন্নয়ন হওয়া অপরিহার্য। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন শিল্পকারখানা গড়ে উঠেছে। দেশের উন্নয়নে শিল্পের উন্নয়ন বর্তমানে সময়ের দাবি।
ক. সূর্যকিরণ সম্পদ নয় কেন?
খ. সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের আলোকে শিল্পায়নের প্রয়োজনীয়তা বর্ণনা কর।
ঘ. শিল্পের উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, বিশ্লেষণ কর।
৪. জায়েদ কাঁচাপাট ও পাটজাত দ্রব্য রপ্তানিকারক। এদেশে পৃথিবীর প্রায় এক-চর্তুাংশ পরিমাণ পাট উৎপাদন করে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপকভাবে কৃত্রিম তন্তুজাত দ্রব্যের ব্যবহার শুরু হওয়ায় বিশ্বের বাজারে পাটজাত দ্রব্যের চাহিদা বহুলাংশে হ্রাস পেয়েছে।
ক. স্রোতজ বনভূমি কোন বিভাগের ৬,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত?
খ. বাংলাদেশে সময় অনুযায়ী ধান চাষের ব্যাখ্যা কর।
গ. বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে দেশের তিনটি গুরুত্বপূর্ণ পাট অঞ্চল চিহ্নিত কর।
ঘ. পাট শিল্প বিকাশে সরকারের পলিথিন ব্যাগ আংশিকভাবে নিষিদ্ধকরণ পদক্ষেপটি মূল্যায়ন কর। ৪
৫. ধনাঢ্য মি. বসির ও মি. নাজির দুই ভাই বুড়িগঙ্গা নদীর তীরে বাস করেন। মি. বসির বিদেশ থেকে শিল্পের কাঁচামাল, শিশুখাদ্য, ওষুধপত্র নিয়ে আসে। মি. নাজির এসব পণ্য নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেন।
ক. বাংলাদেশে কয়টি রেলস্টেশন আছে?
খ. চট্টগ্রাম সমুদ্রবন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কেন?
গ. মি. বসিরের কাজ কোন বাণিজ্যের মধ্যে পড়ে তার ব্যাখ্যা কর।
ঘ. মি. নাজির উক্ত মালামাল সরবরাহের জন্য যে পথ ব্যবহার করেন, তার অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
৬. ছানাউল্লা তার পরিবারের সবাই মিলে সুন্দরবনের জীববৈচিত্র্য দেখার জন্য সুন্দরবনের একটি রেস্টহাউজে উঠেন। রাতে খাবার টেবিলে বনভূমির জীববৈচিত্র্য সম্পর্কে বলতে গিয়ে বলেন, জীববৈচিত্র্য পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এক অমূল্য সম্পদ। মানুষের অপরিণামদর্শী কর্মকাণ্ডের ফলে পৃথিবীর জীব-বৈচিত্র্য ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। বাংলাদেশে জীববৈচিত্র্য প্রচুর এবং তা সংরক্ষণ করা গেলে সম্ভাবনাও অনেক।
ক. বাংলাদেশে কত প্রজাতির সরীসৃপ রয়েছে?
খ. বাংলাদেশের কোন কোন অঞ্চলে অধিক বনভূমি রয়েছে? ব্যাখ্যা কর।
গ. ছানাউল্লার দৃষ্টিতে বাংলাদেশ বন অধিদপ্তর কর্তৃক জীববৈচিত্র্য সংরক্ষণের পদক্ষেপগুলো তুলে ধর।
ঘ. জীববৈচিত্র্য সংরক্ষণ বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৭. নাসার বিজ্ঞনীরা সৌরজগতের একটি গ্রহে নভোযান প্রেরণ করে। নভোযানটি একটি গ্রহের অনেক তথ্য সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসে। গ্রহটিতে কার্বন-ডাইঅক্সাডের পরিমাণ অনেক বেশি, কিন্তু পানি নেই বললেই চলে। গোলাকার এ গ্রহটির বাহ্যিক আবরণ লালচে।
ক. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
খ. শুকতারা বা সন্ধ্যাতারা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের বিজ্ঞানীদের পর্যবেক্ষণ করা গ্রহটির অবস্থান দেখিয়ে সৌরজগতের চিত্র অঙ্কন কর।
ঘ. পৃথিবীর সাথে উদ্দীপকের নাসার বিজ্ঞানীদের পর্যবেক্ষণ করা গ্রহটির বৈশিষ্ট্য উপস্থাপন কর।
৮. নুর শুক্রবার সকাল ৯.০০ টায় বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দিলেন। সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরের ঘড়িতে সন্ধ্যা ৬টা এবং নিজের ঘড়িতে রাত ৯ টা বেজেছে।
ক. স্থানীয় সময় কাকে বলে?
খ. প্রমাণ সময় বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. নুরের দেখা শহরটির দ্রাঘিমা ৪৫° পূর্ব হলে, ঢাকার দ্রাঘিমা কত?
ঘ. উদ্দীপকের উল্লিখিত স্থানের সময়ের সঙ্গে ঢাকার সময়ের তারতম্য হওয়ার কারণ বিশ্লেষণ কর।
৯. জনাব আকমল পশুপালন করে জীবিকা নির্বাহ করেন। তার ছেলে ফয়সাল ব্যাংকার এবং মেয়ে লাবনী চিকিৎসক।
ক. অর্থনৈতিক কার্যাবলি কাকে বলে?
খ. আমদানি রপ্তানি বাণিজ্য বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. জনাব আকমলের কার্যাবলিটি কোন পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলি? ব্যাখ্যা কর।।
ঘ. জনাব আকমলের অর্থনৈতিক কার্যাবলি এবং ফয়সাল, লাবনীর কার্যাবলি কী একই পর্যায়ভুক্ত? তুলনামূলক বিশ্লেষণ কর।
১০. পৃথিবীর সাথে বায়ুমণ্ডলের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ বলে বায়ুমণ্ডল ছাড়া পৃথিবী কল্পনা করা যায় না। এখানে বিভিন্ন স্তরে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন-ডাইঅক্সাইড ও অন্যান্য গ্যাস রয়েছে, যা প্রাণী ও উদ্ভিদের জন্য অত্যন্ত প্রয়োজন। “দুঃখের বিষয় আমাদের এই বায়ুমণ্ডল নষ্ট করার জন্য আমরাই দায়ী।
ক. ভূ-পৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের স্তরটির নাম লেখ।
খ. স্ট্রাটোমণ্ডলের দুটি বৈশিষ্ট্য লেখ।
গ. উদ্দীপকের আলোচিত স্তরগুলো চিহ্নিত করে একটি চিত্র অঙ্কন কর।
ঘ. ‘পৃথিবীর উপর উক্ত স্তরগুলোর সর্বনিু স্তরটির প্রভাব খুব বেশি বিশ্লেষণ কর।
১১. মোহাম্মদপুর এলাকা এক সময় নিচু ভূমি ছিল। বালি ভরাট করে এখানে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। ফলে এ এলাকা গ্রীষ্মের সময় অত্যধিক গরম এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শিকার হয়। প্রথম আলো পত্রিকায় এক রিপোর্ট দেখা যায় এটি ঢাকা শহরে সবচেয়ে উষ্ণতম এলাকা।
ক. বাংলাদেশে কত প্রজাতির পাখি শনাক্ত করা হয়েছে?
খ. পুকুরে বাস্তুসংস্থান কীভাবে সংঘটিত হয়? ব্যাখ্যা কর।
গ. মোহাম্মদপুর এলাকায় এ ধরনের পরিস্থিতির কারণ ব্যাখ্যা কর।
ঘ. মোহাম্মদপুর এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষার উপায়গুলো বিশ্লেষণ কর।
১২. সোনাপুর গ্রামের দরিদ্র রিক্সাচালক নুরু মিয়ার বড় ছেলের ঘরে দুই সন্তান। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে গত মাসে নুরু মিয়ার ঘরে তার নিজের আরেকটি ছেলেসন্তান হয়েছে। কারণ তার ধারণা যতই ছেলেসন্তান হবে ততই তার লাভ হবে। কিন্তু এ পর্যন্ত সে একজনকেও পড়াশুনা করাতে পারেনি।
ক. বর্তমান বিশ্বের প্রধান সমস্যা কী?
খ. অভিগমনের বিকর্ষণমূলক কারণগুলো লেখ।
গ. জনসংখ্যা বৃদ্ধির জন্য উদ্দীপকের নুরু মিয়ার ধারণাটি কতটুকু যুক্তিযুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের নুরু মিয়ার মতো লোকদের এরকম ধারণা দেশে কী কী সমস্যা সৃষ্টি করছে, তা বিশ্লেষণ কর।
১৩. কারওয়ান বাজারে ব্যবসায়ী জামাল সাহেব বরিশাল হতে চাল, খাদ্য এনে ঢাকায় বিক্রি করে।
ক. কোথায় সড়কপথ নির্মাণ ব্যয়বহুল ও কষ্টসাধ্য?
খ. আন্তর্জাতিক বাণিজ্য বলতে কী বোঝ?
গ. জামাল সাহেবের সুলভ ও সহজলভ্য যাতায়াত পথটি মানচিত্র এঁকে চিহ্নিত কর।
ঘ. জামাল সাহেবের কাজটি কোন ধরনের বাণিজ্য তা ব্যাখ্যা কর।
১৪. জিহান তার বাবার সাথে কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে যায়। সকাল বেলায় দেখতে পায় সমুদ্রের পানি স্ফীত হয়ে উপরে ওঠে এসেছে। কিন্তু সন্ধ্যার সময় আবার নেমে গেছে।
ক. সমুদ্রস্রোতের কারণ কী?
খ. জোয়ারভাটা সৃষ্টিতে কেন্দ্রাতিগ শক্তির প্রভাব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত পানির এরূপ আচরণের কারণ ব্যাখ্যা কর।
ঘ. জিহানের দেখা সমুদ্রের পানি ঐরূপ আচরণ উপকূলীয় অঞ্চলে কীরূপ প্রভাব ফেলে বিশ্লেষণ কর।
১৫. ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন মারা যান। প্রতিবছরই এ রকম বিভিন্ন কারণে মানুষ মারা যাচ্ছে যার হিসাব একটি নির্দিষ্ট বছরে শতকরা বা হাজারে পাওয়া যায়।
ক. স্বাভাবিক মৃত্যু কী?
খ. মৃত্যুহার নির্ণয়ের সূত্রটি লিখ।
গ. উদ্দীপক অনুসারে জনসংখ্যার কী পরিবর্তন ঘটে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত ঘটনাটি কী কী বিষয় দ্বারা প্রভাবিত হতে পারে বলে তুমি মনে কর?
১৬. শায়লা দিনাজপুরে মামার বাড়িতে বেড়াতে যায়। সেখানে যাওয়ার পর তার বড় মামার সাথে বড় পুকুরিয়ায় কয়লার খনি দেখতে যায়। শায়লা খুব মনোযোগ সহকারে কয়লার খনি দেখে এবং মামার কাছে এখানে কয়লা খনি থাকার কারণ জানতে চায়। মামা তাকে বললেন যে বিশেষ ভূতাত্ত্বিক গঠনের জন্যই এখানে কয়লা খনি বিদ্যমান।
ক. দোয়াব কী?
খ. কয়লা ও খনিজ তৈলকে জৈব শিলা বলা হয় কেন?
গ. শায়লার দেখা শিলাটির গঠন ব্যাখ্যা কর।
ঘ. বড় পুকুরিয়ায় এরূপ খনি বিদ্যমান থাকার কারণ বর্ণনা কর।
১৭. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছুসংখ্যক শিক্ষার্থী তাদের স্টাডিট্যুরে কক্সবাজারে গেল। সেখানে গিয়ে তারা দুই শহরের জলবায়ুর মধ্যে বেশ পার্থক্য বুঝতে পারল।
ক. ওজোন গ্যাস কোন স্তরে সবচেয়ে বেশী?
খ. “গর্জনশীল চল্লিশ” কী ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত বিষয়টি পরিবর্তনের নিয়ামকগুলো সংক্ষেপে লিখ।
ঘ. রাজশাহী ও কক্সবাজারের জলবায়ুর এই পার্থক্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।
১৮. মাইশার বান্ধবী সোহেলী শীতপ্রধান দেশের সমুদ্র উপকূলে বসবাস করে। সে তার বান্ধবীর কাছ থেকে জানতে পারে ঐ দেশের জলবায়ুর উপর সমুদ্রস্রোত প্রত্যক্ষ ভূমিকা পালন করে। আবার পরিবহন ব্যবস্থাও উষ্ণ ও শীতল সমুদ্রস্রোত দ্বারা প্রভাবিত হয়।
ক. কোন সমুদ্রস্রোতে জাহাজ ও নৌ চলাচলে সুবিধা হয়?
খ. হিমপ্রাচীর কীভাবে সৃষ্টি হয়?
গ. মাইশার বান্ধবী তার দেশের জলবায়ুর উপর যে কারণটির প্রভাব উল্লেখ করেছে তা ব্যাখ্যা কর।
ঘ. পরিবহন ব্যবস্থার উপর উক্ত কারণটির প্রভাব কি হতে পারে বলে তুমি মনে কর?
১৯. সেজুঁতি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে খুব ভালো ফলাফল করায় স্কলারশীপ পায়। সে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য বিদেশ গমন করে এবং সেখানে স্থায়িভাবে বসবাস করে।
ক. স্থূল জন্মহার কাকে বলে?
খ. অবাধ অভিবাসন বলতে কী বোঝায়?
গ. সেজুঁতি কোন্ ধরনের অভিগমন করেছে?
ঘ. সেঝুঁতির অভিগমনটির সামাজিক ফলাফল বিশ্লেষণ কর।
২০. বাংলাদেশে নগরায়ণ ক্রমান্বয়ে বেড়েই চলেছে আর তা হচ্ছে অপরিকল্পিভাবে। অপরিকল্পিত নগরায়ণের ফলে নগরবাসীদের প্রতিনিয়ত নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে বাসস্থানের তীব্র সংকট দেখা দেয়। পরিবেশ দূষণ এবং যানজটের কবলে নগরবাসীর জীবন অতিষ্ঠ। বর্তমানে শিল্পের বিকেন্দ্রিকরণের
মাধ্যমে যানজট নিরসনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ক. হরপ্পা নগরী কোন নদীর তীরে অবস্থিত?
খ. নগরায়ণ কী? ব্যাখ্যা কর।
গ. অপরিকল্পিত নগরায়ণ কীভাবে পরিবেশের অবক্ষয়ের জন্য দায়ী? ব্যাখ্যা কর।
ঘ. “শিল্পের বিকেন্দ্রীকরণ নগরীর যানজট হ্রাস করবে” – উক্তিটি বিশ্লেষণ কর।
২১. সোবহান সাহেবের একটি পোলট্রি ফার্ম আছে। তার ছেলে সায়মন একজন ব্যাংকার ও মেয়ে সায়মা একজন চিকিৎসক।
ক. কোন দেশের পণ্যের চাহিদা বিশ্বব্যাপী?
খ. বাণিজ্যিক ভারসাম্য বলতে কী বোঝায়?
গ. সোবহান সাহেবের কাজটি কোন ধরনের অর্থনৈতিক কাজ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সোবহান সাহেব, সায়মন ও সায়মার অর্থনৈতিক কার্যাবলী কী একই পর্যায়ভুক্ত তুলনামূলক আলোচনা কর।
২২. নূর সাহেব একটি বিশাল পুকুরে মাছ চাষ করছেন। প্রমে কয়েক বছর তিনি ভালো লাভ পেয়েছেন। কিন্তু বছর দুয়েক হলো পুকুরের একটু দূরে একটি কারখানা স্থাপিত হওয়ায় আর লাভের মুখ দেখেননি। প্রচুর পোনা পুকুরে ছাড়লেও মাছ থাকে না।
ক. পরিবেশের ভারসাম্য রক্ষায় সবচেয়ে বড় উপাদান কোনটি?
খ. পরিবেশ ভারসাম্যহীনতার পরিণতি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে নূর সাহেবের পুকুরে মাছ না থাকার কারণ ব্যাখ্যা কর।
ঘ. নূর সাহেবের পুকুরে বাস্তুসংস্থান প্রক্রিয়া রক্ষিত হচ্ছে না
কারখানার কারণে- এর সাথে তুমি কি একমত? মতামতের পক্ষে যুক্তি দাও।
২৩. ইন্দোনেশিয়য় গত আগস্ট মাসে ৭, ২ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে। এতে অনেক মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন। আমাদের দেশেও মাঝে মাঝে স্বল্প মাত্রায় ভূমিকম্প হয়।
ক. পৃথিবীর সর্ববৃহৎ ব-দ্বীপ কোনটি?
খ. দুর্যোগ ব্যবস্থাপনার সাড়াদান বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে আলোচ্য ঘটনায় বাসে ও মার্কেটে থাকাকালীন কী করা উচিত? আলোচনা কর।
ঘ. উক্ত ঝুঁকি কমিয়ে আনার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? আলোচনা কর।
২৪. শিলা একটি এনজিও প্রতিষ্ঠানের একজন মাঠ পর্যায়ের কর্মকর্তা। তিনি তার প্রতিষ্ঠানের কাজে উত্তরবঙ্গের একটি প্রত্যন্ত এলাকায় কর্মরত আছেন। এ এলাকায় যে বসতি রয়েছে তা দেখে একটি বিষয় উপলব্ধি করেন, বিভিন্ন নিয়ামকের অনুপস্থিতি বসতি স্থাপনের অন্তরায়।
ক. পুঞ্জীভূত বসতি কাকে বলে?
খ. প্রাচীনকালে কেন পুঞ্জীভূত বসতি স্থাপন করা হয়েছিল?
গ. শিলার মতে, বসতি গড়ে উঠার ক্ষেত্রে ভূ-প্রকৃতি ও যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
ঘ. শিলার দেখা কোন ধরনের নিয়ামক বসতি স্থাপনের অন্তরায়- বিশ্লেষণ কর।
২৫. জয় তার বন্ধুদের সাথে নারায়ণগঞ্জ বন্দর বেড়াতে গেল। তার এক বন্ধু তাকে বলল এরকম আরো অনেক বন্দর আছে যা বাণিজ্য ও যাত্রী পরিবহনে ব্যবহৃত হয় এবং বাংলাদেশে এ ধরনের বন্দর গড়ে ওঠার অনুকূল অবস্থা বিদ্যমান।
ক. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?
খ. বৈদেশিক বাণিজ্যে হিমায়িত খাদ্য রপ্তানির সুবিধাজনক পথ কোনটি এবং কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত বন্দর গড়ে ওঠার জন্য বাংলাদেশে অনুকূল অবস্থা বিদ্যমান- তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
ঘ. উক্ত নদীবন্দর গড়ে উঠার কারণ ব্যাখ্যা কর।
২৬. রনি চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিকটে অনেকদিন ধরে বসবাস করছে। সেখানে মাঝে মাঝেই একটি দৃশ্য দেখতে পান। যা সমুদ্রের অনেক দূর থেকে সৃষ্টি হয়ে প্রবল ভারি বায়ু দ্রুতবেগে এসে আশেপাশের বাড়িঘর লণ্ডভণ্ড করে দেয় এবং অনেক জানমালের ক্ষতিসাধন করে।
ক. ঘূর্ণিঝড় কী?
খ. ঘূর্ণিঝড় কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা কর।
গ. রনির দৃশ্যমান ঘটনাটি কেন্দ্রীভূত হবার শর্তগুলো উল্লেখ কর।
ঘ. রনির দৃশ্যমান ঘটনার ফলে বাংলাদেশে কী ধরনের প্রভাব পড়ে? আলোচনা কর।
শিক্ষার্থীরা এই লিংকে ক্লিক করে এসএসসি ভূগোল ও পরিবেশ টেস্ট পেপার ২০২৫ pdf ফাইলে ডাউনলোড করো। কোর্সটিকায় তোমরা এসএসসি অন্যান্য বিষয়ের টেস্ট পেপারও ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post