এসএসসি ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট : আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন মানবণ্টনের ভিত্তিতে এ মডেল টেস্টগুলো তৈরি করতে। এখানে সৃজনশীল অংশের জন্য 70 নম্বরের মডেল টেস্ট এবং বহুনির্বাচনী অংশের জন্য 30 নম্বরের মডেল টেস্ট আলাদা করে দেওয়া আছে। সর্বমোট প্রতিটি সাবজেক্ট থেকে তোমরা ১০০ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে।
এসএসসি ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট
১. মাহিন ও জাহিন দশম শ্রেণির ছাত্র। তারা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছিল যার পরিধি দিনদিন বিস্তৃত হচ্ছে। জাহিন বলল, বিষয়টি পাঠের গুরুত্ব অপরিসীম।
ক. কার্ল রিটারের ভূগোলের সংজ্ঞাটি লেখ।
খ. পৃথিবীর ভূমিরূপ, জলবায়ু ইত্যাদি কোন ভূগোলের অন্তর্গত? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন বিষয়ের পরিধি বিস্তৃতি হচ্ছে তার কারণগুলোর বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকে জাহিনের উক্তির সাথে তুমি কি একমত? যুক্তিযুক্ত মতামত দাও।
২. নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। (বিশেষ দ্রষ্টব্য: চিত্রটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে)
ক. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
খ. উল্কা বলতে কী বোঝায়?
গ. ‘ঈ’ চিহ্নিত গ্রহটি জীবের জন্য বসবাসের উপযোগী কেন? ব্যাখ্যা কর।
ঘ. ‘উ’ চিহ্নিত গ্রহটিতে প্রাণের অস্তিত্ব না থাকার কারণ আলোচনা কর।
৩. রমযান মাসে নাহিদ সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে আযান শুনে তার মাকে ইফতার করতে বলে। তার মা বললেন আমাদের দিনাজপুরে এখনও ইফতারের সময় হয়নি। আবার রাত ৮টার সময় খবর পাঠক বললেন বাংলাদেশ সময় রাত ৮টা। বিষয়টি তাকে ভাবিয়ে তুলল।
ক. অক্ষাংশ কী?
খ. ভূপৃষ্ঠের কোনো স্থানে দ্রাঘিমা নির্ণয়ের একটি পদ্ধতি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত দুটি স্থানে ভিন্ন ভিন্ন সময় ইফতার করার কারণ ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের সকল স্থানে রাত ৮টা হওয়ার কারণ বিশ্লেষণ কর।
৪. মুনা ও মাহিয়ার জন্ম বাংলাদেশে। জীবিকার প্রয়োজনে বর্তমানে তারা দুটি ভিন্ন দেশে অবস্থান করছে, মুনা ও মাহিয়ার অবস্থানকৃত দেশ দুইটির দ্রাঘিমা যথাক্রমে ৫০° ও ৭৫° পূর্ব।
ক. সূর্য্যরে উন্নতি কোণ পরিমাপক যন্ত্রের নাম কী?
খ. জিপিএস এর সুবিধা লিখ।
গ. মুনার অবস্থানে সময় সকাল ১০টা হলে, মাহিয়ার অবস্থানে স্থানীয় সময় নির্ণয় কর।
ঘ. মুনা ও মাহিয়ার জন্মভূমির সাথে উদ্দীপকের স্থান দুটির সময়ের পার্থক্য আছে কী? উত্তরের পক্ষে যুক্তি দাও।
৫. সামিন টেলিভিশনে শিক্ষামূলক একটি অনুষ্ঠান দেখছিল। সেখানে দেখাচ্ছিল ভূপৃষ্ঠের একটি স্থানে ফাটল দিয়ে গলিত পদার্থ, ভস্ম বের হচ্ছে। সামিনের বাবা তাকে বললেন, এটি একটি আকস্মিক পরিবর্তন প্রক্রিয়া এবং এর ফলে ভূপৃষ্ঠের বেশিরভাগ পরিবর্তন হয়।
ক. শিলা কী?
খ. খনিজ কী? ব্যাখ্যা কর।
গ. সামিনের দেখা আকস্মিক পরিবর্তন প্রক্রিয়াটি কী কী কারণে ঘটে? ব্যাখ্যা কর।
ঘ. ভূপৃষ্ঠের উপর উক্ত আকস্মিক পরিবর্তন প্রক্রিয়ার ফলাফল বিশ্লেষণ কর।
৬. নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। (বিশেষ দ্রষ্টব্য: চিত্রটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে)
ক. রূপান্তরিত শিলা কাকে বলে?
খ. পোতাশ্রয়ের ঢেউ কী? তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের চিত্র ‘অ’ এর বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের চিত্র দুটির মধ্যে কোনটি মানবজীবনে অধিক ভয়াবহতা বয়ে নিয়ে আসে তা বিশ্লেষণ কর।
৭. নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। (বিশেষ দ্রষ্টব্য: চিত্রটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে)
ক. বিশ্ব উষ্ণায়ন কী?
খ. সমুদ্র বায়ু ও স্থলবায়ু কাকে বলে?
গ. ‘ই’ চিহ্নিত স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. চিত্রে ‘অ’ ও ‘ই’ চিহ্নিত স্তরের মধ্যে কোনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৮. দৃশ্যকল্প-১ : মিতু কর্মসূত্রে নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত একটি দেশে গেল। সে লক্ষ করল, দেশটিতে প্রতিদিনই বিকেল বেলা বৃষ্টিপাত হচ্ছে। সে জানতে পারে, দেশটিতে সারাবছরই এরূপ বৃষ্টিপাত হয়।
দৃশ্যকল্প-২ : লাবনী ছুটিতে বাবা-মায়ের সাথে পার্বত্য এলাকায় বেড়াতে গেল। বেড়াতে বের হতেই হঠাৎ বৃষ্টি শুরু হলো। সে অবাক হয়ে দেখল, পর্বতটির একপাশে বৃষ্টিপাত হচ্ছে এবং অন্যপাশে বৃষ্টি হচ্ছে না।
ক. জলবায়ু কাকে বলে?
খ. বাষ্পীভবন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. মিতুর দেখা বৃষ্টিপাতটি কোন প্রক্রিয়ায় সংঘটিত হয়? ব্যাখ্যা কর।
ঘ. মিতু ও লাবনীর দেখা বৃষ্টিপাত দুটির বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা কর।
৯. রাজু ভূগোল ক্লাসে এক ভিডিও চিত্রে দেখল, সমুদ্রের তীরবর্তী স্থলভাগ হঠাৎ খাড়া ঢাল হয়ে নিচের দিকে নেমে গিয়েছে, আবার সমুদ্রের তলদেশে বেশ কিছু গভীর খাতও রয়েছে।
ক. পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
খ. সমুদ্রে কীভাবে অগভীর মগ্নচড়ার সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
গ. রাজুর দেখা খাড়া ঢালের বর্ণনা দাও।
ঘ. রাজুর দেখা খাতগুলো সমুদ্র তলদেশের কোন অংশে পরিলক্ষিত হয়? বিশ্লেষণ কর।
১০. নিচের ছকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। (বিশেষ দ্রষ্টব্য: ছকটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে)
ক. জলবায়ু কাকে বলে?
খ. প্লাইস্টোসিনকালের সোপান বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ‘ক’ চিহ্নিত ঋতুটির ব্যাখ্যা দাও.।
ঘ. উদ্দীপকের ‘খ’ ও ‘গ’ ঋতু দুটির তাপমাত্রা পার্থক্য হওয়ার কারণ বিশ্লেষণ কর।
১১. নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। (বিশেষ দ্রষ্টব্য: চিত্রটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে)
ক. নদী সংগম কাকে বলে?
খ. অশ্বখুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
গ. চিত্রে ‘ঈ’ নদীটির গতিপথ বর্ণনা কর।
ঘ. চিত্রে ‘অ’ ও ‘ই’ এর মধ্যে কোন নদী আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অধিক ভূমিকা রাখে? মতামত দাও।
আরো দেখো: এসএসসি সকল বিষয়ের মডেল টেস্ট
এসএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এসএসসি ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post