আজ কোর্সটিকায় আমরা এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের জন্য সুভা গল্পের mcq আলোচনা করতে চলেছি। তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছো, তাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্নগুলোে খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতই তোমরা এ প্রশ্নগুলো উত্তরসহ পেয়ে যাবে।
সর্বশেষ NCTB পূর্ণাঙ্গ সিলেবাস, বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টপ স্কুলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এ সাজেশনটি প্রস্তুত করেছি। এ প্রশ্নগুলো অনুশীলন করলেই তোমরা নিশ্চিতভাবে ১০০% কমন পেয়ে যাবে। তোমাদের এসএসসি ২০২৫ পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশনই পর্যায়ক্রমে উত্তরসহ প্রকাশ করা হবে।
এসএসসি ২০২৫ সুভা গল্পের mcq
১. ‘কপোল’ শব্দটির অর্থ কী?
ক. মাথা
খ. কপাল
গ. গাল
ঘ. হাত
২. সুভার পিতার নাম কী?
ক. নীলকণ্ঠ
খ. বংশীকণ্ঠ
গ. বাণীকণ্ঠ
ঘ. গোঁসাই মন্ডল
৩. পিতামাতার মনে সে সর্বদাই জাগরূক ছিল- কে?
ক. প্রতাপ
খ. বাণীকণ্ঠ
গ. সুকেশি
ঘ. সুভা
৪. বাণীকণ্ঠ দুইবেলাই কী খেত?
ক. মাছভাত
খ. ডালভাত
গ. শাকভাত
ঘ. গোশতভাত
৫. সুভার চোখের ভাষা কেমন?
ক. শান্ত
খ. বিষাদ
গ. অসীম উদার
ঘ. বিস্তৃত
৬. সুভার সঙ্গীদের মধ্যে ভাষাবিশিষ্ট জীব কে?
ক. প্রতাপ
খ. বাণীকণ্ঠ
গ. সুকেশি
ঘ. সুভা
৭. সুভা রাতে ঘর থেকে বের হয়ে নদীতটে লুটিয়ে পড়ে কখন?
ক. তৃতীয়া চতুর্দশীতে
খ. শুক্লাদ্বাদশীর রাত্রিতে
গ. অমবস্যার রাত্রিতে
ঘ. সাধারণ রাত্রিতে
৮. সুভা রাতে ঘর থেকে বের হয়ে কোথায় লুটিয়ে পড়ে?
ক. রাস্তায়
খ. বাগানে
গ. নদীতটে
ঘ. পুকুরপাড়ে
৯. প্রতাপের প্রধান শখ কী?
ক. খেলাধুলা করা
খ. ছিপ ফেলে মাছ ধরা
গ. ঘুরে বেড়ানো
ঘ. গল্প করা
১০. সুভা কোন ধরনের প্রতিবন্ধী ছিল?
ক. বাক
খ. বুদ্ধি
গ. দৃষ্টি
ঘ. শ্রবণ
১১. কে সুভার মর্যাদা বুঝতে পারত?
ক. সুভার পিতা-মাতা
খ. সুভার বন্ধু প্রতাপ
গ. সুভার বোনেরা
ঘ. প্রতাপ
১২. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৫১
খ. ১৮৬১
গ. ১৮৭১
ঘ. ১৮৮১
১৩. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৬১
খ. ১৮৬২
গ. ১৮৬৮
ঘ. ১৮৭২
১৪. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?
ক. প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
খ. মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
ঘ. সুরেন্দ্রনাথ ঠাকুর
১৫. রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান?
ক. ক্ষণিকা
খ. মানসী
গ. সোনার তরী
ঘ. গীতাঞ্জলি
১৬. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৪১ খ্রিষ্টাব্দে
খ. ১৯৩৮ খ্রিষ্টাব্দে
গ. ১৯৪০ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৪২ খ্রিষ্টাব্দে
১৭. সুভাষিণীর নাম কে রাখেন?
ক. সুভাষিণীর মা
খ. সুভাষিণীর বাবা
গ. সুভাষিণীর ভাই
ঘ. সুভাষিণীর মামা
১৮. ‘সুভাষিণী’ অর্থ কী?
ক. মধুরভাষী
খ. সুন্দর মুখ
গ. উজ্জ্বল
ঘ. সুন্দর কথা
১৯. সুভাষিণীকে সকলে কী নামে সংক্ষেপে ডাকে?
ক. সুভাষী
খ. ভষিণ
গ. সুভা
ঘ. সুণী
২০. সুকেশিনী ও সুহাসিনীর সাথে সুভাষিণীর সম্পর্ক কী?
ক. বোন
খ. বান্ধবী
গ. খালাতো বোন
ঘ. চাচাতো বোন
২১. দস্তুরমতো অনুসন্ধান ও অর্থব্যয়ে কার বিয়ে হয়ে গেছে?
ক. সুভার
খ. সুভার বোনদের
গ. সুভার বান্ধবীর
ঘ. প্রতাপের
২২. “তখন কে জানিত সে বোবা হইবে?” এখানে কার কথা বলা হয়েছে?
ক. সুভাষিণীর
খ. সুকেশিনীর
গ. সুহাসিনীর
ঘ. সুনয়নার
২৩. ‘সে কথা বলতে পারে না’- এখানে যাকে নির্দেশ করা যায়-
ক. সুকেশিনী
খ. সুহাসিনী
গ. সুভাষিনী
ঘ. প্রতাপ
২৪. সুভা অবসরে কোথায় বসে থাকে?
ক. রাস্তায়
খ. বাগানে
গ. নদীতীরে
ঘ. পুকুরপাড়ে
২৫. প্রকৃতি কার, ভাষার অভাব পূরণ করে দেয়?
ক. প্রতাপের
খ. সুভাষিণীর
গ. সুহাসিনীর
ঘ. সুকেশিনীর
২৬. সুভার হয়ে কথা বলে কে?
ক. সুভার মা
খ. সুভার পিতা
গ. প্রকৃতি
ঘ. নদী
২৭. ‘সভা’ গল্প অনুসারে প্রকৃতির শব্দ এবং বিচিত্র গতি কী?
ক. অন্ধের চোখ
খ. বোবার ভাষা
গ. সুভার কথা
ঘ. প্রকৃতির আর্তনাদ
২৮. সুভাদের গোয়ালে কয়টি গাভী?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
২৯. সর্বশী ও পাঙ্গুলি কিসের নাম?
ক. নদীর
খ. সুভার বোনদের
গ. গাভীর
ঘ. গ্রামের
৩০. কার পদশব্দ গাভী দুটি চিনত?
ক. সুকেশিনীর
খ. সুভার
গ. সুহাসিনীর
ঘ. বাণীকন্ঠের
৩১. মানুষ অপেক্ষা সুভাকে ভালো বুঝতে পারত –
ক. সুভার বান্ধবী
খ. সুভার গাভী দুটি
গ. নদীর জল
ঘ. পুকুরের মাছ
৩২. সুভা নিয়মিত কত বার করে গোয়ালঘরে যায়?
ক. একবার
খ. দুইবার
গ. তিনবার
ঘ. চারবার
৩৩. কারা সুভার মর্মবেদনা বুঝতে পারত?
ক. সুভার পিতা-মাতা
খ. সুভার বন্ধু প্রতাপ
গ. সুভার গাভী দুটি
ঘ. সুভার বোনেরা
৩৪. ‘সুভা’ গল্পে কালো চোখের সাথে সাদৃশ্য রয়েছে কিসের?
ক. কচি কিশলয়ের
খ. ক্ষমতার
গ. উজ্জ্বল মণির
ঘ. দ্রুত চঞ্চল বিদ্যুতের
৩৫. মুখের ভাব বৈ আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার কিসের ভাষা অসীম উদার ?
ক. চোখের
খ. মুখের
গ. ঠোঁটের
ঘ. হাসির
৩৬. ‘সুভা’ গল্প অনুসারে অতলস্পর্শ গভীর কী?
ক. চোখের চাহনি
খ. চোখের ভাষা
গ. চোখের রং
ঘ. চেতনা
৩৭. ‘সুভা’ গল্প অনুসারে স্বচ্ছ আকাশের সাথে সাদৃশ্য রয়েছে কিসের?
ক. সুন্দর মুখের
খ. সুন্দর চুলের
গ. চোখের ভাষার
ঘ. মুখের ভাষার
৩৮. বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন কী রয়েছে?
ক. বন
খ. মাঠ
গ. মহত্ত্ব
ঘ. আলো
৩৯. গোঁসাইদের ছোট ছেলেটির নাম কী?
ক. বাণীকণ্ঠ
খ. প্রতাপ
গ. মণি
ঘ. মনোহর
৪০. লোকটি নিতান্ত অকর্মন্য — লোকটি কে?
ক. বাণীকণ্ঠ
খ. মনোহর
গ. মণি
ঘ. প্রতাপ
৪১. কার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে?
ক. প্রতাপের
খ. সুভার
গ. সুহাসের
ঘ. সুকেশিনীর
৪২. ‘এইজন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সমন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত’- দুশ্চিন্তা প্রকাশের কারণ কী?
ক. সুভা জেদি
খ. সুভা বোবা
গ. সুভা অন্ধ
ঘ. সুভা কালো
৪৩. সাধারণের দৃষ্টিপথ থেকে কে নিজেকে গোপন করে রাখতে সবসময় চেষ্টা করত?
ক সুভার পিতা
খ. সুভার বোন
গ. সুভার মা
ঘ. সুভা
৪৪. সবাই ভুলে গেলে কে বাঁচে?
ক. সুভাষিণী
খ. সুহাসিনী
গ. প্রতাপ
ঘ. সুকেশিনী
৪৫. কোনটি কেউ কখনো ভোলে না?
ক. মিথ্যা
খ. অপরাধ
গ. বেদনা
ঘ. অন্যায়
৪৬. কন্যার কোনো অম্পূর্ণ দেখলে কে সেটাকে নিজের লজ্জার কারণ বলে মনে করেন?
ক. পিতা
খ. মাতা
গ. প্রতিবেশী
ঘ. আত্মীয়স্বজন
৪৭. কে সুভাকে সুহাসিনী ও সুকেশিনী অপেক্ষা বেশি ভালোবাসেন?
ক. প্রতাপ
খ. সুভার মাতা
গ. সুভার পিতা
ঘ. সর্বশী
৪৮. সুভার কী ছিল না?
ক. কথা
খ. চোখ
গ. হাত
ঘ. পা
৪৯. সুদীর্ঘপল্লববিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল কার?
ক. মমতাদির
খ. সুভার
গ. অপুর
ঘ. অন্ধবধূর
৫০. কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা আমাদের কী করতে হয়?
ক. ভুলে যেতে হয়
খ. ভালোবাসতে হয়
গ. গড়ে তুলতে হয়
ঘ. তর্জমা করতে হয়
এসএসসি-২০২৫ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ সুভা গল্পের mcq নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post