প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, পরীক্ষার জন্য তোমাদের হাতে আর অল্প সময় আছে। এ সংক্ষিপ্ত সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতির লক্ষ্যে আজ আমরা এসএসসি হিন্দু ধর্ম টেস্ট পেপার ২০২৪ শেয়ার করছি। আজকের এই টেস্ট পেপারটি ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে তৈরি করা হয়েছে। যেখানে তোমরা নৈর্বাচনিক বিষয়সমূহের ওপরে শেষ মুহূর্তের পরীক্ষা প্রস্তুতি খুব ভালোভাবেই নিতে পারবে।
এসএসসি হিন্দু ধর্ম টেস্ট পেপার ২০২৪
১. প্রীতিদেবী প্রতিদিন একটি প্রতিমাকে পূজা করে। অন্যদিকে প্রণব কোনো প্রতিমার উপাসনা করে না। সে নির্জনে ধ্যান সাধনার মাধ্যমে সৃষ্টিকর্তাকে আরাধনা করে।
ক. উপাসনা কত ধরনের হয়ে থাকে?
খ. বিষ্ণু সম্পর্কে যা জান লেখ।
গ. প্রীতিদেবীর পূজার মাধ্যমে কোন উপাসনাটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. প্রীতিদেবী ও প্রণবের আরাধনার প্রকৃতি বিশেষণ কর।
২. সীতা তার মায়ের কাছে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে থাকে। সীতার মা বলেন, সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয়। তিতি সবকিছুর নিয়ন্তা। তাঁর আঁদি নেই, অন্ত নেই, তাকে খালি চোখে দেখা যায় না। তিনি অমর, অসীম ও অনন্ত।
ক. কে হিন্দুধর্মের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন?
খ. আত্মার দেহ পরিত্যাগ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে সৃষ্টিকর্তার কোন দিকটি সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. “সৃষ্টিকর্তা অমর ও অসীম শক্তিশালী”- উক্তিটি বিশেষণ কর।
৩. বসুদের মুক্তিলাভের জন্য সাধনায় লিপ্ত হয়েছেন। তার সাধনার মূল লক্ষ্য হলো পরমাত্মার সাথে সংযোগ স্থাপন। তিনি যে সাধনা করেন তার জন্য আট প্রকার সাধন প্রক্রিয়ার কথা বলা হয়েছে। তার এ সাধনার সর্বোচ্চ স্তরে ধ্যানলব্ধ চিত্তে স্থিরতা গভীর হয়।
ক. মুক্তিলাভের বিশেষ উপায় কী?
খ. যোগসাধনা বলতে কী বোঝ?
গ. বসুদেব যে আট প্রকার সাধন প্রক্রিয়া অনুসরণ করেন তা উলেখ কর।
ঘ. উক্ত সাধনায় চিত্তে গভীর স্থিরতা আসে।- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
৪. গণেশবাবু একজন সজ্জন ব্যক্তি। ধর্মীয় বিষয়গুলো সম্পর্কে তার জানার আগ্রহ প্রবল। একদিন তিনি দীনেশ বাবুর সঙ্গে বেদ ও পুরাণ সম্পর্কে আলোচনা করছিলেন। দীনেশবাবু বৈদিক সাহিত্য ও পুরাণ সম্পর্কে ভালো ধারণা রাখেন। তিনি বলেন, বেদ হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ। বেদকে আশ্রয় করে বিশাল বৈদিক সাহিত্য গড়ে উঠেছে। তিনি ঋষি মনুর উদ্ধৃতি দিয়ে বলেছেন, “বেদঃ অখিলধর্মমূলম্” অর্থাৎ বেদ অখিল ধর্মের মূল।
ক. ‘বেদ’ শব্দের অর্থ কী?
খ. বেদান্ত দর্শন বলতে কী বোঝায়?
গ. দীনেশবাবুর ধর্মালোচনার প্রেক্ষিতে গণেশবাবুর জীবনে বৈদিক সাহিত্যের কী প্রভাব পড়তে পারে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সর্বশেষ উক্তিটি বিশেষণ কর।
৫. প্রতিবছর কার্তিক মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে কনক উপবাস থেকে তার ভাই সৌবর্ণের কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে। তার বিশ্বাস, সৌবর্ণ বিপদ-আপদ থেকে পরিত্রাণ পাবে।
ক. বাংলা মাসের শেষ দিনকে কী বলা হয়?
খ. ধর্মাচার বলতে কী বোঝায়?
গ. কনক কীভাবে অনুচ্ছেদে বর্ণিত ধর্মাচারটি উদ্যাপন করছে, তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে ব্যাখ্যা কর।
ঘ. পারিবারিক ও ধর্মীয় জীবনে কনকের পালনকৃত ধর্মাচারটির প্রভাব বিশ্লেষণ কর।
৬. স্নাতক পরীক্ষা শেষে মিতার বাবা-মা তার বিবাহের দিন ধার্য করে। ঐদিন মিতাকে বস্ত্র ও অলংকার সজ্জিত করে তার বাবা তাকে বরের হাতে সম্প্রদান করেন। এ অনুষ্ঠানে পুরোহিত মন্ত্র পাঠ ও যজ্ঞের মাধ্যমে তাদের বিবাহ কার্য সম্পন্ন করেন।
ক. সংস্কার কী?
খ. কেন অন্নপ্রাশন অনুষ্ঠার করা হয়?
গ. মিতার বিবাহ পদ্ধতিটি তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে ব্যাখ্যা কর।
ঘ. মিতার বিবাহ কার্য সম্পাদনে যজ্ঞানুষ্ঠানের যৌক্তিকতা বিশেষণ কর।
৭. মায়াবতীয় বয়স ১৩ বছর। তাকে দেবীরূপে পূজার জন্য নির্ধারণ করা হয়। তাকে পূজা করার জন্য ষোলো প্রকার উপকরণের সমাহার করা হয়। মায়াবতীকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী, অলংকার, নতুন কাপড়, খেলনা, রূপচার্চার সামগ্রী প্রভৃতি প্রদান করা হয়। এ পূজাটির তাৎপর্য ও প্রভাব খুবই ব্যাপক।
ক. শারদীয় দুর্গাপূজা কোন তিথিতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়?
খ. অষ্টমী পূজা কীভাবে করা হয়?
গ. উদ্দীপকে কোন পূজাকে নির্দেশ করা হয়েছে তা বর্ণনা কর।
ঘ. উক্ত পূজাটির তাৎপর্য বিশেষণ কর।
৮. নিরঞ্জন তার সমাজে একজন যোগী হিসেবে পরিচিতি। তিনি অনেক সময় তার সমাজের মানুষদেরকে অষ্টাঙ্গ যোগের কথা বলে থাকেন। তিনি বলেন, যারা নিজেকে যোগসাধনার অন্তর্ভুক্ত করতে চায় তারা যেন অবশ্যই অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপ দুটি অভ্যাসে পরিণত করে নেয়।
ক. ‘সমাধি’ অর্থ কী?
খ. কীভাবে ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখী করা যায়?
গ. নিরঞ্জনের কথামতো যোগের প্র ম ধাপ দুটি পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা কর।
ঘ. আলোচ্য যোগের ধাপ দুটির গুরুত্ব সম্পর্কে তোমার মতামত দাও।
৯. প্রবীরবাবু শ্রেণিকক্ষে ‘ধর্মের জয়’ পাঠটি অধ্যয়ন করাচ্ছেন। ছাত্ররা তাকে প্রশ্ন করল বিষ্ণুভক্ত প্রহ্লাদকে কি তার পিতা শাস্তি দিতে পেরেছিল। প্রত্যুত্তরে প্রবীরবাবু তাকে সবকিছু বোঝালেন এবং বললেন, ধর্মের জয় অবশ্যম্ভাবী, এ ধর্মের জন্যই প্রহ্লাদ রক্ষা পেয়েছিল।
ক. ধর্মের ভিত্তি কতটি?
খ. ধর্ম ধার্মিককে রক্ষা করে কেন?
গ. কী উপায়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে হত্যার পরিকল্পনা করেছিল? প্রবীরবাবুর বক্তব্যের আলোকে বর্ণনা কর।
ঘ. “ধর্মের জয় অবশ্যম্ভাব্য’’ – উক্তিটির সপক্ষে যুক্তি দাও।
১০. মৈত্রেয়ী তার দীদার কাছে জানতে পারে যে দ্বাপর যুগে পৃথিবীতে প্রচুর অধর্ম হয়। সেই সময় শিশুপাল, জরাসন্ধ, কংস, দুর্যোধন প্রভৃতি দুষ্ট লোকের অত্যাচারে মানুষ অতীষ্ঠ হয়ে উঠেছিল। সাধু-সন্ন্যাসীদের দুর্দশার অন্ত ছিল না। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ আবিভর্তূ হয়েছিলেন।
ক. অবতার কী?
খ. পূর্ণাবতার ও অংশাবতারের মধ্যে পার্থক্য কী?
গ. ভগবান শ্রীকৃষ্ণ কেন পৃথিবীতে অবতাররূপে আবির্ভূত হয়েছিলেন?
ঘ. “ভগবান শ্রীকৃষ্ণ সত্য, শক্তি, সুন্দর ও শান্তির প্রতীক” – উক্তিটি মূল্যায়ন কর।
১১ আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তার গুণগান করি। ঈশ্বর সর্বশক্তিমান। ঈশ্বরের সানিড়বধ্য লাভ করাই হলো মুক্তির একমাত্র পথ। উপাসনা ঈশ্বরের সান্নিধ্য লাভের একটি পথ। এজন্য বিমল বাবু তার ছেলেদের উপাসনায় উৎসাহিত করেন।
ক. হিন্দুধর্মের মূলে কে?
খ. “ঈশ্বর সকল জীবের অন্তরায়”- ব্যাখ্যা কর।
গ. তুমি কী কী উপায়ে উপাসনা করতে পার?
ঘ. বিমল বাবু ছেলেদের উপাসনায় যে উৎসাহ দেন তা তাৎপর্য লেখ।
১২. কমল বাবু, একজন ধর্মপ্রাণ ব্যক্তি। তাঁর বয়স ৭৫ বছর। তিনি সংসারে থেকেও অত্যন্ত সংযমী। তিনি সংসারের সমস্ত দায়িত্ব পুত্রের হাতে অর্পণ করে মন্দিরে মন্দিরে ঈশ্বর ধ্যানে মগড়ব থাকেন। এতেও তাঁর আত্মা তৃপ্তি হয় না বিধায় তিনি জীবনের পরম প্রাপ্তির উদ্দেশ্য সংসার ত্যাগের সিদ্ধান্ত নেন।
ক. একেশ্বরবাদ কী?
খ. প্রত্যাহার বলতে কী বোঝায়?
গ. কমলবাবু সংসারে থেকে জীবনের কোন স্তরে অবস্থান করছেন তা তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে ব্যাখ্যা কর।
ঘ. “জীবনের পরম প্রাপ্তি লাভে কমল বাবুর সিদ্ধান্তটি ছিল যৌক্তিক।” তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
১৩. তৃষ্ণা একজন দরিদ্র পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। তার ছোট ভাইকে অনেক কষ্টে লেখাপড়া শিখাচ্ছে। বছরের প্র ম দিবসে খবর পায় ভাইটি খুব কঠিন রোগে আক্রান্ত। ভাইকে সুস্থ করার জন্য ধর্মীয় অনুষ্ঠান দোলযাত্রার আয়োজন করেন। ভাইয়ের মঙ্গল কামনায় তৃষ্ণা ভাইয়ের কপালে ফোঁটা এবং হাতে রাখী বেঁধে ঈশ্বরের কাছে প্রার্থনা জানায়। ঈশ্বরের কৃপায় ভাইটি সুস্থ হয়ে ওঠে।
ক. ভ্রাতৃ দ্বিতীয়া কখন পালিত হয়?
খ. ‘রাখী বন্ধন’ বলতে কী বোঝায়?
গ. তৃষ্ণা যেন যমুনা দেবীর প্রতিচ্ছবি- ব্যাখ্যা কর।
ঘ. ভাইয়ের মঙ্গল কামনায় দোলযাত্রা অনুষ্ঠানের যৌক্তিকতা বিশেষণ কর
১৪. হিন্দুধর্মে অসংখ্যা দেব-দেবী রয়েছে। তনুশ্রী আজ এমন একজন দেবীর পূজা দিতে মন্দিরে যাবে যিনি মহামায়া, দূরধিম্য। যিনি দূর্গতিনাশিনী দেবী। এ মহবিশ্বের যাবতীয় দুঃখ-কষ্ট বিনাশকারী দেবী তিনি। হিন্দুরা প্রাচীনকাল থেকে দশভূজা এ দেবীর পূজা করে আসছে।
ক. হিন্দুদের আদি ধর্মগ্রন্থের নাম কী?
খ. কেন দেবীদুর্গাকে মহিষমর্দিনী বলা হয়?
গ. উদ্দীপকে কোন দেবীর ইঙ্গিত দেওয়া হয়েছে? পাঠ্যবইয়ের আলোকে উক্ত দেবীর পূজা পদ্ধতি ব্যাখ্যা কর
ঘ. আর্থসামাজিক, পারিবারিক ও নৈতিক জীবনে উক্ত পূজার প্রভাব বিশ্লেষণ কর।
১৫. সুপ্তি ধর্ম ক্লাসে যোগসাধনা সম্পর্কে শিক্ষকের আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং যোগাসন অনুশীলনের উদ্বুদ্ধ হয়। সে নিয়মিত একটি আসন অনুশীলন করে। প্রথমে সে দুই পা জোড়া করে সোজা হয়ে দাঁড়ায়। তারপর শুধুমাত্র বাঁ পায়ে দাঁড়িয়ে হাতের তালু দুটি জোড়া রেখে হাত দুটি মাথার উপর নিয়ে যায়। এরপর শবাসনে বিশ্রাম নেয়। এ আসন অনুশীলনে সে অনেক সুফলও পাচ্ছে।
ক. অষ্টাঙ্গযোগের প্রথম ধাপ কী?
খ. যোগসাধনা কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।
গ. সুপ্তি কোন আসন নিয়মিত অনুশীলন করে? উক্ত আসনের অনুশীলন পদ্ধতি ধারাবাহিকভাবে লেখ।
ঘ. সুপ্তির অনুশীলনকৃত আসনটির প্রভাব বিশেষণ কর।
১৬. অনেক দিন আগের কথা। দয়াময় সিংহ নামে। এক ধনী লোক ছিলেন। তিনি সব সময় তার গ্রামের উনড়বতি চাইতেন। গ্রামের গরিবেরা কখনো কোনোরূপ দুঃখ-কষ্ট ভোগ না করে, এ ব্যাপারে তিনি সবসময় নজর রাখতেন। দয়াময় সিংহ তার স্ত্রী রতড়বা দেবীকে খুব ভালোবাসতেন। তিনি গ্রামের অসহায় মানুষের সুখের কথা চিন্তা করে স্ত্রীকে ত্যাগ করতে দ্বিধা করেননি। অনেকেই তার আত্মা ত্যাগকে রাম রাজত্বকালের সাথে তুলনা করেছেন।
ক. রাল্মীকি মুনি কোন গ্রন্থ রচনা করেন?
খ. দুষ্টের দমন ও শিষ্টের পালন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে দয়াময় সিংহের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন রাজার মিল পাওয়া যায়? বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের উক্ত ঘটনাটি যে রামায়ণেরই প্রতিচ্ছবি- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
১৭. তপন একদিন বিকেলে বাসা থেকে বাজারে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল এক ছিনতাইকারী এক মহিলার গলার চেইন ধরে টান দিয়ে নিয়ে দৌড়ে পালাচ্ছে। এক পর্যায়ে ছিনতাইকারীর চাকুর আঘাতে তার হাতে আঘাত লাগে এবং সে মহিলার চেইন উদ্ধার করে তাকে ফেরত দিল।
ক. সৎসাহস কাকে বলে?
খ. কেন সৎসাহসের প্রয়োজন হয়?
গ. উদ্দীপকের আলোকে প্রাপ্ত শিক্ষা, তুমি তোমার জীবনে কীভাবে কাজে লাগাতে পার? ব্যাখ্যা কর।
ঘ. “সৎসাহসী ব্যক্তি সর্বদাই পূজনীয় ও অনুকরণীয়” উক্তিটি বিশেষণ কর।
১৮. বিজয় বিশ্বাস দরিদ্র পরিবারের সন্তান। পরিবারের ভরণ-পোষণের জন্য তাকে অল্প বয়সে অপরের দোকানে ম্যানজারি করতে হয় প্রত্যেক দিন তার হাতে প্রচুর টাকা পয়সার লেনদেন হয়। মালিক সরল বিশ্বাসে তাকে ক্যাশের দায়িত্ব দিয়েছে। কিন্তু অভাব থাকলেও সে কোনোদিন বিশ্বাসের অমর্যাদা করেনি।
ক. কাঠুরিয়া কোথায় কাঠ কাটতে গিয়েছিলেন?
খ. জলদেবতা কার সততায় মুগ্ধ হয়েছিলেন এবং কেন?
গ. অষ্টাঙ্গ প্রণাম বলতে কী বোঝায়?
ঘ. “সততাই সর্বোকৃষ্ট পন্থা/নীতি। এ উক্তিটি বিজয় বিশ্বাসের জীবনে কতখানি প্রতিফলিত হয়েছে? যুক্তি দাও।
১৯. ধর্মবিষয়ক শিক্ষক দীনেশচন্দ্র দশম শ্রেণিতে আদর্শ জীবন চরিত্র অধ্যায়ের ওপর আলোকপাত করতে গিয়ে এমন একজনের কর্মকান্ড তুলে ধরেন, যিনি ইউরোপীয় বেশভূষা ত্যাগ করে একজন জ্ঞান তপস্বিনীর বেশ ধারণ করেন এবং একটি আশ্রমের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর অক্লান্ত প্রচেষ্টায় আশ্রমটি একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানরূপে গড়ে ওঠে। এমনকি তার সৌন্দর্যবোধ ও অভাবনীয় পরিকল্পনায় একটি নগরও গড়ে ওঠে।
ক. শ্রী বিজয় কৃষ্ণের পিতার নাম কী?
খ. বিজয় কৃষ্ণ কেন ব্রাহ্মধর্ম গ্রহণ করেন?
গ. অনুচ্ছেদে ধর্মীয় শিক্ষক যে সাধক-সাধিকার কর্মকান্ড তুলে ধরেন তাঁর সাধন জীবন তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে ব্যাখ্যা কর।
ঘ. নগর প্রতিষ্ঠায় উক্ত সাধক-সাধিকার অবদান মূল্যায়ন কর।
২০. অনন্তপুর গ্রামে এখনও শিক্ষার আলো পৌছায়নি। গ্রামের মানুষ ছিল নানা কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ। রোগব্যাধি হলে তারা ঝাড়ফুঁকে বিশ্বাসী ছিল? ছোটখাটো কোনো রোগ হলে দীর্ঘদিন যন্ত্রণায় ভুগতে ভুগতে মারা যেত। মুনীরপুত্র দেবাশীষের এসব দেখে মানুষের চিকিৎসা শুরু করেন। অল্পদিনে সুচিকিৎসক হিসেবে খ্যাতি অর্জন করেন। চিকিৎসাশাস্ত্রের ওপর গ্রন্থ রচনা করেন। তিনি বলেন, চিকিৎসার চেয়ে রোগপ্রতিরোধ করা বেশি জরুরি।
ক. ভারতীয় চিকিৎসাশাস্ত্রের জনক বলা হয় কাকে?
খ. চরকসংহিত সম্পর্কে যা জান ব্যাখ্যা কর।
গ. “চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ বেশি জরুরি”- বিষয়টি দেবাশীষ কেন উপলব্ধি করেছিল? বিশ্লেষণ কর।
ঘ. দেবাশীষের চিকিৎসা পদ্ধতির সাথে বর্তমান চিকিৎসা পদ্ধতির তুলনামূলক আলোচনা কর।
শিক্ষার্থীরা এই লিংকে ক্লিক করে এসএসসি হিন্দু ধর্ম টেস্ট পেপার pdf 2024 ফাইলে ডাউনলোড করো। কোর্সটিকায় তোমরা এসএসসি অন্যান্য বিষয়ের টেস্ট পেপারও ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post