প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, প্রস্তুতিতে অবহেলা করার সুযোগ নেই। আজ আমরা তোমাদের জন্য এসএসসি হিসাববিজ্ঞান টেস্ট পেপার শেয়ার করছি। এই পোস্টের দেওয়া লিংক থেকে তোমরা টেস্ট পেপারটি ডাউনলোড করতে পারবে।
টেস্ট পেপারে দেওয়া সৃজনশীল প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো প্রাকটিসের মাধ্যমে তোমরা পরীক্ষার জন্য আরো ভালো করে প্রস্তুতি নিতে পারবে। এই পোস্টের শেষে টেস্ট পেপারটি ডাউনলোড করার লিংক পাবে। তার আগে হিসাববিজ্ঞান টেস্ট পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল ও বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন দেখে নাও।
এসএসসি হিসাববিজ্ঞান টেস্ট পেপার ২০২৫
১. আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল যে শাস্ত্র শিক্ষা দেয় তাকে বলে-
ক. লেনদেন লিপিবদ্ধকরণ
খ. হিসাবরক্ষণ
ড়. হিসাববিজ্ঞান
ঘ. বুককিপিং ও হিসাবরক্ষণ
২. আর্থিক ঘটনাসমূহের প্রভাব ও ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করে কোনটি?
ড়. হিসাববিজ্ঞান
খ. হিসাব সংরক্ষণ
গ. হিসাব সচেতনতা
ঘ. হিসাব বিশ্লেষণ
৩. ব্যবসায়ের ভাষা বলা হয় কাকে?
ক. অর্থনীতিকে
খ. ব্যবস্থাপনাকে
ড়. হিসাববিজ্ঞানকে
ঘ. কম্পিউটার বিজ্ঞানকে
৪. হিসাববিজ্ঞানের প্রস্তুতকৃত বিরবণী ও প্রতিবেদনকে কী বলা হয়?
ড়. ব্যবসায়ের ভাষা
খ. ব্যবসায়ের পরিভাষা
গ. ব্যবসায়ের দর্পণ
ঘ. ব্যবসায়ের চালিকাশক্তি
৫. হিসাববিজ্ঞান-
ক. সমাজের একের সাথে অন্যের সম্পর্ক আলোচনা করে
খ. উৎপাদন ব্যবস্থার আলোচনা করে
গ. পণ্য ক্রয় এবং বিক্রয়ের হিসাব রাখে
ড়. যাবতীয় আর্থিক লেনদেনের হিসাব রাখে, শ্রেণিবিভাগ করে এবং ব্যাখ্যা করে
৬. হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
ক. হিসাব ব্যবস্থা
ড়. তথ্য ব্যবস্থা
গ. নিরীক্ষা ব্যবস্থা
ঘ. বিবরণী ব্যবস্থা
নিচের তথ্য থেকে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ডা. রাকিব হাসান তার ক্লিনিকের আর্থিক লেনদেনের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করেন। বছর শেষে তার ব্যক্তিগত কর নির্ধারণ প্রক্রিয়া সহজ ও স্বল্প সময়ে সম্ভব হয়। ফলে আয়কর কর্তৃপক্ষ তার হিসাব-নিকাশ রাখার প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন।
৭. অর্থের আদান-প্রদান সঠিকভাবে লিপিবদ্ধ করা কিসের উদ্দেশ্য?
ক. ব্যবসায়ের
খ. দেনা-পাওনার
গ. হিসাব লিপিবদ্ধকরণের
ড়. হিসাববিজ্ঞানের
৮. ডা. রাকিব হাসানের ক্লিনিকের হিসাব সঠিকভাবে সংরক্ষণ করলে সহায়ক হবে-
i. বিক্রয় বৃদ্ধিতে
ii. মূল্যবোধ সৃষ্টিতে
iii. কর নির্ধারণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ড়. i, ii ও iii
৯. হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলার কারণ হলো-
ড়. প্রস্তুতকৃত বিবরণী ও প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা ও বোঝা যায়
খ. ব্যবসায়ীরা হিসাববিজ্ঞানের ভাষায় কথা বলে
গ. হিসাববিজ্ঞান এক প্রকারের ভাষা
ঘ. হিসাববিজ্ঞান ও ব্যবসায়ের সম্পর্ক নিবিড়
১০. হিসাববিজ্ঞান-
i. দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করে
ii. ব্যবসায় প্রতিষ্ঠান ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার
iii. বাংলাদেশ সরকার সকল ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক করেছে
কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ড়. i, ii ও iii
১১. প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট পক্ষকে জানাতে সাহায্য করে কোনটি?
ক. হিসাববিজ্ঞান
খ. হিসাববিজ্ঞান নীতি
ড়. প্রতিবেদন ও বিবরণী
ঘ. বিশদ আয় বিবরণী
১২. কোনো প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্য সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং আর্থিক ফলাফল জানা যায় কিসের মাধ্যমে?
ড়. হিসাববিজ্ঞান
খ. হিসাবরক্ষণ
গ. লেনদেন
ঘ. আর্থিক অবস্থার বিবরণী
১৩. হিসাবরক্ষণের মূল কারণ হলো-
ক. ব্যবসায়ের আয়ের লিখিত হিসাব রাখা
খ. ব্যবসায়ের খরচের হিসাব রাখা
ড়. ব্যবসায়ের আর্থিক অবস্থা নিরূপণ করা
ঘ. ব্যবসায়ের সম্পদ ও দায়ের লিখিত হিসাব রাখা
১৪. হিসাববিজ্ঞানের মাধ্যমে সম্ভব হয়-
i. ব্যয় নিয়ন্ত্রণ
iii. প্রতিষ্ঠানের প্রতারণা ও জালিয়াতি রোধ
iii. সম্পদ, দায় ও মালিকানাস্বত্বের পরিমাণ নির্ণয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ড়. i, ii ও iii
হিসাববিজ্ঞান সৃজনশীল প্রশ্ন
১. জাকির ট্রেডার্সের ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের ৫,০০,০০০ ইট প্রস্তুত করতে যে খরচগুলো হয় তা নিম্নরূপ:
মাটি ক্রয় ৬,৫০,০০০ টাকা, কয়লা ক্রয় ২,৫০,০০০ টাকা, বহন খরচ ১,২০,০০০ টাকা, শ্রমিকের মজুরি ১,৮০,০০০ টাকা, ইটখোলার ভাড়া ১,০০,০০০ টাকা, বিজ্ঞাপন খরচ ২৫,০০০ টাকা, অফিস ভাড়া ২৫,০০০ টাকা, বিক্রয়কর্মীর বেতন ৩৫,০০০ টাকা।
ক. জাকির ট্রেডার্সের মুখ্য ব্যয় নির্ণয় কর।
খ. জাকির ট্রেডার্সের মোট ব্যয় নির্ণয় কর।
গ. মোট ব্যয়ের ওপর ২০% লাভ ধরে প্রতি হাজার ইটের বিক্রয়মূল্য নির্ণয় কর।
২. জহির এন্টারপ্রাইজের ২০১৭ সালের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ:
হাতে নগদ (১-১-১৭) ৩০,০০০ টাকা, দেনাদার ৫০,০০০ টাকা, গৃহীত ঋণ ৭০,০০০ টাকা, শিক্ষানবিশ ভাতা ২০,৫০০ টাকা, প্রদেয় বিল ১১,০০০ টাকা, বেতন ৪৭,০০০ টাকা, মজুদ পণ্য (১-১-১৭) ৩০,০০০ টাকা, মূলধন ৭৪,৭০০ টাকা, অগ্রিম মজুরি ১২,০০০ টাকা, মজুদ পণ্য (৩১-১২-১৭) ৪০,০০০ টাকা, বিক্রয় ২,৮০,০০০ টাকা, ক্রয় ৮০,০০০ টাকা, নগদ তহবিল ৪২,৫০০ টাকা, স্থায়ী সম্পত্তি ১,৭০,০০০ টাকা, কর ও অভিকর ৬,৭০০ টাকা, পাওনাদার ৬৫,০০০ টাকা, আন্তফেরত ১২,০০০ টাকা।
ক. রেওয়ামিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় কর।
খ. উপর্যুক্ত তথ্যের আলোকে মুনাফাজাতীয় ব্যয় ও মুনাফাজাতীয় আয়ের পরিমাণ নির্ণয় কর।
গ. উপর্যুক্ত তথ্যের আলোকে রেওয়ামিল প্রস্তুত কর।
৩. জনাব বিপ্লব ১৫,০০০ টাকা মাসিক বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এছাড়া তিনি একটি কলেজে পার্টটাইম লেকচারার হিসেবে মাসিক ৬,০০০ টাকা পান। ২০১৪ সালের ১ জানুয়ারি তার পারিবারিক আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ:
নগদ তহবিল ৩০,০০০ টাকা, বাড়িঘর ৫,০০,০০০ টাকা, বিনিয়োগ ৬০,০০০ টাকা, বন্ধকি ঋণ ৮০,০০০ টাকা, আসবাবপত্র ৫০,০০০ টাকা, গহনা ৯০,০০০ টাকা এবং পাওনাদার ২০,০০০ টাকা।
ক. জনাব বিপ্লবের পারিবারিক তহবিলের পরিমাণ কত?
খ. বছর শেষে জনাব বিপ্লবের পরিবারের নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় কর।
গ. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে উক্ত পরিবারের আয়ের উদ্বৃত্ত/ঘাটতি নির্ণয় কর।
৪. জনাব ফিরোজ তার ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। ১ জানুয়ারি ২০১৬ তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে ২,০০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা। উক্ত বছরে তিনি আরও ৩০,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন। উক্ত বছরে মোট ১৫,০০০ টাকা তিনি উত্তোলন করেন। ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখ তার ব্যবসায়ে নিম্বোক্ত সম্পদ ও দায়সমূহ ছিল:
নগদ ৫০,০০০ টাকা, আসবাবপত্র ৪০,০০০ টাকা, দেনাদার ৩০,০০০ টাকা, মজুদ পণ্য ৭০,০০০ টাকা, ব্যাংক ঋণ ২০,০০০ টাকা ও পাওনাদার ২৫,০০০ টাকা।
ক. জনাব ফিরোজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
খ. জনাব ফিরোজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় কর।
গ. ২০১৬ সালে জনাব ফিরোজের ব্যবসায়ের লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় কর।
৫. সামি প্রিন্টার্সের ৫,৫০০ টি ডায়েরি প্রস্তুতের খরচগুলো নিম্নরূপ:
প্রতিটি ডায়েরির দরপত্র মূল্য ৬০ টাকা, বিল আদায় খরচ দরপত্র মূল্যের ২%, আপ্যায়ন খরচ ১০,০০০ টাকা, কাগজ ক্রয় ৮০,০০০ টাকা, কালি ক্রয় ২৫,০০০ টাকা, আঠা ও সুতা ক্রয় ৫,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ২০,০০০ টাকা, কারখানার ভাড়া (এক-চর্তুাংশ) ১০,০০০ টাকা, কারখানার বিদ্যুৎ খরচ (৪০%) ৮,০০০ টাকা।
ক. মুখ্য ব্যয় কত?
খ. প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় কত?
গ. প্রতিটি ডায়েরির লাভ-ক্ষতি নির্ণয় কর।
৬. সাজিদ অ্যান্ড কোং সমাপ্ত বছরে ২,০০,০০০ ইট প্রস্তুত করে। ইট প্রস্তুতের খরচগুলো নিম্নরূপ :
বিজ্ঞাপন খরচ ৫,০০০ টাকা, বিক্রয়কর্মীর বেতন ৮,০০০ টাকা, অফিস ভাড়া ১২,০০০ টাকা, মাটি ক্রয় ২,৫০,০০০ টাকা, মাটি বহন খরচ ৫০,০০০টাকা, শ্রমিকের মজুরি (দুই-পঞ্চমাংশ) ৫০,০০০ টাকা।
ক. পরিচালন ব্যয় কত?
খ. উৎপাদন ব্যয় নির্ণয় কর।
গ. বিক্রয়ের ওপর ২০% মুনাফায় ইটের বিক্রয়মূল্য নির্ধারণ কর।
৭. ৩১ ডিসেম্বর, ২০১৭ তারিখে বিল্লাল অ্যান্ড সন্সের খতিয়ান উদ্বৃত্তসমূহ নিম্নরূপ :
হাতে নগদ (১.১.১৭) ২০,০০০ টাকা; দেনাদার ৪০,০০০ টাকা; অফিস সরঞ্জাম ৩,০০,০০০ টাকা; ৮% সরকারি সঞ্চয়পত্র ১,০০,০০০ টাকা; আন্তঃফেরত ২০,০০০ টাকা; বকেয়া বেতন ২,০০০ টাকা; সমাপনী মজুদ পণ্য ৬০,০০০ টাকা; মনিহারি ৪,০০০ টাকা; ব্যাংক জমাতিরিক্ত ২,০০০ টাকা; আসবাবপত্র ১,৪০,০০০ টাকা; স্বল্পমেয়াদি ঋণ ৮০,০০০ টাকা; সুদ প্রাপ্তি ৬০,০০০ টাকা; মূলধন ৬,৬০,০০০ টাকা; ট্রেডমার্ক ৮০,০০০ টাকা; সুনাম ৬০,০০০ টাকা; বিজ্ঞাপন ৬০,০০০ টাকা।
ক. অস্পর্শনীয় সম্পত্তির পরিমাণ নির্ণয় কর।
খ. চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যের পরিমাণ নির্ণয় কর।
গ. একটি রেওয়ামিল প্রস্তুত কর।
শিক্ষার্থীরা এই লিংকে ক্লিক করে এসএসসি হিসাববিজ্ঞান টেস্ট পেপার ২০২৫ pdf ফাইলে ডাউনলোড করো। কোর্সটিকায় তোমরা এসএসসি অন্যান্য বিষয়ের টেস্ট পেপারও ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post