শিক্ষার্থীরা, এসএসসি ২০২৬ সংক্ষিপ্ত সিলেবাস বাংলা ১ম পত্র প্রকাশ করেছে এনসিটিবি। প্রকাশিত সিলেবাসে আগামী ২০২৬ খ্রিষ্টাব্দের পরীক্ষার নম্বর বিভাজনে দেখা গেছে, ব্যবহারিক না থাকা বিষয়গুলোতে ৭০ নম্বর রচনামূলক ও ৩০ নম্বর বহুনির্বাচনি অংশ থাকবে। আর ব্যবহারিকসহ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ৭৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে ৪০ নম্বর ও বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর থাকবে।
কোর্সটিকায় আজকে আমরা বাংলা ১ম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসটি দেখে নেব। বাংলা ১ম পত্রে মূল বই থেকে ৯টি গল্প এবং ৮টি কবিতা বেছে নেওয়া হয়েছে। এর পাশাপাশি ১টি উপন্যাস বেছে নেওয়া হয়েছে। বাছাইকৃত এই আইটেমগুলো থেকেই তোমাদের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র করা হবে। তাই নিচে উল্লেখিত এই আইটেমগুলো তোমরা পড়বে।
এসএসসি ২০২৬ সংক্ষিপ্ত সিলেবাস বাংলা ১ম পত্র
১. প্রত্যুপকার—ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
শিখনফল: ন্যায়, সততা, সৌজন্য, সদাচার ইত্যাদি নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে পারবে। অন্যায়, অসত্য ও দুর্নীতির বিরুদ্ধে মতামত ব্যক্ত করতে পারবে।
২. সুভা—রবীন্দ্রনাথ ঠাকুর
শিখনফল: বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি সংবেদনশীল হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারবে।
৩. বইপড়া—প্রমথ চৌধুরী
শিখনফল: প্রবন্ধ পড়ে তার বক্তব্য নিজের ভাষায় বর্ণনা করতে পারবে।
৪. আম-আঁটির ভেঁপু—বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শিখনফল: ছোটগল্প পড়ে তার বিষয়বস্তু, বক্তব্য ও চরিত্র বিশ্লেষণ করতে পারবে।
৫. মানুষ মুহম্মদ (স.)—মোহাম্মদ ওয়াজেদ আলী
শিখনফল: ন্যায়, সততা, সৌজন্য, সদাচার ইত্যাদি নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে পারবে।
৬. নিমগাছ—বনফুল
শিখনফল: নারী এবং নারীর কর্ম ও জীবিকার প্রতি শ্রদ্ধার মনোভাব প্রকাশ করতে পারবে।
৭. শিক্ষা ও মনুষ্যত্ব—মোতাহের হোসেন চৌধুরী
শিখনফল: প্রবন্ধ পড়ে তার বক্তব্য নিজের ভাষায় বর্ণনা করতে পারবে।
৮. প্রবাস বন্ধু —সৈয়দ মুজতবা আলী
শিখনফল: পরিচিত জগৎ ও নিজের অভিজ্ঞতার বিষয় ব্যক্ত করতে পারবে। অপর জাতি, দেশ ও তার সংস্কৃতির প্রতি শ্রদ্ধার মনোভাব প্রকাশ করতে পারবে।
৯. একুশের গল্প —জহির রায়হান
শিখনফল: মহান ভাষা আন্দোলনের আলোকে মাতৃভাষা প্রীতি, দেশপ্রেম ও জাতীয়তাবোধের পরিচয় দিতে পারবে।
এসএসসি ২০২৬ এর কবিতা অংশ
১. কপোতাক্ষ নদ—মাইকেল মধুসূদন দত্ত
শিখনফল: কবিতা পড়ে তার মূলভাব বিশ্লেষণ করতে পারবে।
২. জীবন বিনিময়—গোলাম মোস্তফা
শিখনফল: কবিতা পড়ে তার মূলভাব বিশ্লেষণ করতে পারবে।
৩. উমর ফারুক—কাজী নজরুল ইসলাম
শিখনফল: ন্যায়, সততা, সৌজন্য, সদাচার ইত্যাদি নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে পারবে। অন্যায়, অসত্য ও দুর্নীতির বিরুদ্ধে মতামত ব্যক্ত করতে পারবে।
৪. সেইদিন এই মাঠ—জীবনানন্দ দাশ
শিখনফল: কবিতা পড়ে তার মূলভাব বিশ্লেষণ করতে পারবে।
৫. বৃষ্টি—ফররুখ আহমদ
শিখনফল: পরিবেশ সচেতনতার পরিচয় দিতে পারবে।
৬. আমি কোনো আগন্তুক নই—আহসান হাবীব
শিখনফল: কবিতা পড়ে তার মূলভাব বিশ্লেষণ করতে পারবে। কবিতা পড়ে তার মূলভাব বিশ্লেষণ করতে পারবে।
৭. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা—শামসুর রাহমান
শিখনফল: মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারবে। ৮.৩ মুক্তিযোদ্ধাদের সংগ্রামী ও দেশপ্রেমিক ভূমিকার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে উদ্বুদ্ধ হবে।
৮. বোশেখ—আল মাহমুদ
শিখনফল: অন্যায়, অসত্য ও দুর্নীতির বিরুদ্ধে মতামত ব্যক্ত করতে পারবে।
উপন্যাস অংশ
১৯৭১—হুমায়ুন আহমেদ
শিখনফল: মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারবে। মুক্তিযোদ্ধাদের সংগ্রামী ও দেশপ্রেমিক ভূমিকার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে উদ্বুদ্ধ হবে।
উপরে উল্লেখিত এই ৯টি গল্প এবং ৮টি কবিতা বেছে নেওয়া হয়েছে তোমাদের এসএসসি ২০২৬ বাংলা সংক্ষিপ্ত সিলেবাসের জন্য। এর পাশাপাশি হুমায়ুন আহমেদের লেখা ১টি উপন্যাস বেছে নেওয়া হয়েছে। বাছাইকৃত এই আইটেমগুলো থেকেই তোমাদের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র করা হবে।
আরও দেখো—এসএসসি ২০২৬ পরীক্ষার সকল বিষয়ের সাজেশন
শিক্ষার্থীরা, উপরের ‘Short Syllabus PDF’ অপশনে ক্লিক করে তোমাদের এসএসসি ২০২৬ সংক্ষিপ্ত সিলেবাস বাংলা ১ম পত্র pdf সংগ্রহ করে নাও। কোর্সটিকায় তোমাদের এসএসসি-২০২৬ পরীক্ষার ওপর বিষয়ভিত্তিক সাজেশন প্রকাশ করা হবে। এ সাজেশনগুলো উত্তরসহ পেতে কোর্সটিকা YouTube Channel—টি এখনই Subscribe করে রাখো।
Discussion about this post