রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তির ওযু নেই, সে ব্যক্তির নামাজ হবে না” — (সুনানে আবু দাউদ, হাদিস: ১০১)। শুধু নামাজ না এমন অনেক ইবাদত রয়েছে যেগুলো ওযু ছাড়া শুদ্ধরুপে পালন করা অসম্ভব। সেজন্য ওযুর ফরজ, ওযুর সুন্নত কয়টি ও কি কি এগুলো ভালোভাবে জানার পরে নিয়ম মোতাবেক ওযু করতে হবে।
পবিত্র কোরআন শরীফে আল্লাহ তায়ালা বলেন, “আল্লাহ তায়ালা নিশ্চয়ই তাওবা কারীকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকেন তাদেরকেও” — (সূরা বাকারা,আয়াত: ২২২)। পবিত্র থাকার অন্যতম মাধ্যম হচ্ছে গোসল ও ওযু। আমার উচিত সবসময়ই গোসল ও ওযুর মাধ্যমে পাক-পবিত্র থাকা।
কোরআন শরীফ ও হাদিসে ওযুর কথা অনেকবার উল্লেখ করা হয়েছে। দৈনিক ৫ ওয়াক্ত নামাজ ছাড়াও প্রতিটি ফরজ ইবাদতে ওযু করতে বলা হয়েছে। শুধু যে ফরজ ইবাদতে ওযু করতে হবে এমনটা নয়। বরং, আল্লাহ সন্তুষ্টির জন্য প্রতিটি মুহূর্ত ওযুর মাধ্যমে পাক-পবিত্র হয়ে থাকতে হবে।
ওযুর সুন্নত কয়টি ও কি কি
ওযু বিষয়ক হাদিস ও বিভিন্ন আলেমের তথ্যমতে ওযুর সুন্নত ১৮ টি। ওযুর করাকালীন ওযুর সুন্নত বাদ পড়লে ওযু ভঙ্গ হবে না তবে সেই ব্যক্তি সুন্নতের সওয়াব থেকে মাহরুম হবে। তবে, ইচ্ছাকৃতভাবে সুন্নত পালন না করলে ওযু মাকরুহ হয়ে যাবে।
ওযুর ১৮ টি সুন্নত হচ্ছে–
১. ওযুর শুরুর পূর্বে ওযুর নিয়ত করে নেওয়া। ( সহীহ বুখারী, হাদিস: ০১)
২. বিসমিল্লাহ পড়া। (আবু দাউদ, হাদিস: ৯২)
৩. উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা। (মুসলিম, হাদিস: ৩৩১)
৪. মিসওয়াক করা। মিসওয়াকের ব্যবস্থা না থাকলে আঙ্গুল দিয়ে দাঁত ঘষে নেওয়া। (আবু দাউদ, হাদিস: ৪২)
৫. তিনবার কুলি করা। (মুসলিম, হাদিস: ৩৩১)
৬. তিনবার নাকে পানি দেওয়া। (মুসলিম, হাদিস: ৩৩১)
৭. রোজা না থাকলে গড়গড়া কুলি করা ও নাক পরিষ্কার করা। তিরমিজি, হাদিস: ৭১৮)
৮. প্রত্যেক অঙ্গ ৩বার করে ধৌত করা। (মুসলিম, হাদিস: ৩৩১)
৯. মুখমণ্ডল ধৌত করার সময় দাড়ি খিলাল করা। (আবু দাউদ, হাদিস: ১২৩)
১০. হা-পা ধোয়ার সময় হাত ও পায়ের আঙ্গুল খিলাল করা। (তিরমিজি, হাদিস: ৭১৮)
১১. সম্পূর্ণ মাথা মাসেহ করা। (আবু দাউদ, হাদিস: ৯৭)
১২. মাথা মাসেহ করার সময় কানের বাইরে ও ভীতরে মাসেহ করা। (আবু দাউদ, হাদিস: ১১৬)
১৩. ঘাড় মাসেহ করা। (আত তালখিসুল হাবির: ১/২৮৮)
১৪. প্রতিটি অঙ্গ ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। (আবু দাউদ, হাদিস: ১২৭)
১৫. একটি অঙ্গ ধোয়া শেষ হলেই অন্য অঙ্গ ধোয়া শুরু করা। (সহীহ বুখারী, হাদিস: ১৩৭)
১৬. ওযুর তারতিব রক্ষা করা। ক্রমান্বয়ে মুখমণ্ডল, হাত, মাথা মাসেহ করা ও পা ধোয়া। (সুরা মায়েদা, হাদিস: ০৬)
১৭. হাত ধৌত করার সময় প্রথমে বাম হাত দিয়ে ডান হাত ধৌত করা এবং পা ধৌত করার সময় প্রথমে বাম হাত দিয়ে ডান পা ধৌত করা।
১৮. অজু শেষে কালেমায়ে শাহাদাত পড়া। (আল ফিকহুল ইসলামী: ১/২৫৭)
সবশেষে যা জানা দরকার
ওযুর সুন্নতগুলো যদি আপনার অজানা থাকে এবং আপনি যদি ওযু করেন এমতাবস্থায় আপনার ওযু হয়ে যাবে তবে আপনি সুন্নতের সওয়াব পাবেন না। ওযুর সুন্নত কয়টি ও কি কি এগুলো জানার পরেও যদি ইচ্ছাকৃত সুন্নত পালন না করলে ওযু মাকরুহ হয়ে যাবে। ওযুর সুন্নতগুলো জানার পরে ওযুর প্রতিটি ক্ষেত্রে সুন্নত পালনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
Discussion about this post