বর্তমান সময়ে অনলাইনে ব্লগিং ওয়েবসাইট তৈরিতে সবথেকে বেশি যে প্লাটফরমটি ব্যবহার করা হয়, তা হচ্ছে ওয়ার্ডপ্রেস। উইকিপিডিয়ার মতে ওয়ার্ডপ্রেস বর্তমানে পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটি পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরি একটি ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। ব্লগারদের কাছে এই সিএমএসের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনেক বেশি।
সারাবিশ্বে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা এবং কার্যকারীতা এত বেশি যে বিবিসি, সনি মিউজিক, এমটিভি নিউজ, দি নিউ ইয়র্কার এমনকি মাইক্রোসফটের মতো জায়ান্ট প্রতিষ্ঠানগুলো তাদের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করিয়েছে।
শুধু তাই নয় ওয়ার্ডপ্রেস বর্তমানে শীর্ষ কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা সারাবিশ্বের প্রায় ৬১.৮% ওয়েবসাইটকে নিয়ন্ত্রণ করে। তাহলে খুব সহজেই অনুমান করা যায়, ব্যবহারের দিক থেকে ওয়ার্ডপ্রেসের অবস্থান কি এবং আগামীতে এই প্লাটফরমটি আরো কতটা উন্নত হবে।
►► আরো দেখুন: আপানার ওয়েবসাইটে আপনি কি কি ভুল এসইও করছেন।
ওয়ার্ডপ্রেসের মতো ওয়ার্ডপ্রেসের প্লাগিনগুলোও বেশ সমৃদ্ধ ও জনপ্রিয়। আপনি যদি রেডিমেড একটি ওয়েবসাইট বা ব্লগকে পারফেক্ট রূপ দিতে চান, তাহলে নির্দিষ্ট কিছু প্লাগিনের ব্যবহার ছাড়া তা প্রায় অসম্ভব। ওয়ার্ডপ্রেসে রয়েছে আপনার
প্রয়োজন অনুযায়ি হাজার হাজার প্লাগিন। এগুলোর মধ্য থেকে আপনাকে বেছে নিতে হবে আপনার সাইটের জন্য সর্বাধিক কার্যকর প্লাগিনগুলো। যা আপনি আপনার ব্লগের কার্যকারীতা বৃদ্ধি করতে ব্যবহার করতে পারেন।
কোর্সটিকার ওয়ার্ডপ্রেস নিয়ে আজকের এই পর্বে আমরা আমরা সেরকমই ১০ টি প্লাগিন দেখবো, যা ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটকে আগের তুলনায় আরো বেশি উন্নত ও কার্যকারী করে তুলতে পারেন। পাশাপাশি কোন প্লাগিনের কি কাজ, তা নিয়েও থাকবে বিস্তারিত আলোচনা।
WP External Links
আপনি যদি একটি ব্লগ সাইট তৈরি করেন, তাহলে আপনার লেখা কনটেন্টগুলোতে একাধিক ওয়েবসাইটের লিংক ব্যবহার করার প্রয়োজন হবে। এই লিংকগুলো হতে পারে আপনার নিজের ওয়েবসাইটের অভ্যন্তরীণ কোন পেজ লিংক অথবা অন্য ওয়েবসাইটের লিংক। কিন্তু যখনই আপনি আপনার ব্লগ পোস্টে দেয়া অন্য ওয়েবসাইটের লিংকে ক্লিক করবেন, তা আপনার ওয়েবসাইটের ট্যাবেই লোড হবে।
এই সমস্যা সমাধানে আপনি WP External Links প্লাগিনটি ব্যবহার করতে পারেন। এই প্লাগিনটি একটিভ করলে আপনার ব্লগ পোস্টে দেয়া সকল বাইরের লিংকগুলো নতুন একটি ট্যাবে ওপেন হবে। ফলে আপনার ওয়েবসাইট থেকে ভিজিটর ছুটে যাওয়ার সম্ভাবনা খুবই কম।
Jetpack by WordPress
জেটপ্যাক হচ্ছে স্বয়ং ওয়ার্ডপ্রেসের ডেভেলপ করা একটি প্লাগিন। এটি অনেকটা একের ভেতরে সব প্রকৃতির প্লাগিন। আপনি এই প্লাগিনের মাধ্যমে আপনার ওয়েবসাইটের সকল তথ্য ব্যাকআপ রাখতে পারবেন, সিকিউর রাখতে পারবেন এবং নানা প্রকার স্প্যামিং ও মালওয়্যারের হাত থেকে বাঁচতে পারবেন।
শুধু তাই নয়, Jetpack এর রয়েছে আরো অনেক অসাধারণ ফিচার। Jetpack এ আপনার সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করে দিলে আপনার পাবলিশ করা প্রতিটি পোস্ট অটোমেটিক ফেসবুক, টুইটার, লিংকডইন ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়ে যাবে। আপনাকে কষ্ট করে নিজে থেকে শেয়ার করতে হবে না।
►► আরো দেখুন: ওয়েবসাইট ভিজিটর বাড়ানোর ১০ টি গোপন ট্রিকস।
এছাড়াও Jetpack দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের ভিজিটর র্যাঙ্ক দেখতে পারবেন। পাশাপাশি আপনার পোস্টে শেয়ার, কমেন্ট এবং লাইক ফিচার যুক্ত করতে পারবেন। বর্তমানে এই প্লাগিনটির প্রায় ৫ মিলিয়ন একটিভ ব্যবহারকারী রয়েছে।
Really Simple SSL
অনেক সময়েই আমাদের ওয়েবসাইটে SSL সার্টিফিকেট থাকা সত্যেও সার্চবারে তা প্রদর্শন করে না। এই সমস্যা সমাধানে আপনি Really Simple SSL নামে ছোট এই প্লাগিনটি ব্যবহার করতে পারেন। এটি কেবল একটিভ করলেই আপনার ওয়েবসাইটে সব সময়ের জন্য SSL প্রদর্শন করবে এবং তা কখনো আর বন্ধ হবে না।
WP Table Builder
আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি যদি ব্লগভিত্তিক হয়, তাহলে আপনার লেখার মধ্যে অনেক সময়ই টেবিল ব্যবহারের প্রয়োজন হতে পারে। ওয়ার্ডপ্রেসে টেবিল তৈরির অনেক প্লাগিনের মধ্যে WP Table Builder অন্যতম। আপনি প্লাগিনটি ব্যবহার করে খুব সহজেই আপনার পোস্টে টেবিল যুক্ত করতে পারেন। পাশাপাশি টেবিলটিকে ইচ্ছেমত কাস্টোমাইজও করতে পারেন।
►► আরো দেখুন: ইনস্টাগ্রাম মার্কেটিং এর ৮ টি পাওয়ারফুল টিপস
প্রয়োজন হলে WP Table Builder দিয়ে আপনি ই-কমার্সের মতো প্রোডাক্ট গ্রিড তৈরি করতে পারবেন। প্রতিটি গ্রিডে ইমেজ, লিংক এবং বাটন যুক্ত করতে পারবেন। নিজের পছন্দ অনুযায়ি টেবিলের রঙ পরিবর্তন করতে পারবেন।
Yoast SEO
ওয়ার্ডপ্রেসের এই প্লাগিনটি একটিভ করলে আপনি এর অসাধারণ বেশ কিছু ফিচার উপভোগ করতে পারবেন। Yoast SEO প্লাগিনের কাজ মূলত সার্চ ইঞ্জিনে আপনার কনটেন্টকে এসইও ফ্রেন্ডলি করে তোলা। আপনি যদি খুব সুন্দর করে আপনার কনটেন্টটি উপস্থাপন করেন এবং Yoast SEO এর দেয়া নির্দেশনাগুলো প্রতিটি কনটেন্টে এপ্লাই করেন, তাহলে আপনার কনটেন্টকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানোর বাকী দায়িত্ব Yoast SEO এর ওপর।
Yoast SEO নিজ থেকেই আপনার কনটেন্টগুলোকে বিভিন্ন ট্যাগ এবং কী-ফ্রেস অনুসারে এনালাইজ করে এবং তা সার্চ ইঞ্জিনের কাছে পৌঁছ দেয়।
একটি কনটেন্টে আপনি কি কি ভুল করেছেন এবং কি কি ভুল করেছেন, তার সবকিছুই আপনার সামনে তুলে ধরবে এই প্লাগিনটি। পাশাপাশি আর কি কি করলে আপনার কনটেন্টটি ভালো র্যাঙ্ক পাবে, তার চমৎকার ও কার্যকরী নির্দেশনা দেবে Yoast SEO । বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনার ওয়েবসাইটের শেয়ার করা লিংকগুলো দেখতে কেমন হবে সেটাও নির্ধারণ করতে পারবেন Yoast SEO এর মাধ্যমে।
Contact Form 7
আপনার ওয়েবসাইটের জন্য একটি কনটাক্ট পেজ তৈরি করা বাধ্যতামূলক কাজ। কারণ এই কনটাক্ট পেজের মাধ্যমেই আপনার কাস্টমার বা ভিজিটর আপনার সাথে যোগাযোগ স্থাপন করবে। আপনার নির্বাচন করা থিমটিতে যদি কোন কনটাক্ট পেজ না থাকে, তাহলে Contact Form 7 প্লাগিনটি ব্যবহার করে আপনি খুব সহজেই একটি সুদৃশ্য এবং কার্যকরী কনটাক্ট পেজ তৈরি করতে পারবেন।
এই প্লাগিনটির বিশেষত্ব হচ্ছে এটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার থিমের ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে কনটাক্ট পেজ তৈরি করতে পারবেন। ওয়ার্ডপ্রেসে জনপ্রিয় এই প্লাগিনটির প্রায় ৫ মিলিয়ন একটিভ ব্যবহারকারী রয়েছে।
Bangla Date Display
এটি বাংলা ব্লগের জন্য দারুণ উপকারী একটি প্লাগিন। আপনার ব্লগটি যদি বাংলা ভাষার কনটেন্টের জন্য হয়ে থাকে, তাহলে আপনার প্রয়োজন পরবে আপনার কনটেন্ট প্রকাশের সময় এবং তারিখ বাংলায় প্রদর্শনের। কিন্তু থিমগুলোতে এই ফিচারটি সাধারণত থাকে না। প্রাথমিকভাবে একটি থিম আপনাকে ইংরেজীতে সময় এবং তারিখ প্রদর্শন করাবে। যার সমাধান হিসেবে আপনি Bangla Date Display প্লাগিনটি ব্যবহার করতে পারেন।
WP Content Copy Protection
একজন কনটেন্ট রাইটার অনেক কষ্ট করে, অনেক তথ্য রিচার্স করে একটি আর্টিকেল লিখে থাকেন। কিন্তু অনেকেই আছে যারা খুব সহজেই সেটা অনুমতি ছাড়া কপি করে নিজের ওয়েবসাইটে হুবহু ব্যবহার করে। এর ফলে আপনার ওয়েবসাইটটি অনেক ক্ষেত্র ক্ষতির সম্মুখিন হয়।
ব্লগ সাইটে কনটেন্টের অসদুপায় কপি এড়াতে আপনি WP Content Copy Protection & No Right Click প্লাগিনটি ব্যবহার করে দেখতে পারেন। এটি একটিভ করলে কেউ আপনার ওয়েবসাইটে মাউসের Right Click করতে পারবে না। ফলে আপনার লেখা কোন পোস্ট কপি করা তার পক্ষে সম্ভব হবে না। প্লাগিনটি একটিভ করার পূর্বে অবশ্যই দেখে নিবেন সেটি wp-buy এর কি না।
Pin It Button On Image Hover And Post
ইন্টারনেট জগতে পিনটারেস্ট অন্যতম একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। আপনি পিনটারেস্ট ব্যবহার করে আপনার ওয়েবসাইটের জন্য প্রচুর ট্রাফিক আনতে পারেন। বর্তমানে সারাবিশ্বে পিনটারেস্টের প্রায় ৩৩৫ মিলিয়ন একটিভ ব্যবহারকারী রয়েছে। তাহলেই বুঝতেই পারছেন পিনটারেস্টে আপনার ওয়েবসাইটের প্রচারণা করা কতটা জরুরি।
শুধু তাই নয়, যে কোন ভিজিটরের কাছে আপনার ওয়েবসাইটের কোন পোস্ট পছন্দ হলে সে ওই পোস্টটি পিনটারেস্টে তার নিজের একাউন্টে পিন করে বা সেভ করে রাখতে পারবে। আর এটা করার জন্য আপনাকে সাহায্য করবে Pin It Button On Image Hover And Post নামের ছোট এই প্লাগিনটি।
►► আরো দেখুন: ব্যাকলিংক (Backlink) কেন দরকার।
Weblizar এর ডেভেলপ করা এই প্লাগিনটি ইনস্টল করলে আপনার ওয়েবসাইটের যেকোন ছবির ওপর হোভার করলেই Pin It নামে একটি বাটন স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। আর এই বাটনে ক্লিক করলে পিনটারেস্টে আপনার ওয়েবসাইটের ছবিগুলো পিন করার বাকী প্রসেসগুলো চলে আসবে। আর এ জন্য একজন ব্যবহারকারীকে পিনটারেস্টে প্রবেশ করতে হবে না।
bbPress
একটি ওয়েবসাইটের জন্য সাপোর্ট ফোরাম খুবই জরুরী বিষয়। আপনার ই-কমার্স অথবা ব্লগ, যে ধরনের সাইটই হোক না কেন, আপনার ওয়েবসাইটের ভিজিটরদের সাথে সম্পৃক্ততা রাখতে সাপোর্ট ফোরাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সাপোর্ট ফোরাম থাকলে ওই ওয়েবসাইটের প্রতি ভিজিটরদের সুন্দর একটি আস্থা তৈরি হয়।
আপনি যদি আপনার ওয়েবসাইটে সাপোর্ট ফোরাম যুক্ত করতে চান, তাহলে bbPress প্লাগিন ব্যবহার করতে পারেন। এটির মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের জন্য চমৎকার সাপোর্ট ফোরাম পেজ ডিজাইন করতে পারবেন। পাশাপাশি আপনি এডমিন হয়ে তা খুব সহজভাবে নিয়ন্ত্রণও করতে পারবেন।
ওয়ার্ডপ্রেসে সাপোর্ট ফোরাম তৈরির ক্ষেত্রে এই প্লাগিনটিই বেশী ব্যবহার করা হয়। The bbPress Contributors এর দ্বারা ডেভেলপ করা এই প্লাগিনটি বর্তমানে ৩০০০,০০০ এরও বেশি ওয়েবসাইটে ব্যবহার করা হচ্ছে।
প্রিয় পাঠক, কোর্সটিকায় ওয়ার্ডপ্রেসের এই সিরিজে আরো একধিক পোস্ট প্রকাশ করা হবে। ওয়ার্ডপ্রেসের ওপর আপনি কি কি লেখা চান, তা জানিয়ে নিচে কমেন্ট করুন। ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং শিখতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন।
Discussion about this post