অনার্স ৩য় বর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা, কোর্সটিকা আজকে প্রকাশিত হতে যাচ্ছে ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস সাজেশন ২০২৫। তোমরা যারা এবছর তৃতীয় বর্ষের বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ, এই সাজেশনটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই সাজেশনটি আমরা বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করেছি। ফলে শতভাগ কমন পাওয়ার জন্য এটি অনুসরণ করার পরামর্শ থাকল।
শিক্ষার্থীরা, এই কোর্সের নাম হচ্ছে—ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস এবং বিষয় কোড হচ্ছে—২৩১৫১১। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে।
ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস সাজেশন ২০২৫
ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা।
২. আফ্রিকা মহাদেশের মোট আয়তন কত?
উত্তর : আফ্রিকা মহাদেশের মোট আয়তন ৩,০২,২১,৫৩২ বর্গকিলোমিটার।
৩. আফ্রিকা মহাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখা চলে গেছে?
উত্তর : আফ্রিকার মধ্যভাগ দিয়ে বিষুব রেখা চলে গেছে।
৪. সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?
উত্তর: সুয়েজ খাল লোহিতসাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে।
৫. মিসরের সুয়েজ খাল জাতীয়করণ হয় কত সালে?
উত্তর: মিসরের সুয়েজ খাল জাতীয়করণ হয় ১৯৫৬ সালে।
৬. ভূপ্রকৃতি অনুসারে আফ্রিকা মহাদেশকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : ভূপ্রকৃতি অনুসারে আফ্রিকা মহাদেশকে ৪টি ভাগে ভাগ করা যায়।
৭. ভিক্টোরিয়া হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : ভিক্টোরিয়া হ্রদ পূর্ব আফ্রিকায় অবস্থিত।
৮. আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?
উত্তর: আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্কোর নাম কিলিমানজারো।
৯. ভ্যাম্বল ফর আফ্রিকা কী?
উত্তর: ১৮৮০ এর দশকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলো আফ্রিকা মহাদেশে উপনিবেশ স্থাপনের জন্য যে পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত হয় তা স্ক্র্যাম্বল ফর আফ্রিকা নামে পরিচিত।
১০. ‘বার্লিন সম্মেলন’ কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: বার্লিন সম্মেলন ১৮৮৪ সালে অনুষ্ঠিত হয়।
১১. বার্লিন সম্মেলনে কে সভাপতিত্ব করেন?
উত্তর: বার্লিন সম্মেলনে জার্মান চ্যান্সেলর বিসমার্ক সভাপতিত্ব করেন।
১২. Imperialism: The Highest Stage of Capitalism বইটির লেখক কে?
উত্তর: Imperialism: The Highest Stage of Capitalism বইটির লেখক রুশ নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন।
১৩. ‘Imperialism: A Study’ (১৯০২) বইটির লেখক কে?
উত্তর: ‘Imperialism: A Study’ (১৯০২) বইটির লেখক ব্রিটিশ ঐতিহাসিক জে. এ হবসন।
১৪. খ্রিস্টান মিশনারিরা কেন আফ্রিকায় প্রবেশ করে?
উত্তর: খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টধর্ম প্রচারের জন্য আফ্রিকায় প্রবেশ করে।
১৫. সেসিল রোডস কে ছিলেন?
উত্তর: সেসিল রোডস ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার একজন ব্যবসায়ী।
১৬. জাম্বিয়ার পূর্ব নাম কী?
উত্তর: জাম্বিয়ার পূর্ব নাম ছিল উত্তর রোডেশিয়া।
১৭. ‘মাকাকো চুক্তি’ কত সালে সম্পাদিত হয়?
অথবা, মাকাকো চুক্তি কত সালে হয়?
উত্তর: মাকাকো চুক্তি ১৮৮২ সালে স্বাক্ষরিত হয়।
১৮. কারা আফ্রিকায় প্রথম উপনিবেশ স্থাপন করে?
অথবা, আফ্রিকায় প্রথম উপনিবেশ স্থাপনকারী দেশের নাম কী?
উত্তর: ফ্রান্স আফ্রিকায় প্রথম উপনিবেশ স্থাপন করে।
১৯. ব্রিটিশ সাউথ আফ্রিকান কোম্পানি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ব্রিটিশ সাউথ আফ্রিকান কোম্পানি সেসিল রোডস প্রতিষ্ঠা করেন।
২০. ‘African Nationalism’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: ‘African Nationalism’ গ্রন্থটি সিথোল (Sithole) রচনা করেন।
২১. কাকে আফ্রিকান জাতীয়তাবাদের জনক বলা হয়?
উত্তর: এডওয়ার্ড ব্লাইডেনকে আফ্রিকান জাতীয়তাবাদের জনক বলা হয়।
২২. ‘Pan-Africanism’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Pan-Africanism’ গ্রন্থের লেখক কলিন ল্যাগাম।
২৩. ‘The Pan-African Movement’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘The Pan-African Movement’ গ্রন্থের লেখক ইমানুয়েল গেইস।
২৪. ‘ফিরে চলো আফ্রিকা’ আন্দোলনের প্রবক্তা কে?
উত্তর: ‘ফিরে চলো আফ্রিকা’ আন্দোলনের প্রবস্তা পল কাফি।
২৫. আফ্রিকান অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: আফ্রিকান অ্যাসোসিয়েশন ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
২৬. তিউনিশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর: তিউনিশিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল।
২৭. নাইজেরিয়া স্বাধীন হয় কত সালে? অথবা, নাইজেরিয়া কবে স্বাধীনতা অর্জন করে?
উত্তর: নাইজেরিয়া ১৯৬০ সালের ১ অক্টোবর স্বাধীন হয়।
২৮. সর্বপ্রথম আফ্রিকার কোন দেশ স্বাধীনতা লাভ করে।
উত্তর: সর্বপ্রথম আফ্রিকার থানা স্বাধীনতা লাভ করে।
২৯. সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর: সেনেগাল ফ্রান্সের উপনিবেশ ছিল।
৩০. আফ্রিকার প্রথম সামরিক অভ্যুত্থান ঘটে কোথায়?
উত্তর: আফ্রিকার টোগোতে প্রথম সামরিক অভ্যুত্থান ঘটে।
৩১. ইউরুবা ও ইবো গোত্রদ্বয় আফ্রিকা মহাদেশের কোন দেশে বসবাস করে?
উত্তর: ইউবুবা ও ইবো গোত্রদ্বয় আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ায় বসবাস করে।
৩২. নয়া উপনিবেশবাদ কী?
উত্তর: পাশ্চাত্যের বৃহৎ শক্তিধর দেশগুলো কর্তৃক তৃতীয় বিশ্বের স্বাধীনতাপ্রাপ্ত দুর্বল দেশগুলোর ওপর সরাসরি হস্তক্ষেপের পরিবর্তে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ ও শোষণ করার প্রক্রিয়াকে নয়া উপনিবেশবাদ বলা হয়।
৩৩. বর্ণবাদ কী?
উত্তর: সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিকসহ জীবনের প্রতিটি ক্ষেত্রেই কৃষ্ণাঙ্গদেরকে শ্বেতাঙ্গদের থেকে আলাদা করার পদ্ধতিই হচ্ছে বর্ণবাদ।
৩৪. কোন আইন অনুসারে কৃষ্ণাঙ্গরা ভোটাধিকার হারায়?
উত্তর: Separate Registration of Voters act 1951 অনুসারে কৃষ্ণাঙ্গারা ভোটাধিকার হারায়।
৩৫. নেলসন ম্যান্ডেলা কী জন্য স্মরণীয়?
উত্তর: নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী আন্দোলনের জন্য স্মরণীয়।
৩৬. ‘আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ‘আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস’ ১৯১২ সালে গঠিত হয়।
৩৭. নেলসন ম্যান্ডেলা কত বছর কারাগারে ছিলেন?
উত্তর: নেলসন ম্যান্ডেলা প্রায় ২৭ বছর কারাগারে ছিলেন।
৩৮. নেলসন ম্যান্ডেলা কত সালে নোবেল পুরস্কার পান?
উত্তর: নেলসন ম্যান্ডেলা ১৯৯৩ সালে নোবেল পুরস্কার পান।
৩৯. কোন সম্মেলনে আফ্রিকান ইউনিয়ন (AU) গঠনের পরিকল্পনা গৃহীত হয়?
উত্তর: লুসাকা সম্মেলনে আফ্রিকান ইউনিয়ন (AU) গঠনের পরিকল্পনা গৃহীত হয়।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন?
অথবা, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলার কারণ কী ছিল?
২. বাটু জনপোষ্ঠীর পরিচয় দাও।
অথবা, বান্টু বসতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
৩. আফ্রিকার ভৌগোলিক অবস্থান উল্লেখ কর।
অথবা, আফ্রিকার ভৌগোলিক অবস্থান লেখ।
৪. আফ্রিকার জলবায়ু সম্পর্কে সংক্ষেপে লেখ।
অথবা, আফ্রিকা মহাদেশের জলবায়ুর সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৫. আফ্রিকার খনিজ সম্পদের সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, আফ্রিকার খনিজ সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৬. বার্লিন সম্মেলন কেন আহ্বান করা হয়?
অথবা, বার্লিন সম্মেলন কেন অনুষ্ঠিত হয়েছিল?
অথবা, বার্লিন সম্মেলন কেন অনুষ্ঠিত হয়?
৭. আফ্রিকায় ঔপনিবেশিকীকরণের আফ্রিকীয় কারণসমূহ লেখ।
অথবা, আফ্রিকায় ঔপনিবেশিকীকরণের আফ্রিকীয় কারণ কী ছিল?
৮. কোম্পানি শাসন বলতে কী বুঝায়?
অথবা, কোম্পানি শাসনব্যবস্থা বলতে কী বুঝায়?
৯. পরোক্ষ শাসন নীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
অথবা, পরোক্ষ শাসন পদ্ধতি বলতে কী বুঝ?
১০. পিতৃতান্ত্রিক শাসনব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
অথবা, পিতৃতান্ত্রিক শাসনব্যবস্থা বলতে কী বুঝ?
১১. আফ্রিকান জাতীয়তাবাদ কী?
অথবা, আফ্রিকান জাতীয়তাবাদ ব্যাখ্যা কর।
১২. আফ্রিকান জাতীয়তাবাদ বিকাশে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখ।
অথবা, আফ্রিকান জাতীয়তাবাদ বিকাশে খ্রিস্টান মিশনারিদের অবদান মূল্যায়ন কর।
১৩. আফ্রিকার জাতীয়তাবাদ বিকাশে আফ্রো-আমেরিকানদের অবদান লেখ।
অথবা, জাতীয়তাবাদ বিকাশে আফ্রো-আমেরিকান ব্যক্তিত্বের ভূমিকা কীরূপ ছিল?
১৪. অনুপনিবেশিকীকরণ বলতে কী বুঝ?
অথবা, অনুপনিবেশিকীকরণ সম্পর্কে কী জান?
১৫. ড. নকুমা কে ছিলেন?
অথবা, ড. নকুমার পরিচয় দাও।
১৬. ড. নকুমার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের কারণসমূহ লেখ।
অথবা, নকুমার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের কারণ কী ছিল?
১৭. আফ্রিকায় অর্থনৈতিক অনুন্নয়নের কারণগুলো কী?
অথবা, আফ্রিকায় অর্থনৈতিক অনুন্নয়নের কারণসমূহ সংক্ষেপে ব্যাখ্যা কর।
১৮. “গোত্রতন্ত্রই আফ্রিকার জাতীয় সংহতির প্রধান অন্তরায়।”- আলোচনা কর।
অথবা, তুমি কী মনে কর, গোত্রতন্ত্রই আফ্রিকার জাতীয় সংহতির ক্ষেত্রে প্রধান অন্তরায়?
১৯. আফ্রিকান সমাজতন্ত্রের বৈশিষ্ট্য লেখ।
অথবা, আফ্রিকান সমাজতন্ত্রের বৈশিষ্ট্য ব্যখ্যা কর।
২০. নয়া উপনিবেশবাদ কী?
অথবা, নব্য উপনিবেশবাদ বলতে কী বুঝ?
২১. বর্ণবাদ বলতে কী বুঝ?
অথবা, বর্ণবাদ কী?
২২. জোটনিরপেক্ষ আন্দোলন কতটুকু নিরপেক্ষ ছিল?
অথবা, জোটনিরপেক্ষ আন্দোলনের নিরপেক্ষতা বিচার কর।
২৪. আফ্রিকান ঐক্য সংস্থা গঠনের কয়েকটি কারণ উল্লেখ কর।
অথবা, ওএইউ (OAU) গঠনের কারণ লেখ।
২৫. আফ্রিকান ইউনিয়নের লক্ষ্য ও উদ্দেশ্য লেখ।
অথবা, আফ্রিকান ইউনিয়নের উদ্দেশ্য কী ছিল?
২৬. আফ্রিকা মহাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নৈকট্য নীতি গ্রহণের কারণ কী?
২৭. চীনের আফ্রিকা নীতির কৌশলসমূহ লেখ।
অথবা, আফ্রিকার প্রতি চীনের গৃহীত কৌশলসমূহ লেখ।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. আফ্রিকার প্রাকৃতিক সম্পদের বিবরণ দাও।
অথবা, আফ্রিকার প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা কর।
২. আফ্রিকার ভূরাজনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর
অথবা, আফ্রিকার ভূরাজনৈতিক গুরুত্ব আলোচনা কর।
৩. ইউরোপীয় শক্তিবর্গের আফ্রিকায় আগমনের কারণসমূহ লেখ।
অথবা, আফ্রিকায় ইউরোপীয় শক্তিবর্গের আগমনের পটভূমি আলোচনা কর।
৪. আফ্রিকা নিয়ে বার্লিন সম্মেলন (১৮৮৪-৮৫) কেন অনুষ্ঠিত হয়েছিল? এ সম্মেলনের সাফল্য ও ব্যর্থতা নিরূপণ কর।
অথবা, বার্লিন সম্মেলন সম্পর্কে যা জান লেখ।
৫. আফ্রিকায় ঔপনিবেশিকতার ইউরোপীয় কারণসমূহ বিশ্লেষণ কর।
অথবা, আফ্রিকায় ঔপনিবেশিকতার ইউরোপীয় কারণসমূহ আলোচনা কর।
৬. আফ্রিকানদের প্রতিরোধের বিভিন্ন পর্যায় আলোচনা কর।
অথবা, ইউরোপীয় শাসনের বিরুদ্ধে আফ্রিকানদের প্রতিরোধের বিভিন্ন স্তরসমূহ আলোচনা কর।
৭. আফ্রিকার ঔপনিবেশিক শাসন পদ্ধতি আলোচনা কর।
অথবা, আফ্রিকার ঔপনিবেশিক শাসন পদ্ধতির বিবরণ দাও।
৮. আফ্রিকার সমাজ ও অর্থনীতিতে উপনিবেশিক শাসনের প্রভাব আলোচনা কর।
অথবা, আফ্রিকার আর্থসামাজিক অবস্থার ওপর ঔপনিবেশিক শাসনের প্রভাব আলোচনা কর।
৯. আফ্রিকার সমাজ ও রাজনীতির ওপর ঔপনিবেশিক শাসনের প্রভাব আলোচনা কর।
অথবা, আফ্রিকার সমাজ ও রাজনীতির ওপর ঔপনিবেশিক শাসনের প্রভাব ব্যাখ্যা কর।
১০. আফ্রিকান জাতীয়তাবাদ বিকাশের উপাদানগুলোর বর্ণনা দাও।
অথবা, আফ্রিকান জাতীয়তাবাদ বিকাশের কারণসমূহ আলোচনা কর।
১১. প্যান-আফ্রিকান আন্দোলন কী? এর পটভূমি ও বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
অথবা, প্যান-আফ্রিকান আন্দোলনের ওপর একটি প্রবন্ধ লেখ।
১২. আফ্রিকান জাতীয়তাবাদ বিকাশের বিভিন্ন পর্যায় আলোচনা কর।
অথবা, আফ্রিকার জাতীয়তাবাদ বিকাশের বিভিন্ন পর্যায়ের বিবরণ দাও।
১৩. অনুপনিবেশিকীকরণ বলতে কী বুঝ? অনুপনিবেশিকীকরণের কারণসমূহ বিশ্লেষণ কর।
অথবা, অনুপনিবেশিকীকরণ কী? আফ্রিকায় অনুপনিবেশিকীকরণের উৎসসমূহ আলোচনা কর।
১৪. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ইতিহাস আলোচনা কর।
অথবা, কঙ্গোর স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন পর্যায় আলোচনা কর।
১৫. স্বাধীনতা-উত্তর আফ্রিকায় গণতন্ত্রের ব্যর্থতার কারণ নির্দেশ কর।
অথবা, স্বাধীনতা-উত্তর আফ্রিকায় গণতন্ত্রের ব্যর্থতার কারণসমূহ বিশ্লেষণ কর।
১৬. আফ্রিকায় অর্থনৈতিক অনুন্নয়নের কারণসমূহ ব্যাখ্যা কর।
অথবা, আফ্রিকার অর্থনৈতিক অনুন্নয়নের কারণসমূহ আলোচনা কর।
১৭. আফ্রিকায় সামরিক অভ্যুত্থানের কারণগুলো বিশ্লেষণ কর।
অথবা, আফ্রিকায় ঘন ঘন সামরিক অভ্যুত্থানের কারণ আলোচনা কর।
১৮. আফ্রিকার জাতিরাষ্ট্র গঠনে প্রধান প্রতিবন্ধকতা কী? আলোচনা কর।
অথবা, “আফ্রিকার জাতি গঠনে সবচেয়ে বড় বাধা গোত্র বিভাজিত সমাজব্যবস্থা।” ব্যাখ্যা কর।
অথবা, “আফ্রিকায় জাতিরাষ্ট্র গঠনে প্রধান বাধা হচ্ছে গোত্রতন্ত্র।”- মতামত দাও।
১৯. দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের উদ্ভব ও বিকাশ সম্পর্কে নিবন্ধ লেখ।
অথবা, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের উৎপত্তি ও ক্রমবিকাণ আলোচনা কর।
২০. বর্ণবাদ কী? দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ প্রথার অবসান সম্পর্কে আলোচনা কর।
অথবা, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ প্রথা উচ্ছেদে নেলসন ম্যান্ডেলার ভূমিকা নিরূপণ কর।
অথবা, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নিরসনে নেলসন ম্যান্ডেলার ভূমিকা নিরূপণ কর।
২১. বর্ণবাদ প্রথা নিরসনে ANC এর ভূমিকা নিরূপণ কর।
অথবা, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ প্রথা উচ্ছেদে আফ্রিকান জাতীয় কংগ্রেসের ভূমিকা নিরূপণ কর।
২২. OAU কী? আফ্রিকান ঐক্য সংস্থা গঠনের পটভূমি আলোচনা কর।
অথবা, আফ্রিকান ঐক্য সংস্থা (OAU) গঠনের পটভূমি আলোচনা কর।
২৩. আফ্রিকান ঐক্য সংস্থার উদ্দেশ্য ও কার্যাবলি বর্ণনা কর। এই সংস্থা কতটুকু সফল হয়েছিল?
অথবা, আফ্রিকান ঐক্য সংস্থার উদ্দেশ্য ও কার্যাবলি বর্ণনা কর।
২৪. আফ্রিকার সাথে যুক্তরাষ্ট্রের বৈদেশিক বিষয়ে আলোচনা কর।
অথবা, স্বাধীনতা উত্তরকালে মার্কিন যুক্তরাষ্ট্রের আফ্রিকা নীতি পর্যালোচনা কর।
২৫. আফ্রিকার সাথে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক আলোচনা কর।
অথবা, আফ্রিকায় সোভিয়েত নীতি আলোচনা কর।
অথবা, আফ্রিকায় সোভিয়েত ইউনিয়ন কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ আলোচনা কর।
২৬. আফ্রিকার দেশগুলোর স্বাধীনতার পিছনে জাতিসংঘের ভূমিকা আলোচনা কর।
অথবা, আফ্রিকার দেশগুলোর স্বাধীনতার ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা আলোচনা কর।
আরও দেখো: অনার্স ইতিহাস ৩য় বর্ষ অন্যান্য বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীরা, ওপরে তোমাদের ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, সেই শুভ-কামনা রইল।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post