কত কাল ধরে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর : এককালে বাংলাদেশে রাজার শাসন ছিল না, লোকজন নিজেরাই মিলে-মিশে যুক্তি-পরামর্শ করে দেশ চালাত। তেইশ-চব্বিশ-শ বছর আগে রাজ-রাজড়ার শাসন শুরু হলো প্রাচীনকালে পুরুষেরা পরত ধুতি-চাদর, আর মেয়েরা শাড়ি-ওড়না। সাধারণ লোকের জুতা পরার সামর্থ্য ছিল না, তারা পরত কাঠের খড়ম। পুরোনো দিনেও এ দেশের মানুষের সাজগোজের দিকে নজর ছিল। সোনার অলংকার পরার সুযোগ পেত শুধু ধনীরা। মাছ-ভাত-তরিতরকারি-দুধ-ঘি ইত্যাদি ছিল সেকালের বাঙালির প্রিয় খাদ্য। ইলিশ মাছ ছিল বেশি প্রিয়।
কত কাল ধরে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. বাংলাদেশের ইতিহাস কত বছরের পুরোনো?
উত্তর: বাংলাদেশের ইতিহাস প্রায় আড়াই হাজার বছরের পুরোনো বলে ধারণা করা হয়, তবে এটি আরও বেশি সময়েরও হতে পারে।
২. ইতিহাস কেবল রাজাদের কথাই বোঝায় না কেন?
উত্তর: ইতিহাস কেবল রাজাদের কথাই বোঝায় না, কারণ এটি সাধারণ মানুষের জীবন, তাদের সামাজিক ব্যবস্থা ও সংস্কৃতির প্রতিফলনও তুলে ধরে।
৩. রাজা আসার আগে এদেশের সমাজব্যবস্থা কেমন ছিল?
উত্তর: রাজা আসার আগে এদেশে মানুষের মূল্য বেশি ছিল, তারা যুক্তি পরামর্শ করে নিজেরাই দেশ চালাত, চাষাবাদ করত ও ঘরবাড়ি নির্মাণ করত।
৪. রাজা আসার পর সমাজে কী পরিবর্তন ঘটে?
উত্তর: রাজা আসার পর মন্ত্রী, সামন্ত-প্রভুরা এলেন, শাসনব্যবস্থা কঠোর হলো এবং প্রজাদের গুরুত্ব কমে গিয়ে রাজাদের নামই ইতিহাসে বড় অক্ষরে লেখা হতে লাগল।
৫. প্রাচীনকালে বাঙালির পোশাক কেমন ছিল?
উত্তর: প্রাচীনকালে পুরুষরা ধুতি পরত, ধনী পরিবারের ছেলেরা চাদর পরত, মেয়েরা শাড়ি পরত, এবং ধনী নারীরা শাড়ির সঙ্গে ওড়না ব্যবহার করত।
৬. সাধারণ মানুষ কী ধরনের জুতো পরত?
উত্তর: সাধারণ মানুষ সাধারণত কাঠের খড়ম পরত, তবে যোদ্ধা ও পাহারাদাররা চামড়ার জুতো পরার সুযোগ পেত।
৭. প্রাচীনকালে চুলের সাজ কেমন ছিল?
উত্তর: ছেলেরা বাবরি চুল রাখত বা মাথার ওপরে চুড়ো করত, মেয়েরা নিচু করে ‘খোঁপা’ বা উঁচু করে ‘ঘোড়াচুড়’ বাঁধত এবং খোঁপায় ফুল পরত।
৮. সৌন্দর্যচর্চায় মেয়েরা কী কী ব্যবহার করত?
উত্তর: মেয়েরা কপালে টিপ, চোখে কাজল, পায়ে আলতা এবং চুলে ফুল পরত, এছাড়া নানা ধরনের প্রসাধনীও ব্যবহার করত।
৯. প্রাচীন বাংলায় অলংকার ব্যবহারের নিয়ম কী ছিল?
উত্তর: ধনী পরিবারের ছেলেরা সুবর্ণকু-ল পরত, মেয়েরা কানে ‘তারঙ্গ’ দিত, গলায়, হাতে ও মাথায় সোনার গহনা পরত, আর সাধারণ মেয়েরা শাঁখা ও ফুলের মালা ব্যবহার করত।
১০. বাঙালির প্রধান খাদ্য কী ছিল?
উত্তর: বাঙালির প্রধান খাদ্য ছিল সরু সাদা চালের গরম ভাত, যা গাওয়া ঘি, নালিতা শাক, মৌরলা মাছ ও দুধের সঙ্গে খাওয়া হতো।
১১. সেকালে কোন মাছ বেশি জনপ্রিয় ছিল?
উত্তর: ইলিশ মাছ ছিল সবচেয়ে জনপ্রিয়, পাশাপাশি শুটকি মাছের প্রচলনও ছিল, বিশেষ করে দক্ষিণাঞ্চলে।
১২. প্রাচীন বাংলার প্রিয় ফল কোনগুলো ছিল?
উত্তর: আম, কাঁঠাল, তাল, নারকেল ইত্যাদি ছিল প্রাচীন বাংলার মানুষের সবচেয়ে প্রিয় ফল।
১৩. সাধারণ মানুষ রান্নার জন্য কী ধরনের পাত্র ব্যবহার করত?
উত্তর: সাধারণ মানুষ রান্নার জন্য ‘জালা’, ‘হাঁড়ি’, ও ‘তেলানি’ নামের মাটির পাত্র ব্যবহার করত।
১৪. পুরুষেরা কী ধরনের খেলাধুলা করত?
উত্তর: পুরুষেরা কুস্তি খেলা পছন্দ করত, দাবা ও পাশা খেলত, বড়লোকেরা ঘোড়া ও হাতির খেলা দেখত, আর সাধারণ মানুষ ভেড়ার ও মোরগের লড়াই উপভোগ করত।
১৫. মেয়েদের প্রিয় বিনোদন কী ছিল?
উত্তর: মেয়েরা সাঁতার কাটতে, বাগান করতে, এবং কড়ির খেলা খেলতে ভালোবাসত।
১৬. সেকালে জনপ্রিয় বাদ্যযন্ত্র কোনগুলো ছিল?
উত্তর: বীণা, বাঁশি, কাড়া, ছোট ডমরু ও ঢাক ছিল সেকালের জনপ্রিয় বাদ্যযন্ত্র।
১৭. সাধারণ মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম কী ছিল?
উত্তর: সাধারণ মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম ছিল নৌকা, তবে তারা বিশেষ উপলক্ষে গরুর গাড়িও ব্যবহার করত।
১৮. কোন ধনী ব্যক্তিরা হাতি ও ঘোড়ার গাড়ি ব্যবহার করত?
উত্তর: শুধুমাত্র অবস্থাপন্ন ও ক্ষমতাশালী ব্যক্তিরাই হাতির পিঠে ও ঘোড়ার গাড়িতে চলাফেরা করত।
১৯. বড়লোকদের বাড়িঘর কেমন ছিল?
উত্তর: বড়লোকরা ইট-কাঠের বাড়ি নির্মাণ করত, কিন্তু সাধারণ মানুষ কাঠ, খড়, মাটি ও বাঁশের তৈরি ঘরে বাস করত।
২০. প্রাচীন বাংলার সমাজব্যবস্থায় বৈষম্য কেন তৈরি হয়েছিল?
উত্তর: রাজা ও শাসকদের আগমনের ফলে সমাজে প্রভু ও ভৃত্যের বিভাজন তৈরি হয়, যার ফলে কেউ প্রাচুর্যে জীবনযাপন করত, আর কেউ দারিদ্র্যের কষ্টে দিন কাটাত।
কত কাল ধরে প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. প্রাচীনকালে কোন ভাতের কদর ছিল সবচাইতে বেশি?
উত্তর: প্রাচীনকালে সরু সাদা চালের গরম ভাতের কদর ছিল সবচেয়ে বেশি।
২. সেকালের বাঙালিরা কোন কোন তরি তরকারি প্রচুর খেত?
উত্তর: সেকালে বাঙালিরা লাউ, বেগুন ইত্যাদি তরিতরকারি প্রচুর খেত।
৩. সেকালে শুঁটকির চল ছিল বিশেষ করে কোন অঞ্চলে?
উত্তর: সেকালে শুঁটকির চল ছিল বিশেষ করে দক্ষিণাঞ্চলে।
৪. প্রাচীন বাঙালির কীসের প্রতি ঝোঁক ছিল?
উত্তর: প্রাচীন বাঙালির সাজসজ্জার প্রতি ঝোঁক ছিল।
৫. সেকালের সোনার অলংকার কারা পরত?
উত্তর: সেকালে সোনার অলংকার বড়লোকেরা পরত।
৬. প্রাচীনকালে কঁচি কলাপাতার মাকড়ি কারা পরত?
উত্তর: প্রাচীনকালে কচি কলাপাতার মাকড়ি সাধারণ পরিবারের মেয়েরা পরত।
৭. প্রাচীনকালে সমাজের কোন স্তরের মানুষ শামুক খেত?
উত্তর: প্রাচীনকালে সমাজের নিম্নস্তরের মানুষ শামুক খেত।
৮. সেকালে বড়লোকেরা কীসের খেলা দেখত?
উত্তর: সেকালের বড়লোকেরা ঘোড়া আর হাতির খেলা দেখত।
৯. প্রাচীনকালে বিয়ে বাড়িতে কিসের মাংস খেত?
উত্তর: প্রাচীনকালে বিয়ে বাড়িতে হরিণের মাংস খেত।
১০. ‘ডুলি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ডুলি’ শব্দের অর্থ পালকির মতো ছোট বাহন।
১১. কত বছর আগে এদেশে রাজার শাসন শুরু হয়?
উত্তর: তেইশ চব্বিশ শ বছর আগে এদেশে রাজার শাসন শুরু হয়।
১২. প্রাচীনকালে সাধারণ মানুষ কোন পাত্রে রান্না করত?
উত্তর: প্রাচীন কালে সাধারণ মানুষ মাটির পাত্রে রান্না করত।
১৩. ‘সুবর্ণকুণ্ডল’ কী?
উত্তর: সুবর্ণকুণ্ডল হলো সোনা দিয়ে তৈরি মোটা চুড়ির মতো গোলাকার অলঙ্কার।
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের চারুপাঠ বাংলা বই থেকে কত কাল ধরে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য প্রায় ৩০টি জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post