কত কাল ধরে বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : আনিসুজ্জামানের জন্ম ১৯৩৭ খ্রিষ্টাব্দে, কলকাতায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে তাঁর বেশ কিছু গবেষণাগ্রন্থ রয়েছে। উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো: ‘মুসলিম মানস ও বাংলা সাহিত্য’, ‘মুসলিম বাংলার সাময়িকপত্র’, ‘মুনীর চৌধুরী’, ‘স্বরূপের সন্ধানে’, ‘পুরনো বাংলা গদ্য’। এ ছাড়া তিনি বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘বাংলা সাহিত্যের ইতিহাস’ গ্রন্থের প্রধান সম্পাদক।
কত কাল ধরে বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. প্রাচীন বাংলায় স্বর্ণালংকার পরত—
ক. শুধু ছেলেরা
খ. শুধু মেয়েরা
গ. বড়লোকেরা
ঘ. সকলেই
২. বাঙালির কাছে সবচাইতে বেশি কদর ছিল কোন খাবারটির?
ক. সরু সাদা চালের গরম ভাত
খ. মৌরালা মাছের তরকারি
গ. শুঁটকি মাছ
ঘ. হরিণের মাংস
৩. প্রাচীন কালে কোন খাবারটি খেত না?
ক. ইলিশ
খ. শুটকি
গ. ছাগমাংস
ঘ. ডাল
৪. সেকালে কোন খাবার বেশি খেত বাঙালিরা?
ক. হরিণের মাংস
খ. ডাল
গ. পাখির মাংস
ঘ. লাউ, বেগুন
৫. বাঙালি প্রিয় মাছ ছিল কোনটি?
ক. ইলিশ
খ. বোয়াল
গ. রুই
ঘ. পাঙ্গাস
৬. সেকালে শুটকির চল কোন অঞ্চলে বেশি ছিল?
ক. উত্তরাঞ্চলে
খ. দক্ষিণাঞ্চলে
গ. পূর্বাঞ্চলে
ঘ. পশ্চিমাঞ্চলে
৭. বিয়ে বাড়িতে বা উৎসবে দেওয়া হতো-
ক. ছাগমাংস
খ. গরুর মাংস
গ. হরিণের মাংস
ঘ. শুকরের মাংস
৮. কোন মাংসটি সকলে খেত?
ক. ছাগলের মাংস
খ. গরুর মাংস
গ. হরিণের মাংস
ঘ. শুকরের মাংস
৯. পাখির মাংস খাওয়া হতো—
ক. বড়লোকদের বাড়িতে
খ. বিয়ে বাড়িতে বা উৎসবে
গ. সাধারণের বাড়িতে
ঘ. শিকারিদের বাড়িতে
১০. সেকালে সমাজের নীচুস্তরের মানুষ খেত—
ক. পাখির মাংস
খ. শুটকি
গ. ডাল
ঘ. শামুক
১১. বাঙালির নিত্য প্রিয় খাবার ছিল কোনটি?
ক. ক্ষীর, দই, পায়েস, ছানা
খ. হরিণ, পাখির মাংস
গ. ডাল ও ইলিশ মাছ
ঘ. শামুক, গরু, শুয়োর
১২. বাঙালির প্রিয় ফল ছিল কোনটি?
ক. আম, জাম, পেয়ারা, লিচু
খ. আম, কাঁঠাল, তাল, নারকেল
গ. খেজুর, নারিকেল, জাম, জামরুল
ঘ. কলা, বেল, লিচু, আনারস
১৩. প্রাচীন বাঙালি সমাজে শিকার প্রিয় ছিল—
ক. নারীরা
খ. জমিদারগণ
গ. বিত্তশালীরা
ঘ. পুরুষেরা
১৪. প্রাচীন বাঙালি সামাজে কোন খেলার চল ছিল?
ক. ফুটবল
খ. কুস্তি
গ. হা-ডু-ডু
ঘ. ক্রিকেট
১৫. কড়ির খেলার প্রচলন ছিল কাদের কাছে?
ক. মেয়েদের
খ. ছেলেদের
গ. পুরুষের
ঘ. কুস্তিগীরের
১৬. হাতির খেলার প্রচলন ছিল কাদের কাছে?
ক. জামিদারদের
খ. বড়লোকদের
গ. রাজাদের
ঘ. ছেলেদের
১৭. প্রাচীন বাঙালি সমাজের যাতায়াতের প্রধান উপায় ছিল—
ক. হাতি
খ. পালকি
গ. নৌকা
ঘ. গরুর গাড়ি
১৮. সাধারণ লোকজন প্রাচীন সমাজে গরুর গাড়ি ব্যবহার করত—
ক. ধর্মীয় উৎসবে
খ. বিশেষ উপলক্ষে
গ. যাতায়াতের সুবিধার্থে
ঘ. দূরবর্তী যাত্রায়
১৯. রাজবাড়িতে ব্যবহৃত হত—
ক. সাজানো গোছানো পালকি
খ. বাঁশ কাঠের যানবাহন
গ. সাধারণ পালকি
ঘ. হাতির দাঁতের পালকি
২০. সবাই মিলে কাজ করত কোন সময়ে?
ক. আধুনিক যুগে
খ. পুরনো কালে
গ. মধ্যযুগে
ঘ. বর্তমান সময়ে
২১. সংস্কৃত কবির ছবিতে মেয়েদের কানে ছিল-
ক. দুল
খ. অলংকার
গ. ফুল
ঘ. মুক্তা
২২. সংস্কৃত কবির সংসারের ছবিতে নারীর অবস্থা ছিল—
ক. হাস্যজ্জ্বল
খ. ক্ষুধার্ত
গ. রসবতী
ঘ. ক্রোদ্ধ
২৩. কত মানুষের স্বপ্ন ছিল সরু চালের সাদা গরম ভাতে-
ক. গরুর মাংস
খ. খাসির কলিজা
গ. ইলিশ মাছ
ঘ. গাওয়া ঘি
২৪. সেকালে কোন খাবারটির চল ছিল বেশি?
ক. ডাল, শুঁটকি
খ. হরিণের মাংস, পাখির মাংস
গ. খাজা, মোয়া, নাড়ু
ঘ. মসলা দেওয়া পান
২৫. লোকে সেকালে রান্নাবান্না করত কীসে?
ক. মাটির পাত্রে
খ. কাসার পাত্রে
গ. তামার পাত্রে
ঘ. অ্যালুমিনিয়ামের পাত্রে
২৬. প্রাচীন রাজাদের জীবনযাত্রার পরিচয় পাওয়া যায়-
ক. ইতিহাসে
খ. ঠাকুর মার ঝুলিতে
গ. বড়দের মুখে
ঘ. সমাজবিজ্ঞানে
২৭. সকল বাঙালি একরকম ছিল না কেন?
ক. সাম্প্রদায়িক কারণে
খ. রাজা প্রজার প্রভেদের কারণে
গ. বংশগত ব্যবধানের কারণে
ঘ. বর্ণের বিভিন্নতার কারণে
২৮. রাজা সমাজে আসায় কী হয়েছে?
ক. মানুষের মধ্যে প্রভেদ বেড়েছে
খ. সমাজে শান্তি এসেছে
গ. মানুষ দরিদ্র হয়েছে
ঘ. সমাজে শৃঙ্খলা এসেছে
২৯. প্রাচীন কালে জুতো ব্যবহার করত-
i. শিকারিরা
ii. যোদ্ধারা
iii. পাহারাদাররা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. প্রাচীন বাংলার মানুষের নিত্যপ্রিয় খাবার ছিল-
i. ডাল, ভাত
ii. ক্ষীর, দই
iii. পায়েস, ছানা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের চারুপাঠ বাংলা বই থেকে কত কাল ধরে বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post