কপিলদাস মুর্মুর শেষ কাজ mcq প্রশ্ন উত্তর : কপিলদাস এবং তার গল্প— দুয়েরই বিশেষ আকর্ষণ ও গুরুত্ব রয়েছে। এই উৎসাহ কপিলদাসকে নতুন চেতনায় উদ্বুদ্ধ করে। সে তার বয়সকে অতিক্রম করে যায়; অনেকটা খেলার ছলেই জড়বৎ কপিলদাস আকস্মিকভাবে গতিপ্রাপ্ত হয়। তার হাতে উঠে আসে তির-ধনুক। একের পর এক তির তার হাত থেকে ছুটে যেতে থাকে শত্রুকে লক্ষ করে। কপিলদাস নিজে কেবল একটি চরিত্র থাকে না; হয়ে ওঠে জাতিসত্তার অস্তিত্ব রক্ষার সংগ্রামের এক আপসহীন যোদ্ধা। কপিলদাসের আশ্রয়ে লেখক আমাদের জানিয়ে যান লড়াইয়ের কোনো বয়স নেই।
কপিলদাস মুর্মুর শেষ কাজ mcq প্রশ্ন উত্তর
১. শওকত আলী কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৩৯
● ১৯৩৬
গ. ১৯৪০
ঘ. ১৯৩৮
২. শওকত আলী কত সালে পূর্ব পাকিস্তানে চলে আসেন?
● ১৯৫২
খ. ১৯৫৩
গ. ১৯৭১
ঘ. ১৯৭২
৩. ছাত্রজীবনে শওকত আলী কীসের সঙ্গে যুক্ত হয়ে পড়ের?
ক. মুক্তিযুদ্ধে
● রাজনীতিতে
গ. সমাজসেবায়
ঘ. চাকরিতে
৪. শওকত আলী কোন বিষয়ে অধ্যয়ন করে এমএ পাশ করেন?
● বাংলা
খ. ভাষাবিজ্ঞান
গ. উর্দ
ঘ. দর্শন
৫. শওকত আলী সরকারি সংগীত মহাবিদ্যালয়ে কী হিসেবেকর্মরত ছিলেন?
ক. প্রফেসর
খ. সংগীত শিক্ষক
● অধ্যক্ষ
ঘ. সাহিত্যিক
৬. শওকত আলী কত সালে একুশে একুশে পদকে ভূষিত হন?
● ১৯৯০
খ. ১৯৯১
গ. ১৯৬৮
ঘ. ১৯৯৯
৭. ১৯৬৮ সালে শওকত আলী কোন পুরস্কার পান?
ক. একুশে পদক
খ. স্বাধীনতা পদক
● বাংলা একাডেমি
ঘ. নোবেল পুরস্ককার
৮. ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থের রচয়িতা কে?
ক. মাইকেল মধূসূদন দত্ত
খ. আখতারুজ্জামান ইলিয়াস
গ. আল মাহমুদ
● শওকত আলী
৯. ‘পিঙ্গল আকাশ’ কী?
● গ্রন্থ
খ. নাটক
গ. ছোটোগল্প
ঘ. কবিতা
১০. শওকত আলী কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ২০২০
খ. ২০০১
● ২০১৮
ঘ. ২০১০
১১. শওকত আলী কোথায় মৃত্যুবরণ করেন?
ক. রায়গঞ্জ
খ. উত্তরবঙ্গ
গ. কলকাতা
● ঢাকা
১২. শওকত আলীর সাহিত্য ভাবনার মূল প্রবণতা ছিল—
i. জীবনকে নিবিড়ভাবে অবলোকন করা
ii. বিচিত্র জবিনপ্রবাহকে শিল্পাবয়ব প্রদান
iii. সাহিত্যকে উৎকৃষ্ট করা
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৩. শওকত আলীর রচনায় প্রতিফলন ঘটেছে—
i. নৃতত্ত্ব
ii. ইতিহাস ও বিজ্ঞান
iii. ইতিহাস ও সমাজবিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, iii ও iii
১৪. বাতাস উঠলে এখন কীসের পানিতে কাঁপন লাগেনা
● টাঙনের
খ. বিলের
গ. নদীর
ঘ. সমুদ্রের
১৫. শীতের টাঙনে কী ধরনের স্রোরােতে বয়ে যায়?
ক. ভারী স্রোতে
খ. মৃদু স্রোতে
● ধীর স্রোতে
ঘ. ঝড়োগতিতে
১৬. কোথায় বালি চিকমিক করে?
ক. নদীর ধারে
খ. পানির উপরে
গ. নদীর তীরে
● পানির তলায়
১৭. কোনটি ভঅটির দিকে মাথা রেখে এপাশ- ওপাশ ফেরে?
ক. কচুরিপানা
● সবুজ গুল্ম
গ. বুনোফুল
ঘ. ছোটো মাছ
১৮. চতুর দু-একটা উজানে ছুটে গেলেও আবার কোথায় ফিরে আসে?
● ভাটিতে
খ. নদীতে
গ. টাঙনে
ঘ. স্রোতের মধ্যে
১৯. সাঁকোর উপর দিয়ে চিনির কল যাওয়ার সময়ও কী কাঁপে না?
ক. সাঁকো
খ. নৌকা
● পানির স্রোত
ঘ. সাঁকোর থাম
২০. আজকাল শীতের শান্তভাব কোথায় সবসময় বিরাজমান থাকে?
● টাঙনের স্রোতে
খ. দিগন্তজুড়ে
গ. উজানে
ঘ. নদীর ওপারে
২১. রোদেও দিকে পিঠ মেলে দিয়ে কে ঝিমোতে পারে?
ক. নগেন
খ. মনিন্দর
● কপিলদাস
ঘ. দীনদাস
২২. কে ট্রাক্টর ট্রায়ালের জন্য চালু করে রেখেছে?
ক. বিনোদ মিস্ত্রি
খ. নগেন
● মহিন্দর
ঘ. কপিলদাস
২৩. সকাল, দুপুর, রাত ধরে ক্রমাগত কীসের শব্দ হয়ে চলেছে?
ক. চিনি কলের
● ট্রাক্টরের
গ. গোরুর গাড়ির
ঘ. ইট- ভাটার
২৪. রাখাল তার বাঁশিতে কার সুর বাজিয়ে যাচ্ছে?
ক. বিষাদের
খ. মধুর
গ. প্রণয়ের
● বুনোসুর
২৫. চারদিকে নানান শব্দ থাকার পরও কে চুপচাপ থাকে?
● কপিলদাস
খ. মহিন্দর
গ. বিন্নী
ঘ. দীনদাস
কপিলদাস মুর্মুর শেষ কাজ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
২৬. ছাগল ঢুকে সবজিখেত তছনছ করলে সোনামুখি কার সঙ্গে ঝগড়া বাঁধাবে?
ক. কপিলদাস
খ. বিন্নী
● সিলভী
ঘ. বিন্দা
২৭. কপিলদাসের মতে, সবকিছুই শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে কী হয়?
ক. শুরু হয়
খ. শেষ হয়
গ. জড়ো হয়
● মিলে যায়
২৮. কপিলদাসের মতে, সংসারের অনেক ভিতওে শান্ত ধীর এবং নিরবচ্ছিন্ন একটা কী আছে?
● স্রোত
খ. টান
গ. ভাব
ঘ. স্মৃতি
২৯. কপিলদাস শীতের রোদে পিঠ দিয়ে আরামে ঝিমোতে পারে কেন?
● গা- ছাড়া পরিতৃপ্তি ভাবের জন্য
খ. বিষাদময়তার জন্য
গ. স্মৃতিমন্থনের জন্য
ঘ. স্থবিরতার জন্য
৩০. কপিলদাস কখন তুমুল নাছ জুড়েছিল?
ক. বর্ষাকালে
খ. চৈত্রসংক্রান্তিতে
● পুশনা পরবে
ঘ. নববর্ষে
৩১. কপিলদাস কোথায় ভারি সুখে বিচরণ করে?
● অতীত স্মৃডুতে
খ. পথে- পথে
গ. নদীর কূলে
ঘ. টাঙনের পাশে
৩২. কপিলদাস খামার বাড়ি থেকে কাদেরকে ধান বিলিয়ে দিয়েছিলেন?
ক. জেলেদের
● কিষানদের
গ. গরিবদের
ঘ. চাষিদের
৩৩. কপিলদাস কাকে টাঙনের পানিতে ধাক্কা মেরেছিলেন?
● মানুয়ের পাদ্রিকে
খ. মহাজনকে
গ. জয়হরিকে
ঘ. সলিমউদ্দিনকে
৩৪. কোথায় পাদ্রি তলিয়ে গিয়েছিল?
● টাঙনের পানিতে
খ. হাওড়ের জলে
গ. মাঝ নদীতে
ঘ. সমুদ্রের স্রোতে
৩৫. সাঁতরাতে সাঁতরাতে পাদ্রি কাকে শাসাচ্ছিল?
● কপিলদাসকে
খ. নগেনকে
গ. বিন্দা মাঝিকে
ঘ. জয়হরিকে
৩৬. কিশোর কপিলদাসের সার্বক্ষণিক সঙ্গী কে ছিল?
ক. খরগোস
● কুকুর
গ. বুনো বিড়াল
ঘ. কুমির
৩৭. কপিলদাসের কুকুরকে কে খিয়েছিল?
● বাঘ
খ. শিয়াল
গ. সিংহ
ঘ. কুমির
৩৮. কপিলদাস একেকদিন কার কাছে গল্প ফাঁদে?
● নিজের কাছে
খ. নাতনির কাছে
গ. ছেলের কাছে
ঘ. বিন্দামালির কাছে
৩৯. কোন গল্পটা মাঝখান থেকে শুরু হয়ে যায়?
● মেলার
খ. শিকারের
গ. বিচার সভার
ঘ. খামারবাড়ির
৪০. আধিয়ায় জোতদারের মাঝখানে কী পড়ে গিয়েছিল?
● সাঁওতালবস্তি
খ. নদী
গ. বিচারসভা
ঘ. সবজিখেত
৪১. কীসের উপর নাড়া চাপিয়ে দেওয়া হয়?
ক. ঘরের
● আগুনের কুণ্ডলীর
গ. জমির
ঘ. সাঁওতালবস্তির
৪২. বিচারসভার কোন দৃশ্যটা কপিলদাসের স্মরণে আসে না?
ক. শুরুর দৃশ্য
খ. মাঝের দৃশ্য
● শেষ দৃশ্য
ঘ. শস্তির দৃশ্য
৪৩. কোথায় দাড়িয়ে লোকজন বস্তির দিক নির্দেশ করছিল?
● টাঙনের উঁচু পাড়ে
খ. ধানখেতে
গ. মাঠে
ঘ. পাহাড়ে
৪৪. পরিষ্কার জামাকাপড় পরা লোকটা কে ছিল?
ক. মোড়ল
খ. জয়হরি
গ. মোহন কিস্কু
● ম্যানেজার
৪৫. কপিলদাস কীসের ঘুন্টি আওয়াজ কান পেতে শোনে?
ক. মেষের পালের ঘরে ফেরা
● গোরুর পালের ঘরে ফেরা
গ. মন্দিরের
ঘ. স্কুল ছুটির
৪৬. আজকাল কে ফার্মের গোরু চরায়?
ক. জয়হরি
● জয়হরি ছোটো ছেলে
গ. সলিমউদ্দিন
ঘ. মোহন কিস্কু
৪৭. ‘তোর কিছু কম থাকে না’ কথাটি কার?
● সলিমউদ্দিন
খ. জয়হরি
গ. মোহন কিস্কু
ঘ. দীনেশ কিস্কু
৪৮. কোথায় দাঁড়িয়ে কপিলদাস মাথা নাড়ায়?
● রাস্তায়
খ. বাড়িতে
গ. মাঠে
ঘ. নদীর তটে
৪৯. কে হঠাৎ ট্রাক্টরের ইঞ্জিন চালিয়ে দেয়?
ক. জয়হরি
খ. দীনেশ মিস্ত্রি
● বিনোদ মিস্ত্রি
ঘ. সলিমউদ্দিন
৫০. চাকা ঘুরতে ঘুরতে ট্রাক্টর মাঠ থেকে কোথায় পৌঁছাল?
● দীনেশ কিস্কুর বাড়ি
খ. বিনোদ মিস্ত্রির বাড়ি
গ. কপিলদাসের বাড়ি
ঘ. সলিমউদ্দিনের বাড়ি
◉ আরও দেখ: একাদশ-দ্বাদশ শ্রেণির সকল গল্প-কবিতার CQ-MCQ সমাধান
শিক্ষার্থীরা, উপরে একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা বই থেকে কপিলদাস মুর্মুর শেষ কাজ mcq প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। আমি আশা করছি, এই প্রশ্নগুলো প্রাকটিস করলে তোমরা পরীক্ষার জন্য শতভাগ কমন পেয়ে যাবে। সবগুলো MCQ প্রশ্নের উত্তর পিডিএফ আকারে সংগ্রহের জন্য উপরে ‘ANSWER SHEET’ অপশনে ক্লিক করো।
Discussion about this post