টপিক: অনার্স সমাজকর্ম ২য় বর্ষ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
অনার্স সমাজকর্ম ২য় বর্ষ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
বিষয় কোড: ২২২১০৯
ক. বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. কম্পিউটার কী?
উত্তর: কম্পিউটার হল ইলেকট্রনিক বর্তনী ও যান্ত্রিক সরঞ্জাম এর সম্বন্ধে সংঘটিত প্রোগ্রাম নিয়ন্ত্রিত একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র।
২. হাইব্রিড কম্পিউটার কী?
উত্তর: কম্পিউটার অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের কার্যনীতির সম্বন্ধে গঠিত হয় তাই হাইব্রিড কম্পিউটার।
৩. সংখ্যা পদ্ধতির বেজ কী?
উত্তর: কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অংক ব্যবহার করা হয় তার সমষ্টিকে বলা হয় সংখ্যা পদ্ধতির বেজ।
৪. রেডিক্স পয়েন্ট কী?
উত্তর: রেডিক্স পয়েন্ট বলতে কোন সংখ্যা পদ্ধতির বেজ পয়েন্টকে বুঝায়। যেমন – বাইনারি সংখ্যা পদ্ধতির জন্য, ২, হেক্সাডেসিমেলের জন্য ১০, অক্টাল পদ্ধতির জন্য ৮ ইত্যাদি।
৫. মৌলিক গেইট কয়টি ও কী কী?
উত্তর: মৌলিক গেইট ৩ টি। ১. অর গেইট, ২. অ্যান্ড গেইট ও ৩. নট গেইট।
৬. বুলিয়ান ধ্রুবক কাকে বলে?
উত্তর: বুলিয়ান অ্যালজেবরা যার মান অপরিবর্তিত থাকে তাকে বুলিয়ান ধ্রুবক বলে। যেমন – ০+১; এখানে ‘০’ এবং ‘১’ হচ্ছে বুলিয়ান ধ্রুবক।
৭. লজিক সার্কিট বা গেইট কাকে বলে?
উত্তর: যেসব ইলেকট্রনিক সার্কিট কোনো বুলিয়ান প্রক্রিয়ার অর্থাৎ যোগ, গুণ বা পূরকের কাজ করে থাকে লজিক গেইট বা সার্কিট গেইট বলে।
৮. OMR কী?
উত্তর: OMR হল Optical Mark Reader . অর্থাৎ এটি একটি ইনপুট ডিভাইস যা প্রোপাইটে বৈদ্যুতিক পরিবাহিতার ওপর আলোর প্রতিফলনের মাধ্যমে কোন মার্ক বা দাগের উপস্থিতি সনাক্ত করতে পারে।
৯. প্লটার কী?
উত্তর: বিভিন্ন ধরনের আর্কিটেকচারাল প্রিন্ট, নকশা এবং মানচিত্র বড় চওড়া কাগজে প্রিন্ট করার জন্য যে আউটপুট যন্ত্র ব্যবহার করা হয় তাকে প্লটার বলে।
১০ Virtual memory কী?
উত্তর: উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেকেন্ডারি মেমোরি হার্ড-ডিস্কের কিছু স্পেসকে ফিজিক্যাল মেমোরি হিসেবে ব্যবহার করা যায়। একে ভার্চুয়াল মেমোরি বলে। অর্থাৎ হার্ডডিস্কের যে অংশও প্রধান মেমোরি হিসেবে ব্যবহার করা হয় তাই Virtual memory।
১১. ক্যাশ মেমোরি কী?
উত্তর: ক্যাশ মেমোরি সবচেয়ে দামি ও উচ্চ গতিসম্পন্ন মেমোরি।cpu-এর প্রসেসিং এর গতি প্রধান মেমোরির গতি থেকে বেশি হওয়ায় ডাটা আদান প্রদানের ক্ষেত্রে স্পিড মিসমেচ হওয়ায় প্রসেসর এর কার্যক্ষমতা হ্রাস পায়। এ সমস্যা দূর করার জন্য প্রসেসর ও প্রধান মেমোরির মাঝে উচ্চগতি সম্পন্ন মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলে।
১২. ‘ALU’ কী?
উত্তর: ‘ALU’ হলো Arithmetic Logic Unit অর্থাৎ ALU মাইক্রোপ্রসেসরের এমন একটি ঘটনা গাণিতিক যুক্তি হিসাব নিকাশের কাজ করে।
১৩. কয়েকটি উল্লেখযোগ্য আউটপুট পেরিফেরাল এর নাম লেখ।
উত্তর: কয়েকটি উল্লেখযোগ্য আউটপুট পেরিফেরাল এর নাম হলো মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদি।
১৪. সফটওয়্যার পাইরেসি কি?
উত্তর: সফটওয়্যার পাইরেসি বলতে সফটওয়্যার প্রস্তুতকারীর অনুমতি ছাড়াই হুবহু কপি বা নকল করা, সফটওয়্যারটি নিজে প্রস্তুত না করেও নিজের নামে বিতরণ করা অথবা সফটওয়্যার আংশিক পরিবর্তন সাধন পূর্বক নিজের নামে চালিয়ে দেওয়া কে বোঝায়।
১৫. ফার্মওয়্যার কী?
উত্তর: কম্পিউটার তৈরি করার সময় এর মেমোরি তে যেসব প্রোগ্রামসমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া হয় তাকে ফার্মওয়্যার বলে।
১৬. অপারেটিং সিস্টেম কী?
উত্তর: অপারেটিং সিস্টেম হল কতগুলো পারস্পারিক সম্পর্ক যুক্ত প্রোগ্রামের সমষ্টি, যেগুলোর সাহায্যে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার কে নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং সফটওয়্যার পরিচালনা ও কার্যকর করে।
১৭. চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেম কী?
উত্তর: যে অপারেটিং সিস্টেমে গ্রাফিক্স বা চিত্রের মাধ্যমে কমেন্ট করে কম্পিউটার পরিচালনা করা হয় তাকে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম বলা হয়।
১৮. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম কী?
উত্তর: যে অপারেটিং সিস্টেমে কী-বোর্ড এর বর্ণ/ অক্ষর/ বাটনের মাধ্যমে কমান্ড ব্যবহার করে কম্পিউটার পরিচালনা করা হয় তাকে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম বলে।
১৯. সুডো কোড কি?
উত্তর: প্রোগ্রামিংয়ের অ্যালগরিদমের বিকল্প হিসেবে সহজ সরল ভাষায় প্রোগ্রামের ধাপগুলো বর্ণনা করা হলো সুডো কোড।
২০.GUI এর পূর্ণরূপ কী?
উত্তর: GUI এর পূর্ণরূপ হল Graphical User Interface.
২১. গাটার কাকে বলে?
উত্তর: ডকুমেন্ট কাগজে মুদ্রণের পর বাঁধাই বা সেলাই এর জন্য লেফট বা টেপে যে প্রয়োজনীয় অংশ ফাঁকা রাখা হয় তাকে গাটার বলে।
২২. ইনফরমেশন সিস্টেম কী?
উত্তর: ইনফরমেশন সিস্টেম হল মানুষ ও যন্ত্রপাতির সম্বন্ধে গঠিত ব্যবস্থা প্রক্রিয়াকরণ করে ব্যবহারকারীর ব্যবহার উপযোগী করে তোলে।
২৩. সিস্টেম উন্নয়ন চক্র কী?
উত্তর: কম্পিউটার নির্ভর ইনফরমেশন সিস্টেম সম্পাদন ও সুষ্ঠু পরিচালনার নিমিত্তে এর বিভিন্ন দিক বিশ্লেষণ ও পরিকল্পনা প্রণয়ন পূর্বক কাজগুলো ধাপে ধাপে সম্পন্ন করার প্রক্রিয়াকে বলা হয় সিস্টেম উন্নয়ন চক্র।
২৪. প্রোটোটাইপিং কী?
উত্তর: প্রোটোটাইপিং হল একটি ইন্টারঅ্যাকটিভ ও পুনরাবৃত্তি যোগ্য প্রক্রিয়ার নতুন অ্যাপ্লিকেশন সমূহের কার্যশীল মডেলগুলোর দ্রুত উন্নয়ন ও পরীক্ষণ প্রক্রিয়া।
২৫.VOIP কী
উত্তর: VOIP হল Voice Over Internet Protocol. অর্থাৎ এটি একটি টেলিফোন সংযোগ ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয়।
২৬. মডেম কী?
উত্তর: প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে ব্যবহৃত যে ইলেকট্রনিক ট্রান্সমিশন সিস্টেম মডুলেশন ও ডিমডুলেশন প্রক্রিয়া সম্পন্ন করে এবং উৎস ও গন্তব্য কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদানে সাহায্য করে তাকে মডেম বলে।
২৭. ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি কী?
উত্তর: ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি হলো কম্পিউটার ভিত্তিক পদ্ধতি, যা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা তথ্য প্রদান করে। ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে।
২৮. হ্যাকিং কাকে বলে?
উত্তর: প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোন কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলে।
২৯. আউটসোর্সিং কী?
উত্তর: আউটসোসিং হলো এক ধরনের ব্যবসায়িক কৌশল। যেখানে কোনো নির্দিষ্ট কর্মী থাকে না বা কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানে থাকে না আর কোন কাজ অনির্দিষ্ট কোনো যোগ্য ব্যক্তিকে দিয়ে করানো কৌশলী হচ্ছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং।
৩০. সাইবার ক্রাইম কী?
উত্তর: আধুনিককালে কম্পিউটার এবং যোগাযোগ প্রযুক্তির ব্যাপকভাবে বিকাশ হচ্ছে। এর সাথে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। ইন্টারনেট কে কেন্দ্র করে বর্তমানে সংঘটিত হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইম। এসব ক্রাইমকে বলা হয় সাইবার ক্রাইম।
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. পঞ্চম প্রজন্মের কম্পিউটার সম্পর্কে আলোচনা করো।
২. সুপার কম্পিউটার কি? এনালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য লেখ।
৩. যোগ বিয়োগ কর:
৪. কম্পিউটারে কেন বাইনারি পদ্ধতি ব্যবহার করা হয়? বর্ণনা কর।
৫. বুলিয়ান উপপাদ্য ব্যবহার করে প্রমাণ করো যে, (A+B) (A+C) = A+BC
৬. ইমপ্যাক্ট ও নন- ইমপ্যাক্ট প্রিন্টার এর মধ্যে পার্থক্য উল্লেখ কর।
৭. মাল্টিমিডিয়া প্রজেক্টর কী? মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহার লেখ।
৮. RAM ও ROM এর মধ্যে পার্থক্য লেখ।
৯. প্লটারের ব্যবহার লেখ।
১০. মাল্টিপ্রসেসিং ও মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেম এর পার্থক্য লেখ।
১১. প্রোগ্রামিং ডিজাইন কী? চারটি আধুনিক মডেলের নাম লেখ।
১২. আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
১৩. চারটি সংখ্যা যোগ করার অ্যালগরিদম ও প্রবাহচিত্র লেখ।
১৪. ফাইল আপডেটিং কাকে বলে?
১৫. ডেটার প্রকারভেদ লেখ।
১৬. ডেটাবেজ ইনভাইরনমেন্ট বলতে কী বোঝায়?
১৭. ই- কমার্সের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।
১৮. ভিডিও কনফারেন্সিং কী? ব্যাখ্যা কর।
১৯. প্রোগ্রামিং ডিজাইন কী? চারটি আধুনিক মডেলের নাম লেখ।
২০. এন্টিভাইরাস কি? কয়েকটি এন্টিভাইরাসের নাম লেখ।
গ. বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. কম্পিউটারের শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য বর্ণনা কর।
২. কম্পিউটারের প্রজন্ম বলতে কী বুঝ? কম্পিউটারের কয়টি প্রজন্ম কী কী? সংক্ষেপে এর বৈশিষ্ট্য আলোচনা কর।
৩. সিপিইউ এর বিভিন্ন অংশের বর্ণনা কর।
৪. সার্বজনীন গেইট কী? গেইটকে কেন সর্বজনীন গেইট বলা হয়।
৫. সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে কী বোঝ? উদাহরণসহ আলোচনা কর।
৬. এনকোডার ডিকোডার কী? 3 to 8 লাইন এনকোডারের বর্ণনা দাও।
৭. বিভিন্ন ধরনের কী (Key) এর বর্ণনা দাও।
৮. মাইক্রোপ্রসেসর এর গঠন বর্ণনা কর।
৯. প্রিন্টার কী? প্রিন্টারের শ্রেণীবিভাগ আলোচনা কর।
১০. কম্পিউটারের সফটওয়্যার ও হার্ডওয়্যার এর মধ্যে পার্থক্য লেখ।
১১. অপারেটিং সিস্টেমের সংগঠন আলোচনা কর।
১২. অ্যালগরিদম ও ফ্লোচার্ট এর মধ্যে পার্থক্য লেখ।
১৩. 2+4+6+…. +n ধারাটির অ্যালগরিদম ও ফ্লোচার্ট লেখ।
১৪. ডেটা ফাইলের প্রকারভেদ বর্ণনা কর।
১৫. প্রসেসিং এর সুবিধাগুলো লেখ।
১৬. ব্যবসা-বাণিজ্য ইনফরমেশন সিস্টেম এর সুবিধা ও অসুবিধাগুলো লেখ।
১৭. সিস্টেম উন্নয়ন চক্র কী? অপারেটিং সিস্টেম এর গুরুত্ব বর্ণনা কর।
১৮. এন্টারপ্রাইজ কম্পিউটিং কী? বিভিন্ন প্রকার এন্টারপ্রাইজ কম্পিউটিং এর বর্ণনা দাও।
১৯. ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর সংগঠন বর্ণনা কর।
২০. স্বাস্থ্যসম্মত উপায়ে কম্পিউটার ব্যবহারের নিয়মাবলী লেখ।
এখানে ক্লিক করে অনার্স অনার্স ২য় বর্ষ মানবীয় জীববিজ্ঞান বুদ্ধি ও বিকাশ (PDF) ডাউনলোড করে নাও। অনার্স সমাজকর্ম ২য় বর্ষের অন্যান্য সাজেশন ডাউনলোড করতে এখানে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post