প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন করা এখন অনেকের জন্যই জরুরী। আমরা সবাই জানি, মহামারী এই করোনাভাইরাসের কারণে অনেকের অভিভাবকই কর্মহীন হয়ে পড়েছে। তাই তোমারও যদি এ ধরনের কোন সমস্যা হয়ে থাকে, তাহলে নিচে দেয়া নমুনার মত করে নিজের জন্য একটি আবদেন পত্র তৈরি করতে পারো।
আমাদের এই আবেদন পত্রের নমুনাটি তুমি চাইলে PDF ফরমেটে ডাউনলোড করতে পারবে। পাশাপাশি ডাউনলোড লিংকে আমরা আবেদনটি এডিট করার জন্য Microsoft Word ফাইলটিও দিয়ে দিয়েছি। এর ফলে তুমি চাইলে ফাইলটি ডাউনলোড করে যেকোন কম্পিউটার থেকে নিজের মত করে প্রিন্ট দিতে পারবে।
করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন
বরাবর,
প্রধান শিক্ষক / অধ্যক্ষ
আবদুর রব সেরনিয়াবাত কলেজ,
কাউনিয়া, বরিশাল
বিষয়: করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন
জনাব,
যথাযথ সম্মানপূর্বক নিবেদন করছি যে, আমি আপনার বিদ্যালয়ের / কলেজের নবম শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সকল পাওনা আমি ইতোপূর্বে নিয়মিত পরিশোধ করেছি। বর্তমানে প্রায় দুই বছর ব্যাপী মহামারী করোনা ভাইরাসের করাল থাবায় সারাদেশের মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ্য। তারই ধারাবাহিকতায় আমার বাবার কর্মস্থল বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে তিনি কর্মহীন অবস্থায় আছেন। এমতাবস্থায় আমার বাবার পক্ষে আমাদের পাঁচ সদস্যের পরিবারের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। ফলে এই মূহুর্তে বিদ্যালয়ের / কলেজের পাওনা পরিশোধ করা আমার পক্ষে অসম্ভব হয়ে পরেছে।
অতএব, জনাবের কাছে আকুল প্রার্থনা, করোনাকালীন সময়ে আমার বেতন মওকুফ করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত ছাত্রী
মীনা
শ্রেণি: নবম, বিভাগ: মানবিক, রোল: ৫
শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post